ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফায়ার সার্ভিস। ০৩ টি পদে ৫ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১২ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। বাংলাদেশে এ পর্যন্ত ফায়ার সর্ভিসের কর্মী সংখ্যা ১৩ হাজার ০৩ শত ১৬ জন যা এখনও বর্তমান আছে। আপনিও যদি হতে চান ফায়ার সভিসের কর্মী। তাহলে আজই আবেদন করুন। বিজ্ঞপ্তি ও আবেদনের ঠিকানা এখানেই BDinBD.Com
ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২
আগামী ১১ মে থেকে ১৮ মে ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর নিয়োগের সকল মাঠ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি।
“বিজ্ঞপ্তি”
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৩১/১০/২০২১ তারিখের জারিকৃত নিয়ােগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে “ফায়ারফাইটার” পদে আবেদনকারীদের শারীরিক যােগ্যতা যাচাই পরীক্ষা আগামী ১১.০৫.২০২২খ্রিঃ তারিখ হতে ১৮.০৫.২০২২ খ্রিঃ তারিখ পর্যন্ত গ্রহণের দিন ধার্য ছিল। অনিবার্য কারণবশত আগামী ১১ মে থেকে ১৮ মে ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর নিয়ােগ সংক্রান্ত উক্ত সকল মাঠ পরীক্ষা স্থগিত করা হলাে। পরীক্ষার নতুন তারিখ ও সময় বাংলাদেশ টেলিটক লিমিটেড হতে SMS ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে এবং এ অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে পরে জানানাে হবে।
(০২) উল্লেখ্য, ফিল্ড টেস্টে অংশগ্রহণের জন্য ডাউনলােডকৃত Admit card পরবর্তী সময়ের জন্য প্রযােজ্য হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৩১/১০/২০২১ তারিখের ৫৮.০৩.০০০০.০০২.১১.০৩৯.২১-১০২০৮ নং স্মারকে জারিকৃত নিয়ােগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে “ফায়ারফাইটার” পদে আবেদনকারীদের শারীরিক যােগ্যতা যাচাই পরীক্ষা আগামী ১১.০৫.২০২২ খ্রিঃ তারিখ হতে ১৮.০৫.২০২২ খ্রিঃ তারিখ পর্যন্ত নিম্নবর্ণিত সময় ও স্থানে অনুষ্ঠিত হবে।
ফায়ারফাইটার পদে আবেদনকারীদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার সময়সূচি
ক্র.নং | পরীক্ষার তারিখ | সময় | বিভাগ অনুযায়ী কার্যক্রমের বিবরণ | স্থান | মন্তব্য |
১. | ১১.০৫.২০২২ | সকাল ৭.০০ টা | রংপুর বিভাগের প্রার্থী | সেক্টর নং-১২, প্লট নং-০০২, রোড নং ২০৩, পূর্বাচল, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ (নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়অম/নীলা মার্কেটর বিপরীতে, পূর্বাচল ৩০০ ফুট রাস্তা সংলগ্ন) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নির্ধারিত মাঠ | |
২. | ১২.০৫.২০২২ | সকাল ৭.০০ টা | ঢাকা বিভাগের প্রার্থী | ||
৩. | ১৩.০৫.২০২২ | সকাল ৭.০০ টা | সিলেট বিভাগের প্রার্থী | ||
৪. | ১৪.০৫.২০২২ | সকাল ৭.০০ টা | রাজশাহী বিভাগের প্রার্থী | ||
৫. | ১৫.০৫.২০২২ | সকাল ৭.০০ টা | ময়মনসিংহ বিভাগের প্রার্থী | ||
৬. | ১৬.০৫.২০২২ | সকাল ৭.০০ টা | চট্টগ্রাম বিভাগের প্রার্থী | ||
৭. | ১৭.০৫.২০২২ | সকাল ৭.০০ টা | খুলনা বিভাগের প্রার্থী | ||
৮. | ১৮.০৫.২০২২ | সকাল ৭.০০ টা | বরিশাল বিভাগের প্রার্থী |
প্রতিষ্ঠানের নাম | ফায়ার সার্ভিস |
চাকরির ধরন | সরকারি চাকরি |
কোন কোন জেলা | সকল জেলা |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/এইচএসসি পাশ |
বয়স | ১৮-৩০ বছর |
পদ সংখ্যা | ৩ টি |
নিয়োগ সংখ্যা | ৫ জন |
আবেদনের মধ্যম | ডাকযোগে |
আবেদন শুরু | আবেদন প্রক্রিয়া চলছে |
আবেদনের শেষ তারিখ | ১২ জানুয়ারি ২০২২ |
ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২ সার্কুলার
ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২ সার্কুলার: বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নামে যে বাহিনীটি বর্তমান আছে তা প্রতিষ্ঠিত হয় গত ৪০ বছর আগে। ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠা কাল ১৯৮১ সালের ৯ এপ্রিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সরাসরি পরিচালিত হয় ফায়ার সার্ভিরের এই সংস্থাটি। সিভিল ডিফেন্স এর প্রধান কাজ হচ্ছে, বাংলাদেশের জনসাধারণের অগ্নি (আগুন) নের যাবতীয় সুরক্ষা, যে কোন বিসয়ে জরুরী চিকিৎসা সেবা এবং আরও অন্যান্য জনগনের নিরাপত্তার সেবা প্রদান করা।
