পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২২

পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২২ প্রকাশ করেছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। পাট গবেষণা ইনস্টিটিউটে ৩ টি পদে মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। সকল জেলার নারী ও পুরুষ উভয়ইি এই প্রতিষ্ঠানে নিয়োগের জন্য আবেদন করতে পারিবেন। আবেদন করেতে ইচ্ছুক প্রার্থিদেরকে ডাকযোগে আবেদন করতে হবে। চাকরির খবর পেতে ভিজিট করুন BDinBD.com

সার সংক্ষেপ

পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২২ সংক্রান্ত টেবিল
প্রতিষ্ঠানবাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট
ক্যাটাগরির সংখ্যা০৩ টি
নিয়োগ সংখ্যা১৫ জন
প্রকাশের তারিখ২১ জুলাই ২০২২
আবেদন শুরুর তারিখআবদন প্রক্রিয়া চলছে
আবেদনের শেষ তারিখ২২ আগষ্ট ২০২২ ইং
আবেদনের মাধ্যমডকাযোগে
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২২

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২২ এর নিয়োগ সার্কুলার বিষয় সম্পূর্ন তথ্য তুলেধরা হল। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২২ Apply এর সহযোগীতার জন্য।

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদে নিয়োগ সংখ্যা? ৩ জন

  • শিক্ষাগত যোগ্যতা? সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি (PHD) সহ ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিএসসি (BSC) (কৃষি)/বিএসসি (BSC) (টেক)/এমএস/এমএসসি (MSC) সহ উক্ত কাজে অবদানসহ ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৮ (আট) টি প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধ থাকা বাঞ্ছনীয়। উচ্চতর শিক্ষাগত যোগ্য ব্যাক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • বেতন-স্কেল? ৫,০০০০ থেকে ৭১২০০/-টাকা পর্যন্ত।
  • গ্রেড: ৪

উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা পদে নিয়োগ সংখ্যা? ৬ জন

  • শিক্ষাগত যোগ্যতা? সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি-সহ ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিএসসি (কৃষি)/বিএসসি (BSC) (টেক)/এমএস/এমএসসি (MSC) সহ সংশ্লিষ্ট কাজে অবদানসহ ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৩(তিন) টি মৌলিক গবেষণা প্রবন্ধের প্রকাশনা অগ্রাধিকার দেওয়া হবে।
  • বেতন-স্কেল? ৩৫,৫০০ থেকে ৬৭০১০/- টাকা পর্যন্ত।
  • গ্রেড: ৬
পাট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি 2021 এর বিজ্ঞপ্তি।
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই), মানিক মিয়া এভিনিউ, ঢাকা-১২০৭।

আবেদন ফি? ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে প্রার্থীকে ৫০০ টাকা আবেদনপত্রের সাথে (ব্যাংক ড্রাফট) পাঠাতে হবে।

BJRI Job Circular 2022

মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হবে: ০৫ জন

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে পি.এইচ.ডি (PHD)-সহ ১২(বার) বৎসরের অভিজ্ঞতা অথবা বিএসসি (BSC) (কৃষি)/(টেক)/এম, এস/এম, এস, এস, সি সহ ১৫(পনের) বৎসরের অভিজ্ঞতা।

সরকারি বেতন-স্কেল: ৫৬৫০০ থেকে ৭৪৪০০ টাকা পর্যন্ত।

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হবে: ৩ জন

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি (PHD) সহ ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিএসসি (BSC) (কৃষি)/বিএসসি (BSC) (টেক)/এমএস/এমএসসি (MSC) সহ উক্ত কাজে অবদানসহ ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৮ (আট) টি প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধ থাকা বাঞ্ছনীয়। উচ্চতর শিক্ষাগত যোগ্য ব্যাক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন-স্কেল: ৫০০০০ থেকে ৭১২০০/-

উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হবে: ৬ জন

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি-সহ ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিএসসি (কৃষি)/বিএসসি (BSC) (টেক)/এমএস/এমএসসি (MSC) সহ সংশ্লিষ্ট কাজে অবদানসহ ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৩(তিন) টি মৌলিক গবেষণা প্রবন্ধের প্রকাশনা অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন-স্কেল: ৩৫৫০০ থেকে ৬৭০১০/-

আবেদনপত্র পাঠাবেন যেই  ঠিকানায়: মহাপরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, মানিক মিয়া এভিনিউ, ঢাকা-১২০৭

