বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এ জনবল নিয়োগের উদ্দেশ্যে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সর্ব মোট ১০১ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলার নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারিবে। গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট কর্তৃপক্ষ বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে আবেদন অহব্বান করছেন। যোগ্য প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরির খবর পেতে ভিজিট করুন BDinBD.com
BWMRI job circular 2021 সংক্রান্ত তারিখের সারণি || Table of dates regarding notification
সার্কুলার প্রকাশের তারিখ | ০৫ মে ২০২১ |
আবেদন শুরুর তারিখ | ১১ মে ২০২১ |
আবেদনের শেষ তারিখ | ৩১ মে ২০২১ |
গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর মোট পদ, যোগ্যতা ও অন্যান্য তথ্য সমূহ
মোট শূন্য পদ: ২৫ টি
নিয়োগ সংখ্যা : ১০১ জন
উপ–পরিচালক পদে : ০১ জন
শিক্ষায় যোগ্যতা ও অভিজ্ঞতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি এবং ১২ বছরের অভিজ্ঞতা
সরকারি বেতন–স্কেল: ৪৩০০০ – ৬৯৮৫০/-
গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
সিনিয়র সহকারি পরিচালক পদে : ০২ ”প্রশাসন-১, হিসাব- ১“ জন
শিক্ষায় যোগ্যতা ও অভিজ্ঞতা: ২য় শ্রেণির এম.বি.এ ডিগ্রি এবং ৩ বছরের অভিজ্ঞতা
সরকারি বেতন–স্কেল: ৩৫৫০০ – ৬৭০১০/-
বৈজ্ঞানিক কর্মকর্তা পদে : ১৬ জন
শিক্ষায় যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি
সরকারি বেতন–স্কেল: ২২০০০ – ৫৩০৬০/-
>>আরও চাকরির খবর পেতে BDinBD.Com সেভ করে রাখুন<<
খামার তত্ত্বাবধায়ক পদে : ০৬ জন
শিক্ষায় যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি
সরকারি বেতন–স্কেল: ২২০০০ – ৫৩০৬০/-
সহকারি পরিচালক পদে : ০২ জন
শিক্ষায় যোগ্যতা ও অভিজ্ঞতা: বিবিএ (ফিন্যান্স) ডিগ্রি
সরকারি বেতন–স্কেল: ২২০০০ – ৫৩০৬০/-
মেডিকেল অফিসার পদে : ০১ জন
শিক্ষায় যোগ্যতা ও অভিজ্ঞতা: চিকিৎসা বিজ্ঞানে স্নাতক (এমবিবিএস) ডিগ্রি
সরকারি বেতন–স্কেল: ২২০০০ – ৫৩০৬০/-
সহকারি প্রকৌশলী পদে : ০২ জন
শিক্ষায় যোগ্যতা: পুরকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি
সরকারি বেতন–স্কেল: ২২০০০ – ৫৩০৬০/-
সহকারি প্রোগ্রামার পদে : ০১ জন
শিক্ষায় যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংবা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স অথবা ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি
সরকারি বেতন–স্কেল: ২২০০০ – ৫৩০৬০/-
Bangladesh Wheat and Maize Research Institute Job Circular 2021
সহকারি মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার পদে : ০১ জন
শিক্ষায় যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি
সরকারি বেতন–স্কেল: ২২০০০ – ৫৩০৬০/-
গ্রন্থাগারিক পদে : ০১ জন
শিক্ষায় যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি
সরকারি বেতন–স্কেল: ১৬০০০ – ৩৮৬৪০/-
উপ–সহকারি প্রকৌশলী পদে : ০৩ জন
শিক্ষায় যোগ্যতা ও অভিজ্ঞতা: পুরকৌশল, বিদ্যুৎকৌশল বা যন্ত্রকৌশল বিষয়ে ডিপ্লোমা
সরকারি বেতন–স্কেল: ১৬০০০ – ৩৮৬৪০/-
BWMRI job circular 2021
ব্যক্তিগত সহকারি পদে : ০৩ জন
শিক্ষায় যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি ও ৫ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে
