বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২৩

4.4/5 - (40 votes)

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২৩: বিমান বাহিনী নিয়োগ 2023 সার্কুলার: বাহিনীতে বিমান সেনা ও অফিসার ক্যাডেট পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। ৬৮ টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। বিমান বাহিনীতে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে অনলােইনে আবেদন আহবান করা যাচ্ছে।

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২৩

বিমান বাহিনী নিয়োগ 2023 SSC, বিমান বাহিনী নিয়োগ এমওডিসি 2023, বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ ২০২৩, বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২৩, বাংলাদেশের সকল জেলা ও বিভাগের প্রার্থীগন আবেদন করতে পারবেন। চলমান চাকরির খবর পেতে ভিজিট BDinBD.Com

প্রতিষ্ঠানের নাম কী?বাংলাদেশ বিমান বাহিনী
কোন ধরনের চাকরি?সরকারি চাকরি (ডিফেন্স)
নিয়োগ সংখ্যা কত জন?৩৯৮ জন + অসংখ্য
শিক্ষাগত যোগ্যতা কী?বিজ্ঞপ্তিতে দেখুন
প্রার্থীর বয়স কত?বিজ্ঞপ্তিতে দেখুন
আবেদন শুরু কবে?আবেদন চলছে
আবেদনের শেষ তারিখ?১৭ নভেম্বর ২০২৩, এপ্রিল ২০২৪
আবেদনের মাধ্যম কী?অনলাইন
ওয়েবসাইটbaf.mil.bd/website/index.

বিমান নিয়োগ ২০২৩

  • পদ সংখ্যা: ৬৭ টি
  • নিয়োগ সংখ্যা: ৩৯৮ জন
  • শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে দেখুন
  • আবেদনের মাধ্যম: অনলাইন
  • আবেদনের সময়সীমা: ১৭ নভেম্বর ২০২৩
  • পদের নাম: অফিসার ক্যাডেট
  • নিয়োগ সংখ্যা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি/সমমান
  • আবেদনের মাধ্যম: অনলাইন
  • আবেদনের সময়সীমা: ২৪ এপ্রিল ২০২৪

বিমান বাহিনী নিয়োগ 2023

নিচে তালিকায় উল্লেখিত বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলারের সংক্ষিপ্ত আকারে নিম্ন বর্ণিত পদসমূহের বিবরন তথা পদের নাম, নিয়োগ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের মাধ্যম ও আবেদনের শেষ তারিখ ইত্যাদি সুশৃঙ্খলভাবে তুলে ধরা হলো।

নাগরিকত্ববাংলাদেশী পুরুষ/মহিলা নাগরিক হতে হবে
শিক্ষাগত যোগ্যতাএসএসসি/এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় GPA-4.50 এবং (উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে নূন্যতম লেটার গ্রেড ‘এ’ থাকতে হবে)
বৈবাহিক অবস্থাঅবিবাহিত/বিবাহিত হতে হবে
প্রার্থীর বয়স২০-৩০ বছর পর্যন্ত (১৭-১২-২০২৩ তারিখে)
দৈহিক উচ্চতাপুরুষ-৬৪ ইঞ্চি, মহিলা-৬২ ইঞ্চি
বুকের মাপপুরুষ- স্বাভাবিক-৩২ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি, মহিলা-স্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি
ওজনউচ্চতা ও বয়স অনুযায়ী
চোখ৬/৬ অথবা বিধি অনুসারে

বিশেষ যোগ্যতা: অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীর অযোগ্যতা

আগ্রহী যে সকল প্রার্থী সেনা বা নৌ অথবা বিমান বাহিনী/ অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্তকৃতদের আবেদন করার প্রয়োজন নেই। যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত হলে সেই প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই। তাছাড়া, সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত প্রার্থীগন আবেদনে অযোগ্য।

বিশেষ সুযোগ-সুবিধা

প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন ১০,০০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষনীয় বেতন ও ভাতাদি প্রাপ্য।

