নৌবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার: Navy Job Circular 2023 নৌবাহিনীতে নৌকমান্ডো ও সাবমেরিনার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এবারের নিয়োগ সার্কুলারে অফিসার ক্যাডেট পদে অসংখ্য জনবল নিয়োগ দেওয়া হবে। নৌবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীরা অনেকেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটির অপেক্ষায় ছিলেন। তাদের জন্য আমরা এই পোস্টে অফিসার ক্যাডেট এর প্রকাশিত নিয়োগ সার্কুলারটি উপস্থাপন করেছি। আপনি যদি চাকরি প্রত্যাশী প্রার্থী হন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখে ১০ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন। বিজ্ঞপ্তি ও আবেদন এখানেই bdinbd.com
নৌবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার
আপনি কি নৌবাহিনীতে প্রকাশিত কমিশন্ড অফিসার পদের নতুন সার্কুলারটি খুজছেন, তাহলে আপনি সঠিক পোস্টে ভিজিট করেছেন। আপনি যদি নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে আবেদনের জন্য যোগ্য প্রার্থীহন এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দাহন তাহলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা মোতাবেক নির্ধারিত সময়ের পূর্বেই আবেদন করুন। নিচের টেবিলে আবেদনের সংক্ষিপ্ত বিবরণ এবং অফিসিয়াল সার্কুলার দেওয়া আছে। অনুগ্রহ পূর্বক আবেদনের পূর্বে বিস্তারিত দেখেনিন।
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ নৌবাহিনী |
চাকরির ধরন | সরকারি চাকরি ডিফেন্স |
কোন কোন জেলা | সকল জেলা |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/এইচএসসি পাশ |
পদ সংখ্যা | ০১ টি |
নিয়োগ সংখ্যা | অসংখ্য |
প্রার্থীর বয়স | ১৮-৩০ বছর |
হেলপলাইন | ০১৭৬৯৭২৪৫৯০ |
ই-মেইল | [email protected] |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১০ জানুয়ার ২০২৪ |
ওয়েবসাইট | joinnavy.navy.mil.bd |
নৌবাহিনীর সার্কুলার ২০২৩
বর্তমানে নৌবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার বা বাংলাদেশ নৌবাহিনী কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নৌকমান্ডো ও সাবমেরিনার পদে আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদের জন্য বাংলাদেশী নারী/পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদের বিবরণসহ আবেদনের বিস্তারিত তথ্য এবং অফিসিয়াল সার্কুলার নিচে দেওয়া আছে। আপনি যদি আবেদন করতে আগ্রহী হন তাহলে এখনি আবেদন করুন।

- পদের নাম: কমিশন্ড অফিসার
- পদ সংখ্যা: ০১ টি
- নিয়োগ সংখ্যা: অসংখ্য জন
- শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে দেখুন
- আবেদনের সময়সীমা: ১০ জানুয়ারি ২০২৪
- বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
শারীরিক যোগ্যতা (নূন্যতম)
(পুরুষ) | (মহিলা) | |
উচ্চতা | ১৬২.৫ সেঃ মিঃ (৫’-৪”) | ১৫৭.৪৮ সেঃ মিঃ (৫’-২”) |
ওজন | ৫০ কেজি | ৪৭ কেজি |
বুকের মাপ | ৭৬ সে:মি: (৩০”), সম্প্রসারণ ৮১ সে:মি: (৩২”) | ৭১ সে:মি: (২৮”), সম্প্রসারণ ৭৬ সে:মি: (৩০”) |
অন্যান্য শর্তাবলী (সকল পদবির জন্য)
১। জাতীয়তা: শুধুমাত্র বাংলাদেশী পুরুষ/মহিলা নাগরিক হতে হবে।
২। বৈবাহিক অবস্থা
৩। বয়স: ০১ জুলাই ২০২৪ তারিখে ১৬-২১ বছর, (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮-২৩ বছর)। বয়স প্রমানে এফিডেভিট গ্রহনযোগ্য নয়।
দেখুন নতুন নিয়োগ সার্কুলার
- বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ নিয়োগ ২০২৩
- নৌবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার
- পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, পদ ২৭৫ টি
- কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৩
নৌবাহিনীতে বেতন ও ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী নৌবাহিনীর অফিসার ক্যাডেটগণ বেতন এবং ভাতা পাবেন। এর পরবর্তীতে যখন মিডশিপম্যান হিসেবে পদোন্নতি হবে তখন উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন।
প্রশিক্ষণ/কমিশন নৌবাহিনীর: বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহের প্রশিক্ষণসহ বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস এবং মিডশিপম্যান হিসেবে ১৮ মাসসহ মােট ০৩ (তিন) বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষ হওয়ার পরে বাংলাদেশ নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে।
এছাড়া নেভাল একাডেমিতে পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি এক্সিকিউটিভ শাখার ক্যাডেটদের মেরিটাইম সায়েন্স বিষয়ে বিএসসি (অনার্স) এবং সাপ্লাই শাখার ক্যাডেটদের বিবিএ ডিগ্রি BUP হতে দেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং ও ইলেট্রিক্যাল শাখার ক্যাডেটদরা BUET/MIST হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রাপ্ত হবেন।
নৌবাহনীরি অন্যান্য বিশেষত্ব: যেমন: ক্যারিয়ার: জীবনে বৈচিত্র্যময় ও রােমাঞ্চকর একমাত্র নেভাল ক্যারিয়ারেই রয়েছে সি (আধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন), এয়ার (নেভাল এভিয়েশান) এবং ল্যান্ড (নেভাল স্পেশাল ফোর্স/ নৌ কমান্ডাে) এ তিনটি মাধ্যমেই চাকুরির সুযােগ।
বিদেশে প্রশিক্ষণ: প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট এবং অফিসারগণের প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযােগ রয়েছে। উচ্চতর প্রশিক্ষণ সুবিধা: দেশে-বিদেশে সরকারি খরচে বিভিন্ন ক্যাটাগরিতে উচ্চতর প্রশিক্ষণের (এমএসসি, এমবিএ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এমএস ইত্যাদি) সুযােগ রয়েছে।
জাতিসংঘ মিশন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণ ও আর্থিক স্বচ্ছলতা অর্জনের সুযােগও রয়েছে। বাসস্থান: নিরাপদ ও মনােরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তির সুযােগ। চিকিৎসা: সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দূরারােগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়ােজন হলে বিধি মােতাবেক নগদ অর্থ প্রদানসহ বিদেশে পাঠানাের ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ পরীক্ষার প্রশ্ন
বাংলাদেশ নৌবাহিনীর উচ্চতা কত?
অফিসার ক্যাডেট পদে নিয়োগের জন্য উচ্চতা: ক্যাডেট মহিলা উচ্চতা:-৫’-২’ এবং ক্যাডেট পুরুষ উচ্চতা: ৫’-২’
১। বাংলাদেশ নৌসদর কোথায় অবস্থিত?
উত্তরঃ বনানী, ঢাকা।
২। বাংলাদেশ নৌবাহিনীর ডাকনাম কী?
উত্তরঃ বিএন।
৩। বাংলাদেশ নৌবাহিনী কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১০ ডিসেম্বর, ১৯৭২।
৪। বাংলাদেশ নৌবাহিনীর একমাত্র মিসাইল ফ্রিগেট কোনটি?
উত্তরঃ বিএনএস ওসমান।
৫। বাংলাদেশ নৌবাহিনী কবে C-802 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়?
উত্তরঃ ১২ মে, ২০০৮।
৬। বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরী কী?
উত্তরঃ বিএসএস পদ্মা।
৭। দেশের বৃহত্তম যুদ্ধ জাহাজের নাম কী?
উত্তরঃ বিএনএস বঙ্গবন্ধু ।
৮। বিএনএস বঙ্গবন্ধুর পূর্ব নাম কি?
উত্তরঃ খালিদ বিন ওয়ালিদ (১২ জুন ২০০৭-৪ মে ২০০৯)।
৯। বিএনএস বঙ্গবন্ধু কবে বাংলাদেশ সেনাবাহিনীতে সংযােজিত হয়?
উত্তরঃ ২০ জুন, ২০০১।
১০। বাংলাদেশ নেভাল একাডেমী কোথায় অবস্থিত?
উত্তরঃ চট্টগ্রামের পতেঙ্গায়।
১১। বাংলাদেশ মেরিন একাডেমী কোথায় অবস্থিত?
উত্তরঃ চট্টগ্রামের জলদিয়ায়।
১২। বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট কতটি?
