সাধারণ আনসার নিয়োগ ২০২৩ আনসার নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সাধারন আনসারে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবারও আনসার বাহিনীতে সদস্য সংখ্যা বাড়ানোর জন্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। সাধারণ আনসার বাহিনীতে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনসার বাহীনীর একজন গর্বিত সদস্য। তাই আর দেরি না করে আজই আবেদন করুন। কারন এই বিজ্ঞপ্তির আবেদনের সময় খুবই কম। চাকরি প্রত্যাশীরা ১৫ মে ২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
সাধারণ আনসার নিয়োগ ২০২৩
সাধারণ আনসার নিয়োগ ২০২৩ সার্কুলার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার। ৫০৪৪৬ জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য বর্তমানে ৫১১৫ টি সংস্থায় অঙ্গীভূত রয়েছেন। উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার ষ্টেশন এর মত গুরুত্বপূর্ণ কেপিআই, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণ-পরিবহন রেল ষ্টেশন এবং অন্যান্য সরকারী ও বেসরকারী স্থাপনার নিরাপত্তার বিধান করছেন। আরও চাকরির খবর পেতে ভিজিট করুন BDinBD.Com
সাধারণ আনসার নিয়োগ প্রশ্ন ও উত্তর পোষ্টের নিচে দেখুন।
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ সাধারণ আনসার |
চাকরির ধরণ | সরকারি চাকরি |
পদের নাম | সাধারন আনসার |
ক্যাটাগরি | ০১ টি |
নিয়োগ সংখ্যা | বিজ্ঞপ্তিতে উল্লেখিত |
যোগ্যতা | জেএসসি/সমমান পাশ |
প্রার্থীর বয়স | ১৮ থেকে ৩০ বছর |
আবেদনকারী জেলা | সার্কুলারে উল্লেখিত জেলা |
আবেদন শেষ | ৩১ মে ২০২৩ |
আবেদনের মাধ্যম | অনলাইন |
পরামর্শের জন্য যোগাযোগ করুন | 09643207004 |
ওয়েবসাইট | ansarvdp.gov.bd |
সাধারণ আনসার নিয়োগ ২০২৩ সার্কুলার
নিচে তালিকায় উল্লেখিত সাধারণ আনসার নিয়োগ ২০২৩ সার্কুলারের সংক্ষিপ্ত আকারে নিম্ন বর্ণিত পদসমূহের বিবরন তথা সংশ্লিষ্ট বাহিনীর নাম, পদের নাম, শূন্য পদের সংখ্যা, চাকরির ধরণ, কাজের স্থান, মাসিক বেতন, আবেদন ফি ও আবেদন মাধ্যম ইত্যাদি সুশৃঙ্খলভাবে তুলে ধরা হলো।
সংশ্লিষ্ট বাহিনীর নাম: বাংলাদেশ আনসার
পদের নাম: সাধারণ আনসার
শূন্য পদের সংখ্যা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
চাকরির ধরণ: ফুল টাইম
কাজের স্থান: বাংলাদেশের যে কোন স্থানে
মাসিক বেতন: ১৬,২০০ থেকে ১৭,৪০০/- টাকা
আবেদন ফি: ২০০ টাকা
আবেদন মাধ্যম: অনলাইন, আবেদন শেষ হবে: ৩১ মে ২০২৩
দেখুন নতুন নিয়োগ সার্কুলার
- সমাজসেবা অধিদপ্তর নিয়োগ ২০২৪
- আজকের চাকরির খবর
- সাপ্তাহিক চাকরির খবর ১৪/০৬/২০২৪
- কর অঞ্চল ২৫ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- সমাজসেবা অধিদপ্তর নিয়োগ ২০২৪
- চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২৪
- রেলওয়ে নিয়োগ ২০২৪ সার্কুলার
- কর অঞ্চল ২৫ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২৪ সার্কুলার
সাধারণ আনসার নিয়োগ ২০২৩
প্রকাশিত সাধারণ আনসার নিয়োগ ২০২৩: বাংলাদেশে আনসার বাহিনী নামে পরিচিত বাহিনীটি বাংলাদেশ একটি আধা সামরিক বাহিনী। যা বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হয়ে থাকে। এই বাহিনীটি বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে। আনসার বাহিনীর সবচেয়ে গৌরব উজ্জ্বল বিষয় হলো, এটি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধেও অংশগ্রহণ করে অসামান্য ভূমিকা রেখেছিলো।
সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য। আপনি আগ্রহী যােগ্য প্রার্থী হলে অনলাইনে আবেদন করবেন এবং আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
এক দৃষ্টিতে সাধানর আনসার নিয়োগের তথ্য
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিম্নবর্ণিত ৯ টি পদে সরাসরি জনবল নিয়োগের জন্য সার্কুলারে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
সাধারণ আনসার নিয়োগ ২০২৩
শারীরিক ও শিক্ষাগত যোগ্যতা (নূন্যতম)
বয়স | শিক্ষাগত যোগ্যতা | শারীরিক যোগ্যতা | অগ্রাধিকার |
১৮-২২ বছর | এসএসসি/সমমান পাশ | উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি | অধিক উচ্চতা, শহীদ পরিবার, ক্রীড়া ও র্সস্কৃতি ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন, (ভিডিটি/টিডিটি) মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। |
০৭/০৭/২০২২ তারিখে: সর্বনিম্ন ১৮ বছর | বুকের মাপ: ৩০/৩২ ইঞ্চি | ||
২১/০৫/২০২২ তারিখে: সর্বোচ্চ ২২ বছর | দৃষ্টি শক্তি: ৬/৬ |
নতুন করে সাধারণ আনসার বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে সকল প্রার্থীরা এই বাহিনীতে যোগদিয়ে দেশের কল্যাণে কাজ করতে হতে চান তাদের জন্য সুখবর। আনসার বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কোন মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন না।
কোন অনিবার্য করনবসত প্রার্থী বাছাইয়ের তারিখ, সময় অথবা কেন্দ্র পরিবর্তিত হলে, সাধারন আনসার বাহিনীর ওয়েবসাইটে তা প্রদর্শন করা হবে। এমনকি আবেদনকারী প্রার্থীর দেওয়া মোবাইনম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
অনসার ব্যাটালিয়ন নিয়োগ ২০২৩
সাধারণ আনসার পদে আবেদনের আগে জেনেনিন
সাধারণ আনসার নিয়োগ ২০২৩ অনুযায়ী যে সকল প্রার্থীরা আবেদন করতে চান তারা আবেদন করার পূর্বে যে টাকা পেমেন্ট করবেন তা অবশ্যই ওয়েবসাইট এর লিংক নির্দেশনা অনুসারে প্রথমে “আবেদন কারীর মোবাইল নম্বর” দিতে হবে এরপর (Pay with ShurjoPay) সিলেক্ট করে ShurjoPay নির্দেশনা অনুসারে টাকা পেমেন্ট করতে হবে।
দৈনিক পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার কাংখিত পদে আবেদনের পূর্বে ভালো ভাবে পড়ুন। আবেদনকারী হিসেবে আপনার যোগ্যতা, অভিজ্ঞতা, প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কে ভালো করে নিশ্চিত হয়ে নিন। অনলাইনে আবেদনের পূর্বেই আপনাকে আবেদনের জন্য নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। তবে জেনে বুঝে আবেদনের জন্য অগ্রসর হবেন।
আবেদনকালীন সময়ে একটি ধাপে আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। সুতরাং আপনি যে কম্পিউটার থেকে আবেদন করছেন সেই কম্পিউটার আপনার ছবিগুলো আছে কিনা নিশ্চিত হয়ে নিবেন। আপনার দেওয়া মোবাইল নম্বরে এস.এম.এস এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য সঠিক নির্দেশনা প্রদান করা হবে। প্রবেশপত্রটির একটি রঙিন কপি প্রিন্ট করে রাখতে হবে। প্রবেশ পত্রে আপনার রোল নম্বর, ছবি ইত্যাদিসহ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এবং প্রবেশপত্র ছাড়া আপনি লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
আনসার ভিডিপিতে আবেদনের নিয়েম
