উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, উদ্দীপন এনজিও আবারও বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের প্রত্যেক উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে টিকাদান, ক্ষুদ্র ঋন, আশ্রায়ান, ফ্যামেলি প্লানিং, পরিবার পরিকল্পনা, এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম পরিচালনার জন্য ভিন্ন ভিন্ন পর্যায়ে নারী ও পুরুষ উভয় প্রার্থীকেই নিয়োগ দেয়া হবে। আবেদদে ইচ্ছুক প্রার্থীগন ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে ভিজিট করুন BDinBD.Com
দেখুন চাকরির লিস্ট
উদ্দীপন এনজিও নিয়োগ ২০২২
প্রতিষ্ঠান | উদ্দীপন এনজিও |
চাকরির ধরন | এনজিও চাকরি |
জেলা | সকল জেলা |
শিক্ষাগত যোগ্যতা | জেএসসি থেকে বিএ |
পদ | ০২ টি |
নিয়োগ সংখ্যা | ১৫৫ জন |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
আবেদনের শেষ তারিখ | ১৬ মে ২০২২ |
ওয়েবসাইট | uddipan.org |
দেখতে পারেন
বাংলাদেশ রেলওয়ে নতুন নিয়োগ
সাধারন আনসার নিয়োগ
সেনাবাহিনীতে চাকরি
উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি কর্তৃক সনদ প্রাপ্ত, বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা “উদ্দীপন” এ নিমলিখিত পদে জরুরী ভিত্তিতে জনবল নিয়ােগের জন্য বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
- পদের নাম: সিনিয়র প্রোগ্রাম অফিসার (এসপিও) ও শাখা ব্যবস্থাপক, ক্ষুদ্র ঋন কর্মসূচী
- পদ সংখ্যা: ১০৫ টি
- মাসিক বেতন: ২৬,৭৪০ টাকা
- সুযোগ-সুবিধা
- মোটর সাইকেল ভাতা: ২,১০০/-
- দায়িত্ব ভাতা: ৪৫০/-
- মোবাইল বিল: ৫০০/-
- পদের নাম: ফার্ষ্ট প্রোগ্রাম অফিসার (এফপিও) ও শাখা হিসাব রক্ষক (অর্থ ও হিসাব)
- পদ সংখ্যা: ৫০ টি
- মাসিক বেতন: ২৩,৩৭৯ টাকা
- শিক্ষাগত যোগ্যতা: বানিজ্য স্নাতক পাশ
- বয়স: ৩২ বছর
- অভিজ্ঞতা: কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেলে কাজের দক্ষতা থাকতে হবে।
দরখাস্ত পাঠাবার ঠিকানাঃ
মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগ
উদ্দীপন প্রধান কার্যালয়: বাড়ী নং-০৯,রোড নং-০১ ব্লক-এফ, জনতা কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ, রিং রোড,
আদাবর, ঢাকা-১২০৭ বরাবর আবেদন করতে হবে।
উদ্দীপন সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
উদ্দীপর এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, ইউকে এর কারিগরি সহযোগিতায় এবং আর্থ সামাজিক উন্নয়নে বাংলাদেশের প্রত্যেক উপজেলায়, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে টিকাদান কর্মসূচি, ক্ষুদ্র ঋণ প্রকল্প, আশ্রায়ন প্রকল্প, ফ্যামেলি প্লানিং, পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম এবং মেটানিটিক ক্লিনিক পরিচালনার লক্ষ্যে কিছু সংখ্যক পুরুষ/মহিলা নিয়োগ দেওয়া হবে। সার্কুলারের বিস্তারিত বিবরণ যথা: নিয়োগ সংখ্যা, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বেতন ইত্যাদির নিম্নে দেওয়া হল:
- পদের নাম: পরিবার পরিকল্পনা পরিদর্শক
- নিয়োগ সংখ্যা: ১২০ জন
- শিক্ষাগত যোগ্যতা: বিএ/সমমান
- অভিজ্ঞতা: নিজ উপজেলার কর্মমর্তাদের কাজের তদারকি ও প্রকল্পের প্রতিবেদন তৈরি করতে হবে।
- বেতন: ২৯,৫০০ টাকা
- পদের নাম: ইউনিয়ন অর্গানাইজার
- নিয়োগ সংখ্যা: ১৮০ জন
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান
- অভিজ্ঞতা: কেন্দ্রে প্রকল্পের কাজ মনিটরিং করতে হবে ।
- বেতন: ২৫,৫০০ টাকা
- পদের নাম: অফিস সহকারী
- নিয়োগ সংখ্যা: ২১০ জন