উত্তরঃ ৫ টি।
১৩। বাংলাদেশ নৌবাহিনীতে প্রথম নারী ক্যাডেট নিয়ােগ দেয়া হয় কবে?
উত্তরঃ ১২ জানুয়ারি, ২০০০।
১৪। বাংলাদেশ নৌ-স্কাউটস কবে গঠিত হয়?
উত্তরঃ ২১ এপ্রিল, ১৯৭৬।
১৫। বাংলাদেশ নৌবাহিনী কোন দুটি জাহাজ নিয়ে যাত্রা শুরু করে?
উত্তরঃ বিএনএস পদ্মা ও পলাশ।
১৬। নৌবাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠ কে?
উত্তরঃ মােহাম্মদ রুহুল আমিন।
১৭। বাংলাদেশ নৌবাহিনীর প্রথম ভাইস এডমিরাল কে?
উত্তরঃ সারওয়ার জাহান নিজাম।
১৮। বাংলাদেশ নৌবাহিনীর শাখা কতটি ও কি কি?
উত্তরঃ ৬ টি, নির্বাহী, ইঞ্জিনিয়ারি, সাপ্লাই,ইলেকট্রিক্যাল, শিক্ষা ও মেডিক্যাল শাখা।
১৯। বাংলাদেশ নৌবাহিনীর স্কুল অ্যান্ড কলেজ কতটি এবং কোথায়?
উত্তরঃ ৩টি, যথা- ঢাকা, চট্টগ্রাম ও খুলনায়।
২০। বাংলাদেশ নৌবাহিনীর কেজি স্কুল কতটি?
উত্তরঃ ২টি, যথা- চট্টগ্রাম ও খুলনায়।
২১। বাংলাদেশ নৌবাহিনীর ইংলিশ মিডিয়াম স্কুল কতটি?
উত্তরঃ ২ টি। যথা: ঢাকা ও চট্টগ্রাম।
২২। বাংলাদেশ নৌ-বাহিনীর শ্লোগান কি?
উত্তরঃ শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়।
২৩। বাংলাদেশ নৌ-বাহিনীর প্রতীক কি?
উত্তরঃ কাছিবেষ্টিত নােঙর ও এর ওপর শাপলা।
২৪। বাংলাদেশের বৃহত্তম যুদ্ধ জাহাজের নাম কি?
উত্তরঃ বি ডব্লিউ ২০০০ এইচ (বিএনএস বঙ্গবন্ধু)।
২৫। বিএনএস বঙ্গবন্ধু বাংলাদেশ নৌ বাহিনীর কততম ফ্রিগেট?
উত্তরঃ পঞ্চম।
২৬। বাংলাদেশ নৌ-বাহিনীতে সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত ‘বি.এন.এস. বঙ্গবন্ধু’ ফ্রিগেট সংযোজিত হয় কবে?
উত্তরঃ ১৬ জুন, ২০০১ সালে।
২৭। ‘বি.এন.এস, বঙ্গবন্ধু’ ফ্রিগেট কোন দেশ থেকে কিনে আনে বাংলাদেশ?
উত্তরঃ দক্ষিণ কোরিয়া (ডায়উ কোম্পানি)।
২৮। ‘বি.এন.এস, বঙ্গবন্ধু এর মূল্যমান কত?
উত্তরঃ ৯৯.৯৭ মিলিয়ন মার্কিন ডলার।
(২৯) ‘বি.এন.এস, বঙ্গবন্ধু’ এর ধারণ ক্ষমতা কত?
উত্তরঃ ২,৩২০ টন।
(৩০) বাংলাদেশ নৌ-বাহিনীর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ঢাকায়।
(৩১) কপোল ভাসিয়া গেল নয়নের জলে এর কারক ও বিভক্তি কী?
উত্তরঃ কর্মে শূণ্য।
(৩২) বাংলাদেশ নৌবাহিনী সক্রিয় হয় কত সালে?
উত্তরঃ ১৯৭১ সালে।
(৩৩) বাংলাদেশ নৌবাহিনী কোনটির আনুগত্য?
উত্তরঃ বাংলাদেশের সংবিধান।
(৩৪) বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা কী?
উত্তরঃ নৌযুদ্ধ।
(৩৫) বাংলাদেশ নৌবাহিনী আকার কত?
উত্তরঃ ২১,২৮১।
Please give me jobs