দেখুন নতুন নিয়োগ সার্কুলার

প্রয়োজনীয় ছবি ও অন্যান্য সনদ

  • আবেদনে আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে যে সকল প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা দিতে হবে তা নিম্নরুপঃ
  • শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রশংসাপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি।
  • প্রার্থীদের নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা এবং স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে।
  • নাগরিকত্ব সনদ ইউনিয়ন পরিষদ বা মিউনিসিপ্যাল চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিল বা ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে। সনাক্তকারীর মোবাইল নম্বর সনদে অবশ্যই সংযুক্ত করতে হবে।
  • প্রার্থীর সম্প্রতি তোলা পাসপোট আকারের ১২ কপি সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট ও কলারসহ হতে হবে।
  • শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বর্তমান অথবা সর্বশেষ প্রদত্ত চারিত্রিক সনদ সংযুক্ত করতে হবে।
  • কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিজস্ব কর্মস্থল বা প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থীতার জন্য অনুমতিপত্র দাখিল করতে হবে।
  • প্রার্থীর স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যুক্ত করতে হবে।

পরীক্ষার বিষয়

নির্বাচনী পরীক্ষায় বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে (এসএসসি সমমানের)। তাছাড়া ডাক্তারী পরীক্ষা ও মৌখিক পরীক্ষা গ্রহন করা হবে। বিশেষভাবে উল্লেখযোগ্য পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস যেমনঃ মোবাইল, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর ইত্যাদি বা ব্যাগ বহন করা নিষিদ্ধ।

বিমান বাহিনীতে আবেদনের নিয়ম

বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদেরকে বিমান বাহিনীর (BAF Application Form) এই লিংকে ক্লিক করার পদের নিচের দেওয়া ইমেজ এর মত একটি স্ক্রিন আসবে এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো সঠিক তথ্য দিয়ে পূরণ করে Next অপশনে ক্লিক করুন।

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২৩

বিমান বাহিনী নিয়োগ 2023: বাংলাদেশ বিমান বাহিনীতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মেকানিক্যাল ট্রান্সপাের্ট ড্রাইভার (এমটিডি) প্রচলিত বিধি মােতাবেক নিম্ন বর্ণিত শর্তাবলী পুরণ সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী পুরুষ নাগরিকদের (বিবাহিত অথবা তঅবিবাহিত) নিকট থেকে অনলাইনে ফরম ডাউলোডের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাইতেছে। ফরম ডাউলোডের লিংক নিচে দেওয়া আছে।

শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা

১. কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২. বিআরটিএ কর্তৃক বৈধ পেশাদার (হালকা/ভারী) ড্রাইভিং লাইসেন্সধারী। ভারী ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩. ন্যূনতম ০৩(তিন) বৎসরের গাড়ী চালানাের বাস্তব অভিজ্ঞতা।

৪. কোন ওয়ার্কশপে মেকানিক হিসাবে কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যােগ্যতা হিসাবে বিবেচিত হইবে।

মৌখিক পরীক্ষার সময়সীমা জানতে করনীয়

বিমান বাহিনীতে যে সকল প্রার্থীরা আবেদন করছের তারা নির্ধারিত সময়ের পরে মৌখিক পরীক্ষার সময় জানতে নিচের দেওয়া বিমান বাহিনীর অফিসীয়াল ওয়েবসাইট এ ভিজিট করতে বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর বিমান বাহিনীর ওয়েবসাইট জলে যাবে। বিমান বাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারন করার পর এই ওয়েবসাইটি দিয়ে দিবে। মৌখিক পরীক্ষার তারিখ জানতে আপনার কয়েক দিন পর পর সাইটটি ভিজিট করতে পারেন।

বিমানবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2023 সার্কুলার

বিমানবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2023 সার্কুলার, বিমান বাহিনীতে আবেদনের জন্য যে সকল যোগ্যতার/দক্ষতার অধিকারী হতে হবে যেমন: শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ/কমিশন, অন্যান্য যোগ্যতা, বিশেষ যোগ্যতা, নির্বাচন পদ্ধতি, বিশেষ সুযোগ সুবিধা ইত্যাদির বিস্তারিত আলোচনা নিম্নে করা হলো।

আবেদনপত্র সংগ্রহের নিয়মাবলী: আবেদনে ইচ্ছুক প্রর্থীকে আবেদনপত্র সংগ্রহের জন্য নন-পাবলিক ফান্ড, বিএএফ এর অনুকূলে ১,০০০ টাকা মৃল্যের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার জমা দিতে হবে।

