কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২

bdinbd

Updated on:

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২ (Kushtia Palli Bidyut Samiti Job Circular 2022): কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতিতে দুটি শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লােকবল নিয়ােগের/প্যানেল তৈরির নিমিত্তে যােগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফরমে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২

বাংলাদেশের সকল জেলা ও বিভাগের মহিলা প্রার্থীগন উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। উক্ত পদে পুরুষ প্রার্থী আবেদনে উপযোগী নন। ২টি পদে মোট ০৬ জন জনবল নিযুক্ত করা হবে। প্রার্থীকে সরাসরি ডাকযোগের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। ডাকযোগ ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহনযোগ্য নয়।

আবেদনের শেষ তারিখ ২৪ জুলাই ২০২২ইং। উক্ত তারিখের মধ্যে প্রার্থীকে অবশ্যিই আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত আরও জানতে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২ সার্কুলারটি দেখুন। প্রতিদিনের নিত্য নতুন আবডেট চাকরির খবর পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন bdinbd.com

দেখুন চাকরির লিস্ট

প্রতিষ্ঠানের নাম কী?কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি
চাকরির ধরন কী?সরকারি চাকরি
কোন জেলা?সকল জেলা
ক্যাটাগরি কতটি?০২ টি
নিয়োগ সংখ্যা কত?০৬ জন
বয়স কত?১৮-৪৫ বছর
আবেদনের মাধ্যম কী?ডাকযোগ
আবেদনের শেষ তারিখ কবে?২৪ জুলাই ২০২২
ওয়েবসাইটpbs.kushtia.gov.bd

দেখুন জনপ্রিয় সার্কুলার

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২

নিম্নে দেওয়া তালিকায় উল্লেখিত কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২ সার্কুলারের সংক্ষিপ্ত আকারে পদসমূহের বিবরন তথা পদের নাম, নিয়োগ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স ইত্যাদি সুশৃঙ্খলভাবে তুলে ধরা হলো।

১। সহকারী ক্যাশিয়ার

  • পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
  • পদ সংখ্যা: ০৫ টি
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচ.এস.সি পাশ
  • বেতন: ১৮,৩০০-৪৬,২৪০/-
  • বয়স: ১৮-৩২ বৎসর
  • পদের নাম: ড্রাইভার
  • পদ সংখ্যা: ০১ টি
  • যোগ্যতা: বাংলা সাবলীলভাবে পড়া ও লেখাসহ ইংরেজী শব্দ ও সংখ্যা পড়ার জ্ঞান সম্পন্ন হতে হবে।
  • বেতন: ১৬,৬০০-৪১,৫৯০/-
  • বয়স: ১৮-৪৫ বৎসর

আবেদনের ঠিকানাঃ আবেদনে ইচ্ছুক প্রার্থীকে জেনারেল ম্যানেজার, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, বারখাদা, কুষ্টিয়া এর বারাবর ডাকযােগে অথবা কুরিয়ার সার্ভিস-এর মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে।

Kushtia Palli Bidyut Samiti Job Circular 2022

আবেদনের শর্তাবলীঃ

নির্ধারিত আবেদন ফরম ব্যতীত অন্য কোন আবেদন ফর্মে সাদা কাগজে টাইপকৃত/সরাসরি কোন আবেদনপত্র অথবা উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না।

প্রার্থীকে আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যােগ্যতার সকল মূল/সাময়িক সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, স্থানীয় ইউনিয়ন পরিষদ/ পৌরসভার মেয়র ওয়ার্ড কমিশনার কর্তৃক পদত্ত নাগরিকত্ব সনদপত্র, ছবির পিছনে প্রার্থীর নাম লিখা স্বম্বলিত ০৩(তিন) কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি ও চারিত্রিক সনদপত্র।

মুক্তিযোদ্ধার সন্তান/নাতিনাতনিদের এর ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। এক্ষেত্রে প্রার্থীকে আবেদনপত্রের সাথে প্রমাণ স্বরুপ মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২

পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Related searches): কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2022, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ 2022, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি বারখাদা, পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২২ সার্কুলার

Related searches: Kushtia Palli Bidyut Samiti Job Circular 2022, Kushtia Palli Bidyut Samiti Job Circular, Kushtia Palli Bidyut Samiti Job, Kushtia Palli Bidyut Samiti, Kushtia Palli Bidyut Samiti Job 2022, Kushtia Palli Bidyut Samiti niyog biggopti 2022, Kushtia Palli Bidyut Samiti niyog biggopti, Kushtia Palli Bidyut Samiti niyog, Kushtia Palli Bidyut Samiti, Kushtia Palli Bidyut Samiti niyog 2022.

অন্যদের শেয়ার করুন