বিজিবি নিয়োগ ২০২৪ সার্কুলার: BGB Job Circular 2024: বিজিবিতে নতুন নিয়োগ ২০২৪ সার্কুলার প্রকাশ করা হয়েছে। ০১ টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি। বিজিবিতে নিয়োগ পেতে অগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী ডাকযোগের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
প্রতিষ্ঠানের নাম | বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) |
চাকরির ধরন | সরকারি চাকরি |
প্রার্থী | নারী ও পুরুষ উভয় |
জেলা | বিজ্ঞপ্তিতে উল্লেখিত |
ক্যাটাগরি | ০১ টি |
নিয়োগ সংখ্যা | অসংখ্য |
প্রাতিষ্ঠানিক যোগ্যতা | বিজ্ঞপ্তিতে দেখুন |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
আবেদনের সময়সীমা | ১৯ সেপ্টেম্বর ২০২৪ |
বিজিবির ওয়েবসাইট | bgb.gov.bd |
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ ২০২৪
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবারের নিয়োগ বিজ্ঞপ্তিতে সিপাহী (জিডি) বিজিবিতে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীরা ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত আবেদনের যোগ্যতা নিচে দেওয়া হলো।
- পদের নাম: সিপাহী (জিডি)
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান
- বয়স: ১৮-২৩ বছর
- বেতন: ৯,০০০-২১,৮০০
- শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান
- ওজনঃ পুরুষ: ৪৯.৮৯৫ কেজি, মহিলা: ৪৭.১৭৩ কেজি।
- উচ্চতাঃ পুরুষ: ৫ ফুট ৬ ইঞ্চ, মহিলা: ৫ ফুট ২ ইঞ্চি
- বুকের মাপঃ পুরুষ: ৩২”-৩৪”, মহিলা: ২৮”-৩০” (উভয় ক্ষেত্রে সম্প্রসারণ ২”)
- দৃষ্টি শক্তিঃ ৬/৬
- বয়সঃ ১৮-৩০ বছর (১৪-০৭-২০২৪ তারিখে)
- জাতীয়তাঃ জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক
- বৈবাহিক অবস্থাঃ বিবাহিত/অবিবাহিত
দেখুন নতুন নিয়োগ
বিজিবিতে আবেদন করার নিয়ম
বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ 2024: এ যারা আবেদন করতে চান তাদেরকে প্রথমে একটি টেলিটক প্রিপেইড সিম এর সাহাজ্যে রেজিস্ট্রেশন/এসএমএস করার মাধ্যমে আবেদন করতে হবে। যে নিয়মে আপনাকে মেজেস পাঠাতে হবে তার নমুন কপি নিচে উল্লেখ করে গেওয়া হলো। নিম্নের দেওয়া মেসেজ অনুযায়ী হুবহু টাইপ করে সেনড করুন 16222 এই নম্বরে।
BGB<space>HSC PASS YEAR<space>HSC Board Name<space>HSC Roll<space>SSC Pass Year<space> SSC Board Name<space>SSC Roll<space>Home District Code<space>Upozilla Name দিয়ে Send করুন 16222 নম্বরে।
উদাহরনঃ BGB 2021 DHA 147198 2017 DHA 147489 35 MUNNA SEND TO> 1622
বিজিবি নিয়োগ ২০২৪
আগ্রহী প্রার্থীদেরকে বাংলাদেশ বিজিবি নিয়োগ ২০২৪ সার্কুলারে উল্লেখিত পদে আবেদন করতে টেলিটক প্রিপেইড মোবাইল হতে এসএমএস প্রেরণের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে আহবান করা যাচ্ছেঃ
ভর্তির স্থান ও তারিখঃ এসএমএস এর মাধ্যমে রেজিষ্ট্রেশনকৃত প্রার্থীদেরকে ভর্তির স্থান ও তারিখ জানানো হবে।
প্রার্থীদের মেডিক্যাল ও লিখিত পরীক্ষা গ্রহণঃ প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে পর্যায়ক্রমে প্রাথমিক মেডিক্যাল, লিখিত, ব্যবহারিক, মৌখিক এবং চূড়ান্ত ডাক্তারী পরীক্ষা গ্রহণ করা হবে। পরবর্তীতে যোগ্য প্রার্থীদের মধ্য হতে মেধা তালিকা মোতাবেক বরাদ্দকৃত কোটা অনুযায়ী শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই রক্ত পরীক্ষার জন্য বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকা প্রেরণ করা হবে।
