হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ নিয়োগ ২০২৩

4.7/5 - (3 votes)

হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ নিয়োগ ২০২৩: নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হামদর্দ ল্যাবরেটরিজ। ০৪ টি পদে অনির্দিষ্ট সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগের মাধ্যমে হামদর্দ ল্যাবরেটরিজ তাদের সেবার মান বৃদ্ধি করতে পারবে এবং মানুষের মাঝে তাদের সেবা পৌছেদিতে পারবে। আগ্রহী প্রার্থীরা ১১ জুন ২০২৩ ইং তারিখ পর্যন্ত ডাকযোগে অথাবা সরাসরি আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি ও আবেদন এখানেই সব BDinBD.Com

প্রতিষ্ঠানের নামহামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ
চাকরির ধরনকোম্পানির চাকরি
প্রার্থীর বয়সসর্বোচ্চ ৩০ বছর
জেলাসকল জেলা
শিক্ষাগত যোগ্যতানিম্নে উল্লেখিত
পদ সংখ্যা০৪ টি
নিয়োগ সংখ্যাঅসংখ্য
আবেদনের মধ্যমডাকযোগ
আবেদনের শেষ তারিখ১১ জুন ২০২৩
হামদর্দ কোম্পানির ওয়েবসাইটhamdard.com.bd

হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ নিয়োগ ২০২৩

হামদর্দ প্রতিষ্ঠানটি হলিস্টিক প্রোডাক্ট এবং হলিস্টিক চিকিৎসা সেবা দেশের সকল মানুষের দোরগোড়ায় দ্রুত পৌঁছে দেয়া ও মার্কেট সম্প্রসারণের লক্ষ্যে নিম্নোক্ত পদসমূহে নিয়োগের জন্য উদ্যমী, দক্ষ, পরিশ্রমী ও টার্গেট অর্জনে দৃঢ়প্রত্যয়ী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

  • পদের নাম: মেডিকেল অফিসার
    • নিয়োগ সংখ্যা: অনির্দিষ্ট
    • প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা: বিইউএমএস/বিএএমএস উত্তীর্ণ হতে হবে।
    • বাংলাদেশের যেকোন স্থানে কাজ করার মানসিকত থাকতে হবে।
  • পদের নাম: মেডিকেল প্রতিনিধি
    • নিয়োগ সংখ্যা: অনির্দিষ্ট
    • প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান পাশ
    • বাংলাদেশের যেকোন স্থানে কাজ করার মানসিকত থাকতে হবে।
  • পদের নাম: সহকারী মেডিকেল অফিসার
    • নিয়োগ সংখ্যা: অনির্দিষ্ট
    • প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা: ডিইউএমএস/ডিএএমএস উত্তীর্ণ হতে হবে।
    • বাংলাদেশের যেকোন স্থানে কাজ করার মানসিকত থাকতে হবে।
  • পদের নাম: বিক্রয় প্রতিনিধি
    • নিয়োগ সংখ্যা: অনির্দিষ্ট
    • প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাশ।
    • বাংলাদেশের যেকোন স্থানে কাজ করার মানসিকত থাকতে হবে।
হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ নিয়োগ ২০২৩

দেখুন নতুন সার্কুলার

আবেদনের জন্য প্রয়োজনীয়: মার্কশীট, জীবনবৃত্তান্ত (CV), অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে), সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, সম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।

আবেদনের ঠিকানা: পরিচালক মানব সম্পদ উন্নয়ন, রূপায়ন ট্রেড, লেভেল:১২-১৩, ১১৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামটর, ঢাকা-১০০০।

হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ, Hamdard Laboratories (WAQF) Bangladesh, Hamdard Laboratories Bangladesh Job Circular 2023, হামদর্দ ল্যাবরেটরীজ বাংলাদেশ নিয়োগ ২০২২, হামদর্দ ল্যাবরেটরীজ বাংলাদেশ নিয়োগ 2022, হামদর্দ ল্যাবরেটরীজ বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, হামদর্দ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।

অন্যদের শেয়ার করুন

5 thoughts on “হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ নিয়োগ ২০২৩”

  1. ভাই আমি ফেকটুরীতে ডুকতে চাই
    আমার এসএসসি সাটিফিকেট আছে

    Reply

Leave a Comment

bdinbd.com