কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি 2023

3.9/5 - (14 votes)

কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি 2023-Customs Job Circular 2023: ০৭ টি পদে ১৮ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাস্টমস হাউস, পানগাঁও, ঢাকা। এখানে নতুন একটি নিয়োগ সার্কুলার রেয়েছে। আগ্রহী প্রার্থীগন ২৩ ফেব্রুয়ারী ২০২৩ ইং তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নিত্য নতুন সকল ধরনের আবডেট চাকরির খবর পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওফিসিয়াল ওয়েবসাইটে BDinBD.com

কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি 2023

বাংলাদেশে বর্তমানে তথা বাংলাদেশ শুল্ক বিভাগের অধীন এ ছয় (০৬) টি কাস্টম স্টেশন আছে। এগুলো হলো চট্টগ্রাম, ঢাকা, মংলা, আইসিডি কমলাপুর, বেনাপোল ও পংগাঁও। ঢাকা ও চট্টগ্রাম এ দুটি কাস্টমস বন্ড কমিশনারেট, একটি কাস্টমস গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তর এবং অন্য একটি কাস্টমস মূল্যায়ন এবং অভ্যন্তরীণ অডিট কমিশন আর বেশ কয়েকটি কার্যকরী ভূমি কাস্টমস স্টেশন হিসেবে তাদের কার্য পরিচালনা করছে।

কাস্টমস নিয়োগ প্রশ্ন ও উত্তর পোষ্টের নিচে দেখুন।

প্রতিষ্ঠানের নাম কী?কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট
কোন ধরনের চাকরি?সরকারি চাকরি
কো কোন জেলা?সকল জেলা
শিক্ষাগত যোগ্যতা কী?বিজ্ঞপ্তিতে উল্লেখিত
মোট পদ সংখ্যা কত?০৭ টি
নিয়োগ সংখ্যা কত জন?১৮ জন
আবেদনের মাধ্যম কী?অনলাইন
আবেদনের শেষ তারিখ কবে?২৩ ফেব্রুয়ারি ২০২৩

কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি 2023 সার্কুলার

নিচে তালিকায় উল্লেখিত কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি 2022 সার্কুলারের সংক্ষিপ্ত আকারে নিম্ন বর্ণিত পদসমূহের বিবরন তথা পদের নাম, নিয়োগ সংখ্যা, বেতন স্কেল ও গ্রেড ইত্যাদি সুশৃঙ্খলভাবে তুলে ধরা হলো।

১। উচ্চমান সহকারী

  • পদের নাম: উচ্চমান সহকারী
  • নিয়োগ সংখ্যা: ০৪ জন
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান।
  • বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-
  • গ্রেড: ১৪

২। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

  • পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
  • নিয়োগ সংখ্যা: ০১ জন
  • বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-
  • গ্রেড: ১৪

৩। স্পীড বোট ড্রাইভার

  • পদের নাম: স্পীড বোট ড্রাইভার
  • নিয়োগ সংখ্যা: ০১ জন
  • বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-
  • গ্রেড: ১৪

৪। গাড়িচালক

  • পদের নাম: গাড়িচালক
  • নিয়োগ সংখ্যা: ১ জন
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-
  • গ্রেড: ১৬

কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি 2022 pdf

৫। সিপাই

  • পদের নাম: সিপাই
  • নিয়োগ সংখ্যা: ০৭ জন
  • বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/-
  • উচ্চতা:
    • ৫’’-৪” পুরুষ
    • মহিলা: ৫”-২”
  • গ্রেড: ১৭

৬। সুকানি

  • পদের নাম: সুকানি
  • নিয়োগ সংখ্যা: ০১ জন
  • বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০/-
  • গ্রেড: ১৮

৭। অফিস সহায়ক

  • পদের নাম: অফিস সহায়ক
  • নিয়োগ সংখ্যা: ৩ জন
  • বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা
  • গ্রেড: ২০
কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি 2023

দেখুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

কাস্টমস নিয়োগ পরীক্ষার প্রশ্ন

১। কাস্টমস বিভাগ কত ধরনের ট্যাক্স সংগ্রহ করে থাকে?
উত্তরঃ কাস্টমস বিভাগ সাধারণত তিন ধরনের ট্যাক্স সংগ্রহ করে থাকে।

২। কাস্টমস বিভাগ কত সালে গঠিত হয়?
উত্তরঃ কাস্টমস বিভাগ ১৯৭২ সালে গঠিত হয়।

৩। বাংলাদেশ কাস্টমস বিভাগ অস্ত্র ও ওষুধের অবৈধ পাচার বন্ধ করার জন্য যে অপারেশনে নিযুক্ত হন তার নাম কী?
উত্তরঃ অপারেশন আইআরইএনই।

৪। অপারেশন আইআরইএনই কত সালে সংগঠিত হয়?
উত্তরঃ ২০১৬ সালে।

৫। কাস্টমস বিভাগ সাধারণত কত ধরনের ট্যাক্স সংগ্রহ করে থাকে?
উত্তরঃ তিন ধরনের।

৬। কাস্টমস বিভাগটি কার অধীনে কাজ করে?
উত্তরঃ কাস্টমস বিভাগটি জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে কাজ করে।

৭। কাস্টমসের সংস্থা কতটি?
উত্তরঃ দুটি সংস্থা- ভ্যাট এবং আয়কর।

৮। বাংলাদেশে তথা কাস্টমস বিভাগের অধীনে কতটি কাস্টম স্টেশন আছে?
উত্তরঃ ছয়টি।

৯। কাস্টম স্টেশনের নাম কী?
উত্তরঃ চট্টগ্রাম, ঢাকা, মংলা, আইসিডি কমলাপুর, বেনাপোল ও পংগাঁও।

১০। কাস্টমসে কতটি কাস্টমস বন্ড কমিশনারেট রয়েছে?
উত্তরঃ দুটি।

১১। কাস্টমস বন্ড কমিশনারেট কোথায় রয়েছে।
উত্তরঃ ঢাকা ও চট্টগ্রাম।

১২। কাস্টমসে কতটি কাস্টমস গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তর রয়েছে?
উত্তরঃ একটি।

অন্যদের শেয়ার করুন

5 thoughts on “কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি 2023”

  1. আবেদনের সময় কি শেষ?সকল জেলার লোক আবেধন করতে পারবে,,,, ওটা

    Reply
    • আবেদনের সময় আর ২ দিন বাকি আছে। সার্কুলারে উল্লেখিত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

      Reply

Leave a Comment

bdinbd.com