সেগুলো হচ্ছে: এইচবিএস এজি HBsAg, Dope Test, Fasting Sugar, HbA1C Anti HCV এবং Serum Creatinine। বিশেষভাবে উল্লেখ্য যে, এইচবিএস এজি (HBsAg) ও Anti HCV রক্ত পরীক্ষায় Negative, Dope পরীক্ষায় Not Detected ও Fasting Sugar, HbA1C ও Serum Creatinine রক্ত পরীক্ষায় স্বাভাবিক ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের জন্যঃ প্রতিরক্ষা সদস্যদের জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা এ্যাডজুটেন্ট এর প্রতিস্বাক্ষরিত ও থানা কর্মকর্তা দ্বারা প্রদত্ত প্রত্যয়নপত্র এবং পরিচয়পত্র অবশ্যেই উপস্থাপন করতে হবে।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্যঃ নৃ-গোষ্ঠী সম্প্রদায়ীদেরকে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের সনদপত্র অবশ্যই উপস্থাপন করতে হবে।
সরকারী এতিমখানা নিবাসী (এতিম) সদস্যদের জন্যঃ এতিমখানার প্রধান কর্মকর্তা কর্তৃক দেয়া প্রশংসাপত্র জমা দিতে হবে। কর্মকর্তা সরকারী ও সরকারী নিবন্ধনপ্রাপ্ত হতে হবে। প্রশংসাপত্রে প্রার্থী এতিম ও প্রার্থীর পূর্বকালীন স্থায়ী ঠিকানা, জন্ম ও এতিমখানা নিবাসের নিবন্ধনকৃত ব্যক্তিগত নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে।
বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি এর “ডিজিটাল ডাটা সেন্টার পরিচালনা করার জন্য নিম্নবর্ণিত ২টি পদে শর্ত মােতাবেক অস্থায়ী ভিত্তিতে লােকবল নিয়ােগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিচের বিবরণ এবং সার্কুলারে দেখুন।
Post Related searches: বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ entech24 com, বডার গার্ড বাংলাদেশ নিয়োগ ২০২৪, বিজিবি নিয়োগ ২০২৪ সার্কুলার, বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ ২০২৪, বর্ডার গার্ড বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্র কোথায়, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ এর বেতন স্কেল, বিজিবি নিয়োগ ২০২৪ সার্কুলার
বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2024, বর্ডার গার্ড বাংলাদেশ বেসামরিক নিয়োগ ২০২৪, বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ ২০২৪, বর্ডার গার্ড বাংলাদেশ, বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক নিয়োগ ২০২৪, বর্ডার গার্ড বাংলাদেশ বেসামরিক নিয়োগ।
বিজিবি নিয়োগ পরীক্ষার প্রশ্ন
১। বর্ডার গার্ড বাংলাদেশের প্রধান কাজ কী?
উত্তরঃ বর্ডার গার্ড বাংলাদেশ এর কাজ হল মূলত বাংলাদেশের সীমান্ত রক্ষা করা।
২। কত সালে এই বাহিনীতে সর্বপ্রথম নারী সৈনিক যোগ দেয়?
উত্তরঃ ২০১৬ সালে এই বাহিনীতে সর্বপ্রথম নারী সৈনিক যোগ দেয়।
০৩। বর্ডার গার্ড বাংলাদেশ এর বাংলা অর্থ কী?
উত্তরঃ বর্ডার গার্ড বাংলাদেশ এর বাংলা অর্থ- বাংলাদেশ সীমান্ত রক্ষক।
০৪। বর্ডার গার্ড বাংলাদেশ-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ বর্ডার গার্ড বাংলাদেশ-এর প্রধান কার্যালয় ঢাকার পিলখানায় অবস্থিত।