সরকারি বেতন–স্কেল: ১১০০০ – ২৬৫৯০/-
প্রধান সহকারি পদে : ০২ জন
শিক্ষায় যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি ও কম্পিউটারে এমএস অফিসে কাজ করার সনদসহকারে দক্ষতা
সরকারি বেতন–স্কেল: ১১০০০ – ২৬৫৯০/-
উচ্চমান সহকারি পদে : ০৪ জন
শিক্ষায় যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার সনদসহকারে দক্ষতা
সরকারি বেতন–স্কেল: ১০২০০ – ২৪৬৮০/-
বৈজ্ঞানিক সহকারি পদে : ২২ জন
শিক্ষায় যোগ্যতা ও অভিজ্ঞতা: কৃষি বিজ্ঞানে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা
বেতনঃ ১০২০০ – ২৪৬৮০/-
অডিটর পদে : ০১ জন
শিক্ষায় যোগ্যতা: বাণিজ্যে স্নাতক
সরকারি বেতন–স্কেল: ১০২০০ – ২৪৬৮০/-
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
ড্রাফটসম্যান পদে : ০১ জন
শিক্ষায় যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট ও সিভিল বিষয়ে ড্রাফটসম্যানশীপে সনদপ্রাপ্ত
বেতনঃ ৯৭০০ – ২৩৪৯০/-
কম্পাউন্ডার পদে : ০১ জন
শিক্ষায় যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট এবং ফার্মেসী, মেডিক্যাল টেকনোলজি বা কম্পাউন্ডারশীপ এ দ্বিতীয় বিভাগ/সমমানসহ ডিপ্লোমা
সরকারি বেতন–স্কেল: ৯৭০০ – ২৩৪৯০/-
অফিস সহকারি–কাম–কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে : ০৭ জন
শিক্ষায় যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চ মাধ্যমিক সাটিফিকেট এবং কম্পিউটার কম্পোজ এ প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে ২০- ২০ শব্দ থাকতে হবে।
সরকারি বেতন–স্কেল: ৯৩০০ – ২২৪৯০/-
>>আরও চাকরির খবর পেতে BDinBD.Com সেভ করে রাখুন<<
ডাটা এন্ট্রি অপারেটর পদে : ০১ জন
শিক্ষায় যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চ মাধ্যমিক সাটিফিকেট এবং কম্পিউটার কম্পোজ এ প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে ২০- ২০ শব্দ থাকতে হবে।
সরকারি বেতন–স্কেল: ৯৩০০ – ২২৪৯০/-
ক্যাশিয়ার পদে : ০১ জন
শিক্ষায় যোগ্যতা: বাণিজ্যে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট
সরকারি বেতন–স্কেল: ৯৩০০ – ২২৪৯০/-
ল্যাবরেটরি/টেকনিক্যাল এসিসট্যান্ট পদে : ০১ জন
শিক্ষায় যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট এবং স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ৬ মাস মেয়াদী ট্রেডকোর্স
সরকারি বেতন–স্কেল: ৯৩০০ – ২২৪৯০/-
গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
ট্রাক্টর কাম টিলার ড্রাইভার পদে : ০২ জন
শিক্ষায় যোগ্যতা ও অভিজ্ঞতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও হালকা ড্রাইভিং লাইসেন্সধারী
সরকারি বেতন–স্কেল: ৯৩০০ – ২২৪৯০/-
ষ্টোর কিপার পদে : ০৫ জন
শিক্ষায় যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট
সরকারি বেতন–স্কেল: ৯৩০০ – ২২৪৯০/-
অফিস সহায়ক পদে : ০১৪ জন
শিক্ষায় যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
সরকারি বেতন–স্কেল: ৮২৫০ – ২০০১০/-
আবেদনের মাধ্যম: আনলাইন
আবেদনের শুরু: ১১ মে ২০২১ তারিখ
এবং আবেদন শেষ: ৩১ মে ইং তারিখ পর্যন্ত অবেদন কর যাবে।
আবেদন করার প্রক্রিয়া : নিচে (Apply) বাটনে ক্লিক করে অথবা http://bwmri.teletalk.com.bdd ওয়েবসাইটের মাধমে অনলাইনে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সম্পূর্ণ তথ্য বিজ্ঞপ্তিতে দেখুন….