অন-লাইন রেজিস্ট্রেশন পদ্ধতি: ইউনিয়ন ডিজিটাল সেন্টার (DC) অথবা যেকোন অন-লাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিক্ষা বাহিনীর ওয়েবসাইট (www.ansarvdp.gov.bd) এ ব্যাটালিয়ন আনসার পদের জন্য আবেদন লিংকে ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে হবে। উক্ত লিংকটি ১৯ আগষ্ট, ২০২১ খ্রিঃ তারিখ হতে ২৬ আগষ্ট, ২০২১ খ্রিঃ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। অন-লাইনে রেজিস্ট্রেশনকালীন ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত বিকাশ/রকেট/ মোবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে যা অফেরতযোগ্য। আবেদনকালে আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত কোন সমস্যা হলে পরামর্শের জন্য ০১৮৪১৯৭২০৭, ০১৬২৯৪৬৪ ২৮৯ এবং ০১৫৩৪৭২৬৫৩৫ নম্বরে যোাগাযোগ করতে হবে।
সাধারণ আনসার নিয়োগ ২০২৩
যাচাই-বাছাইয়ে অংশগ্রহণের জন্য প্রয়ােজনীয় কাগজপত্র
(১) শিক্ষাগত যােগ্যতার মূল সনদপত্র
(২) জাতীয় পরিচয়পত্রের মূল কপি।
(৩) চারিত্রিক সনদপত্রের মূল কপি
(৪) নাগরিকত্ব সনদপত্রের মূল কপি
(৫) অন-লাইন রেজিষ্ট্রেশনের কনফারমেশন ডকুমেন্টের (প্রবেশপত্র) মূল কপি।
(৬) ক থেকে ও পর্যন্ত সকল ডকুমেন্টের গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি
(৭) গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্যতােলা ০৪(চার) কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি
(৮) প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবাের্ড সঙ্গে আনতে হবে।
অঙ্গীভূত হওয়ার পর সুযােগ-সুবিধা
(01) প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় ১৩,০৫০ টাকা এবং পার্বত্য এলাকায় ১৪,২০০ টাকা ভাতা প্রাপ্য হবেন।
(02) প্রতি বছর দুটি উৎসব ভাতা প্রাপ্য হবেন ৯৭৫০/- টাকা হারে ।
(03) দুই ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে।
(04) কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে পাঁচ লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ববরণ করলে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে ।
৫। প্রার্থীদের মেডিক্যাল ও লিখিত পরীক্ষা গ্রহণ:
নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারী পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং চুভাপ্ত ভাফারী পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই Fasting Sugar, HbIC, HBs Ag, Anti HCV Serun] Crctinine এবং Dope “Test সম্পন্ন করানাে হবে। উল্লেখ্য, Fasting Sugar, HbAIC & Serum Cretinine ৰক্ত পরীক্ষায় যােগ্য, HBsAg ও Anti HCV রক্ত পরীক্ষায় নেগেটিভ (Negative) এবং Dope Test {Crine)। পরীক্ষায় Not Detected ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবেন। পরবর্তীতে পুলিশ ভিআর (VR) সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিয়ােগপত্র প্রদান করা হবে ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
সাধারন আনসার পরীক্ষার রেজাল্ট ২০২৩
আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি 2023
(১) ভাতা (দৈনিক)
{২} উৎসব ভাতা ঃ ১০,০০০/- (দশ হাজার) টাকা হারে বছরে২টি উৎসব ভাতা ।
(৩) রেশন সামগ্রী ও সরকার প্রদত্ত ভর্তুকিমূল্যে পারিবারিক রেশন (মাসিক)।
(৪) চিকিৎসা ও অংগীভূত ‘ব্যাটালিয়ন আনসার অসুস্থ হলে নিজের এবং পরিবারের আপন সদস্যদের সরকারী হাসপাতালের চিকিৎসা ব্যয় কর্তৃপক্ষ বহন করবে।
থ। প্রশিক্ষণকালীন: দৈনিক ভাতা ১৫০/- টাকা এবং বিনামূল্যে চিকিৎসা সুবিধা ।
গ। অবসরকালীন: একনাগাড়ে ৫ (পাঁচ) বৎসর সন্তোষনক অংগীভূত থাকার পর সাধারণভাবে অবসর গ্রহণের সময় প্রতিবছর চাকরিকালের জন্য ১ মাসের সমপরিমান ভাত।