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি/সমমান
- অভিজ্ঞতা: নিজ ইউনিয়ন অফিসে সকল কাজ পরিচালনা করতে হবে।
- বেতন: ২১,৫০০ টাকা
- পদের নাম: সেবক/সেবিকা
- নিয়োগ সংখ্যা: ২৫০ জন
- শক্ষাগত যোগ্যতা: জেএসসি/এসএসসি/সমমান
- অভিজ্ঞতা: কমিউনিটি ক্লিনিকে সকল রোগীদের দেখাশুনা করার মানসিকতা থাকতে হবে।
- বেতন: ১৯,৫০০ টাকা
আবেদনের শেষ তারিখ: ১২ মার্চ ২০২২
আবেদনপত্র পাঠাবার ঠিকানাঃ
মানব সম্পদ বিভাগ
উদ্দীপন সোসাইটি: বাড়ী নং-২৮, ডিআইডি রোড,
দৈনিক বাংলা মোড়, মতিঝিল, ঢাকা-১০০০।
উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022
- পদের নাম: সিনিয়র প্রোগ্রাম অফিসার ও ব্রাঞ্চ ম্যানেজার এমএফপি
- নিয়োগ সংখ্যা: ৫০
- শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর
- অভিজ্ঞতা: ১ বছরের
- বয়স: ৩৫ বছর
- বেতন: সংস্থার পে-স্কেল ২০২১ এ ৬ষ্ঠ ধাপ অনুযায়ী।
- আদেদন ফি: ২০০ টাকা।
- প্রতিষ্ঠান কর্তৃক পদেয় সুযোগ-সুবিধা:
- প্রতি মাসে মোটর সাইকেল ভাতা: ২,১০০/-
- দায়িত্বভার ভাতা: ৪৫০/-
- মোবাইল বিল: ৫০০/- দেওয়া হবে।
আবেদনপত্র পাঠাবার ঠিকানাঃ
মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগ
উদ্দীপন প্রধান কার্যালয়: বাড়ী নং-০৯,রোড নং-০১ ব্লক-এফ, জনতা কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ, রিং রোড,
আদাবর, ঢাকা-১২০৭ বরাবর আবেদন করতে হবে।
প্রতিষ্ঠান সম্পর্কীত কিছু কথা
এই প্রতিষ্ঠানের লক্ষ্য হলো দরিদ্র বিমোচন এবং সুবিধাবঞ্চিত দরিদ্র কর্মসংস্থান ও আয় সৃষ্টিকারী কার্যক্রম প্রদানের মাধ্যমে তাদের জীবনমান উন্নত করা। সাবলম্বি করনের মাধ্যমে তাাদের সম্ভবনা এবং দক্ষতা বিকাশকে সহজতর করা। সচেতনতা বৃদ্ধি, প্রেরণা, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, ওকালতি, তদবির এবং যৌথ সামাজিক কর্মের মাদ্যমে তাদের অধিকার দাবি করার ক্ষমতা প্রদান।
উদ্দীপন এনজিও সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি 2022
উদ্দীপন এনজিও সোসাইটি নিয়োগ 2022, উদ্দীপন এনজিও সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, উদ্দীপন এনজিও সোসাইটি নিয়োগ, উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022, উদ্দীপন এনজিও নিয়োগ।
Post Related Keyword:
- উদ্দীপন এনজিও সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি 2022
- উদ্দীপন এনজিও সোসাইটি নিয়োগ
- উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022
- উদ্দীপন এনজিও সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি
- উদ্দীপন এনজিও সোসাইটি নিয়োগ ২০২২
- উদ্দীপন এনজিও সোসাইটি বিজ্ঞপ্তি 2022
Need A job
আপনার যোগ্যতা অনুযায়ী পছন্দনীয় বিজ্ঞপ্তিতে আবেদন করুন।
১৫০০ টাকা চাচ্ছে
টাকা দিয়ে প্রতারিত হবেন না।
আমি ১৬০০ টাকা দিছি।
কেন দিয়েছেন। ভালো করে সার্কুলার পরে, দেখে, বুঝে তারপর আবেদন করবেন না। এখানেতো ২০০ টাকা পে-অর্ডার/পোস্টাল আর্ডার কারতে বলা হয়েছে।
স্যার, আমি গোপালগঞ্জ থাকি। আমার যোগ্যতা এইচ এস সি পাশ। আবেদন করবো কি ভাবে তার একটা নমুনা কপি যদি দিতেন দয়া করে।
ডাকযোগে দরখাস্ত পাঠাতে হবে। সার্কুলারের নিচে ঠিকানা দেওয়া আছে। অফিসিয়াল সার্কুলারে বিস্তারিত তথ্য দেওয়া। অনুগ্রহ করে সার্কুলারটি ভাবে দেখে আবেদন করুন।
শুভেচ্ছা নিবেন। আবেদনে বলা আছে যে দুইজন পরিচয়দানকারী ব্যাক্তির নাম উল্লেখ্য করার জন্য। উদ্দীপনে কাজ করেন এমন দুইজন ব্যক্তি নাকি সিভিতে রেফারেন্স যেকোনো দুইজন ব্যাক্তি?
