সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: setu ngo job circular 2023, ০১ টি পদে ০১ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সেতু এনজিও। বিগত ৪০ বছর ধরে ক্ষুদ্রঋণ কর্মসূচি, স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, শিশুশ্রম নিরসন, নিরাপদ পানি সরবরাহ প্রভৃতি বিষয়ে নিরলস পরিশ্রম এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে এই সেতু এনজিও।এবারের প্রকাশিত বিজ্ঞপ্তিতে সে সকল প্রার্থীরা সেতু এনজিওতে চাকরি করতে চান তাদেরকে ৩১ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে ডাকযোগে/কুরিয়ারে অথবা সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে। ভিজিট করুন BDinBD.Com
সেতু এনজিও নিয়োগ ২০২৩
সোসাল এডভান্সমেন্ট প্রু ইউনিটি (সেতু) সংস্থাটি পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক ও দাতা প্রতিষ্ঠান এর অর্থায়নে পরিচলিত। সেতু এনজিও নিয়োগ ২০২৩ সার্কুলার-টি সংস্থার মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির (এমআর) সনদ নং- ০০০০০৪৭ ও এনজিও বিষয়ক ব্যুরাের সনদ প্রাপ্ত।সেতু এনজিও নিয়োগ ২০২৩ এর সেতু এনজিও ১৬ টি জেলায় প্রায় ১.৮০ লক্ষ পরিবারে সেবা প্রদান করছে। দারিদ্র্য বিমোচন কর্মসূচীর আওতায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কাজ করতে আগহীদেরে সেতু এনজিও নিয়োগ ২০২৩ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।
প্রতিষ্ঠানের নাম কী? | সেতু এনজিও |
চাকরির ধরন কী? | এনজিও চাকরি |
প্রার্থীর ধরন কী? | নারী-পুরুষ উভয় |
চলমান নিয়োগ বিজ্ঞপ্তি | ০১ টি |
প্রার্থীর বয়স কত? | ৫০ বছর |
শিক্ষাগত যোগ্যতা কী? | স্নাতক/স্নাতকোত্তর |
কোন কোন জেলা? | সকল জেলা |
পদ সংখ্যা কতটি? | ০১ টি |
নিয়োগ সংখ্যা কত জন? | ০১ জন |
আবেদনের মাধ্যম? | অনলাইন |
আবেদনের শেষ তারিখ কবে? | ৩১ আগস্ট ২০২৩ |
ওয়েবসাইট | setu.ngo |
সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
সেতু এনজিও সংস্থার মাঠ পর্যায়ে টাংগাইল, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় সমন্বিত উন্নয়ন ও ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জরুরী ভিত্তিতে নিম্নে বর্ণিত পদ ও শর্তে বেশ কিছুসংখ্যক উন্নয়ন কর্মী নিয়ােগ দেওয়া হবে। বর্ণিত পদে নিয়ােগ পেতে আগ্রহী, সৎ, পরিশ্রমী ও উদ্যমী প্রার্থীদের নিকট থেকে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে।
- পদের নাম: এরিয়া ম্যানেজার
- পদ সংখ্যা: ১০ টি
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
- বয়স: ৪০ বছর
- অভিজ্ঞতা: ২-৫ বছরের।
- বেতন: ৪০,৩০০/-
- পদের নাম: শাখা ব্যবস্থাপক
- পদ সংখ্যা: ৫০ টি
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
- বয়স: ৩৫ বছর
- অভিজ্ঞতা: ০২ বছরের
- বেতন: ৩২,৯০০/-
- পদের নাম: সহকারী অফিসার (অডিট)
- পদ সংখ্যা: ০৪ টি
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
- বয়স: ৩৫-৪৫ বছর
- অভিজ্ঞতা: ৫ বছরের।
- বেতন: ৫৩,১০০/-
- পদের নাম: শিক্ষানবিশ শাখা ব্যাবস্থাপক
- পদ সংখ্যা: ০৪ টি
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
- বয়স: ৩৫-৪৫ বছর
- অভিজ্ঞতা: ৫ বছরের।
- বেতন: ৫৩,১০০/-
- পদের নাম: ক্রেডিট অফিসার
- পদ সংখ্যা: ২০০ টি
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশ
- বয়স: ২২৩৫ বছর
- বেতন: ১২,০০০/-
দেখুন নতুন সার্কুলার
SETU NGO Job Circular 2023
প্রকাশিত সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিতে দুইটি ভেন্যুতে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১নং ভেন্যুর পরীক্ষা সোসাল এডভান্সমেন্ট ধ্রু ইউনিটি (সেতু), প্রধান কার্যালয়, সেতু টাওয়ার, মেইন রোড, টাংগাইল। ২নং ভেন্যু পরীক্ষা সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু), ভৈরব শাখা অফিস, বাড়ী নং-১৩৭১, ওয়ার্ড নং-৬, তাতার কান্দি রোড, ভৈরব, কিশোরগঞ্জ। প্রার্থী কোন ভেন্যুতে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, আবেদন পত্রে তা অবশ্যই স্পষ্ট করে উল্লেখ করতে হবে।
প্রার্থীকে আবেদন পত্র নিজ হাতে লিখতে হবে। আবেদন পত্রে প্রার্থীর নিজের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, বর্তমান এবং স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ”পাশের সন ও প্রাপ্ত বিভাগ/জিপিএ সহ”, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা, সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
আবেদনপত্রের সাথে সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের অনুলিপি, ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের মেইনকপি/ভোটার আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করতে হবে।
শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক পদে নির্বাচিত প্রার্থীদের ১ বছর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রথম ৪ মাস সরাসরি মাঠ পর্যায়ে সদস্য নির্বাচন, সদস্য সংগঠিত করা, সমিতি গঠন, সদস্যদের সংগে সঞ্চয় ও ঋণ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। পরবর্তী ৪ মাস শাখার যাবতীয় হিসাব পরিচালনায়, কম্পিউটার ও রিপোর্টিং এর উপর দক্ষতা অর্জন করতে হবে।
ক্রেডিট অফিসার পদে নির্বাচিত প্রার্থীকে নিয়োগের পর ১ম ২ মাস প্রশিক্ষণার্থী হিসেবে কাজ করতে হবে। শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক পদ ব্যতিত, অন্য সকল পদে শিক্ষানবিশকাল ছয় মাস। নির্বাচিত প্রার্থীকে ১নং পদের জন্য জামানত বাবদ এককালীন ২০,০০০/-, ২ ও ৪নং পদের জন্য ১৫,০০০/- এবং ৫নং পদ প্রার্থীদের ১০,০০০/-(যা ফেরত দেওয়া হবে) সংস্থার প্রধান কার্যালয়ের হিসাব বিভাগে জমা দিয়ে টাকা জমা দেওয়ার রশিদ সংগ্রহ করতে হবে।