নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩-Nasing Admission Notification 2022-2023: নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ সেশেনের নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নাসিং ও মিডওয়ািইফারি অধিদপ্তর। নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি 2023 এ আবেদনের সময়সীমা ১৩-০৪-২০২৩ইং পর্যন্ত। নার্সিং এ ভর্তি হতে আগ্রহী সকল প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য আহবান করা যাচ্ছে। নার্সিং এ ভর্তি বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য নিম্নে দেওয়া হলো। চাকরির খবর পেতে ভিজিট করুন BDinBD.Com

২০২৩ সালের নসিং ভর্তি বিজ্ঞপ্তির তথ্য সংক্ষিপ্তভাবে টেবিল আকারে ‍উপস্থাপন করা হলো

প্রতিষ্ঠানের নামবাংলাদেশ নাসিং ও মিডওয়ািইফারি কাউন্সিল
কোর্সের নামবিএসসি ইন নর্সিং
ডিপ্লোমা ইন নাসিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি
ডিপ্লোমা ইন মিডওয়ািইফারি কোর্স
শিক্ষাগত যোগ্যতা২০২১-২০২২ সালে এইচএসসি/সমমান
এবং ২০১৯/২০২০ সালে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ
শিক্ষাবর্ষ২০২২-২০২৩
আবেদন শুরু১৫ মার্চ ২০২২
আবেদন শেষ১৩ এপ্রিল ২০২২
প্রবেশপত্র ডাউলোড০৯ মে ২০২২, সকাল ১০ টা
ভর্তি পরীক্ষার তারিখ১৯ মে ২০২২ (শুক্রবার) ১০টা-১১টা
প্রশ্ন পত্রের মানবন্টনMCQ- 100
SSC – 20
HSC – 20
Total= 150 Marks

নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩
নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি 2022-2023

নার্সিং ভর্তি পরীক্ষা প্রবেশ পত্র ডাউলোড

অনলাইনে নাসিং ভর্তি পরীক্ষার আবেদন লিংক, আবেদনের নিয়মাবলী এবং প্রয়োজনীয় সকল তথ্য নসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এর ওয়েবসাইট (bnmc.teletalk.com.bd) এ পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পূর্বে প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত সার্কুলার এবং তাদের দেওয়া দিক নির্দেশনা অনুসরণ করার জন্য সকল প্রর্থীদের বলা হয়েছে।

নার্সিং-এ সাধারণত ৩ ক্যাটাগরি হয়ে থাকে:

১ নং: বিএসসি নার্সিং

২ নং: ডিপ্লোমা নার্সিং

৩ নং: ডিপ্লোমা মিডওয়াইফার

যে সকল বিষয়গুলো সম্পর্কে সরকারি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তিতে আপনি যা যা জানতে পারবেন সেগুলো হলো:

১ নং: নার্সিং ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা।

২ নং: নার্সিং ভর্তি পরীক্ষার তারিখ।

৩ নং: নার্সিং ভর্তি পরীক্ষার আবেদন ফ্রি।

৪ নং: নার্সিং এর আসন সংখ্যা, নার্সিং এ আবেদন করার অনেক নিয়মবলী ও আরো কিছু তথ্য।

৫ নং: মেধা তালিকা তৈরি পদ্ধতি।

৬ নং: নার্সিং পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার মানবন্টন।

অনলাইনে সরকারি নার্সিং-এ আবেদন ফরম পূরণ করার নিয়মাবলী:

আগ্রহী প্রার্থীদেরকে (http://dgnm.teletalk.com.bd) নার্সিং-এর অফিসিয়াল ওয়েবসাইটের লিংকে প্রবেশ করতে হবে। পরবর্তীতে প্রার্থীর নির্ধারিত কোর্সটি বাছাই করতে হবে। তারপর একটি আবেদন ছক পূরণ করতে হবে। ভর্তি সাবমিট এর পূর্বে প্রার্থীর ছবি ও স্বাক্ষর অবশ্যই আপলোড করতে হবে। ছবিটি (সদ্য তোলা রঙিন) ৩০০*৩০০ এই সাইজের মাপে হতে হবে।

ভর্তির যোগ্যতা ২০২২–২০২৩:

আবেদনযোগ্য প্রার্থীদের ২০২১ ও ২০২২ সালে এইচএসসি ও ২০১৯ ও ২০২০ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিএসসি ইন নার্সিং-এ বিজ্ঞান বিভাগের জন্য আবেদনকারীর এসএসসি ও এইচএসসি সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। সংশ্লিষ্ট কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০ এর কম গ্রহনযোগ্য নয়। তাছাড়া উভয় পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে জিপিএ ৩.০০ থাকতে হবে।

ভর্তিযোগ্য আসন সংখ্যা:

১ নং: বিএসসি ইন নার্সিং এর আসন সংখ্যা মোট ১২০০ টি।

২ নং: ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াফারী আসন সংখ্যা মোট ২৭৩০ টি।

৩ নং: ডিপ্লোমা ইন মিডওয়াফারী আসন সংখ্যা মোট ১০৫০ টি।

সারা বাংলাদেশের আসন সংখ্যা এখানে উল্লেখ নেই

ভর্তি পরীক্ষার আবেদন ফী:

১ নং: বিএসসি ইন নার্সিং- ৭০০ টাকা।

২ নং: ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াফারী- ৫০০ টাকা

৩ নং: ডিপ্লোমা ইন মিডওয়াফরী- ৫০০ টাকা

ভর্তি পরীক্ষার সময়সীমা ২০২২-২০২৩:

১ নং: ১৫ জুলাই সকাল ১০ টা থেকে আবেদন শুরু।

২ নং: ১৭ই আগস্ট ১২ টা পর্যন্ত আবেদন শেষ।

৩ নং: ১৮ই আগস্ট ১২ টার মধ্যে অনলাইনে টাকা জমা দিতে হবে।

৪ নং: পরবর্তী নোটিশে প্রবেশপত্র ডাউনলোডের তারিখ জানিয়ে দেওয়া হবে।

৫ নং: পরবর্তী আপডেটে ভর্তি পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

Nasing Admission 2023

Post Related searches: বি এস সি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২, ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২২, নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২, নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২, নার্সিং ভর্তি প্রশ্ন, নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে।

অন্যদের শেয়ার করুন

bdinbd.com