আপনার পরিচিত মানে দুই জন আত্বীয়র নাম দিলেই হবে। যারা আপনার বিষয়ে সব কিছু জানে আপনাকে চেনে।
ইউনিয়ন অর্গানাজার পদে চাকরির আবেদন করতে চাই কিন্তু এটার তো কোনো সার্কুলার দেখিনা বা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবো
আবেদনের সময় শেষ এই জন্য সার্কুলার নাই।
পরিবার পরিকল্পনা পরিদর্শক
অফিস সহকারি পদে
পদের না: অফিস সহকারী
আপনি কি কিছু জানতে চান?
জি জানতে চাই
কি জানতে চান বলেন
এই নিয়োগ বিজ্ঞপ্তি কত তারিখে কোন পেপারে প্রকাশিত হয়েছে ?
ভাই আমার কাছে ১৫০০ টাকা চাচ্ছে
টাকা দিয়ে প্রতারিত হবেন না।
উদ্দিপনে আবার চাকরির নিয়োগ কবে হবে
সার্কুলার প্রকাশিত হলে এখানে পাবেন। আশা কারি খুব শিগ্রই প্রকাশিত হবে।
উদ্দীপনে ঃ ইউনিয়ন অর্গানাইজার এবং অফিস সহকারি
এই দুটি পদের বিজ্ঞপ্তিটি কি আসল না ভুয়া।
আমার মনে হচ্ছে ভুয়া।
সত্যিটা জানান
ভাইয়া, ইউনিয়ন অর্গানাইজার এবং অফিস সহকারী পদের বিজ্ঞপ্তিটি কি ভুয়া?
এটা উদ্দীপন সোসাইটি থেকে দিয়েছে, উদ্দীপন এনজিও না। এটা পত্রিকায় পাওয়ার পরে দেওয়া হয়েছে।
অফিস সহকারী
পরিবার পরিকল্পনা পরিদর্শক
আপনি কি কিছু জানতে চান?
আমি শর্ত মোতাবেক তথ্য ইমেইল করলে কিভাবে বুঝবো আপনাদের কাছে পৌঁছেছে কি না? দয়া করে যদি একটু বলতেন
সার্কুলারে দেওয়া ঠিকানায় ইমেইল করলেই হবে। পরে আবার প্রয়োজনে মেইল করে জানতে পরেন।
Sir,,,File গুলো pdf আকারে দিতে হবে নাকি jpg দিলে হবে?
yes
আপনি কি কিছু জানতে চান?
ইউনিয়ন অর্গানাইজার
উদ্দীপন এনজিও এর ষষ্ঠ ধাপের বেতন স্কেল
[email protected]
আপনি কি কিছু জানতে চান?
সেবক সেবিকা পদে
আবেদন কোন ইমেইলে পাঠাবো
সার্কুলারে ইমেইল এড্রেস দেওয়া আছে ওই ঠিকানাই মেইল করতে হবে। এবং সার্কুলারের নিচে সুন্দর করে ঠিকানা ইমেইল এড্রেস দেওয়া আছে। ভালো করে দেখে মেইল করুন।
১৫০০ টাকা চাচ্ছে
ভুয়া টাকা দিবেন না দয়াকরে
১৫০০ টাকা চাচ্ছে
টাকা দিয়ে প্রতারিত হবেন না।
বয়সসীমা কত? এখনও কি আবেদন করা যাবে?
বয়সীমা সার্কুলারে উল্লেখ নাই। তবে ১৮-৩০ এর ভিতরে হলেই হবে। আবেদনের সময় শেষ।
আামার কাজ থেকে ২২০০ টাকা চাচ্ছে
উদ্দীপনা সোসাইটি থেকে,
টাকা দিয়ে প্রতারিত হবেন না।
l am interested to a job Uddipon society.
