উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-uddipan ngo job circular 2023: উদ্দীপন এনজিও ৫৪ টি ক্যাটাগরিতে আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের প্রত্যেক উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে টিকাদান, ক্ষুদ্র ঋন, আশ্রায়ান, ফ্যামেলি প্লানিং, পরিবার পরিকল্পনা, এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম পরিচালনার জন্য ভিন্ন ভিন্ন পর্যায়ে নারী ও পুরুষ উভয় প্রার্থীকেই নিয়োগ দেয়া হবে। আবেদনে ইচ্ছুক প্রার্থীগন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে ভিজিট করুন BDinBD.Com
প্রতিষ্ঠান | উদ্দীপন এনজিও |
চাকরির ধরন | এনজিও চাকরি |
জেলা | সকল জেলা |
শিক্ষাগত যোগ্যতা | ডিপ্লোমা |
পদ | ০১ টি |
নিয়োগ সংখ্যা | ৫৪ জন |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৯ আগস্ট ২০২৩ |
ওয়েবসাইট | uddipan.org |
উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
দেশের শীর্ষস্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা উদ্দীপন এ নিম্নলিখিত ১টি পদে ৫৪ জন জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
- পদ সংখ্যা: ০১ টি
- পদের নাম: ফার্স্ট প্রোগ্রাম অফিসার
- নিয়োগ সংখ্যা: ৫৪ জন
- শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে দেখুন
- বয়স: সর্বোচ্চ ৩২ বছর
- অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে দেখুন।
- বেতন: ২৩,৩৭৯ টাকা

দেখুন নতুন নিয়োগ
- নৌবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার
- মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
উদ্দীপন এনজিও নিয়োগ ২০২৩
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি কর্তৃক সনদ প্রাপ্ত (সনদ নং: ০০১২৩-০০৮৪৮-০০০০৩), বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা “উদ্দীপন এনজিও” এ নিম্নলিখিত নবসৃজিত শূন্য পদে জরুরী ভিত্তিতে নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
Post Related Keyword: উদ্দীপন এনজিও সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি 2023, উদ্দীপন এনজিও সোসাইটি নিয়োগ, উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2023, উদ্দীপন এনজিও সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি, উদ্দীপন এনজিও সোসাইটি নিয়োগ ২০২৩, উদ্দীপন এনজিও সোসাইটি বিজ্ঞপ্তি 2023।
উদ্দীপন এনজিও নিয়োগ পরীক্ষার ধরন কেমন হয়?
উদ্দীপন এনজিও সাধারণত ঋণদানকারী একটি সাহায্য সংস্থা। এই প্রতিষ্ঠানে নিয়োগ পেতে হলে প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারনা অর্জন করতে হবে। এনজিওগুলোতে সিভিসহ আবেদন করার পর মৌখিক পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ দেয়া হয়। তাছাড়া কর্মী নিয়োগের বেলায় লিখিত ও মৌখিক পরীক্ষার ব্যবস্থা থাকে।
উদ্দীপন এনজিও নিয়োগ পরীক্ষার প্রশ্ন
প্রতিষ্ঠান সম্পর্কীত কিছু কথা
এই প্রতিষ্ঠানের লক্ষ্য হলো দরিদ্র বিমোচন এবং সুবিধাবঞ্চিত দরিদ্র কর্মসংস্থান ও আয় সৃষ্টিকারী কার্যক্রম প্রদানের মাধ্যমে তাদের জীবনমান উন্নত করা। সাবলম্বি করনের মাধ্যমে তাাদের সম্ভবনা এবং দক্ষতা বিকাশকে সহজতর করা। সচেতনতা বৃদ্ধি, প্রেরণা, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, ওকালতি, তদবির এবং যৌথ সামাজিক কর্মের মাদ্যমে তাদের অধিকার দাবি করার ক্ষমতা প্রদান।
১। উদ্দীপন এর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ উদ্দীপনের প্রতিষ্ঠাতা, জনাব শহীদ হোসেন তালুকদার।
Need A job
আপনার যোগ্যতা অনুযায়ী পছন্দনীয় বিজ্ঞপ্তিতে আবেদন করুন।
১৫০০ টাকা চাচ্ছে
টাকা দিয়ে প্রতারিত হবেন না।
স্যার উদ্দিপনে আবেদন করার পর ভাইভারের জন্য কি নিজ উপজেলায় ডাকবে।
আমি ১৬০০ টাকা দিছি।
কেন দিয়েছেন। ভালো করে সার্কুলার পরে, দেখে, বুঝে তারপর আবেদন করবেন না। এখানেতো ২০০ টাকা পে-অর্ডার/পোস্টাল আর্ডার কারতে বলা হয়েছে।
জব কি পেয়েছেন?
স্যার, আমি গোপালগঞ্জ থাকি। আমার যোগ্যতা এইচ এস সি পাশ। আবেদন করবো কি ভাবে তার একটা নমুনা কপি যদি দিতেন দয়া করে।
ডাকযোগে দরখাস্ত পাঠাতে হবে। সার্কুলারের নিচে ঠিকানা দেওয়া আছে। অফিসিয়াল সার্কুলারে বিস্তারিত তথ্য দেওয়া। অনুগ্রহ করে সার্কুলারটি ভাবে দেখে আবেদন করুন।
শুভেচ্ছা নিবেন। আবেদনে বলা আছে যে দুইজন পরিচয়দানকারী ব্যাক্তির নাম উল্লেখ্য করার জন্য। উদ্দীপনে কাজ করেন এমন দুইজন ব্যক্তি নাকি সিভিতে রেফারেন্স যেকোনো দুইজন ব্যাক্তি?
আপনার পরিচিত মানে দুই জন আত্বীয়র নাম দিলেই হবে। যারা আপনার বিষয়ে সব কিছু জানে আপনাকে চেনে।
ইউনিয়ন অর্গানাজার পদে চাকরির আবেদন করতে চাই কিন্তু এটার তো কোনো সার্কুলার দেখিনা বা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবো
আবেদনের সময় শেষ এই জন্য সার্কুলার নাই।
স্যার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দিবেনা
নতুন নিয়োগ দিলে এই পোস্টে পাবেন।
ব্যাংক ড্রাফট কিভাবে করতে হবে?
শুভেচ্ছা নিবেন জনাব
কিন্তু এটা কবের সারকুলার
এক জায়গায় লিখা লাস্ট তারিখ ১৪/১১/২০২২ আরেক জায়গায় ১৪/১০/২০২০ কোনটা ঠিক?
ভাই কোথাও একটা ভুল হইছে আমরা সংশোধন করার চেষ্টা করছি।
আপনাকে ধন্যবাদ!
পরিবার পরিকল্পনা পরিদর্শক
অফিস সহকারি পদে
পদের না: অফিস সহকারী
আপনি কি কিছু জানতে চান?
জি জানতে চাই
কি জানতে চান বলেন
এই নিয়োগ বিজ্ঞপ্তি কত তারিখে কোন পেপারে প্রকাশিত হয়েছে ?
ভাই আমার কাছে ১৫০০ টাকা চাচ্ছে
টাকা দিয়ে প্রতারিত হবেন না।
উদ্দিপনে আবার চাকরির নিয়োগ কবে হবে
সার্কুলার প্রকাশিত হলে এখানে পাবেন। আশা কারি খুব শিগ্রই প্রকাশিত হবে।
উদ্দীপনে ঃ ইউনিয়ন অর্গানাইজার এবং অফিস সহকারি
এই দুটি পদের বিজ্ঞপ্তিটি কি আসল না ভুয়া।
আমার মনে হচ্ছে ভুয়া।
সত্যিটা জানান
ভাইয়া, ইউনিয়ন অর্গানাইজার এবং অফিস সহকারী পদের বিজ্ঞপ্তিটি কি ভুয়া?
এটা উদ্দীপন সোসাইটি থেকে দিয়েছে, উদ্দীপন এনজিও না। এটা পত্রিকায় পাওয়ার পরে দেওয়া হয়েছে।
অনার্স পাশের কি কোনো সার্কুলার চলমান আছে? প্লিজ জানাবেন।
অনেক আছে আপনি আমাদের ওয়েবসাইটি ভিজিট করে খুজে দেখতে পারেন।
আসসালামু আলাইকুম,, আমি ম্যাটস ডিপ্লোমা শেষ করেছি,,ঝিনাইদহ সদর হাসপাতালে ৯ মাস ইন্টারনি করেছি সাথে ২বছর এমনিতেও হাসপাতালে কাজ করেছি হাতে কলমে আলহামদুলিল্লাহ মুটামুটি পারি,,এইখানে Master’s দেওয়া,,আমি কি আবেদন করতে পারবো না??আমার ফরিদপুর জেলায় একটা চাকরির প্রয়োজন ছিলো খুব।
অফিস সহকারী
পরিবার পরিকল্পনা পরিদর্শক
আপনি কি কিছু জানতে চান?
