ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৩-Fire Service Job Circular 2022: নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফায়ার সার্ভিস। ০৭ টি পদে ৭২৬ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২১, ২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত টেলিটক আনলাইনে আবেদন করতে পারবেন। বাংলাদেশে এ পর্যন্ত ফায়ার সর্ভিসের কর্মী সংখ্যা ১৩ হাজার ০৩ শত ১৬ জন যা এখনও বর্তমান আছে। আপনিও যদি হতে চান ফায়ার সভিসের একজন কর্মী, তাহলে আজই আবেদন করুন। বিজ্ঞপ্তি ও আবেদনের ঠিকানা এখানেই BDinBD.Com
ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৩
প্রকাশিত ফায়ার সার্ভিসের নতুন নিয়োগ সার্কুলারের পিডিএফ ফাইল এবং আবেদন লিংক বাটন আকারে সার্কুলারের নিচে দেওয়া আছে।
প্রতিষ্ঠানের নাম | ফায়ার সার্ভিস |
চাকরির ধরন | সরকারি চাকরি |
কোন কোন জেলা | সকল জেলা |
শিক্ষাগত যোগ্যতা | জেএসসি/এসএসসি পাশ |
বয়স | ১৮-৩০ বছর |
প্রকাশ সূত্র | ফায়ার সার্ভিস অফিশ |
নিয়োগ সংখ্যা | ১৩ জন |
আবেদনের মাধ্যম | টেলিটক অনলাইন |
আবেদন শুরু | ৩০ এপ্রিল ২০২৩ |
আবেদনের শেষ তারিখ | ৩১ মে ২০২৩ |
ওয়েবসাইট | http://www.fireservice.gov.bd/ |
ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৩


আবেদন লিংক
পিডিএফ ফিইল দেখুন
আরও দেখুন
- বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরীক্ষার ফলাফল ২০২৩
বাংলাদেশ-এ আগুন নিভানের কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতাধীন ফায়ারফাইটার, ডুবুরি ও নার্সিং এ্যাটেনডেন্ট পদে জনবল নিয়োগের লক্ষ্যে ০৮ – ১৩ জানুয়ারি ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত শারীরিক যোগ্যতা যাচাইয়ে অংশগ্রহণকারী যে সকল প্রর্থীরা লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন তাদের তালিকা নিচে দেওয়া হলো।

ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৩ সার্কুলার
ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৩ সার্কুলার: বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নামে যে বাহিনীটি বর্তমান আছে তা প্রতিষ্ঠিত হয় গত ৪০ বছর আগে। ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠা কাল ১৯৮১ সালের ৯ এপ্রিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সরাসরি পরিচালিত হয় ফায়ার সার্ভিরের এই সংস্থাটি। সিভিল ডিফেন্স এর প্রধান কাজ হচ্ছে, বাংলাদেশের জনসাধারণের অগ্নি (আগুন) নের যাবতীয় সুরক্ষা, যে কোন বিসয়ে জরুরী চিকিৎসা সেবা এবং আরও অন্যান্য জনগনের নিরাপত্তার সেবা প্রদান করা।
সম্প্রতি ফায়ার সর্ভিসে কর্মী সংখ্যা আরোও বৃদ্ধির নিমিত্তে ২৫ ও ৩০-০৮-২০২২ তারিখে নতুন দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল সাইটে। ফায়ার সার্ভিস প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে মোট পদে ৭ টি নিয়োগ সংখ্যা ৭২৬ জন। উক্ত নিয়োগে পুরুষ/মহিলা উভয় প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগে আবেদনকারী প্রার্থীদেরকে টেলিটক অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যারা আবেদনে করতে আগ্রহী তারা নিচের বিস্তারিত পদের বিবরণ দেখে অবেদন করুন।
এক দৃষ্টিতে আপনার জন্য পয়োজনীয় তথ্য
সংস্থাটির নাম: ‘‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর”
মোট পদ: ১+৪=৫ টি
নিয়োগ সংখ্যা: ৫৫০+১৬১=৭১১ জন
চাকরির ধরণ: ফুল টাইম
কাজের স্থান: বাংলাদেশের যেকোন স্থানে
মাসিক বেতন: ৯,০০০-২৩,৪৯০/-
বেতন গ্রেড: ১৫ ও ১৭ তম
আবেদন করতে হবে: অনলাইনে
আবেদন ফি: ৫৬/- এবং ১১২/-
আবেদন করতে পারবেন: ৩১-০৮, ০৪-০৯-২০২২ থেকে
আবেদন করা যাবেনা: ২১, ২৫-০৯-২০২২ এর পর থেকে
ফায়ার সার্ভিসের ওয়েবসাইট: www.fireservice.gov.bd
ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৩
