আবুল খায়ের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-Abul Khair Group Job Circular 2023: নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের টোবাকো কোঃ লিঃ। এটি বাংলাদেশর বৃহৎ এক শিল্প প্রতিষ্ঠান। প্রকাশিত সার্কুলারে শূন্য পদ পূরনের লক্ষ্যে, বাংলাদেশের নাগরিদের কাছ থেকে আবেদন জন্য আহ্বান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২৯ সেপ্টেম্ব-০৭ অক্টোবর ২০২৩ইং তারিখ পর্যন্ত সাক্ষাৎকার করতে হবে। নিয়মিত চাকরির খবর পেতে ভিজিট করুন BDinBD.Com
প্রতিষ্ঠানের নাম | আবেুল খায়ের গ্রুপ |
চাকরির ধরন | বেসরকারি চাকরি |
প্রার্থীর জেলা | সকল জেলা |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/ সমমান |
ক্যাটাগরি | ০৩ টি |
পদ সংখ্যা | অসংখ্য |
আবেদনের মাধ্যম | ইন্টারভিউ |
ইন্টারভিউর শেষ তারিখ | ২৯ সেপ্টেম্ব-০৭ অক্টোবর ২০২৩ |
ওয়েবসাইট | www.abulkhairgroup.com |
আবুল খায়ের গ্রুপে নিয়োগ ২০২৩ সার্কুলার
নিচে তালিকায় উল্লেখিত আবুল খায়ের গ্রুপে নিয়োগ ২০২৩ সার্কুলারের সংক্ষিপ্ত আকারে নিম্ন বর্ণিত পদসমূহের বিবরন তথা পদের নাম, নিয়োগ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বেতন ও প্রার্থীর বয়স ইত্যাদি সুশৃঙ্খলভাবে তুলে ধরা হলো।



দেখুন নতুন নিয়োগ সার্কুলার
- কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- নৌবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার
- মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ ২০২৩
আবুল খায়ের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
প্রকাশিত আবুল খায়ের টোবাকো কোঃ লিঃ এর সুবিধা এবং অসুবিধা সমূহ উপস্থাপন
সুবিধা | অসুবিধা |
আবুলা খায়ের গ্রুপ একটি বৃহৎ শিল্প প্রতষ্ঠান তাই এখানে চাকরির সুযোগ সুবিধা অনেক বেশি | প্রতিষ্ঠান বড় হওয়ায় চাকরির সুযোগ থাকলেও প্রতিযোগীর সংখ্যা বেশি |
যোগ্যব্যক্তি আবেদন করতে পারবেন | যোগ্যতার ভৃত্তিতে নিয়োগ দেওয়া |
এই প্রতিষ্ঠান কয়েকদিন পর পরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। তাই চাকরি পাওয়ার সম্ভাবন বেশি | এর সদর দপ্তর চট্টগ্রামে হওয়ায় অনেকের আবেদনের ক্ষেত্রে কনফিউশন থাকে |
আবুল খায়ের গ্রুপ এর অরও বহু রুপান্তরিত প্রতষ্ঠান আছে | শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে |
শিক্ষাগত যোগ্যতা এইচএসসি থেকে শুরু | বেতনের পরিমান খুব বেশি নয় |
প্রতিষ্ঠান সম্পর্কীত তথ্য জেনে নিন
প্রতিষ্ঠান শুরু: চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় আবুল বিড়ি কোম্পানি থেকে এ গ্রুপের ব্যবসা শুরু হয়। ১৯৫৩ সালে বিড়ি ব্যবসা দিয়ে যাত্রা হয় গ্রুপটির। ১৯৭৮ সালে এর প্রতিষ্ঠাতা আবুল খায়ের মারা যাওয়ার আগ পর্যন্ত বিড়ি ও ট্রেডিংই ছিল এটির মূল ব্যবসা।[৫]
বাণিজ্যিকভাবে বিকাশলাভ: আবুল খায়েরের উত্তরসূরিরা পরে গড়ে তুলে স্টিল মিল, সিমেন্ট কারখানা, চা বাগান, ডেইরি প্রডাক্টসহ অনেক প্রতিষ্ঠান। ১৯৯৩ সালে আবুল খায়ের গ্রুপ স্টারশিপ কনডেন্সড মিল্ক দিয়ে দুগ্ধ খাতে নাম লেখায়। এরপর ১৯৯৬ সালে যোগ হয় স্টারশিপ ফুল ক্রিম মিল্ক পাউডার।
ভারী শিল্পে রয়েছে আবুল খায়েরের আধিপত্য। দেশের সিমেন্ট খাতের বেশির ভাগ চাহিদা পূরণে সক্ষম আবুল খায়েরের প্রতিষ্ঠান শাহ সিমেন্ট। প্রতিষ্ঠানটির বার্ষিক উৎপাদনক্ষমতা ৫০ লাখ টন। দেশে বিদেশী কয়েকটি সিমেন্ট কোম্পানি থাকলেও তাদের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করছে শাহ সিমেন্ট।
১৯৯৩ সালে আবুল খায়ের গরু মার্কা ঢেউটিন দিয়ে ইস্পাত শিল্পে নাম লেখায়। এর পর প্রতিষ্ঠানটি করুগেটেড কালার কোটেড ঢেউটিন উৎপাদন শুরু করে, যা বর্তমানে ২০টির বেশি দেশে রফতানি হচ্ছে। অতিসম্প্রতি তারা বড় ধরনের বিনিয়োগ করেছে একেএস টিএমটি ৫০০ ডব্লিউ ইস্পাতের রড উৎপাদনে।
১৯৯৩ সালে আবুল খায়ের গ্রুপ স্টারশিপ কনডেন্সড মিল্ক দিয়ে দুগ্ধ খাতে নাম লেখায়। এর পর ১৯৯৬ সালে যোগ হয় স্টারশিপ ফুল ক্রিম মিল্ক পাউডার। ১৯৯৭ সালে আসে মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার। আর সিলন চা নিয়ে বাজারে আসে ২০০৪ সালে।
In need job
যোগ্যতা অনুযায়ী (সরকারি/কোম্পানি/মালিকানাধীন কাজের জন্য) চেষ্টা করুন ধন্যবাদ
I am post gratulate person.My major subject is HRM.I would like to get a job in reputed company and develop my career.
