ব্র্যাক এনজিও নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর, গণিত

অন্যদের শেয়ার করুন

ব্র্যাক এনজিও নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর, গণিত (BRAC Exam Questions and Answers, Math) : এই পোস্টে ব্র্যাক এনজিও নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। যে সকল প্রার্থীগণ ব্র্যাক এনজিওতে চাকরি করতে আগ্রহী তারা এই পোস্টের মাধ্যমে ব্র্যাক এনজিওর সকল নিয়োগ পরীক্ষার সমাধান পাবেন।

এখানে নিয়োগ পরীক্ষার প্রশ্নের মধ্যে গণিত বিষয়ের আলোচানা করা হয়েছে। এই পােস্টের মাধ্যমে আমরা ব্র্যাক এনজিও নিয়োগ পরীক্ষার আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। এছাড়া নতুন নুতন নিয়োগ সার্কুলার পেতে ভিজিট করুন BDinBD.Com

প্রশ্নঃএকটি সংখ্যা থেকে ৪০% বিয়োগ করলে ৩০ থাকে। তবে সংখ্যাটি কত?
উত্তরঃ ৫০।
প্রশ্নঃ ২,৩,৫,৮,১৩,২১,৩৪ ….. ধারাটির পরের সংখ্যাটি কত?
উত্তরঃ ৫৫।
প্রশ্নঃ কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭,৪০,ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩,৪ ও ৫ ভাগশেষ থাকবে ?
উত্তরঃ ১২।
প্রশ্নঃ 804 *0.02*0.08 = ?
উত্তরঃ 0.00064.
প্রশ্নঃ ভাজক ভাগফলের ১০ গুন ভাজক ০.৫ হলে ভাজ্য কত?
উত্তরঃ ০.০২৫।
প্রশ্নঃ ৩ ভাইয়ের বয়সের গড় ১৬ বছর। তাদের বাবা সহ তাদের বয়সের গড় ২৫ বছর। তাদের বাবার বয়স কত ?
উত্তরঃ ৫২ বছর।
প্রশ্নঃ ৩২ এর ২ ভিত্তিক লগারিদম কত?
উত্তরঃ ৫।
প্রশ্নঃ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি?
উত্তরঃ ১৩:১২:৫।
প্রশ্নঃ৫,৫,৬,৬,৭,৭ সংখ্যাগুলো থেকে ৩ অংকের কতগুলো সংখ্যা গঠন করা যাই ?
উত্তরঃ ২৪টি