বোয়েসেল নিয়োগ ২০২৩

4.2/5 - (33 votes)

বোয়েসেল নিয়োগ ২০২২-Boesel Job Circular 2023: রিসেন্ট প্রকাশিত ১৮ টি পদে মোট ৮৫ জন প্রার্থী নিয়োগ দেওয়ার নিমিত্তে সার্কুলার প্রকাশ করেছেন কে এম ইন্টারন্যাশনাল। বাংলাদেশের নাগরিকগন উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। বােয়সেল-এর মাধ্যমে মেশনারি কার্পেন্টার পদে যোগ্য প্রার্থীদের নিযুক্ত করা হবে।

বোয়েসেল নিয়োগ ২০২৩

উৎসুক প্রার্থীদের সরাসরি ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী ০৪ মার্চ ২০২৩ইং তারিখের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠীত হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত আরও জানতে বোয়েসেল নিয়োগ ২০২৩ সার্কুলারটি দেখুন। প্রতিদিনের নতুন নতুন আবডেট চাকরির খবর পেতে ভিজিট করুন bdinbd.com

প্রতিষ্ঠানের নাম কী?বোয়েসেল
চাকরির ধরন কী?সরকারি চাকরি
কোন জেলা?সকল জেলা
ক্যাটাগরি কতটি?১৮ টি
নিয়োগ সংখ্যা কত?৮৫ জন
বয়স কত?১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর
কর্মী বাইয়ের মাধ্যম কী?লিখিত ও মৌখিক পরীক্ষা
পরীক্ষার তারিখ কবে?২৪ জুন ২০২৩
ওয়েবসাইটhttp://boesl.gov.bd/

বোয়েসেল নিয়োগ ২০২৩ সার্কুলার

নিচে তালিকায় উল্লেখিত বোয়েসেল নিয়োগ ২০২৩ সার্কুলারের সংক্ষিপ্ত আকারে নিম্ন বর্ণিত পদসমূহের বিবরন তথা সৃজিত পদের নাম, নিয়োগ সংখ্যা, প্রার্থীর বয়স ও বেতন স্কেল ইত্যাদি সুশৃঙ্খলভাবে তুলে ধরা হলো।

  • পদ সংখ্যা: ১৮টি
  • নির্বাচিত প্রার্থীর সংখ্যা: ৮৫ জন
  • কর্মী নিয়োগের পদ্ধতি: ইন্টারভিউ
  • বিস্তারিত সার্কুলারে দেখুন

আবেদন লিংক

দেখুন নতুন নিয়োগ সার্কুলার

বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

শর্তাবলিঃ আগ্রহী প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত কোনাে নার্সিং ইনিস্টিটিউট হতে বিএসসি অথবা ডিপ্লোমা ডিগ্রীধারী হতে হবে। যেকোনাে সরকারি, আধা-সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ/হাসপাতাল/প্রতিষ্ঠানে নার্স হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই ২ বছর ৬ মাস মেয়াদসহ পাসপাের্ট থাকতে হবে।

চাকুরিতে যােগদানের পর শিক্ষানবীশকাল ০৩ (তিন) মাস। দৈনিক ০৮ (আট) ঘণ্টা ডিউটি সপ্তাহে ৬ (ছয়) দিন এবং বাৎসরিক ছুটি ৩০ (ত্রিশ) দিন।। নার্স হিসেবে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠান হতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সরকারি নার্স হিসেবে কর্মরত প্রার্থীদের লিয়েন ছুটি প্রাপ্তির যােগ্যতা অর্জিত হলেই আবেদন করতে পারবেন।

চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ডাটা-চেক নিশ্চিত করতে হবে। প্রয়ােজনীয় আসবাবপত্রসহ থাকা, খাওয়া এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়ােগকারী কোম্পানি বহন করবে। নানের বিমান ভাড়া এবং তিন (০৩) বছর সন্তোষজনক চাকুরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়ােগকারী কোম্পানি বহন করবে।

