বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার (Bangladesh Army Job Circular 2025) বাংলাদেশ সেনাবাহিনী তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ০৭ নভেম্বর ২০২৪ ইং তারিখে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (Bangladesh Army Sainik Job Circular 2025), এর নতুন নিয়োগ সার্কুলারটি প্রকাশ করেছে। আর্মি এমওডিসি সৈনিক পদে জব সার্কুলার ২০২৫ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার
২০২৫ সালে এমওডিসি সেন্টার এন্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদে (শুধুমাত্র পুরুষ প্রার্থী) ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এমওডিসি’তে যোগদানে আগ্রহী উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদনের জন্য সৈনিক পদে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : BdinBd.Com
প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ সেনাবাহিনী |
নিয়োগ প্রকাশের তারিখ: | ০৭ নভেম্বর ২০২৪ |
চলমান নিয়োগ: | ০১ টি |
পদের সংখ্যা: | অসংখ্য জন |
বয়সসীমা: | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা: | এসএসসি পাশ |
চাকরির ধরন: | ডিফেন্স চাকরি |
অফিসিয়াল ওয়েব সাইট: | www.joinbangladesharmy.army.mil.bd |
আবেদনের শুরু তারিখ: | ২৫ নভেম্বর ২০২৪ |
আবেদনের শেষ তারিখ: | ২০ ডিসেম্বর ২০২৪ |
আবেদনের মাধ্যম: | অনলাইনে/এসএমএস |
নিয়োগ প্রকাশের সূত্র: | অফিসিয়াল ওয়েবসাইট |
আবেদনের ঠিকানা: | http://modc.teletalk.com.bd |
নতুন নিয়োগ
বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ ২০২৫
একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা স্বাপেক্ষে সাধারণ (GD), করণিক (CLK) এবং আর্মোরার (ARMR) ট্রেডে আবেদন করতে পারবেন । এছাড়া, এমওডিসি সদস্যদের সন্তানগণও (MS) প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন । সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট ৩০০/- টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০/-) কর্তন করা হবে।
পদের নামঃ এমওডিসি সৈনিক
ট্রেড সমূহের নামঃ সাধারণ (GD), করণিক (CLK) এবং আর্মোরার (ARMR) ট্রেডে ।
পদ সংখ্যাঃ অসংখ্য জন।
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.০০ থেকে ৩.০০ পেয়ে উত্তীর্ণ।
বয়সসীমাঃ ১৬ মার্চ ২০২৫ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
আবেদন শুরু: ২৫ নভেম্বর ২০২৪
আবেদন শেষ: ২০ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি নিয়োগ ২০২৫
বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে চাকরির পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
সৈনিক পদে আবেদনের যোগ্যতা:
* বয়স: ১৬ মার্চ ২০২৫ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হবে না।
* শিক্ষাগত যোগ্যতা:
(1) সাধারণ ট্রেড (GD)। এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-2.00 পেয়ে উত্তীর্ণ।
(2) করণিক (CLK)। এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-3.00 পেয়ে উত্তীর্ণ।
(3) আর্মোরার (ARMR)। এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-3.00 পেয়ে উত্তীর্ণ। (বিজ্ঞান বিভাগে)
শারীরিক যোগ্যতা | পুরুষ |
উচ্চতা | ৫ ফুট ৬ ইঞ্চি |
ওজন* | ৪৯.৯০ কেজি |
বুকের মাপ | স্বাভাবিক ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত ৩২ ইঞ্চি। |
দৃষ্টিশক্তি | ৬/৬ |
সাঁতার | সাঁতার জানা অত্যাবশ্যক (সর্বনিম্ন ৫০ মিটার) |
বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
* আবেদনের নিয়ম
ভিজিট করুন http://modc.teletalk.com.bd ওয়েবসাইট। “Application Form” অপশনে ক্লিক করুন। আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
“Next” বোতামে ক্লিক করুন। আপনি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হলে “Yes” নির্বাচন করুন অন্যথায়, “No” নির্বাচন করুন
সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন। সঠিক তথ্য দিয়ে আর্মি এমওডিসি সৈনিক পদে চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
আপনার সম্প্রতি তোলা রঙিন ছবি এবং স্বাক্ষর ছবি আপলোড করুন। ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
*এসএমএস এর মাধ্যমে আবেদন
২য় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি USER ID ও Password প্রদান করা হবে। উক্ত USER ID ও Password দ্বারা এ http://modc.teletalk.com.bd লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। যেভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো।