সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: CSS NGO JOB CIRCULAR 2022. সিএসএস এনজিও প্রকাশ করেছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির নিয়োগ সংখ্যা, পদ সংখ্যা, আবেদনের নিয়ম, ইত্যাদি নিম্নে দেয়া হল।
সিএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ CSS NGO Job Circular 2022 এই প্রতিষ্ঠান টি শূন্য পদ পূরনের লক্ষে নতুন জনবল নিয়োগের নিমিত্তে সিএসএস এনজিও কর্তৃপক্ষ কর্তৃক তাদের অফিসিয়াল ওয়েবসাইট (www.cssbd.org) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি এটি একটি সর্ব বৃহৎ জাতীয় এনজিও যার বর্তমানে ২,১০০ কর্মচারী আছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে রিজিওনাল ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার এবং লোণ অফিসার পদে নিয়োগের জন্য দক্ষ জনবল খুঁজছেন।
সি সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022
প্রতিষ্ঠানের নাম | ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি |
চাকরির ধরন | এনজিও চাকরি |
জেলা | সকল জেলা |
প্রার্থীর যোগ্যতা | স্নাতক/মাস্টার্স/ডিপ্লোমা |
প্রার্থীর বয়স | ১৮ থেকে ৪০ বছর |
পদ সংখ্যা | ৪ টি |
মোট নিয়োগ | ০৯ জন |
আবেদনের মাধ্যম | অনলাইন/ডাকযোগে |
আবেদনের শেষ তারিখ | ১৬ মার্চ ২০২২ |
সিএসএস এনজিও নিয়োগ ২০২২
সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বিবরন পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞিতা, বেতন ইত্যাদি নিম্নে দেয়া হলো। আগ্রহী যোগ্য প্রার্থীগন নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে বা ডাকযোগে নিম্নে বর্ণিত ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচ্ছে।
- পদের নাম: অ্যাকাউন্টস অ্যান্ড মনিটরিং অফিসার-মাইক্রোফাইন্যান্স প্রোগ্যাম
- নিয়োগ সংখ্যা: ০৩ জন
- শিক্ষাগত যোগ্যতা: হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর
- বেতন অস্থায়ী: ২৫,২৫০-২৮,২৯৬ টাকা
- বেতন স্থায়ী: ২৭,৯৭০-৩০,৮৮০ টাকা
- বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
- অভিজ্ঞতা: মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে ০৩ বছরের অভিজ্ঞতা।
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
- পদের নাম: অ্যাকাউন্টস
- নিয়োগ সংখ্যা: ০১ জন
- শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টস এ স্নাতক/মাস্টার্স।
- বেতন: ১৯,৫০০ টাকা (মাসিক)।
- বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
- অভিজ্ঞতা: অ্যাকাউন্টস/অ্যাকাউন্টস অফিসার-এ ০৩ বছরের অভিজ্ঞতা।
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
- পদের নাম: নির্মাণ সুপারভাইজার
- নিয়োগ সংখ্যা: ০৪ জন
- শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং।
- বেতন: ১৬,০০০ টাকা (মাসিক)।
- বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
- অভিজ্ঞতা: বিল্ডিং নির্মান সহ যাবতীয় সকল কাজে দক্ষতা।
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
- পদের নাম: ষ্টোর কাম রেকর্ড কিপার
- নিয়োগ সংখ্যা: ০১ জন
- শিক্ষাগত যোগ্যতা: হিসাব বিজ্ঞানে স্নাতক।
- বেতন: ৯,৬২০ টাকা (মাসিক)।
- বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
- অভিজ্ঞতা: বিল্ডিং নির্মান সহ যাবতীয় সকল কাজে দক্ষতা।