আমি শর্ত মোতাবেক তথ্য ইমেইল করলে কিভাবে বুঝবো আপনাদের কাছে পৌঁছেছে কি না? দয়া করে যদি একটু বলতেন
সার্কুলারে দেওয়া ঠিকানায় ইমেইল করলেই হবে। পরে আবার প্রয়োজনে মেইল করে জানতে পরেন।
Sir,,,File গুলো pdf আকারে দিতে হবে নাকি jpg দিলে হবে?
13/10/2022 niog biggopti dea but abedon ar last date 12 march 2022 buhlam na
13/10/2022 a j niog dice tar last date and abedon korar niom ta kindly aktu bolben.poribar porikolpona poridorshok a abedon korte cai
এই পদে আবেদনের সময় শেষ।
অনলাইনে টাকা জমা দেওয়ার অফশন নেই কেন
proccess payment method
আবেদনপত্রের সাথে ব্যাংক ড্রাফট এর মাধ্যমে জমা দিতে হবে।
yes
আপনি কি কিছু জানতে চান?
ইউনিয়ন অর্গানাইজার
উদ্দীপন এনজিও এর ষষ্ঠ ধাপের বেতন স্কেল
Abedon ar last date kbe?
[email protected]
আপনি কি কিছু জানতে চান?
সেবক সেবিকা পদে
আবেদন কোন ইমেইলে পাঠাবো
সার্কুলারে ইমেইল এড্রেস দেওয়া আছে ওই ঠিকানাই মেইল করতে হবে। এবং সার্কুলারের নিচে সুন্দর করে ঠিকানা ইমেইল এড্রেস দেওয়া আছে। ভালো করে দেখে মেইল করুন।
১৫০০ টাকা চাচ্ছে
ভুয়া টাকা দিবেন না দয়াকরে
১৫০০ টাকা চাচ্ছে
টাকা দিয়ে প্রতারিত হবেন না।
বয়সসীমা কত? এখনও কি আবেদন করা যাবে?
বয়সীমা সার্কুলারে উল্লেখ নাই। তবে ১৮-৩০ এর ভিতরে হলেই হবে। আবেদনের সময় শেষ।
আামার কাজ থেকে ২২০০ টাকা চাচ্ছে
উদ্দীপনা সোসাইটি থেকে,
টাকা দিয়ে প্রতারিত হবেন না।
উদ্দিপন এনজিও কোন পেপার আর কতো তারিখে নিয়োগ দেওয়া হয়
l am interested to a job Uddipon society.
ঠিক আছে আবেদন করুন। কোন প্রকার টাকা-পয়সা লেনদেন করা থেকে দূরে থাকুন।
অফিস সহকারীর
আবেদন করতে চাই,
কিন্তু কিভাবে করবো বুঝতেছিনা।
দুই নং সার্কুলারের নিচের দিকে একবার ভালোভাবে দেখুন
ভাই আবেদন টা কিভাবে করব ই-মেইলে একটু বুজিয়ে বললে উপকৃত হতাম কারন আমার খুব একটা জব প্রয়োজন
৪. আবেদনপত্রের সাথে উদ্দীপন” এর অনুকূলে ২০০/- টাকার পে-অর্ডার/পােষ্টাল অর্ডার/ডিডি (অফেরতযােগ্য) জমা দিতে হবে।
৫. আবেদনকারীকে সদ্যতােলা ২ কপি পাসপাের্ট সাইজ ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যােগ্যতার মূল সনদপত্রের, অভিজ্ঞতার সনদের ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি এবং ২ জন পরিচয়দানকারী ব্যক্তির নাম, যােগাযােগের ঠিকানা মােবাইল ও ফোন নম্বর উল্লেখসহ আগামী ২২/০১/২০২২ ইং তারিখের মধ্যে সৈয়দ মনির হােসেন, উপ-পরিচালক ও প্রধান, মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগ, উদ্দীপন – প্রধান কার্যালয়, বাড়ী নং – ০৯, রােড নং -০১, ব্লক-এফ, জনতা কো-অপারেটিভ হাউজিং সােসাইটি লিঃ, রিং রােড, আদাবর, ঢাকা – ১২০৭ বরাবর আবেদন করার জন্য অনুরােধ করা হচ্ছে।
বিজ্ঞপ্তি টি আসল না ভূয়া।
আসল
টাকা চাচ্ছে কেনো?