প্রতি কার্যদিবসে ০৮ টা থেকে ২ টা পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিট এবং তেজগাঁও বিমানবন্দরস্থ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র হতে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ব্যাংক ড্রাফট অবশ্যই ট্রাস্ট ব্যাংক, অগ্রনী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক অথবা ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক-এর যে কোনো শাখায় পরিশোধযোগ্য হতে হবে।

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ পরীক্ষার প্রশ্ন

১। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আকাশ যুদ্ধ শাখা কোনটি?
উত্তরঃ বাংলাদেশ বিমান বাহিনী।

২। বিমান বাহিনীর প্রাথমিক দায়িত্ব কী?
উত্তরঃ বিমান বাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা করা।

৩। বাংলাদেশ বিমান বাহিনী কোন কার্যক্রমে যুক্ত?
উত্তরঃ বাংলাদেশ বিমান বাহিনী বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে যুক্ত।

৪। মুক্তিযুদ্ধে ৬ ও ১১ নম্বর সেক্টরের অধিনায়ক কে ছিলেন?
উত্তরঃ উইং কমান্ডার খাদেমুল বাশার ও স্কোয়াড্ৰন লিডার এম হামিদুল্লাহ্ খান ছিলেন যথাক্রমে ৬ ও ১১ নম্বর সেক্টরের অধিনায়ক।

৫। কত সালে ভারতের ডিমাপুরে বাংলাদেশ বিমান বাহিনী গঠিত হয়?
উত্তরঃ ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর।

৬। বাংলাদেশ বিমান বাহিনীর জনবল কে ছিলেন?
উত্তরঃ শুরুতে বাংলাদেশ বিমান বাহিনীর জনবল ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর পক্ষত্যাগী বাঙালি কর্মকর্তা ও বিমানসেনারা।

৭। স্কোয়াড্রন লিডার কে ছিলেন?
উত্তরঃ স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ।

৮। বাংলাদেশ বিমান বাহিনী অপারেশনাল কার্যক্রম কবে শুরু করে?
উত্তরঃ ১৯৭১ সালের ৩ ডিসেম্বর।

৯। বিমান বাহিনী মৌলভীবাজারে অবস্থিত পাকিস্তানি বাহিনীর ব্যারাকে হামলা চালায় কবে?
উত্তরঃ ১৯৭১ সালের ৬ ডিসেম্বর।

১০। সরকারি ঘোষণায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বিমান বাহিনীর কার্যক্রম শুরু হয় কবে?
উত্তরঃ ১৯৭২ সালের ৭ এপ্রিল থেকে।

১১। পাকিস্তান ফেরত জনবল বিমান বাহিনীতে যুক্ত হয় কবে?
উত্তরঃ ১৯৭৩~৭৪ সালে।

১২। জাপান এয়ারলাইন্স ভারত থেকে ঢাকায় হাইজ্যাক হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৭ সালে।

১৩। কত সালে পাকিস্তান, যুদ্ধবিমান বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার দেয়?
উত্তরঃ ১৯৮০ সালে।

১৪। পাকিস্তান কর্তৃক উপহারপ্রাপ্ত বিমানের নাম কি?
উত্তরঃ স্কোয়াড্রন এফ-৬।

১৫। কত সালে বাংলাদেশ বিমান বাহিনীতে নারী বিমানসেনা নিযুক্ত করা হয়?
উত্তরঃ ২০২০ সালের ২৫ নভেম্বর।

১৬। সর্বপ্রথম কত জন নারী বিমাসেনা নিযুক্ত করা হয়?
উত্তরঃ ৬৪ জন।

১৭। নারী কর্মকর্তা কত সালে বৈমানিক হওয়ার প্রশিক্ষণ অর্জন করেন?
উত্তরঃ ২০১৪ সালে।

১৮। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধা পদমর্যাদার কী?
উত্তরঃ একজন চার তারকা এয়ার চিফ মার্শাল পদমর্যাদার কর্মকর্তা।