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
পদের বিবরন:
পদের নাম: রিজিওনাল ম্যানেজার
নিয়োগ সংখ্যা: ১০ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
বেতন অস্থায়ী: ২৮,০০০-৩০,৯০০ টাকা
বেতন স্থায়ী: ৩০,৩২০-৩৩,২৩০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার
নিয়োগ সংখ্যা: ১৪ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
বেতন অস্থায়ী: ২৬,৬৫০-২৯,৪৫০ টাকা
বেতন স্থায়ী: ২৯,১৩০-৩১,৯৭০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
পদের নাম: লোন অফিসার
নিয়োগ সংখ্যা: ৩০০ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
বেতন অস্থায়ী: ১৭,৭০০-১৯,৭৮২ টাকা
বেতন স্থায়ী: ১৯,৪৫০-২১,৫৫০ টাকা
বয়স: সর্বোচ্চ ৩৪ বছর।
নিচে আবেদন করার বাটন দেওয়া আছে।
সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2021
সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
উল্লেখ্য: সার্কুলারে প্রকাশিত পদসমূহে কর্মস্থল হতে পারে বাংলাদেশের যে কোনোএলাকায়। বর্ণিত লোন অফিসার পদের জন্য
যে সকল প্রার্থীগন ঢাকা উত্তরা ব্রাঞ্চে ইন্টারভিউ দিতে আগ্রহী সে সকল প্রার্থীদেরকে,
বরাবর পরিচালক, এইচআরএম অ্যান্ড পিএমইএল, সিএসএস উত্তরাব্রাঞ্চ, বাড়ি নং -২৬, রোড নং-১১, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, ঢাকা- ঠিকানায় আবেদন পাঠাতে হবে।
যে সকল প্রার্থীরা সিএসএস প্রধান কার্যালয়ে ইন্টারভিউ দিতে ইচ্ছুক সে সকল প্রার্থীরা এবং ক্রঃ নং ১ ও ২ পদের প্রার্থীগন
বরাবর পরিচালক, এইচআরএম অ্যান্ড পিএমইএল, সিএসএস প্রধান কার্যালয়, ১৬৬০-১৬৬১ জলমা পুরাতন ফেরীঘাট রোড, জলমা, বটিয়াঘাটা, খুলনা এই ঠিকানায় আবেদন পাঠাতে হবে।
আবেদন পত্রের সাথে জীবন বৃত্তান্ত, সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সহ জাতীয় পরিচয় পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করে পাঠাতে হবে।
আবেদনপত্রের সাথে অবশ্যই প্রার্থীর সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
সংস্থা প্রদত্ত সুযোগ সুবিধা:
1. বাৎসরিক ৩০ দিন ছুটি
2.বছরে ১২ দিন ছুটি রিজার্ভ করা যাবে
3.রিজার্ভ করা ছুটির বিপরীতে চাকুরী শেষে আর্থিক সুবিধা পাওয়া যাবে
4.প্রতি বছরে ঈদ উল ফিতর,
5.ঈদ উল আযহা
6.দুর্গা পূজা উপলক্ষে প্রত্যেকটি পর্বে ০৭ দিন/১ সপ্তাহ করে ছুটি প্রদান করা হবে
7.এনজিও প্রদত্ত সকল ক্রেডিট ভাতা, দূরত্ব পরিবহন ভাতা, মোবাইল বিল সহ মোট বেতনের সমপরিমাণ ১টি উৎসব ভাতা পদান করা হবে
এনজিও প্রদত্ত সকল সুযোগ সুবিধা সমূহ।
(০১) বৈশাখী ভাতা
(০২) পিকনিক ভাতা
(০৩) কর্মী সহায়তা তহবিল
(০৪) শিক্ষা সহায়তা তহবিল
(০৫) বীমা সুবিধা
(০৬) পিএফ
(০৭) গ্র্যাচুয়িটি সুবিধা
(০৮) বাৎসরিক ইনক্রিমেন্ট
(০৯) মোটর সাইকেল জ্বালানি বিল প্রদান
(১০) পুরুষ কর্মীদের ফ্রি আবাসিক সুবিধা। এবং প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বজনিত ছুটি সুবিধা প্রদান করা হবে।
সিএসএস এনজিও নিয়োগ
সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, সিএসএস এনজিও নিয়োগ ২০২২, সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, সিএসএস এনজিও নিয়োগ 2022, সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022, সিএসএস এনজিও নিয়োগ ২০২২ সার্কুলার, সিএসএস এনজিও নিয়োগ
Milon hossan