সচেতন সোসাইটি নিয়োগ 2022

bdinbd

Updated on:

সচেতন সোসাইটি নিয়োগ 2022: মাইক্রোফাইন্যান্স কর্মসূচী পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে সংস্থার একটি অন্যতম কর্মসূচী। এই কর্মসূচীতে কিছু সংখ্যক দক্ষ সংগঠক নিযুক্ত করা হবে। আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সচেতন সোসাইটি একটি বেসরকারী উন্নয়ন সংস্থা।

সচেতন সোসাইটি নিয়োগ 2022

Conscious Society job circular 2022: উক্ত সংস্থায় চাকরিতে আগ্রহী প্রার্থীদেরকে ডাকযোগের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। কুরিয়ারের মাধ্যমেও আবেদনপত্র প্রেরণ করা যাবে। আবেদনপত্র প্রেরণের শেষ তারিখ আগামী ২১ আগষ্ট ২০২২ ইং। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন। প্রতিদিনের নিত্য নতুন আবডেট চাকরির খবর পেতে ভিজিট করুন bdinbd.com

সরকারি চাকরির লিস্ট

প্রতিষ্ঠানের নাম কী?সচেতন সোসাইটি
চাকরির ধরন কী?এনজিও চাকরি
কোন জেলা?সকল জেলা
ক্যাটাগরি কতটি?০১ টি
নিয়োগ সংখ্যা কত?১০ জন
বয়সসর্বোচ্চ ২৭ বছর
আবেদনের মাধ্যম কী?ডাকযোগ
আবেদনের শেষ তারিখ কবে?২১ আগষ্ট ২০২২
ওয়েবসাইটhttps://sachetansociety.org.bd/

জব সার্কুলার ২০২২

সচেতন সোসাইটি নিয়োগ 2022

নিচে তালিকায় উল্লেখিত সচেতন সোসাইটি নিয়োগ 2022 সার্কুলারের সংক্ষিপ্ত আকারে নিম্ন বর্ণিত কর্মসূচী সংগঠক পদের বিবরন তথা সৃজিত পদের নাম, মোট নিয়োগ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীর বয়স, বেতন ও চাকরির অবস্থান ইত্যাদি সুশৃঙ্খলভাবে তুলে ধরা হলো।

১। কর্মসূচী সংগঠক

  • সৃজিত পদের নাম: কর্মসূচী সংগঠক
  • মোট নিয়োগ সংখ্যা: ১০ জন
  • শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম স্নাতক (নারী ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে)
  • প্রার্থীর বয়স: সর্বোচ্চ ২৭ বছর
  • বেতন: ১৪,০০০/- টাকা (শিক্ষানবিশ কালে সর্ব সাকুল্যে)
  • চাকরির অবস্থান: রাজশাহী

Conscious Society job circular 2022

আবেদনের ঠিকানা: আবেদনে আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২১/০৮/২০২২ইং তারিখের মধ্যে “বরাবর প্রশাসনিক কর্মকর্তা, সচেতন সোসাইটি, `সুগন্ধা”এইচ-২৪৫, সপুরা, বিমান বন্দর সড়ক, রাজশাহী-৬২০৩” এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ারযোগে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

প্রয়োজনীয় শর্তাবলী: যোগ্য প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষার জন্য মোবাইল ফোন বা এসএমএস অথবা ই-মেইল এর মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহনের জন্য আমন্ত্রন জানানো হবে। আবেদনপত্র খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। নির্বাচনী পরিক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

নির্বাচনী পরীক্ষায় লিখিত আবেদনপত্র, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর উল্লেখ পূর্বক, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ২ কপি ছবিসহ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। চাকরিতে নিযুক্ত প্রার্থীদের কার্যালয়ে থাকার সু-ব্যবস্থা আছে।

নির্বাচিত প্রার্থীদের শিক্ষানবিশকাল সফলতার সাথে সম্পূর্ন হলে সংস্থার বেতন কাঠামো অনুসারে বেতন ও বার্ষিক দুটি উৎসব ভাতাসহ বিধি মোতাবেক পি. এফ/ গ্রাচুইটি এবং অন্যান্য সূবিধাদি প্রযোজ্য করা হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।

অন্যদের শেয়ার করুন