১৯। বিমান বাহিনী সদর দপ্তরের কতটি শাখা রয়েছে?
উত্তরঃ চারটি।

২০। বিমান বাহিনীর সদর দপ্তরের শাখাগুলোর নাম কী?
উত্তরঃ অপারেশন্স, প্লানস, অ্যাডমিনিস্ট্রেশন এবং মেইনটেনেন্স।

২১। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল কে?
উত্তরঃ শেখ আব্দুল হান্নান।

২২। আক্রমণ হেলিকপ্টারের নাম কী?
উত্তরঃ ইয়াক-১৩০ এমআই-১৭১এসএইচ।

অন্যদের শেয়ার করুন

32 thoughts on “বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২৩”

  1. রেজাল্ট এসএসসি hsc দুইটাতেই 4.50+ কিন্তু এসএসসি তে উচ্চতর গণিত এ A- ছিলো।এইটা আমার 4th subject ছিলো।আমি কি আবেদন করতে পারবো অফিসার পদে?

    Reply
  2. চতুর্থ বিষয় সহ ৪.৫০ নাকি চতুর্থ বিষয় বাদে ৪.৫০ লাগে??
    আবেদন এর শেষ তারিখ কত? আবেদন করতে কত টাকা লাগে?

    আর এই আবেদন করলে কোথায় এক্সাম দিতে পারব?
    জেলা/বিভাগ পর্যায়ে এক্সাম দিতে পারব??
    প্রশ্ন গুলোর উত্তর দিবেন।
    কারণ এখানে ২০২১/-২০২২ মিশ্রিত প্রশ্নের উত্তর। যা আমি বুঝতে পারিনি

    Reply
    • এখানে বিভিন্ন পদ আছে, কিছু পদে চতুর্থ বিষয় সহ এবং কিছু পদে কিছু বিষয় চতুর্থ বিষয় বাদে ৪.৫০ লাগবে। সার্কুলারে এবং পোস্টে বিস্তারি ছক আকারে দেয়া আছে। এখানে দুইটি সার্কুলার আছে ২৫ এপ্রিল, ৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে আবেদনের সময় শেষ হবে। আবেদন ফি ১০০০ টাকা লাগবে। অফিসিয়াল সার্কুলারে বিস্তারিত সকল তথ্য দেয়া আছে। অনুগ্রহ করে আবেদনের পূর্বে সার্কুলার পেইজটি ভালো ভাবে পড়ে নিন।

      Reply
      • ভাই আমি ডিপ্লোমা পড়তেছি 3 য় সেমিষ্টার জেনারেলে পড়লে আমি এইচ এসসি দিদাম আমি কি আবেদন করতে পারবো

        Reply
        • আপনি কোন পদে চাকরি করতে চান, পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা লাগবে। আগে আপনরা পদ নির্বাচন করুন। এখানে এসএসসি পাশেও চাকরি আছে। ধন্যবাদ!

          Reply
  3. বেসামরিক বিমানবাহিনিতে আবার নতুন সার্কুলার কবে দেবে

    Reply
    • সিয়োর বলা যাবে না। নতুন সার্কুলার দিলে এই পোস্টে পাবেন। ধন্যবাদ!

      Reply
  4. আমি কি চাকরি পাবো।খুব ইচছা ছিলো বিমান বাহিনিতে চাকরি করবো?

    Reply
  5. আসসালামু আলাইকুম স্যার। মুন্সিগঞ্জ জেলা থেকে এমওডিসি ক্লার্ক কে আবেদন করা যাচ্ছে না কেন।

    Reply
    • ভাই সার্কুলারের নিচে আবেদন লিংকতো দেওয়া আছে। লিংকে প্রবেশ করে ‍Apply Only বাটনে ক্লিক করুন।

      Reply
  6. Sir Ami pilot hota chai…tahola ki korbo…Amer SSC ta GPA 5…akon 11 a porsi…plz Bolan..Amer khub essa pilot hobo…air force ar

    Reply
    • আপনার রেজাল্টতো ভালো আছে। এইচএসসিতেও এরকমই রেজাল্ট করার চেষ্টা করবেন। এইচএসসি শেষ হলে আবেদন করবেন। আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরন করবেন। ইনশাআল্লাহ!

      Reply

Leave a Comment

bdinbd.com