{শুধুমাত্র দৈনিক খোরাকী ভাত) হিসেবে সর্বোচ্চ ১২ মাসের দৈকিভাতা প্রাচুইটি হিসেবে এককালীন প্রাপ্য হবেন ।
ঘ। দুর্ঘটনাজনিত কারণে বিশেষ অনুদান
মৃত্যুজনিত কারণে ক্ষতিপূরণ ও পারিবারিক অনুদান ও কর্তব্যরত অবস্থায় কোন ব্যাটালিয়ন আনসার নিহত হলে তার পরিবার নিম্নলিখিত হারে অনুদান পাবেন ।
(১) সকল ব্যাটালিয়ন আনসার সদস্যগণ কর্মৱত অবস্থায় স্বাভাবিক মৃত্যুজনিত কারণে ৫০,০০০/- টাকা এবং দৃর্ঘটনাজনিত মৃত্যুর কাৱণে দ্বিগুণ অর্থাৎ ১,০০,০০০/- টাকা জীবন বীমার সুযোগ বিদ্যমান।
(২) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত কোন ব্যাটালিয়ন আনসার সদস্য কর্তব্যরত অবস্থায় নিহত হলে তার পরিবারকে ৫,৫০,০০০/- (পাচ লক্ষ) টাকা এবং গুরুতর আহত হলে
ত্যকে ৯,১০,০১০/- (দুই লক্ষ) টাকা আর্থিক অনুদান হিসেবে প্রদান করা হবে।
১০। প্রশিক্ষণকালঃ ০৬ (ছয়) মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে সন্তোষজনকভাবে সমাপ্ত করতে হবে ।
১১। চাকরি মেয়াদ ০৬ (ছয়) বছর পূর্ণ হলে প্রচলিত নিয়ম অনুসরণপূর্বক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে ।
সাধারণ আনসার নিয়োগ ২০২৩
(১) সার ও ভিডিপি সদস্যদের ক্ষেত্রে: জেলা কমান্ড্যান্ট আনসার ভিডিপি একডেমি কর্তৃক প্রদত্ত প্রশিক্ষণ সনদপত্র প্রদর্শন করতে হবে । (২) মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্রদের ক্ষেত্রে। (ক) মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিবোদ্ধার পুত্র পুত্র-কন্যার পুত্রদের ক্ষেত্রে প্রার্থীদের পিতামাতাপত্যহ মাতামহের নামে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদপত্রের মূলকপি, যা যাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং
মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত থাকতে হবে। (গ) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র হলে প্রার্থী যে মুক্তিযোদ্ধা? শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার ঔরসজাত পুর এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়রওয়ার্ড কাউন্সিলর (আ প্রযোজ্য) কর্তৃক প্রদত্ত ” ত্যয়নপত্রের মূলপ থাকতে হবে উল্লেখ্য, মুক্তিযোদ্ধাশহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্রদের ক্ষেত্রে ১ম শ্রেণীর ম্যাজিট্রেট এর নিকট
Post Related Things: আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, আনসার ভিডিপি নিয়োগ 2022, আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি 2022, আনসার ভিডিপি নিয়োগ ২০২২ সার্কুলার, আনসার ব্যাটালিয়ন নিয়োগ ২০২২ সার্কুলার, বাংলাদেশ আনসার ভিডিপি নিয়োগ ২০২২, বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন নিয়োগ ২০২২, আনসার নিয়োগ 2022, আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২, আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০২২, আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি 2022, আনসার ভিডিপি নিয়োগ ২০২২, আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২, আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষার প্রশ্ন, আনসার ভিডিপি নিয়োগ আগস্ট ২০২২, সাধারণ আনসার রেজাল্ট ২০২২
জেনে নিন প্রতিষ্ঠান রিলেটিভ সকল তথ্য
সাধারণ আনসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন
১। বাংলাদেশ আনসারের ধরন কী?
