যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২: বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে বেকারত্ব দূর করার লক্ষ্যে কর্মসংস্থানের নিমিত্তে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও আত্নকর্মসংস্থার সৃষ্টির জন্য ১৮-৩৫ বছর বয়সি কর্মপ্রত্যাশী যুবক ও যুবতীদের “যুব উন্নয়ন অধিদপ্তর” এর আবাসিক/অনাবাসিক প্রশিক্ষণ কোর্সে ভর্তির লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীগন অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। সকল প্রকার সরকারি বেসরকারি চাকরির খবর পেতে ভিজিট করুন BDinBD.Com
যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ নিচে দেওয়া আছে
- আজকের চাকরির খবর
- সাপ্তাহিক চাকরির খবর ২৭/০৯/২০২৪
- সমাজসেবা অধিদপ্তর নিয়োগ ২০২৪
- কর অঞ্চল ২৫ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
প্রতিষ্ঠানের নাম | যুব উন্নয়ন অধিদপ্তর |
প্রশিক্ষনের ধরন | সরকারি |
শিক্ষাগত যোগ্যতা | অষ্টম শ্রেণী ও এইচএসসি পাস |
প্রশিক্ষণ কোর্স | ৫ টি |
সর্ব মোট আসন সংখ্যা | সার্কুলারে দেখুন |
কোর্সের মেয়াদ | ৬ মাস |
প্রাথীর বয়স | সার্কুলারে দেখুন |
আবেদনের শেষ তারিখ | ১৮ ডিসেম্বর ২০২২ |
আবেদনের মাধ্যম | সরাসসি উপস্থিত হয়ে ভর্তি হতে হবে। |
দেখুন জনপ্রিয় সার্কুলার
- পুলিশ নিয়োগ ২০২৪ সার্কুলার
- সাপ্তাহিক চাকরির খবর ২৭/০৯/২০২৪
- বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
যুব উন্নয়ন প্রশিক্ষণ ২০২৩
- পদ সংখ্যা: ০২ টি
- পদের নাম: ক্যাশিয়ার ও গাড়ীচালক
- পরীক্ষার তারিখ: ৩০-১২-২০২২
- পরীক্ষার সময়: বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত।
যুব উন্নয়ন প্রশিক্ষণ ২০২২
যুব উন্নয়ন প্রশিক্ষণ ২০২২
যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
প্রতিষ্ঠানের নাম | যুব উন্নয়ন অধিদপ্তর |
চাকরির ধরন | সরকারি |
শিক্ষাগত যোগ্যতা | অষ্টম শ্রেণী-স্নাতক ডিগ্রী |
ক্যাটাগরির সংখ্যা | ০৩ টি |
নিয়োগ সংখ্যা | ১২৭ জন |
প্রার্থীর বয়স | ১৮-৩০ (৫-০৭-২০২২) |
আবেদন শুরু | ১৫ জুন ২০২২ |
আবেদনের শেষ তারিখ | ৫ জুলাই ২০২২ |
আবেদনের মাধ্যম | অনলাইন |
দেখতে পারেন
বাংলাদেশ রেলওয়ে বিশাল নিয়োগ
আনসারে বিশাল নিয়োগ
সেনাবাহিনীতে চাকরি
যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ ২০২২
যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্বখাতভূক্ত নিম্নবর্ণিত নবসৃজিত ৩ টি শূন্য পদে ১২৭ জনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেচে। এই পদগুলোতে সম্পূর্ন অস্থায়ীভিত্তিতে জনবল নিয়ােগের নিমিত্ত নিমােক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তে প্রকৃত বাংলাদেশি স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অন-লাইনে নির্ধারিত ছকে আবেদন আহবান করা যাচ্ছে। বিস্তারিত নিম্নরুপ।
- পদের নাম: সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
- নিয়োগ সংখ্যা: ৩৭ জন
- শিক্ষাগত যোগ্যতা: ২য় শ্রেণির স্নাতক/সমমান ডিগ্রী।
- বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/-
- গ্রেড-১১তম।
- পদের নাম: ক্যাশিয়ার
- নিয়োগ সংখ্যা: ৮৭ জন
- শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী।
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-
- গ্রেড-১৬তম।
- পদের নাম: গাড়িচালক
- নিয়োগ সংখ্যা: ০৩ জন
- শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/সমমান।
- বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
- বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/-
- গ্রেড-১৫তম।
যুব উন্নয়ন অধিদপ্তর ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি
বাংলাদেশ সরকারের অগ্রাধিকার শিল্পখাত হিসেবে ঘােষিত শীপবিল্ডিং ইন্ডাস্ট্রিজসহ দেশের সকল শিল্পের দক্ষ জনশক্তি চাহিদা পূরনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সহযােগিতায় “স্কিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রােগ্রাম (SEIP)” শিরােনামে শতভাগ কর্ম সংস্থানমুখী দক্ষতা উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় “এসােসিয়েশন অফ এক্সপাের্ট অরিয়েন্টেড শীপবিল্ডিং ইন্ডাস্ট্রিজ অফ বাংলাদেশ (AEOSIB)” এর সার্বিক তত্ত্বাবধানে নিম্নলিখিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান/ শীপইয়ার্ড সমূহে বিভিন্ন কোর্সে ভর্তির দরখাস্ত আহবান করা যাচ্ছে।
সরাকরি খরচে শীপবিল্ডিং শিল্পে কারিগরি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
- প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য দৈনিক উপস্থিতির ভিত্তিতে ভাতা প্রদান (সর্বোচ্চ ১০,৮০০ টাকা) প্রশিক্ষণ। ভর্তি ইচ্ছুক আবেদনকারীর বয়সসীম অবশ্যই ১৮-৪৫ বছর হতে হবে।
- প্রশিক্ষণ শেষে কৃতকার্য শিক্ষার্থীদের জাতীয় আন্তর্জাতিক মানের সার্টিফিকেট প্রদান ও চাকুরী প্রাপ্তিতে সহায়তা করা হবে। আগ্রহী ভর্তি ইচ্ছুক প্রাথীদেরকে নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি যােগাযােগ করে আবেদন করার অনুরােধ করা হলাে।
- ভর্তির সময় আবশ্যক: ০৪ কপি পাসপাের্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র (২০ বছর বা তার উর্দ্ধে আবশ্যক) অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি এবং শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের ফটোকপি, স্থায়ী ঠিকানার পৌরসভা, কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদ হতে পারিবারিক বার্ষিক আয়ের সনদপত্র।
বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি)
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপােরেশন (বিসিক), শিল্প মন্ত্রণালয় বুক কিপিং এন্ড একাউন্টিং প্রশিক্ষণ কোর্স। কোর্সটি যেকোনে বিষয়ে অধ্যয়নকৃতদের জন্য উপযােগী এবং সঠিকভাবে হিসাব রক্ষণ ও হিসাব সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য অত্যন্ত জরুরি।
বুক কিপিং এন্ড একাউন্টিং প্রশিক্ষণ কোর্স
যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে: বাংলাদেশে পরিবহন খাতে দুর্ঘটনা রােধেকল্পে সুদক্ষ গাড়ীচালক তৈরির মাধ্যমে দেশের যুবদের জন্য পরিবহণ খাতে কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের সুযােগ সৃষ্টি করা। এছাড়াও দারিদ্র্য বিমােচনের পাশাপাশি টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন “যানবাহন চালনায় প্রশিক্ষণ দেওয়া হবে।
এই প্রকল্পের আওতাধীন ৪০টি জেলার মাধ্যমে ৬৪টি জেলার বেকার যুবদের যানবাহন চালনা বিষয়ে ০১ মাস মেয়াদী অনাবাসিক প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে যুবকদের প্রশিক্ষণ প্রদান করা হবে। উক্ত প্রশিক্ষণ কোর্সে ভর্তির লক্ষ্যে কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের এক/একাধিক প্যানেল করার নিমিত্ত তাঁদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। প্রশিক্ষণ কোর্সের নাম শিক্ষাগত যােগ্যতা, বয়স, প্রশিক্ষণ ভাতা ইত্যাদির বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো।
- প্রশিক্ষণ কোর্সের নাম: যানবান চালনা প্রশিক্ষণ
- শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/সমমান
- র্কোসের মেয়াদ: ১ মাস
- কোর্স ফি: কোর্স ফি দরকার নাই।
- প্রতি কেন্দ্র আসন সংখ্যা: ৪০ টি
- বয়স: ২০-৩৫ বছর।
- প্রশিক্ষণ ভাতা: জনপ্রতি ১৫০ টাকা
- নিচে থেকে আবেদফরম ডাউলোড করুন।