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ২ টি শূন্য পদে আবারও নতুন নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে। ডুবুরি ও নাসিং এ্যটেনডেন্ট পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগে আবেদনের জন্য যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে উল্লেখিত শর্ত সাপেক্ষে অনলাইনে দরাখাস্ত আহবান করা যাচ্ছে।
ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৩ সার্কুলার ফায়ারম্যান
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত ফায়ার ফাইটার/ ফায়ার ম্যান (পুরুষ) পদে ৫৫০ জন সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পার্শে বর্ণিত যোগ্যাতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে সার্কুলারে উল্লেখিত শর্ত সাপেক্ষে অনলাইনে দরাখাস্ত আহবান করা যাচ্ছে।
শিক্ষায় যোগ্যতা: ফায়ার ফাইটার পদে আবেদনের জন্য প্রার্থীকে কোন স্বীর্কত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের GPA তে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
শারীরিক যোগ্যতা: একজন প্রার্থীকে ফায়ার ফাইটার হতে হলে তার দৈহিক উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি থাকতে হবে। বুকের মাপ: ৩২ ইঞ্চি, এছাড়া ত্রুটিমুক্ত শারীরিক গঠন এবং প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। সকল জেলার প্রার্থীগণ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। বিস্তারিত সার্কুলারে দেখুন
ফায়ার সার্ভিস নিয়োগ পরীক্ষার প্রশ্ন
প্রশ্ন: ফায়ার সার্ভিসে কত বছর বয়স লাগে?
ফায়ার সার্ভিসে আবেদনের জন্য ১৮ থেকে ২০ বছর বয়স লাগে। ফায়ার সার্ভিসে নিয়োগের জন্য ১৮ থেকে ২০ বছরের মধ্যেই আবেদন করতে হয়। এবং প্রার্থীকে অবস্যই অবিবাহিত হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত হতে পারে।
১। ফায়ার সার্ভিস কী ধরনের প্রতিষ্ঠান?
উত্তরঃ ফায়ার সার্ভিস একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান।
২। ফায়ার সার্ভিসের কার্যক্রম কাদের সেবায় নিবেদিত?
উত্তরঃ এ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম জনগণের সেবায় নিবেদিত।
০৩। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কত সালে গঠিত হয়?
উত্তরঃ ১৯৮১ সালে প্রায় ৪১ বছর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর গঠিত হয়।
০৪। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কাজ কী?
উত্তরঃ অগ্নি নির্বাপণ ও উদ্ধার কার্য পরিচালনা করা।
০৫। বর্তমান ফায়ার সার্ভিসের মহাপরিচালক এর নাম কি?
উত্তরঃ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন।
০৬। ফায়ার সার্ভিস কত তম গ্রেড?
উত্তরঃ গ্রেড-১৬।
Many of my days wish that the fire service will join
Sir I am saying from Noakhali I need a government job very much if you can arrange it for me Sir I am fond of you
But why
Hi sir
জ্বি বলুন
আসসালামু আলাইকুম স্যার আমার উচ্চতা 5 ফিট 5 ইন্চি শিক্ষা যোগ্যতা Ssc.5.06 আমি আবেদন করতে পারবো।
Hlw sir ssc কত পয়েন্ট হলে আবেদন করতে পারব।
কোন পদের জন্য।
ভাই আমি 2022 সালের সেপ্টেম্বর মাসে ফায়ার সার্ভিসের এপ্লাই করছি আজকে বিকেলে এডমিড কাডের জন্য মেছেজ আসছে এখন মাঠ কবে জানি না। আমাকে একটু হেল্প করবেন কবে মাঠ সেটা বলবেন।
Sir I am saying from Noakhali I need a government job very much if you can arrange it for me Sir I am fond of you
phone namber:01872389382
Ki koray apply korbo
ভাই সার্কুলারে নিচে বাটন আকারে আবেদন লিংক দেওয়া আছে ওই বাটনে ক্লিক করে টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন কার্যক্রম শুরু ৩১ আগষ্ট ২০২২। ধন্যবাদ!
আমার উচ্চতা ৫.৫ ইঞ্চি
শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান উত্তীর্ণ
আমি কি আবেদন করতে পারব??
উচ্চতা লাগবে ৫.৬ ইঞ্চি, শিক্ষাগত যোগ্যতা ঠিকাছে। আবেদন করে দেখতে পারেন। ধন্যবাদ!