উত্তরঃ অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন প্রয়োগ, আধা সামরিক বাহিনী।
২। বাংলাদেশ আনসারের সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকা, বাংলাদেশ।
৩। সাধারণ আনসার কত সালে সক্রিয় হয়?
উত্তরঃ সাধারণ আনসার ১৯৪৮ সালে সক্রিয় হয়।
৪। সাধারণ আনসার বাহিনীর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ঢাকা, বাংলাদেশে অবস্থিত।
৫। সাধারণ আনসার বাহিনীর বার্ষিকী কত তারিখ?
উত্তরঃ ১২ই ফেব্রুয়ারি।
৬। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন কী দিবস হিসেবে পালিত হয়?
উত্তর: শিশু দিবস।
৭। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর: সৈয়দ নজরুল ইসলাম
৮। বাংলাদেশের কয়টি সমুদ্র বন্দর আছে?
উত্তর: ৩টি যথা- চট্টগ্রাম, পায়রা ও মংলা সমুদ্র বন্দর।
৯। তাজিনডং কি নামে পরিচিত?
উত্তর: বিজয়নামে।
১০। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর: লুই কান।
১১। কোন আসল ৫ বছরে সুদে আসলে ৫৫০ টকা হয় এবং সুদ আসলের ৩/৮ অংশ। আসল ও শতকরা বার্ষিক সুদের হার কত?
উত্তরঃ আসল ৪০০ টাকা, সুদের হার ৭.৫%।
১২। x=3 – 1/x হলে, x2+ 1/x2 এর মান কত?
উত্তরঃ 01।
১৩। একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য ৭ মিটার। এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?
উত্তরঃ ৪,৯০,০০০ বর্গ সেন্টিমিটার।
১৪। ১ মাইল সমান কত গজ?
উত্তরঃ ১৭৬০ গজ।
১৫। ১১১° কোণের সম্পূরক কোণ কত?
উত্তরঃ ৬৯৩।
১৬। একটি ঘন বস্তুর কয়টি তল আছে?
উত্তরঃ ৬টি।
১৭। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কত ডিগ্রি কোণে সমদ্বিখন্ডিত করে?
উত্তরঃ ৯০ কোণে বা সমকোণে।
১৮। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত?
উত্তরঃ দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি।
১৯। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন কী দিবস হিসেবে পালিত হয়?
উত্তরঃ শিশু দিবস।
২০। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম।
২১। বাংলাদেশের কতটি সমুদ্র বন্দর আছে?
উত্তরঃ ০৩ টি- চট্টগ্রাম, পায়রা ও মংলা সমুদ্র বন্দর।
২২। তাজিনডং কি নামে পরিচিত?
উত্তরঃ বিজয় নামে।
২৩। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তরঃ লুই কান।
২৪। ECNEC এর পূর্ণ রুপ কি?
উত্তরঃ Executive Committee of the National Economic Council.
২৫। FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ রোম।
২৬। সতীদাহ প্রথা বিলোপ করেন কে?
উত্তরঃ রাজা রামমোহন রায়।
২৭। বিশ্বকাপ ফুটবল ২০২২ কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ কাতারে।
২৮। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক।
২৯। বাংলাদেশ আনসার ও ভিডিপি কী কাজে নিয়োজিত?
উত্তরঃ বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন প্রয়োগ ও সংরক্ষণের কাজে নিয়োজিত।
৩০। বাংলাদেশ আনসার ও ভিডিপি পরিচালনা কে করে?
উত্তরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা এটি পরিচালিত।
৩১। আনসার মুলত কোন শব্দ?
উত্তরঃ আরবি শব্দ।
৩২। বাংলাদেশ আনসার কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৮ সালে।
৩৩। সাধারন আনসার কোন দেশের আনুগত্য?
উত্তরঃ বাংলাদেশ।