ঠিক আছে আবেদন করুন। কোন প্রকার টাকা-পয়সা লেনদেন করা থেকে দূরে থাকুন।
অফিস সহকারীর
আবেদন করতে চাই,
কিন্তু কিভাবে করবো বুঝতেছিনা।
দুই নং সার্কুলারের নিচের দিকে একবার ভালোভাবে দেখুন
ভাই আবেদন টা কিভাবে করব ই-মেইলে একটু বুজিয়ে বললে উপকৃত হতাম কারন আমার খুব একটা জব প্রয়োজন
৪. আবেদনপত্রের সাথে উদ্দীপন” এর অনুকূলে ২০০/- টাকার পে-অর্ডার/পােষ্টাল অর্ডার/ডিডি (অফেরতযােগ্য) জমা দিতে হবে।
৫. আবেদনকারীকে সদ্যতােলা ২ কপি পাসপাের্ট সাইজ ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যােগ্যতার মূল সনদপত্রের, অভিজ্ঞতার সনদের ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি এবং ২ জন পরিচয়দানকারী ব্যক্তির নাম, যােগাযােগের ঠিকানা মােবাইল ও ফোন নম্বর উল্লেখসহ আগামী ২২/০১/২০২২ ইং তারিখের মধ্যে সৈয়দ মনির হােসেন, উপ-পরিচালক ও প্রধান, মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগ, উদ্দীপন – প্রধান কার্যালয়, বাড়ী নং – ০৯, রােড নং -০১, ব্লক-এফ, জনতা কো-অপারেটিভ হাউজিং সােসাইটি লিঃ, রিং রােড, আদাবর, ঢাকা – ১২০৭ বরাবর আবেদন করার জন্য অনুরােধ করা হচ্ছে।
বিজ্ঞপ্তি টি আসল না ভূয়া।
আসল
টাকা চাচ্ছে কেনো?
আপনি টাকা দিবেন না।
উদ্দীপন সোসাইটিতে কোনো চাকরি বিজ্ঞাপন দেয়া হয়েছে কি?? আমি অফিস সহকারী পদে আবেদন করেছিলাম৷ আমার কাছে টাকা চাইছে ১৭০০ টাকা৷ আমি চাকরিটা করতে ইচ্ছুক৷ এখন আমার করণীয় কি দয়া করে জানাবেন!
আজকেতো আবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উদ্দীপন সোসাইটি। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী সাক্ষাৎকার এবং প্রশিক্ষণ নিজ উপজেলার শাখা অফিসে অনুষ্ঠিত হবে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। ধন্যবাদ!
আমাকে ফোন করে ২১০০ টাকা দিতে বলেছিল আমি দেইনি ভাবলাম প্রতারিত হব তাই দেইনি।
আমার কাছে উদ্দীন সোসাইটি ১৫৫০ টাকা চাইছে আমি বলেছিলাম। যখন স্বাক্ষাত হবে তখন দিব। বলে ১ ঘন্টার মধ্যে দিলে আমার সকল পেপার ভোলা পাঠাবে। আমি রাজি না হওয়াতে বলল আমার ডকুমেন্ট ক্যান্সেল করে দিবে। আমি বলেছিলাম করেন। আর কোনো খবর নাই এখনো
Uddipan NGO আবারও কবে দিতে পারে বিজ্ঞপ্তি?
Uddipan NGOআবারও কবে নিয়োগ দিবে??
আমি, পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে করতে চাই । উদ্দীপন
Union organize pode korte chai sir
আবেদনের সময় শেষ
আমি MBA শেষ করছি। রেজাল্ট দিছে। কিন্তু এখনো সার্টিফিকেট ও মার্কসিট হাতে পাইনি। সেক্ষেত্রে কি আমি MBA পাসের চাকরির জন্য আবেদন করতে পারব।আর যদি পারি সেক্ষেত্রে কি এডমিট কার্ড এর ফটোকপি দিলে হবে
জি ভাই পারবেন।
উদ্দীপন এর নতুন সার্কুলারটি কি অনলাইনে আবেদন করা যাবে।আর যদি যায় তবে সে অর্ডার কিভাবে করব
ডাকযোগে দরখাস্ত পাঠাতে হবে। সার্কুলারের নিচে ঠিকানা দেওয়া আছে। অফিসিয়াল সার্কুলারে বিস্তারিত তথ্য দেওয়া। অনুগ্রহ করে সার্কুলারটি ভাবে দেখে আবেদন করুন।
সরাসরি আপনার অফিসে আবেদন জমা দেওয়ার নিয়ম আছে কিনা?
সার্কুলারে সরাসরি জমা দেওয়া ব্যাপারে কিছু বলা নেই। ডাকযোগে পাঠাতে হবে।