আবেদনের মাধ্যম: ডাকযোগে/সরাসরি
আবেদন শেষ: ১৫ জুন ইং তারিখ পর্যন্ত।

পাট গেবেষণায় চাকরি

পাট গবেষণা ইনস্টিটিউট এর রাজস্ব খাতের অন্তর্ভুক্ত অস্থায়ী খালি ৩টি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ৬টি উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা পদে নিয়োগের লক্ষ্যে গত ২৩মার্চ ২০২১ তারিখে প্রকাশিত নিয়োগ সার্কুলার আনুযায়ী  আবেদনপত্র দাখিলের সময়সীমা আগামী ১০ জুন ২০২১ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো। বিশেষ দ্রষ্টব্য ২৩ মার্চ ২০২১ তারিখের প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী একই থাকবে।

সংশোধিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

পাট গবেষণা নিয়োগ বিজ্ঞপ্তি
This image in about পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২১

প্রতিষ্ঠান সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য জেনেনিন:

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট দেশে পাট এবং পাট জাতীয় আঁশ উৎপাদিত ফসলের একমাত্র গবেষণা প্রতিষ্ঠান। বাংলাদেশে ১৯৩৬ সালে ইন্ডিয়ান সেন্ট্রাল জুট কমিটির (ICJC) অধীনে রাজধানী ঢাকায় জুট এগ্রিকালচারাল রিসার্চ ল্যাবরেটরী প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে পাটের গবেষণা যাত্রা শুরু হয়।  ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে এ্যাক্টের মাধ্যমে (১৯৯৬ সালে হয় সংশোধন) প্রতিষ্ঠিত হয় বর্তমান বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (BJRI)।

কার্যাবিলি:পাট বাংলাদেশের একটি প্রধীন অর্থকরী ফসল। পাটকে সোনালী আঁশ বলা হয়। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পরই পাটশিল্পের উপর বিশেষভাবে গুরুত্ব দেয়। পাট এবং আরও অন্যান্য আঁশ জাতীয় উৎপাদনকারী ফসল চাষ এবং পাট থেকে উৎপাদিত দ্রব্যাদির উপর গবেষণাকরা এবং গবেষনা থেকে প্রাপ্ত ফলাফল প্রকাশ করা। পাট ও অন্যান্য আঁশ জাতীয় ফসল উৎদন এবং তা থেকে তৈরি দ্রব্যাদির উপর গবেষণার লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা, সাব-স্টেশন, পাইলট প্রজেক্ট এবং খামার প্রতিষ্ঠা করা।

উদ্দেশ্য: সোনালী আঁশ পাট এবং একই শ্রেণীর আঁশ ফসল চাষের উন্নত মানের পদ্ধতি সম্পর্কে পাটের সঙ্গে নিযুক্ত কর্মকর্তা, কর্মচারী এবং পাট চাষীদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং পাট সংক্রান্ত কারিগরী গবেষণালব্ধ প্রযুক্তি সম্পর্কে পাট শিল্পে সংশ্লিষ্ট জনশক্তির প্রশিক্ষণের আয়োজন করা। বাংলাদেশের উত্তরাঞ্চালে পাট চাষ এর প্রভাব অনেক বেশি। তাই গড়ে প্রায় ৯০ শতাংশ পাট আমদানি করা হয় উত্তরাঞ্চলের দুই বিভাগ রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগ থেকে।

পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ পরীক্ষা সম্পর্কিত প্রশ্নোত্তর || Jute Research Institute Recruitment 2022 Test related questions and answers

পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ পরীক্ষার প্রশ্নোত্তর পর্ব 01.
a) বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি – উত্তর: বাসভবনের নাম বঙ্গভবন।
b) বর্তমান বাংলাদেশের ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রাক্কলিত জিডিপির পরিমাণ কতোছিল – উত্তর: জিডিপির পরিমাণ ছিল ৮.৫১ শতাংশ।
c) বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত আছে – উত্তর: ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত।
d) বাংলাদেশ বিমান বা বাংলাদেশ এয়ারলাইন্সের লোগো (বলাকা) নকশা তৈরী করেন – উত্তর: কামরুল হাসান।
e) বাংলাদেশের সুন্দারবন বিশ্ব ঐতিহ্য তালিকায় কতো তম অবস্থানে আছে – উত্তর: ৭৯৮ তম স্থানে আছে।

পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার প্রশ্নোত্তর পর্ব 02
a) সর্ব প্রথম বাংলাদেশের মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়ীত্ব ককে দেওয়া হয় – এ. এইচ. এম .কামরুজ্জামান।
b) বাংলাদেশের কোন স্থানে ১টি করে সংসদীয় আসন আছে – উত্তর বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি ।
c) সর্ব প্রথম বাংলাদেশ পুলিশের নারী সদস্য দেয়া হয় কত সালে – উত্তর ১৯৭৪ সালে।
d) ততকালীন আগরতলা ষড়যন্ত্র মামলা ইঠিয়ে নেয়া হয় বা প্রত্যাহার করা হয় – উত্তর ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ ইং।
e) সর্ব প্রথম বাংলাদেশ পুলিশের নারী সদস্য দেয়া হয় কত সালে – উত্তর ১৯৭৪ সালে।

পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্ত 2022 এর পরীক্ষার প্রশ্নোত্তর পর্ব 03
a) বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন দেশের সহায়তায় তৈরি করা হয় – উত্তর ফ্রান্স।
b) আমাদের এ উপমহাদেশের (গভর্নর) শেষ গভর্নর জেনারেল কে ছিলেন- উত্তর লর্ড ক্যানিং।
c) (জীবন থেকে নেয়া) এ চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন- উত্তর জহির রায়হান।
d)বাংলাদেশে বর্তমানে, (ডিজিটাল বাংলাদেশ) কোন তারিখে পলন করা হয়-১২ উত্তর ডিসেম্বর।
e) বঙ্গবন্ধুর উপাধী জাতির জনক’ ঘোষণা করা হয় কতো তারিখে ‘- উত্তর : ৩ মার্চ ১৯৭১ সালা।

পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২২

পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২১, প্রকাশিত খালি কোঠা পূরণের লক্ষ্যে লোকবল  নিয়োগ দিবে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কর্তৃপক্ষ ( BJRI) এখানে ১২ টি পদে সর্ব মোট ৩৩ জনকে নিয়োগ দেবে পাট গবেষণা ইনস্টিটিউট । খালি পদ গুলোতে  নারী ও পুরুষ  উভয়েই আবেদন করতে পারবেন। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এ আবেদন করতে ইচ্ছুক নাগরিকরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।  আবেদন শুর 15/04/2021 তারিখ এবং আবেদন শেষ: 09/05/2021 তারিখ। সকল চাকরির খবর পেতে BDinBD.com সাইটি ভিজিট করুন।

পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ 2021, প্রকাশ করেছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কর্তৃপক্ষ (BJRI)। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে 60-04-2021 তারিখ। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ১২ পদে সর্বমোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এ বয়সসীমা ৩০-৪০ বছর বা এর কম হতে হবে। পাট গবেষণা ইনস্টিটিউট এ  সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারিবে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এ পুরুষ-মহিলা উভয়ই আবেদন করতে পারিবে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট  এ আবেদনের মাধ্যম অনলাইন। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি 2021  এ  আবেদনের শুরু: 15/04/2021 ইং। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি এ আবেদনে শেষ তারিখ: 09/05/2021 ইং।

BJRI Job Circular 2022

Follow Post Related keyword : কিওয়ার্ড ১ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২১ কিওয়ার্ড ২. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, কিওয়ার্ড ৩. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি 2022, কিওয়ার্ড ৪. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২২, কিওয়ার্ড ৫. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ 2022, কিওয়ার্ড ৬. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ, কিওয়ার্ড ৭. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট চাকরি , কিওয়ার্ড ৮. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কিওয়ার্ড ৯. Bangladesh Jute Research Institute Job Circular 2022, কিওয়ার্ড ১০. Bangladesh Jute Research Institute job circular, কিওয়ার্ড ১১. Bangladesh Jute Research Institute job, কিওয়ার্ড ১২. Bangladesh Jute Research Institute Circular , কিওয়ার্ড ১৩: BJRI.

This Post Related others keyword: Information a. পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ 2022, Information b. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, Information c. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিজ্ঞপ্তি 2022, Information d. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ 2021, Information e. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি 2022, Information f. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ, Information g. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়েোগ বিজ্ঞপ্তি, Information h. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে চাকরি, Information i. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ২০২২, Information j. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট 2022, Information k. Bangladesh Jute Research Institute Job Circular 2022, Information l. Bangladesh Jute Research Institute job circular, Information m. Bangladesh Jute Research Institute job, Information n. Bangladesh Jute Research Institute Job 2022, Information o. Bangladesh Jute Research Institute 2022, Information p. Bangladesh Jute Research Institute chakri, Information q. BJRI Job Circular 2022.

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট সার্কুলার ২০২২

  • বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২১, Bangladesh Jute Research Institute Recruitment 2021.
  • বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায়, Where is Bangladesh Jute Research Institute?
  • গম গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২১, Wheat Research Institute Recruitment 2021.
  • গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২১, Wheat and Corn Research Institute 2021 Recruitment.
  • বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি, Bangladesh Wheat and Maize Research Institute Recruitment Circular.
  • বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, Bangladesh Wheat and Maize Research Institute Recruitment Circular 2021.
  • বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, Bangladesh Sugarcrop Research Institute Recruitment Circular 2021.
  • বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত সালে, In that year Bangladesh Jute Research Institute was established.
অন্যদের শেয়ার করুন

bdinbd.com