অন্যান্য তথ্যাবলীঃ নির্বাচিত প্রার্থীদের বােয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ এবং বিধি মােতাবেক অন্যান্য সরকারি ফি প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে দুই (০১) কপি জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যােগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট এবং অন্যান্য তথ্যাদি পূরণপূর্বক বােয়েসেল হতে প্রদত্ত লিংকে কুয়েত হতে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী সময় বর্ধিত করে আগামী ২০.০৭.২০২২ খ্রি. এর মধ্যে আবেদন করা জন্য বিশেষভাবে অনুরােধ করা হচ্ছে।

পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Related searches): বোয়েসেল নিয়োগ ২০২৩, বোয়েসেল নিয়োগ 2023, বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি 2023, বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি, বোয়েসেল নিয়োগ, বোয়েসেল, Boesel Job Circular 2023, Boesel Job Circular, Boesel Job, Boesel, বোয়েসেল সম্পর্কে

অন্যদের শেয়ার করুন

16 thoughts on “বোয়েসেল নিয়োগ ২০২৩”

  1. বোয়েসেলের মাধ্যমে কি ভাবে আবেদন করব, মালয়েশিয়াতে কর্মি হিসাবে

    Reply
  2. বোয়েসেলের মাধ্যমে কি ভাবে আবেদন করব, মালয়েশিয়াতে কর্মি হিসাবে যাওয়ার জন্য, দয়া করে যানাবেন কি?

    Reply
  3. আমি ওয়েল্ডিং এর কাজ জানি আমি মালয়েশিয়া জেতে চাই আমার পাসপোর্ট কারা আছে

    Reply
  4. বরাবর
    বোয়েলেস বাংলাদেশ বৈদেশিক কর্মসংস্থান প্রশিক্ষণ।
    ————————————————————
    মোঃরবিউল হাসান রাসেদ
    জেলা লক্ষ্মীপুর
    থানারামগঞ্জ
    ইউনিয়ন ১০ নং ভাটরা দক্ষিণপাড়া মোল্লা বাড়ি,
    পিতা- সামছুল হক দুলাল
    মাতা- রকেয়া বেগম
    মহোদয় স্যার
    আসসালামু আলাইকুম
    রোমানিয়া যেতে আগ্রহী
    আমি
    ইলেক্টিক্যাল
    আই টি. ও CCTV
    installation maintenance senior technician
    অর্জন করা সার্টিফিকেট
    পাইভেট কোম্পানি
    আবুল খায়ের গ্রুপ
    স্টিল ফ্যাক্টরি
    মাইক্রো বাংলা
    সাপ্লাইয়ার কোম্পানি
    ওয়ারিং সার্টিফিকেট বিটেক ইন্ডাস্ট্রিয়াল টেনিং সেন্টার
    মহোদান নিকট আকুল আবেদন
    রোমানিয়াতে বোয়েলেসের মাধ্যমে
    কম খরচে যেতে পারি।
    মহোদয়ের কাছে কৃতজ্ঞ থাকিব ।

    Reply
      • আসসালামু আলাইকুম, আমি একজন ইলেকট্রিশিয়ান,কাজের অবিগ্বতা ১০ বৎসর,এবং ওয়েল্ডিং কাজের অবিগ্বতা ৩ বৎসর।আমি ফিজিতে যেতে আগ্রহী।

        Reply
  5. স্যার,সালাম রইল।আমি প্লেটার/ফেব্রিকেটর। ড্রাইডক্স ওয়াল্ড দুবাই ফেরত। ১২ বছরের অভিজ্ঞতার সনদধারী কিন্তু বয়স ৪২ বছর।তাহলে কি আমি আবেদন করতে পারবো??দয়া করে জানাবেন।জানালে খুশী হবো।আপনাদের সকল কর্মকর্তাদের জন্য নিরন্তর শুভ কামনা। ভালো থাকবেন।

    Reply
  6. সরকারি কারিগরী শিক্ষা খাতে সার্টিফিকেট আছে আমার কাছে

    Reply
  7. আমি 6G Tig welder সার্টিফিকেট আছে আমি কি রুমানিয়াএপ্লাই করতে পারব

    Reply

Leave a Comment

bdinbd.com