বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-Bangladesh cable shilpa limited job circular 2022: অনেকদিন পর একটি নতুন নিয়োগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড একটি সরকারি প্রতিষ্ঠান। ক্যাবল শিল্প লিমিটেড প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩ টি পদে ০৪ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আপনি একজন চকারি প্রত্যাশি প্রার্থী হতে, অফিসিয়াল সার্কুলার, আবেদনের ঠিকানা, আবেদন ফি, সময়সীমা ও সকল তথ্য এই পোস্ট থেকে দেখে নিন। চাকরির খবর পেতে ভিজিট করুন BDinBD.com
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
bcsl job circular 2022 বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ সার্কুলার ২০২২: বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের অনেক বেকার যুবক বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এ চাকরি করতে আগ্রহী। এই চাকরিটি বেকার যুবক/যুবতীদের জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরির সুযোগ। তাই বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এর চাকরি বেকার মানুষের জন্য একটি সুবর্ন সুযােগ।
প্রতিষ্ঠানের নাম কী? | বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড |
কোন ধরনের চাকরির? | সরকারি চাকরি |
কোন জেলা? | বিজ্ঞপ্তিতে উল্লেখিত |
ক্যাটাগরি কতটি? | ০৩ টি |
নিয়োগ সংখ্যা কত জন? | ০৪ জন |
আবেদনের মাধ্যম কী? | ডাকযোগে |
আবেদনের শেষ তারিখ কবে? | ১৬ ফেব্রুয়ারি ২০২৩ |
ওয়েবসাইট | http://www.bcsl.gov.bd |
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ ২০২২
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ ২০২২: বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি) টেলিকমুনিকেশন ক্যাকলস ”কপার ও অপটিক্যাল ফাইবার”, এইচডিপিই ডাক্ট এন্ড বৈদ্যুতিক ওভারহেড কন্ডাক্টরস ও ক্যাবলস প্রস্তুতকারী একটি বৃহৎ সরকারী মালিকানাধীন পাবলিক লিমিটেড কোম্পানী। উৎপাদনমুখী এই আধুনিক শিল্প প্রতিষ্ঠানের বিধিমালা মোতাবেক কাজ করতে আগ্রহী দক্ষ ও মেধাবী প্রার্থীদের নিকট থেকে নিবর্ণিত পদসমূহে স্থায়ী নিয়ােগের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।
- পদের নাম: সহকারী ব্যবস্থাপক (লিয়াজোঁ)
- নিয়োগ সংখ্যা: ১ জন
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং
- মাসিক বেতন: ২৮,১৬০-৬৭,৯১০/-
- পদের নাম: ক্রয় সহকারী/ভান্ডার সহকারী/মার্কেটিং সহকারী
- নিয়োগ সংখ্যা: ০৩ জন
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশ।
- মাসিক বেতন: ১১,৭০০-২৮,২৯০/-
- পদের নাম: গাড়ীচালক
- নিয়োগ সংখ্যা: ১ জন
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
- প্রার্থীকে ভারী ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে।
- মাসিক বেতন: ১১,৪০০-২৭,৬৯০/-
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখের মধ্যে রেজিস্টার্ড ডাকযোগে/জিইপি/ কুরিয়ার সার্ভিস যোগে অফিস চলাকালীন সময়ে ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, শিরোমনি শিল্প এলাকা, ডাকঘর- সোনালী জুট মিলস, খুলনা-৯২০৬ ঠিকানায় পৌঁছাতে হবে।
দেখুন নতুন নিয়োগ
- আজকের চাকরির খবর
- সাপ্তাহিক চাকরির খবর ২৭/০৯/২০২৪
- সমাজসেবা অধিদপ্তর নিয়োগ ২০২৪
- কর অঞ্চল ২৫ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- পুলিশ নিয়োগ ২০২৪ সার্কুলার
- সাপ্তাহিক চাকরির খবর ২৭/০৯/২০২৪
- বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- বিজিবি নিয়োগ ২০২৪ সার্কুলার
- নৌবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার
bcsl job circular 2022
আবেদনসমুহ প্রাথমিক বাছাই করার পর কেবলমাত্র যােগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এর পর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় ডাকা হবে। লিখিত ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য প্রার্থীকে কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। মােখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূলকপি অবশ্যই দেখতে হবে।
লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তিসহ উত্তীর্ণ যােগ্য প্রার্থীদের তালিকা ওয়েব সাইটে দেয়া হবে এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র সাধারণ ডাক যােগের মাধ্যমে প্রেরণ করা হবে। কোন প্রার্থী যদি নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশ পত্র না পায় তবে সেক্ষেত্রে লিখিত পরীক্ষার পূর্বেই তিনি অফিস সময়ের মধ্যে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে যােগাযােগ করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
কোন প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে উপযুক্ত শর্তানুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত ফরম ব্যতীত অথবা টিপূর্ণ ও অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য নিয়ােগ কার্যক্রমের যে কোন পর্যায়ে বা নিয়ােগদানের পরে অসত্য প্রমাণিত হলে তার দরখাস্ত বা নিয়ােগ সরাসরি বাতিল করা হবে।
নিয়ােগ পেতে হলে প্রার্থীদের ডােপ টেস্টে উত্তীর্ণ হতে হবে। নিয়ােগের ব্যাপারে কর্তৃপক্ষের সকল সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না। একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। আবেদনপত্রে কোন ওভার রাইটিং কিংবা ফ্লুইড ব্যবহার করা যাবে না।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনরূপ কারণ দর্শানাে ব্যতিরেকে যে কোন সময় নিয়ােগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। আবেদনকারী প্রার্থীর যে কোন ধরণের তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আপনি উপরের সকল তথ্য বিবেচনার পর চাকরির জন্য বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। এটি একটি সরকারি প্রতিষ্ঠান। অন্য সকল সরকারি চাকরির মত ক্যাবল শিল্প লিমিটেড এ সরকারি সকল সুযোগ সুবিধা পাওয়া যাবে। তাই নির্ধারিত সময়েম মধ্যেই বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগের জন্য আবেদন করুন।