কারা অধিদপ্তরে জেল কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, Department of Prisons Job Circular 2022: এ বর্তমানে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে নারী ও পুরুষ প্রার্থী উভয়ই আবেদন করতে পারবেন। সকল প্রকার চাকরির খবর পেতে ভিজিট করুন BDinBD.Com।
কারা অধিদপ্তরে জেল কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
প্রতিষ্ঠানের নাম | কারা অধিদপ্তর |
চাকরির ধরন | সরকারি চাকরি |
প্রার্থীর ধরন | নারী ও পুরুষ উভয় |
প্রার্থীর বয়স | ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত |
জেলা | সকল জেলা |
শূন্য পদ | ১ টি |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক ডিগ্রী |
আবেদনের মাধ্যম | ই-মেইল |
আবেদনের শেষ তারিখ | ১২ সেপ্টেম্বর ২০২২ |
কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022
কারা পরিবার নিরাপত্তা প্রকল্পের অর্থয়ানে নির্মিত কারা কনভেনশন সেন্টার এর নিয়োগ বিজ্ঞপ্তি। কারা কনভেনশন সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কীত সকল আলোচনা নিম্নে দেওয়া হলো।
- পদের নাম: ম্যানেজার কাম হিসাবরক্ষক
- নিয়োগ সংখ্যা: ১ টি
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
- বয়স: ৩৫ বছর
- মাসিক বেতন: আলোচনা সাপেক্ষে।
- আবেদনের মাধ্যম: ই-মেইল যোগে,
ইমেইল আইডি ([email protected])
প্রার্থীর যোগ্যতা সমূহ নিম্নরুপ:
১. প্রথম অথবা দ্বিতীয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
২. কনভেনশন সেন্টার/এই ধরণের প্রতিষ্ঠান পরিচালনায় ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৩. কম্পিউটার পরিচালনায় ” এমএসওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট” দক্ষতা থাকতে হবে।
৪. বাংলা ও ইংরেজিতে পাত্রালাপে দক্ষ হতে হবে।
৫. উচ্চমানের শারীরিক সক্ষমতা সম্পন্ন হতে হবে।
আবেদনের শর্তাবলী সমূহ:
- মৌখিক পরীক্ষার সময় প্রতিটি সার্টিফিকেটের মূল কাপির সাথে অতিরিক্ত ১ কপি সত্যায়িত ফটোকপি সাথে থাকা বাঞ্চনীয়।
- নমুনা ফরমের অনুকুরণে পূরণকৃত আবেদনপত্র।
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
- স্থায়ী নাগরিকত্বের সনদপত্র।
- জাতীয় পরিচয়পত্র।
- গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।
কারা অধিদপ্তরে জেল কারারক্ষী নিয়োগ ২০২২
- পদের নাম: কারারক্ষী
- নিয়োগ সংখ্যা: অসংখ্য
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
- মাসিক বেতন: গ্রেড ১৭ অনুযায়ী।
- আবেদনের মাধ্যম: এসএমএস
পরীক্ষা পদ্ধতি: প্রথমে প্রার্থীকে শারীরীক পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। শারীরীক পরীক্ষায় উত্তীর্ণ প্রর্থীদেরকে একই দিনে ১ ঘন্ট ৩০ মিনিট সময়ের ৭০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদেরকে পুনরায় ৩০ নম্বরের মৌখিল পরীক্ষায় অংশগ্রহন করতে হবে।
পরীক্ষার তারিখ: শুধুমাত্র কনফার্মেশন মেসেজপ্রাপ্ত প্রার্থীদেরকে এসএমএস এ সরবরাহকৃত নিজস্ব মোবাইল নম্বরে ২১ ফেব্রুয়ারী এর পরবর্তী ২ সপ্তাহের মধ্যে বাংলাদেশ জেল এর মাধ্যমে পরীক্ষার স্থান, তারিখ ও অন্যান্য তথ্যদি এসএমএস এর মধ্যমে জানিয়ে দেয়া হবে।
কারারক্ষী পদে নিয়োগ ২০২২
কারারক্ষী পদে নিয়োগ ২০২১ এর পদের বিবারন, শর্তাবলী, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, বয়স, বৈবাহিক অবস্থা, জাতীয়তা, আবেদনে ইচ্ছুক প্রর্থীর কোটা, ভর্তির তারিখ ও স্থান সমূহ নিম্নে দেয়া হল।
ক্রমিক নং | বিবরণ | শর্তাবলী |
১. | শিক্ষাগত যোগ্যতা | প্রর্থীদের এস,এস,সি/সমমান |
২. | বেতন স্কেল | জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৭ তম গ্রেত: ২১,৮০০ টাকা |
৩. | বয়স | ১৮-৩২ বছর, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেতে বয়স ১৮ হতে ২১ বছর। |
৫. | বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
৬. | জাতীয়তা | প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। |
৭. | জেলা কোটাসমূহ (শুধুমাত্র জেলা কোটায় আবেদনকারীদের জন্য প্রযোজ্য) | |
৮. | ভর্তির তারিখ ও স্থান | এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। |
জেলা কোটাসমূহ (শুধুমাত্র জেলা কোটায় আবেদন কারীদের জন্য প্রযোজ্য)
প্রার্থী | উচ্চতা | বুকের মাপ | ওজন |
পুরুষ | ১.৬৭ মিটার | ৮১.২৮ সে:মি: | ৫২ কেজি |
মহিলা | ১.৫৭ মিটার | ৭৬.৮১ সে:মি: | ৪৫ কেজি |
কারা অধিদপ্তরে জেল কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, কারা অধিদপ্তরে জেল কারারক্ষী নিয়োগ 2022, কারা অধিদপ্তরে জেল কারারক্ষী নিয়োগ ২০২২ সার্কুলার, কারা অধিদপ্তরে জেল কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি, কারা অধিদপ্তরে জেল কারারক্ষী নিয়োগ।