আবেদন ফরম জমাদানের স্থান: স্ব স্ব জেলাধীন উপ পরিচালত, যুব উন্নয়ন অধিদপ্তর।
যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১
- (১) কোর্স/ট্রেডের নামঃ ডাটাবেজ প্রশিক্ষণ (অনাবাসিক)
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান
- র্কোসের মেয়াদ: ২ মাস
- কোর্স ফি: ৫০০/-
- প্রতি কেন্দ্র আসন সংখ্যা: ১১ টি
- কেন্দ্র সংখ্যা: ১১ টি জেলায় ১২ টি
- মেয়াদ: ২ মাস ২ জানুয়ারি-২৮ ফেব্রুয়ারি ২০২২
- (২) কোর্স/ট্রেডের নামঃ কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এ্যাপ্লিকেশন (অনাবাসিক)
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান
- র্কোসের মেয়াদ: ২ মাস
- কোর্স ফি: ১,০০০/-
- প্রশিক্ষন কেন্দ্র: ৬৪ জেলায় ৭১ টি
- সাক্ষাতকারের তারিখ: ২৮ ডিসেম্বর, ২০২১
- (৩) কোর্স/ট্রেডের নামঃ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান
- র্কোসের মেয়াদ: ৬ মাস
- কোর্স ফি: ১,০০০/-
- প্রশিক্ষন কেন্দ্র: ৬ টি
- সাক্ষাতকারের তারিখ: ২৮ ডিসেম্বর, ২০২১
- (৪) কোর্স/ট্রেডের নামঃ ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং
- শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী/সমমান
- র্কোসের মেয়াদ: ৬ মাস
- কোর্স ফি: ৩০০/-
- প্রশিক্ষন কেন্দ্র: ৩০ টি
- সাক্ষাতকারের তারিখ: ২৮ ডিসেম্বর, ২০২১
- (৫) কোর্স/ট্রেডের নামঃ ইলেকট্রনিক্স
- শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী/সমমান
- র্কোসের মেয়াদ: ৬ মাস
- কোর্স ফি: ৩০০/-
- প্রশিক্ষন কেন্দ্রে আসন সংখ্যা: ৩০ টি
- সাক্ষাতকারের তারিখ: ২৯ ডিসেম্বর, ২০২১
- (৬) রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং (অনাবাসিক)
- শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী/সমমান
- র্কোসের মেয়াদ: ৬ মাস
- কোর্স ফি: ৩০০/-
- প্রশিক্ষন কেন্দ্রে আসন সংখ্যা: ৩০ টি
- সাক্ষাতকারের তারিখ: ২৯ ডিসেম্বর, ২০২১
- (৭) মর্ডান অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার (অনাবাসিক)
- শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি/সমমান
- র্কোসের মেয়াদ: ৬ মাস
- কোর্স ফি: ৫০০/-
- প্রশিক্ষন কেন্দ্রে আসন সংখ্যা: ৪০ জন
- সাক্ষাতকারের তারিখ: ২৯ ডিসেম্বর, ২০২১
- (৮) পোষাক তৈরি (অনাবাসিক)
- শিক্ষাগত যোগ্যতা: জে.এস.সি/সমমান
- র্কোসের মেয়াদ: ৩ মাস
- কোর্স ফি: ৫০/-
- প্রশিক্ষন কেন্দ্রে আসন সংখ্যা: ২৫ টি
- সাক্ষাতকারের তারিখ: ২৯ ডিসেম্বর, ২০২১
- (৯) জামড়াজাত পণ্য তৈরি (অনাবাসিক)
- শিক্ষাগত যোগ্যতা: জে.এস.সি/সমমান
- র্কোসের মেয়াদ: ১ মাস
- কোর্স ফি: ৫০/-
- প্রশিক্ষন কেন্দ্রে আসন সংখ্যা: ২৫ টি
- সাক্ষাতকারের তারিখ: ২৯ ডিসেম্বর, ২০২১
যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ভর্তি সার্কুলার ২০২১
যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি 2021
যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ভর্তির জন্য ১-৪ নং ট্রেডে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭/১২/২০২১ এবং প্রশিক্ষণ শুরু ০২ জানুয়ারি, ২০২২। উল্লেখিত প্রশিক্ষন কোর্সে/ট্রেডে ভর্তি ইচ্ছুক/আগ্রহী প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ৩৫ বছর এবং বেকার যুবক ও যুবতী হতে হবে। তবে প্রকৃত মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
যুব সংগঠন কর্তৃক নির্বাচিত এবং যুবনারী প্রার্থীকে নির্বাচনের বিষয়ে অগ্রাধিকার দেয়া হবে। নিজ হাতে পূরণকৃত আবেদন ফর্ম (০১) নাম (বাংলা ও ইংরেজী) (০২) পিতার নাম (০৩) মাতার নাম (বাংলা ও ইংরেজী) (০8) জন্ম তারিখ (০৫) বিজ্ঞপ্তি প্রদানের তারিখে বয়স (০৬) জাতীয়তা পরিচয়পত্র (NID) নম্বর (যদি থাকে) অথবা জন্ম সনদপত্র, (০৭) বর্তমান ঠিকানা (০৮) স্থায়ী ঠিকানা (০৯) শিক্ষাগত যোগ্যতা (১০) ধর্ম (১১) জেন্ডার (১২) মোবাইল নম্বর (যদি থাকে) (১৩) বিকল্প যোগাযোগ নম্বর (১৪) ইতপূর্বে গৃহীত প্রশিক্ষণ (যদি থাকে) (১৫) যুব সংগঠনের সদস্য হলে সংগঠনের নাম এবং (১৬) ভবিষ্যৎ পরিকল্পনা/প্রশিক্ষণ গ্রহণের কারণ উল্লেখ করতে হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিষ্ঠান কতৃক নির্ধারিত আবেদন ফরম যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েব সাইটে পাওয়া যাবে অথবা নিজ নিজ উপপরিচালক/কো-অর্ভিনেটর/ ডেপুটি কো-অর্ডিনেটর এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে বিনামূল্যে সংগ্রহ করা যাবে।
প্রতিষ্ঠান থেকে দূরবর্তী স্থানে বসবাসরত বেকার যুবদের সুবিধার জন্য প্রশিক্ষণে ভর্তির আবেদনপত্র ইউনিয়ন ডিজিটাল সেন্টার/ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়/যুব প্রশিক্ষণ কেন্দ্র/ জেলা কার্যালয়ে দাখিল করতে পারবে।
দরখাস্তের সাথে (ক) শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের অনুলিপি (খ) জাতীয়ত পরিচয়পত্র (যদি থাকে) অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌর কমিশনার কর্তৃক জন্ম নিবন্ধন সনদপত্র জমা দিতে হবে। স স রাসরি সাক্ষাৎকার এবং মনোনয়নকালে মূল সনদপত্র ও সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে আনতে হবে।
দলিত (সুইপার, খষি, ডোম) যুবদের জন্য 8% কোটা এবং প্রতিবন্ধি, অটিস্টিক ও হিজড়াদের জন্য ৫% কোটা সংরক্ষণসহ কোর্স ফি ব্যতীত অধিদপ্তরের সকল প্রশিক্ষণে ভর্তির সুযোগ রয়েছে।
সাক্ষাতের জন্য নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট নির্বাচনী বোর্ডের সামনে উপস্তিত হতে হবে। এজন্য কোনো প্রকার টি,এ/ডি,এ দেয়া হবে না যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ অধিদপ্তর। ভর্তির বিষয়ে নির্বাচনী বোর্ডের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে। ভর্তির সময় নির্বাচিত প্রশিক্ষণ প্রার্থীদের মোবাইল নম্বর, আইডি ও ই-মেইল আইডি আবশ্যিকভাবে দিতে হবে।
প্রশিক্ষন কোর্সের শর্তাবলী সমূহ:
যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ কোর্সে ভর্তি ০৫ নং ক্রমিকে উল্লেখিত কোর্সটি আবাসিক ভাবে পরিচালিত হবে প্রশিক্ষণ প্রার্থীদেরকে প্রচলিত নিয়মানুসারে প্রশিক্ষণ ভাতা দেয়া হবে। ০৫ নং ক্রমিকে উল্লেখিত আবাসিক প্রশিক্ষণে কোভিড-১৯ পরিস্থিতির জন্য ৬০ জনের স্থলে পুরুষ ছাত্রাবাসে সর্বোচ্চ ২০ জন এবং মহিলা ছাত্রাবাসে সর্বোচ্চ ১০ জন অবস্থান করতে পারবে। এক্ষেত্রে দূরবর্তী উপজেলা থেকে আগত প্রার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন এবং সদর ও নিকটবর্তী উপজেলার প্রার্থীদেরকে অনাবাসিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
তাত্ত্বিক ক্লাশগুলো অনলাইন/সশরীরে এবং ব্যবহারিক ক্লাশগুলো সামাজিক দুরত্ব বজায় রেখে বিভিন্ন গ্রুপে বিভক্ত করে প্রশিক্ষণ পরিচালনা করতে হবে। জেলা কার্যালয় এবং উপজেলা কার্যালয়ে রাজস্বভুক্ত অনাবাসিক ট্রেডের প্রশিক্ষণার্থীদের প্রাপ্য যাতায়াত ভাতা বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রদান করা হবে।
যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১
যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১, যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি, যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ভর্তি ২০২১, যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি 2021, যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ভর্তি 2021, যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ভর্তি।