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর মূল (Main) বিজ্ঞপ্তি



বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর বিস্তারিত তথ্য(Info)
গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত খালি কোঠা পূরণের লক্ষ্যে লোকবল নিয়োগ দিবে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট কর্তৃপক্ষ ( BWMR ) এখানে সর্ব মোট ১০১ জনকে নিয়োগ দেওয়া হবে। শূন্য পদ গুলোতে নারী -পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এ আবেদন করতে ইচ্ছুক নাগরিকরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুর 05/05/2021 এবং আবেদন শেষ: 31/05/2021 । সকল চাকরির খবর পেতে BDinBD.com সাইটি ভিজিট করুন।
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
এর বাংলা টেবিল
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট |
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ০৫ মে২০২১ |
মোট নিয়োগ | ১০১ জন |
চাকরির ধরন | সরকারি চাকরি |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি-স্নাতকোত্তর |
প্রার্থীর ধরন | নারি-পুরুষ উভয়ই |
বয়স | ১৮ থেকে ৪০ বছর |
জেলা | বাংলাদেশের সকল জেলা |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদন শুরু | ১১ মে ২০২১ |
আবেদন শেষ | ৩১ মে ২০২১ |
প্রতিষ্ঠানের ওয়েবসাইট | bwmri.gov.bd |
নিয়োগ সংক্রান্ত শর্তাবলী
- আবেদনে ইচ্ছুক ব্যক্তিদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীর নাম, তার পিতার নাম, প্রর্থী মাতার নাম, জন্মের তারিখ এবং নিজ জেলার নাম সহ অন্যান্য সব তথ্যাদি সংশ্লিষ্ট সনদপত্রে যেভাবে উল্লেখ আছে আবেদন ফরমে এবং পরবর্তীতে অনুরূপ একইভাবে লিখতে হবে।
2. যে সকল প্রার্থীরা অন্যসরকারি, অন্যআধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মে নিযুক্ত অছেন সে সকল প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে অনলাইনে আবেদন করতে হবে এবং ভাইবা পরীক্ষার সময় কর্মরত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের পক্ষথেকে অনুমতিপত্র দেখাতে হবে।
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
3. অনলাইন ব্যতিত অন্যকোন মাধ্যমে আবেদনপত্র (ডাকযোগে) পাঠালে তা কর্তৃপক্ষ বাতিল বনে গন্য করবেন।
4.প্রার্থীর নির্ধারিত বয়স (৩১-০৫-২০২১ ইং তারিখ অনুযায়ী):
- ১ নং পদের জন্য প্রার্থীর বয়স অনুর্ধ ৪০ বছর গ্রহন যোগ্য
- ২ নং পদের জন্য প্রার্থীর বয়স অনুর্ধ ৩৫ বছর গ্রহন যোগ্য
- ৬ নং পদের জন্য প্রার্থীর বয়স অনুর্ধ ৩২ বছর গ্রহন যোগ্য
5.৩ থেকে ৫ নং এবং ৭ থেকে ২৫ নং পদে প্রার্থীদের বয়স ১৮-৩০ (আঠার-ত্রিশ)বছরের ভিতরে হতে হবে। বৈজ্ঞানিক সহকারী পদের জন্য প্রার্থীদের বেলায় বিভাগীয় প্রকল্পে কর্মে নিযুক্ত প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হবে।
6. বীরমুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ে/ মুক্তিযোদ্ধা নাতি-নাতনি অথবা প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়সসীমা ১৮-৩০ (আঠার-ত্রিশ) বছরের ভেতরে হতে হবে। প্রার্থীদের বয়সের বেলায় কোন এফিডেভিট গ্রহণ করা হবে না। জেলা কোটাসহ সরকার ভাবে প্রচলিত অন্য সকল ধরনের কোটা বিধি মোতাবেক ফলো করা হবে।
7. রিটেন পরীক্ষা/প্রায়োগিক/সাক্ষাৎকারমূলক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ অথবা ডিএ দেওয়া হবে না। সাক্ষাৎ কারা অথবা মৌখিক পরীক্ষার সময় আবেদনকারীর সকল সনদপত্রের অরিজেনাল কপি প্রদর্শন করতে হবে এবং অনলাইনে পূরণকরা আবেদন ফরম এর সাথে সত্যায়িত করা এক সেট ফটোকপি কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে।
গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
8. এছাড়াও নিজ জেলার স্থায়ী বসবাসকারী এর প্রমাণ হিসেবে নির্বচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ নির্বচিত সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক দেওয়া সনদপত্র, স্মার্ট কার্ডের ফটোকপি কর্তৃপক্ষের কাছে দাখিল কেরতে হবে।
