বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Bangladesh Bank Job Circular) : প্রকাশিত হয়েছে। www.bb.org.bd ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক (চলমান নিয়োগ ০১টি) বিভিন্ন পদে অসংখ্য জন লােক নিয়ােগ দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক সার্কুলার ২০২৪ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে/ডাকযোগে আবেদন করতে পাবে আবেদন শুরু হয়েছে।
এই পােস্টের মাধ্যমে আমরা বাংলাদেশ ব্যাংক নিয়োগ ২০২৪ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Bangladesh Bank Job Circular 2024-এর আলােকে বিস্তারিত জেনে আসি।
বাংলাদেশ ব্যাংক জব সার্কুলার ২০২৪
আপনি যদি –বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন। এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে। সকল নিয়োগ পরীক্ষার সময়-সূচি প্রকাশিত হয়। তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন : bdinbd.com
আরও দেখুন
এক নজরে আজকের চাকরি
এক নজরে কোম্পানি চাকরি
প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ ব্যাংক |
নিয়োগ প্রকাশের তারিখ: | ১৮ সেপ্টেম্বর ২০২৪ |
চলমান নিয়োগ: | ০১ টি |
পদের সংখ্যা: | ৭৭ জন |
বয়সসীমা: | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা: | এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ |
অফিসিয়াল ওয়েব সাইট: | www.bb.org.bd |
আবেদনের শুরু তারিখ: | আবেদন শুরু হয়েছে |
আবেদনের শেষ তারিখ: | ২১ অক্টোবর ২০২৪ |
আবেদনের মাধ্যম: | অনলাইনে/ডাকযোগে |
নিয়োগ প্রকাশের সূত্র: | অফিসিয়াল ওয়েবসাইট |
বাংলাদেশ ব্যাংক জব সার্কুলার 2024
দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লি:, গাজীপুর এ নিম্নোক্ত পদসমূহে নির্ধারিত বেতনস্কেল এবং প্রচলিত বিধি অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাদিতে অস্থায়ীভাবে নিয়োগ/প্যানেল প্রস্তুতির নিমিত্তে বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে Online এ দরখাস্ত আহবান করা যাচ্ছে। উক্ত পদসমূহে আবেদনের জন্য আবশ্যকীয় শিক্ষাগত যোগ্যতা, বেতনস্কেল, বয়স ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি নিম্নে প্রদত্ত হলো।
পদের বিবরন :
১। সহকারী ব্যবস্থাপক (জেনারেল) – ০৩ জন।
২। সহকারী ব্যবস্থাপক (আইসি) – ০১ জন।
৩। সহকারী ব্যবস্থাপক (উৎপাদন) – ০৩ জন।
৪। সহকারী ব্যবস্থাপক (এক্সামিনেশন) – ০১ জন।
৫। নিরাপত্তা কর্মকর্তা – ০১ জন।
৬। অফিসার (জেনারেল) – ০৩ জন।
৭। সহকারী কারিগরী কর্মকর্তা (অরিজিনেশন) – ০১ জন।
৮। টেকনিশিয়ান (অরিজিনেশন) – ০১ জন।
৯। টেকনিশিয়ান (গবেষণা ও মান নিয়ন্ত্রণ) – ০১ জন।
১০। টেকনিশিয়ান (মেকানিক্যাল) – ০২ জন।
১১। টেকনিশিয়ান (বিদ্যুৎ) – ০২ জন।
১২। টেকনিশিয়ান (সিভিল) – ০১ জন।
১৩। ডিষ্ট্রিবিউটর – ০৩ জন।
১৪। জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন নিয়ন্ত্রণ) – ০৩ জন।
১৫। জুনিয়র টেকনিশিয়ান (অরিজিনেশন) – ০২ জন।
১৬। জুনিয়র টেকনিশিয়ান(গবেষণা ও মান নিয়ন্ত্রণ) – ০৫ জন।
১৭। জুনিয়র টেকনিশিয়ান (মেকানিক্যাল) – ০৩ জন।
১৮। জুনিয়র টেকনিশিয়ান (বিদ্যুৎ) – ০২ জন।
১৯। জুনিয়র টেকনিশিয়ান (ইউটিলিটি) – ০২ জন।
২০। জুনিয়র টেকনিশিয়ান (উৎপাদন) – ১৫ জন।
২১। জুনিয়র কেয়ারটেকার (পিয়ন) – ০৯ জন।
২২। জুনিয়র কেয়ারটেকার (ক্লিনার) – ১০ জন।
২৩। জুনিয়র কেয়ারটেকার (মালি) – ০৩ জন।
বাংলাদেশ ব্যাংক নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
আপনি যদি বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে https://erecruitment.bb.org.bd মাধ্যমে আবেদন করুন আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।
আরও দেখুন
এক নজরে আজকের চাকরি
এক নজরে কোম্পানি চাকরি
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ ব্যাংক -এ চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংক চাকরির বিজ্ঞপ্তি ২০২৪ আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবাে তাহলে চলুন বাংলাদেশ ব্যাংকনিয়োগ ২০২৪ সার্কুলার -এর আলােকে বিস্তারিত জেনে আসি।
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ ব্যাংক চাকরির নিয়োগে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ পাবেন। মৌখিক পরীক্ষার সময় সকল প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্র প্রদর্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে। প্রতিটির ০১ টি করে সত্যায়িত কপিও সঙ্গে নিতে হবে।
সকল স্তরের শিক্ষাগত যােগ্যার সনদপত্র।
নাগরিকত্বের সনদপত্র।
শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা কার্যালয় হতে প্রাপ্ত সনদপত্র।
মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযােদ্ধার সনদপত্র।
চারিত্রিক সনদপত্র।
ভােটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
Applicant’s Copy/আবেদনের কপি।