কিন্তু ওখানে তো লগিং করতে বলে আর আমাদের তো ইউজার নাম ও পাসওয়ার্ড কিছুই নাই। তাহলে কি ভাবে করব। দয়া করে বলবেন
এসএসসিত পাস করেছি রেজাল্ট 2.69 আর এইচএসসিতে রেজাল্ট 4.92 হাইট 5 ফুট 7 ওয়েট 54 আমি কি আবেদন করতে পারবো
ফায়ার সার্ভিসের কুক পোস্ট সরকারি কি না প্লিজ জানাবেন
সরকারি
আমার ২০ বছর ২৪ দিন
আমার জম্ম সাল ০৬/০৮/২০০২
আমি কি আবেদন করতে পারবো
মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স কত?
মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স সার্কুলারে উল্লেক করে দেয়নি।
আগে ৩২ বছর ছিলনা
হ্যা ছিলো কিন্তুু এবারের নিয়োগ বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স বিষয়ে কিছু উল্লেখ করে দেয়নি ভাই। আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন।
মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স কত?
স্যার আমার পয়েন্ট ২.৩৯।আর আমি আনসার ভিডিপি অস্ত্রসহ প্রশিক্ষণ দিছি সার্টিফিকেট আছে।আমি আবেদন করতে পারব কি?
হ্যা পারবেন। এখানে কত পয়েন্ট লাগবে এ বিষয়ে কিছু উল্লেখ করে দেয় নি। পাশ করলেই হবে।
আসসালামু আলাইকুম স্যার আমার উচ্চতা 5 ফিট 5 ইন্চি শিক্ষা যোগ্যতা ssc 3.06 আমি আবেদন করতে পারবো।
ভাই আমি চাকরি করতে চায় ssc পাস
আবেদন করুন।
আমার উচ্চতা 5. ফিট 4 আমি কি আবেদন করতে পারব
স্যার আমার শিক্ষাযোগ্যতা এসএসসিপাস পয়েন্ট ৪.২৯
আবেদন করতে পারবেন।
ভাইয়া আমি কি আবেদন করতে পরবো আমি এসএসসি পাশ করছি বয়স ১-০১-২০০৪ আমার উচ্চতা ৫ ফিট ৬” ওজন ৬৮ কেজি বুকের মাপ ৩২”
আপনার বয়ষের হিসাব মিলান।
স্যার কোথায় আবেদন করতে হবে
সার্কুলার সকল বিষয় উল্লেখ করা আছে। সার্কুলারের নিচে আবেদন বাটন আছে।
আমার শিক্ষাগত যোগ্যতা Ssc 2020
3.88 এখনও ভোটার আইডি কার্ড হয়নি
আমি আবেদন করতে পারবো?
পারবেন।
প্রথম বার আবেদন করতে ভুল হয়েছে,,। আমি দ্বিতীয় বার আবেদন করতে পারবো,,প্লিজ হেল্প 🙏
হ্যা পারবেন।
ঝিনাইদহ জেলা ফায়ার সার্ভিসের মাঠ কোথায় হয়?
ভাই আমি ১৯/০৯/২০২২ সেনাবাহিনীতে লাইনে দাঁড়িয়েছি, কিন্তু ভাগ্যের কারনে ওজন বেশি দেখে নে নাই, আমার ssc 5:00 উচ্চতা ৫ঃ৮” বুকের মাফ ৩৮ আমি আবেদন করতে পারবো?? ওজন কত ওই টা বললে ভালো হতো আমি ১২৯ পাউন্ড
আপনার যোগ্যতা ঠিকাছে, ত্রুটিমুক্ত শারীরিক গঠন এবং অবিবাহিত হতে হবে। আর ওজনের বিষয়ে কোন নির্দেশনা বর্তমান সার্কুলারে দেয়নি। আবেদন করে দেখতে পারেন।
মাঠ কত তারিখ এ হবে বলতে পারবেন ভাইয়া
আসলে আমরাতো নিয়োগ বিজ্ঞপ্তি দেয় অন্যান্য বিষয়ে তেমন খরবরাখবর রাখা হয় না। তারপরেও মাঠ বিষয়ক কোন বিজ্ঞপ্তি দিলে এই পোস্টে পাবেন। ধন্যবাদ!
মাট কবে স্যার
কস্যার আমার জন্ম ২০/০৪/২০০৬। SSC পয়েন্ট ৪.৮৯ আমি কী আবেদন করতে পারব