ওয়ালটন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

4.4/5 - (12 votes)

ওয়ালটন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-WALTON Job Circular 2023: ওয়ালটন গ্রুপ হচ্ছে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য ব্র্যান্ড। যার সদর দপ্তর ঢাকায় অবস্থিত। এর মূল কারখানাটি গাজীপুর জেলার চন্দ্রাতে অবস্থিত। ওয়ালটন বাংলাদেশের সর্বোচ্চ করদাতাদের মধ্যে একটি এবং দেশের অর্থনীতিতে এর শক্তিশালী প্রভাব রয়েছে। ওয়ালটন বাংলাদেশের বৃহত্তম কোম্পানিগুলোর মধ্যে একটি।

ওয়ালটন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

ওয়ালটন ব্র্যান্ডের সবচেয়ে বেশি বিক্রিত পণ্য রেফ্রিজারেটর ও ফ্রিজ। বাংলাদেশের ফ্রিজ বাজারের ৬৬ শতাংশ ওয়ালটনের দখলে। বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রেফ্রিজারেটর রপ্তানি করে ওয়ালটন। সাম্প্রতি উক্ত প্রতিষ্ঠান তাদের কার্যক্রম সঠিক ভাবে পরিচালনার জন্য শূন্য পদসমূহ পূরনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীগন নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নামওয়ালটন গ্রুপ
চাকরির ধরনকোম্পানি চাকরি
জেলাসকল জেলা
পদ সংখ্যা০২ টি
নিয়োগ সংখ্যা৬১ জন
শিক্ষাগত যোগ্যতাএসএসসি-স্নাতক
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ বিজ্ঞপ্তিতে দেখুন
ওয়েবসাইটwaltonbd.com

ওয়ালটন নিয়োগ ২০২৩ সার্কুলার

নিচে তালিকায় উল্লেখিত ওয়ালটন নিয়োগ ২০২৩ সার্কুলারের সংক্ষিপ্ত আকারে নিম্ন বর্ণিত পদসমূহের বিবরন তথা সৃজিত পদের নাম, নিয়োগ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীর বয়স, বেতন ও আবেদনের শেষ তারিখ ইত্যাদি সুশৃঙ্খলভাবে তুলে ধরা হলো।

  • পদের নাম: সিকিউরিটি ইনচার্জ, সিকিউরিটি গার্ড
  • নিয়োগ সংখ্যা: ৬১জন
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি-স্নাতক
  • প্রার্থীর বয়স: ২১-৪৫ বছর
  • বেতন: আলোচনা সাপেক্ষে
  • আবেদরেন শেষ তারিখ: বিজ্ঞপ্তিতে দেখুন
ওয়ালটন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

দেখুন নতুন নিয়োগ সার্কুলার

ওয়ালটন গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে যেমন: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওয়ালটন মাইক্রো-টেক কর্পোরেশন, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ সকল প্রতিষ্ঠানে ওয়ালটন গ্রুপের বিভিন্ন পন্য তৈরি করা হয়। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এ বিভিন্ন পন্য তৈরি করা হয়ে যেমন: রেফ্রিজারেটর, ফ্রিজার, মটর সাইকেল, এয়ার কন্ডিশনার, টেলিভিশন ইত্যাদি।

ওয়ালটন মাইক্রো-টেক কর্পোরেশন-এ তৈরি পন্য সমূহ যেমন: টিভি, ব্লেন্ডার, রাইস কুকার, এয়ার ফ্রায়ার, রিচার্জেবল ফ্যান, হেয়ার ড্রায়ার, এলইডি লাইট, ব্যাটারি, ইলেক্ট্রিক মটর, ইত্যাদি। ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ ও বিভিন্ন পন্য তৈরি হয় যেমন: মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ও এক্সেসরিজ ইত্যাদি। চাকরি আগ্রহী প্রার্থীগন নিজ নিজ যোগ্যতা অনুযায়ী আবেদন করুন। বিস্তারিত নিম্নে দেখুন

ওয়ালটন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, ওয়ালটন গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, ওয়ালটন গ্রুপ নিয়োগ 2023, ওয়ালটন গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2023, ওয়ালটন গ্রুপ নিয়োগ

অন্যদের শেয়ার করুন

16 thoughts on “ওয়ালটন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩”

  1. welton group company আমার চাকরি করতে ইচ্ছুক। একটু সহযোগিতা করবেন। অনেক উপকৃত হব।

    Reply
      • ভাই, আমি HSC পাস করেছি, তাই ওলটন কোম্পানি করতে ইচ্ছুক। এই কোম্পানি কোনো সেকশনে কোনো কাজের জন্য যদি হেল্পার হিসেবে নিয়োগে নিউজ পান তাহলে দোয়া করে আমাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন।

        Reply
  2. আমি ও ওয়ালটন গ্রুপের একজন সাধারণ সদস্য ছিলাম।গত দুই বছর থেকে এই কম্পানি টি থেকে বিরত আছি।তবে ওয়ালটন গ্রুপকে আমি আজ ও খুব মিস করি। ইচ্ছা এই কম্পানি টি তে ভালো কোন পদের জব করার।

    Reply
  3. ভাই আমি ডি বি এল গ্রুপে চাকরি করছি 4 বছর টেকনিশিয়ান পদে কিন্তু আমার খুব ইচ্ছা ওয়ালটনে চাকরি করা যদি কোন টেকনিশিয়ান লাগে দয়া করে এই নাম্বারে কল করবে 01307163184

    Reply
  4. MD Rasel
    Father’s name MD Motaleb Hossain
    Mother’s name Mst Kazal begum
    Post office Bazar jagatpur
    Thana Kachua
    Jela Chandpur
    Qualification Diploma Engineering
    Technology , refrigeration and air conditioning
    Experience 1 year

    Reply
  5. আমি বিআরবি কেবল কোম্পানির ফ্যান সেকশনে cnc leath.armechar granding.এই দুটো মেশিনের কাজ করতাম এখন করছি না ওয়ালটনে আমারযোগ্যতা অনুযায়ী চাকুরী পেলে উপকৃত হব।

    Reply

Leave a Comment

bdinbd.com