সম্প্রতি তবে ফায়ার সর্ভিসে কর্মী সংখ্যা আরোও বৃদ্ধির নিমিত্তে ৩১-১২-২০২১ তারিখে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল সাইটে। ফায়ার সার্ভিস প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে ৩ টি পদে ০৫ জন প্রার্থী পুরুষ/মহিলা নিয়োগ দেয়া হবে। এই নিয়োগে আবেদনকারী প্রার্থীদেরকে ডাকযোগে আবেদন করতে হবে। যারা আবেদনে করতে আগ্রহী তারা নিচের বিস্তারিত পদের বিবরণ দেখে অবেদন করুন।
এক দৃষ্টিতে আপনার জন্য পয়োজনীয় তথ্য
সংস্থাটির নাম: ‘‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর”
মোট পদ: ০৩ টি
নিয়োগ সংখ্যা: ০৫ টি
চাকরির ধরণ: ফুলটাইম
কাজের স্থান: বাংলাদেশের যেকোন স্থানে
মাসিক বেতন: ৮,৫০০-২৩,৪৯০/-
বেতন গ্রেড: ১৫ থেকে ১৯ তম
আবেদন করতে হবে: ডাকযোগে
প্রদেও ফি: ৫০/- এবং ১০০/-
আবেদন করতে পারবেন: ০১-০১-২০২২ থেকে
আবেদন করা যাবেনা: ১২-০১-২০২২ এর পর থেকে
ফায়ার সার্ভিসের ওয়েবসাইট: www.fireservice.gov.bd
ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২
- পদের নাম: সহকারী মেকানিক
- নিয়োগ সংখ্যা: ১ জন
- শিক্ষায় যোগ্যতা: এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেটধারী
- বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
- পদের নাম: স্টোর সহকারী
- নিয়োগ সংখ্যা: ১ জন
- শিক্ষায় যোগ্যতা: এইচএসসি/সমমান।
- কম্পিউটার চালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
- বেতন: ৯,৩০০-২৪,৪৯০ টাকা
- পদের নাম: ওয়ার্কশপ হেলপার
- নিয়োগ সংখ্যা: ৩ জন
- শিক্ষায় যোগ্যতা: ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট হতে সার্টিফিকেটধারী।
- বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা
আবেদনের ঠিকানা:
মহাপরিচালক,
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর,
কাজী আলাউদ্দিন রোড, ঢাকা।
ফায়ার সার্ভিস নিয়োগ 2022
ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ পিডিএফ
ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২ সার্কুলার
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদ সম্পূর্ন অস্থায়ী ভিত্তিতে পূরনের নিমিত্তে সংশ্লিষ্ট কাজে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকাট থেকে সার্কুলারে উল্লেখিত শর্তাধীনে দরখাস্ত আসা করা যাচ্ছে।
- পদের নাম: ডুবুরী (পুরুষ)
- নিয়োগ সংখ্যা: ২২ জন
- শিক্ষায় যোগ্যতা: এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
- শারীরিক যোগ্যতা: গভীর পানিতে ডুব দিতে জানা থাকতে হবে।
- উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি
- বুকের মাপ: ৩২ ইঞ্চি
- বৈবাহিক অবস্থা: অবিবাহিত এবং শারীরিক ত্রুটিমুক্ত থাকতে হবে।
- বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা
- আবেদন শেষ: ৩০ অক্টোবর ২০২১
আবেদনের ঠিকানা: আদেনপত্র সরাসরি ১১ সেপ্টেম্বর ২০২১ তারিখে শনিবার সকাল ০৮ টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাঠ, পূর্বাচল, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ “ কুড়িল বিশ্বরোড থেকে ৭ কি.মি পূর্ব দিকে, নীল মার্কেটের বিপরীতে উপস্থিত হতে হবে।”
ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি 2022
ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২, ফায়ার সার্ভিস নিয়োগ 2022, ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২ সার্কুলার, ফায়ার সার্ভিস নতুন নিয়োগ ২০২২, ফায়ার সার্ভিস নতুন নিয়োগ।
Many of my days wish that the fire service will join
Sir I am saying from Noakhali I need a government job very much if you can arrange it for me Sir I am fond of you
But why
Sir I am saying from Noakhali I need a government job very much if you can arrange it for me Sir I am fond of you
phone namber:01872389382