9.আবেদনকারী কর্তৃক দাখিল করা কোনো কাগজপত্র জাল, মিথ্যা বা ভিত্তিহীন প্রমাণিত হলে কিংবা সংশ্লিষ্ট পরীক্ষায় অসদূপায় অবলম্বন করলে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে অপরাধ অনুযায়ী আইগত ব্যবস্থা নেওয়া হবে। ভূয়া তথ্য অথবা নকল কাগজপত্র দেওয়া হলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যেকোনো আবেদনকারীর আবেদন বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষের আছে।
10.প্রাথীর দেওয়া মোবাইল ফোনে টেলিটক কর্তৃপক্ষ হতে SMS (এসএমএস) এর মাধ্যমে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় তথ্য পাঠানো হবে। যথাযথ কারণে কর্তৃপক্ষ জারিকরা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা রাখে। প্রার্থীর নিয়োগ সম্পর্কিত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত।
11. পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়ে যাবতীয় তথ্যাবলি বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর ওয়েবসাইটে বিস্তারিত পাওয়া যাবে।
গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর প্রচিতি
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI) ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। দেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে দিন দিন নতুন নতুন গম ও ভুট্টার জাত আবিষ্কারের চেষ্টায় নিয়োজিত। দিনাজপুর জেলার নশিপুরে এই প্রতিষ্ঠানটির সদর দপ্তর অবস্থিত। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর লক্ষ্য বাংলাদেশ গম ও ভুট্টা উৎপাদন বাড়ানো।
প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু তথ্য জেনেনিন
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI) |
প্রতিষ্ঠান গঠন | ২০১৭ সালে |
গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর অধিক্ষেত্র | এটি গবেষণা প্রতিষ্ঠান |
BWMRI এর সদরদপ্তর | দিনাজপুর জেলার নশিপুর |
যে অঞ্চলে প্ররিচালিত | বাংলাদেশের দিনাজপুর জেলায় |
BWMRI (বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউ) এর ওয়েবসাইট | bwmri.gov.bd |
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
Follow Post Related Things : হেডিং ১. বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, হেডিং ২. বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটবিজ্ঞপ্তি, হেডিং ৩. বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটবিজ্ঞপ্তি 2021, হেডিং ৪. বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২১, হেডিং ৫ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নিয়োগ 2021, হেডিং ৬. বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নিয়োগ, টাইটেল ৭. বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে চাকরি , টাইটেল ৮. বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, হেডিং ৯. BWMRI job circular 2021, হেডিং ১০. BWMRI job circular, হেডিং ১১. BWMRI job, হেডিং ১২. BWMRI Circular , হেডিং ১৩: BWMRI.
পোস্ট সম্পর্কিত বিষয় অনুসরণ করুন (Follow Post Related Topic): Bdinbd a. Bangladesh Wheat and Maize Research Institute job circular 2021 Bdinbd b. বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, Bdinbd c. বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি 2021, Bdinbd d. বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২১, Bdinbd e. বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নিয়োগ 2021, Bdinbd f. বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নিয়োগ, Bdinbd g. বেসরকারি শিক্ষক, Bdinbd h. বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে চাকরি, Bdinbd i. বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ২০২১, Bdinbd j. বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট 2021, Bdinbd k. BWMRI Job Circular 2021, Bdinbd l. BWMRI job circular Bdinbd p. BWMRI chakri, Bdinbd q. BWMRI.