ধন্যবাদ! আবেদন করুন
I have six years experience.but i dont any jobs.
01837702026
আমার একটা চাকরি দরকার।
i m in diploma…i need a job…
আবেদন করুন
একটা জব প্রয়োজন
আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করুন
আমি আরিফ খান জয়, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছি। আপনার Gmail address plzz… আমি এপ্লাই করতে চাইতেছিলাম আবুল খায়ের গ্রুপে।
ধন্যবাদ।
একটা কোম্পানীর চাকুরি দরকার
আপনার যোগ্যতা অনুযায়ি আবেদন করুন
কেউ একটা জব কি মেনেজ করে দিতে পারবেন?
খুব প্রয়োজন ছিল😔
ভাই আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করুন।
আবুল খায়ের টোব্যাকো তে সাম্প্রতিক ২০২২ নিয়োগের ফলাফল ও ট্রেনিং কবে হবে।প্লিজ জানাবেন।
আমি বিবিএ ৩য় বর্ষ পরীক্ষা দিয়েছি হিসাব বিজ্ঞান বিভাগ থেকে আমার অফিসিয়াল একটা জব দরকার। কম্পিউটার অফিস প্রোগ্রাম মোটামুটি জানা আছে। প্লিজ হেল্প
আবেদন করুন
একটা জব মেনেজ করে দুলে অনেক উপকার হবে ভাই😔
আমার একটা চাকরি খুব দরকার ছিল যদি কেউ একটু সহযোগিতা করতেন তো অনেক উপকার হতো যে কোন কোম্পানির চাকরি হলেও হব।
যোগ্যতা : এইচএসসি পাস করে ডিপ্লোমা কমপ্লিট করছি কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে
আপনার যোগ্যতা অনুযায়ী পছন্দনীয় পদে আবেদন করুন। ধন্যবাদ!
Management (MBA)
আমার এই পদগুলোর জন্য ইতিপূর্বের কোন অভিজ্ঞতা নেই। আমি কি আবেদন করার জন্য যোগ্য প্রার্থী?
Nasir grup 3yer
Akij grup 2yer
Nb grup 8yer
Akme grup ranig area menejar
আমার যোগ্যতা এসএসসি পাশ।প্লিজ একটা চাকরির ব্যবস্থা করে দেন। দয়া করে। আমার নাম্বার
01887009296
১৩।০৮।২০২২ তারিখের আবুল খায়ের ট্যাবাকো গ্রুপের পরীক্ষার ফলাফল দিছে কি
আমি অনার্স শেষ করেছি, সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ ঢাকা
01765101909
আপনি কি জানতে চাচ্ছেন।
আমার একটা জব খুব দরকার।
আমি অনার্স ২য় বর্ষের চলমান শিক্ষার্থী।
আমি ঢাকায় সরকারী তিতুমীর কলেজে পড়াশুনা করি,,,
যোগ্যতা অনুযায়ী পছন্দনীয় পদে আবেদন করতে হবে।
ডিলার নিতে চাই, সরিষাবাড়ি, জামালপুর।
ভাই আমি স্বনামধন্য একটি এন জি ও তে ১৭ চাকরি করেছি, ইউনিলিভার ব্রার্দাস কোম্পানিতে ৩ মাস চাকরি করেছি, বয়স ৪২ চলছে। আমি কি আবুল খায়ের টোবাকো কারতেহে সাক্ষাৎকারে যেতে পারি
ami bujhlam na ai circular a apply kivabe korbo?? উল্লেখ করলো উপস্থিতির মাধ্যমে লোক নেয়া হবে
apply করতে হবে না। সার্কুলারে উল্লেখিত তারেখে উল্লেখিত স্থানে উপস্তিত হয়ে ইন্টারভিউ দিতে হবে।