অর্থ মন্ত্রণালয়ের সেইপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: বাংলাদেশে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবলের অভাব এবং ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে অর্থ মন্ত্রণালয়ের Skills for Employment Investment Program (SEIP)-Tranche-3 এর আওতায় শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)।
ঢাকা, খুলনা ও বগুড়া কেন্দ্রে দরিদ্র, নারী, উপজাতি ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার প্রদান করে একযােগে মেশিনসপ, ওয়েল্ডিং ও ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স ট্রেডে কর্মসংস্থান উপযােগী প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সফলভাবে প্রশিক্ষণ সমাপনান্তে প্রশিক্ষণার্থীগণকে শিল্প কারখানায় কর্মসংস্থানের সার্বিক সহযােগিতা প্রদান করা হবে।
প্রতিষ্ঠানে নাম | অর্থ মন্ত্রণালয় সেইপ |
বিজ্ঞপ্তির ধরন | নিয়োগ বিজ্ঞপ্তি |
জেলা | সকল জেলা |
প্রার্থীর যোগ্যতা | বিজ্ঞপ্তিতে উল্লেখিত |
নিয়োগ সংখ্যা | অসংখ্য |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
আবেদনের শেষ তারিখ | ২৭ জুলাই ২০২৩ |
অর্থ মন্ত্রণালয়ের সেইপ নিয়োগ ২০২৩
সেইপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: এশিয়ান ডেভলপমেন্ট ব্যাকং কর্তৃক আয়োজিত শীপবিল্ডিং শিল্পে বিভিন্ন কারিগরি কোর্সে সম্পূর্ন সরকারি খরচে ফ্রি প্রশিক্ষণ ও চাকুরির সুযোগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত কোর্সে ভর্তি ইচ্ছুক সকল প্রার্থীগণকে সার্কুলারে দেওয়া ঠিকানায় সরাসরি উপস্থিত হয়ে ভর্তি হওয়ার জন্য আহবান করা যাচ্ছে। বিস্তারিত সার্কুলারে দেখুন।
অর্থ মন্ত্রণালয়ের সেইপ নিয়োগ ২০২৩: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills for Employment Investment Program (SEIP) Tranche-3 এর আওতায় | বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) এর তত্ত্বাবধানে নারী উদ্যোক্তা তৈরী ও উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঢাকা, নারায়নগঞ্জ, নরসিংদী, গাজীপুর |
যশাের, বগুড়া, দিনাজপুর, সিলেট, টাঙ্গাইল ও রাজশাহী জেলার নিম্নোক্ত প্রশিক্ষণ কেন্দ্র এবং ৩ মাস মেয়াদী (৬০ কর্ম দিবস) প্রশিক্ষণ কোর্স সমূহে (অনাবাসিক) সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলছে।
অর্থ মন্ত্রণালয়ের সেইপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকাশিত প্রশিক্ষণমূলক সার্কুলার এই একই পোস্টে পাওয়া যাবে। এই প্রশিক্ষণ কোর্সের মেয়াদ : ৩ (তিন) মাস (০১/০৩/২০২২খ্রিঃ হতে ৩১/০৫/২০২২খ্রিঃ তারিখ পর্যন্ত)। ২ ব্যাচ নং। ৩ ক্লাসের সময় : প্রতিদিন সকাল ৯:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত। ৪ আসন সংখ্যা ; প্রতি ট্রেডে ৩০ জন। ৫ শিক্ষাগত যােগ্যতা : ন্যূনতম ৮ম শ্রেণী পাশ /জেএসসি পাশ /অথবা সমমানের পাশ। বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত। কোর্সের জন্য কোন ফি প্রদান করতে হবে না। বিস্তারিত নিম্নের সার্কুলারে দেখুন।
অর্থ মন্ত্রণালয়ের সেইপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, অর্থ মন্ত্রণালয়ের সেইপ নিয়োগ ২০২৩, অর্থ মন্ত্রণালয়ের সেইপ নিয়োগ 2023।