চায়না পাওয়ার কোম্পানিতে চাকরির খবর:
২ ক্যাটাগরিতে ২ জনের চাকরির খবর প্রকাশ করেছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানিতে । প্রকাশিত বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে। এ চাকরির জন্য সকল জেলার লোক আবেদন করতে পারবেন। আবেদনের সময় শেষ হবে: ২৭ জানুয়ারি ২০২২। দুটি পদে আদেনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি/সমমান। প্রার্থীর বয়স ৬-০১-২০২২ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। দুটি পদেই বেতন দেওয়া হবে ১৮,০০০ টাকা। আবেদন করতে হবে ডাকযোগে। বিস্তারিত জানতে অফিসিয়াল সার্কুলার পেইজটি ফলো দেখুন।
আবেদনের ঠিকানা: মহাব্যবস্থাপক (মাবনসম্পদ ও প্রশাসন), কর্পোরেট অফিস, বিসিপিসিএল, (৫ম তলা), ০৮ পান্থপথ, কাওরান বাজার, ঢাকা-১২১৫ বরাবর আবেদনপত্র সরসরি/ডাকযোগে পৌছাতে হবে।