আপনি টাকা দিবেন না।
উদ্দীপন সোসাইটিতে কোনো চাকরি বিজ্ঞাপন দেয়া হয়েছে কি?? আমি অফিস সহকারী পদে আবেদন করেছিলাম৷ আমার কাছে টাকা চাইছে ১৭০০ টাকা৷ আমি চাকরিটা করতে ইচ্ছুক৷ এখন আমার করণীয় কি দয়া করে জানাবেন!
আজকেতো আবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উদ্দীপন সোসাইটি। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী সাক্ষাৎকার এবং প্রশিক্ষণ নিজ উপজেলার শাখা অফিসে অনুষ্ঠিত হবে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। ধন্যবাদ!
আমাকে ফোন করে ২১০০ টাকা দিতে বলেছিল আমি দেইনি ভাবলাম প্রতারিত হব তাই দেইনি।
আমার কাছে উদ্দীন সোসাইটি ১৫৫০ টাকা চাইছে আমি বলেছিলাম। যখন স্বাক্ষাত হবে তখন দিব। বলে ১ ঘন্টার মধ্যে দিলে আমার সকল পেপার ভোলা পাঠাবে। আমি রাজি না হওয়াতে বলল আমার ডকুমেন্ট ক্যান্সেল করে দিবে। আমি বলেছিলাম করেন। আর কোনো খবর নাই এখনো
Uddipan NGO আবারও কবে দিতে পারে বিজ্ঞপ্তি?
Uddipan NGOআবারও কবে নিয়োগ দিবে??
আমি, পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে করতে চাই । উদ্দীপন
Union organize pode korte chai sir
আবেদনের সময় শেষ
আবার কখন নিয়োগ আসতে পারে?
তা বলা যাচ্ছে না নতুন নিয়োগ দিলে এই পোস্টে পাবেন।
আমি MBA শেষ করছি। রেজাল্ট দিছে। কিন্তু এখনো সার্টিফিকেট ও মার্কসিট হাতে পাইনি। সেক্ষেত্রে কি আমি MBA পাসের চাকরির জন্য আবেদন করতে পারব।আর যদি পারি সেক্ষেত্রে কি এডমিট কার্ড এর ফটোকপি দিলে হবে
জি ভাই পারবেন।
উদ্দীপন এর নতুন সার্কুলারটি কি অনলাইনে আবেদন করা যাবে।আর যদি যায় তবে সে অর্ডার কিভাবে করব
ডাকযোগে দরখাস্ত পাঠাতে হবে। সার্কুলারের নিচে ঠিকানা দেওয়া আছে। অফিসিয়াল সার্কুলারে বিস্তারিত তথ্য দেওয়া। অনুগ্রহ করে সার্কুলারটি ভাবে দেখে আবেদন করুন।
সরাসরি আপনার অফিসে আবেদন জমা দেওয়ার নিয়ম আছে কিনা?
সার্কুলারে সরাসরি জমা দেওয়া ব্যাপারে কিছু বলা নেই। ডাকযোগে পাঠাতে হবে।
স্যার আমি মাদ্রাসা থেকে ফাজিল পাস করছি ২০১৭ তে জিপিএ২.০০ আমি
উদিপন এনজিওতে চাকরি করতে চাই
প্রোগ্রাম অফিসার (খুদ্র রিন কর্মসুচী) পদে ১৪নভেম্বার২০২২ লাস্ট তারিখ
কিন্তু কোন প্রতিকাতে দিয়েছে কত তারিখ
আমাকে জানাবেন দয়াকরে
আচ্ছা ব্যাংক ড্রাফট করতে বলা হয়েছে কিন্তু, উদ্দীপন এর তো কোনো একাউন্ট নম্বর দেয়া নেই,তাহলে কোন একাউন্টে ২০০ টাকা জমা দিতে হবে?
জানালে উপকৃত হব।
ধন্যবাদ
আমি এইচ এস সি পাশ বি বি এ তে পড়তেছি আমি কি আবেদন করতে পারব
স্নাতক পাশ হতে হবে।