কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২৩-Comilla Palli Bidyut Samiti job circular 2023: মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে ২৮ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। নির্দিষ্ট জেলার প্রার্থীগন এই নিয়োগে আবেদন করতে পারবেন। স্থায়ী ভাবে বসবাসরত নারী-পুরুষ উভয় প্রার্থীরাই এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। বিস্তারিত অফিসিয়াল সার্কুলারে দেখুন। নিয়মিত ভিজিট করুন bdinbd.com
প্রতিষ্ঠানের নাম কী? | কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ |
চাকরির ধরন কী? | সরকারি চাকরি |
কোন জেলা? | নির্দিষ্ট জেলা |
ক্যাটাগরি কতটি? | ০১ টি |
নিয়োগ সংখ্যা কত? | ২৮ জন |
বয়স কত? | ১৮-২৫ বছর (২৭ জুলাই ২০২৩) |
আবেদনের মাধ্যম কী? | ডাকযোগে |
আবেদনের শেষ তারিখ কবে? | ১৭ আগস্ট ২০২৩ |
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর নিম্নবর্ণিত ১ টি শূন্য পদে চুক্তিভিত্তিক ২৮ জন জনবল নিয়ােগ দেওয়া হবে। লোকবল নিয়োগ/প্যানেল তৈরীর নিমিত্তে কুমিল্লা জেলার স্থায়ী বসবাসরত বাসিন্দা ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার আগ্রহী প্রার্থী এবং প্রকৃত নাগরিকদের নিকট হতে অত্র পবিসের নির্ধারিত ফর্মে স্ব-হস্তে লিখিত দরখাস্ত নির্ধারিত ঠিকানায় ডাকযোগে প্রেরণের জন্য আহবান করা যাচ্ছে।
- শূন্য পদ: মিটার রিডার কাম ম্যাসেঞ্জার
- পদ সংখ্যা: ২৮ টি
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান।
- বয়স: ১৮-২৫ বছর (২৭ জুলাই ২০২৩)
- বেতন: ১৪,৭০০/-
- আবেদনের শেষ তারিখ: ১৭ আগস্ট ২০২৩



আবেদন করতে প্রার্থীর যোগ্যতাসমূহ
- উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।
- আবেদনকারীকে গাণিতিক ৪ (চার) সংখ্যার যােগ, বিয়ােগ, গুন ও ভাগ করার দক্ষতা থাকতে হবে।
- প্রার্থীর সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারীসহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে।
- হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে।
- গ্রাহকগণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- প্রার্থীর নিজস্ব বাই সাইকেলসহ, বাই সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
- কর্মরত অবস্থায় গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটারের রিডিং গ্রহণ এবং বিল বিতরণের কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে।
আবেদনপত্র প্রেরণের ঠিকানা: কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদেরকে আগামী ১৭-০৮-২০২৩ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১, চান্দিনা, কুমিল্লা এর ঠিকানায় প্রয়ােজনীয় কাগজপত্রসহ ডাকযােগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। উল্লেখ্য সরাসরি কোন আবেদন গ্রহনযােগ্য হবে না।
আমি কুমিল্লা বিদ্যুতায়ন বোর্ড আবেদন করতে চাই
সার্কুলার দেখে ডাকযোগে আবেদন করুন।
আমি কুমিল্লা বিদ্যুতায়ন বোর্ড আবেদন করতে চাই
সার্কুলারের নিচে ডাউলোড আবেদন ফরম দেওয়া আছে। বাটনে ক্লিক করে আবেদন ফরম ডাউলোড করে, সঠিকা তথ্য দিয়ে ফরমটি ফিলাপ করে জেলারেল ম্যানেজার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ বরাবর ডাকযোগে/কুরিয়ারে আবেদনপত্র প্রেরণ করে হবে। পুরো ঠিকানা সার্কুলার থেকে দেখে নিয়ে আবেদন করুন। ধন্যবাদ!
মিটার রিডার কাম মেসেঞ্জার
আমার বয়স ২৯ আমি একজন মাস্টা্র্স ডিগ্রিধারী। আমি কি মিটার রিডার পদের আবেদনকারী হিসেবে যোগ্য…?.
দুঃখিত ভাই ১৩ জুন ২০২২ তারিখে বয়স ১৮-২৫ বছর হতে হবে।
ভাই সার্কুলার কত তারিখে প্রকাশ হয়ছে ১৩ নাকি ১৪ তারিখ
১৩ তারিখ
Meter reader post e to agreement er vittite chakri..
Ei bisoy e jodi bolten???
কুমিল্লা জেলার কেউ আবেদন করতে পারবে না?
না ভাই পারবে না।
মিটার রিডার কাম ম্যানেজার এর লাস্ট ডেট কত তারিখ….???
৫ জুলাই ২০২২
বয়স ১৭ বছর ৫মাস আবেদন করা যাবে কি?
সরি ভাই ১৮ বছর হতে হবে।
চারিত্রিক সনদপত্রটা কুথা থেকে আনবো??
ভাইয়া পরিক্ষা কবে নাগাদ হতে পারে বলতে পারবেন 🙂🙂
ভাই আমার বয়স ২০ বছর চাকরি হবে
কি বলেন
?
বিজ্ঞাপনের সূএ বা পএিকার নাম কি হবে?????
এবং প্রকাশের তারিখ কত????
। মিটার রিডার কাম ম্যাসেঞ্জার। 13 তারিখের নিয়োগের।
পরীক্ষা কবে হবে বলতে পারেন।। আর এডমিট কার্ড কত তারিখ পাঠাবে
Vai mitar ridar kam mesengarer porikkha kobe hobe aktu bolle valo hoto..
পরীক্ষার তারিখ প্রকাশিত হলে এই পোস্টে পাবেন।
মিটার রিডার এর পরিক্ষা কবে হবে?