দেশবন্ধু গ্রুপ নিয়োগ ২০২৪–Deshbandhu Group job 2024 circular: অসংখ্য প্রার্থী নিয়োগের বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশবন্ধু গ্রুপে নবসৃজিত এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ- এইচআর ও অ্যাডমিন শূন্যপদে প্রতিযােগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হলাে।
দেশবন্ধু গ্রুপ নিয়োগ ২০২৪
দেশবন্ধু গ্রুপটি রিফাইন্ড সুগার, পিপি বোনা ব্যাগ, সিমেন্ট, শিপ ম্যানেজমেন্ট, স্বয়ংক্রিয় চাল মিলিং, সংবাদপত্রের প্রকাশনা, বোনা সোয়েটার উৎপাদন, পাওয়ার জেনারেশন, রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট এবং বাল্ক কমোডিটির ব্যবসায়ের সাথে জড়িত। এই প্রতিষ্ঠানে অসংখ্য কর্মী কর্মরত রয়েছে। নিজের উজ্জল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে উক্ত প্রতিষ্ঠানে নিযুক্ত হতে এখুনি আবেদন প্রক্রিয়া শুরু করুন।
(a) চাকরি দাতা প্রতিষ্ঠানের নাম কী?- দেশবন্ধু গ্রুপ
(b) অফিসিয়াল সাইটঃ https://www.dbg.com.bd/
(c) উল্লেখ্য জেলাঃ সব জেলা
(d) যে ধরনের চাকরিঃ বেসরকারি স্থায়ী
(e) সর্ব মোট পদ সংখ্যাঃ ১ টি
(f) মোট জনবল নিয়োগঃ অসংখ্য
(g) বয়সের সীমাঃ ৪৫-৫০ বছর
(h) আবশ্যিক শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো বিষয়ে মাস্টার্স
(i) আবেদনের শেষ সময়ঃ ২০-০৪-২০২৪ ইং
(j) আবেদনের করা যাবেঃ অনলাইন
- আজকের চাকরির খবর
- সাপ্তাহিক চাকরির খবর ০৬/১২/২০২৪
- সমাজসেবা অধিদপ্তর নিয়োগ ২০২৪
- কর অঞ্চল ২৫ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
পদের বিবরন
- শূণ্য পদ: জেনারেল ম্যানেজার/সিনিয়র মহাব্যবস্থাপক
- মোট নিয়োগ সংখ্যা কত?: অসংখ্য
- আবেদনের জন্য যোগ্যতা: ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে মাস্টার্স
- উক্ত প্রতিষ্ঠানে আবেদনের বয়স কত?: ৪৫-৫০ বছর
- বেতন: আলোচনা সাপেক্ষে
- অভিজ্ঞতা: ১৮ বছর
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- সরকারি যানবাহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- জেলা ও দায়রা জজ এর কার্যালয় পঞ্চগড় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- ঢাকা ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- সাপ্তাহিক চাকরির খবর ০৬/১২/২০২৪
আবেদনের শর্তাবলী
আবেদনের বিবরন
- শর্ত সমূহ:
- আবেদন পদ্ধতি:
- আবেদনপত্র বাতিলের কারন:
(1) শর্ত সমূহ: প্রয়োজনে এবং প্রয়োজনে ব্যবস্থাপনাকে দৈনিক কাজের অগ্রগতি প্রতিবেদন করা। বিভিন্ন বিভাগ, নির্বাহী এবং ব্যবস্থাপনার মধ্যে যোগাযোগ হিসাবে কাজ করা। প্রশাসন ও মানবসম্পদ সম্পর্কিত নীতি, পদ্ধতি প্রণয়ন ও বাস্তবায়নে ব্যবস্থাপনা প্রণয়ন ও অগ্রসর করা। নীতিমালা অনুযায়ী পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা নিশ্চিত করা।
নীতি অনুযায়ী প্রতিষ্ঠানের শাস্তিমূলক ব্যবস্থা এবং অভিযোগের সমস্যাগুলি পরিচালনা করা। বিভিন্ন বিভাগ, নির্বাহী এবং ব্যবস্থাপনার মধ্যে যোগাযোগ হিসাবে কাজ করা। সমস্ত কর্মচারীদের উপস্থিতি সিস্টেম নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ করা। ফাইল তৈরি করা, রিপোর্ট টাইপ করা এবং মেল চিঠিপত্র বজায় রাখার মতো কাজগুলি সম্পাদন করা।
দেশবন্ধু গ্রুপ নিয়োগ ২০২৪
(2) আবেদন পদ্ধতি: চাকরি প্রত্যাশি প্রার্থীগন সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীগন অনলাইন ব্যতীত অন্য যেকোনো মাধ্যমে আবেদন করলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে। প্রার্থীদেরকে নির্ধাারিত তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখুনি আবেদনের জন্য নিচে প্রদত্ত আবেদন বাটনে ক্লিক করুন।
(3) আবেদনপত্র বাতিলের কারন: আবেদনে প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে নিয়ােগ পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়ােগের যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল এবং বিসিক কর্তৃক গৃহীতব্য যে কোন নিয়ােগ পরীক্ষায় আবেদন করার অযােগ্য ঘােষণাসহ তার বিরুদ্ধে যে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশবন্ধু গ্রুপ নিয়োগ ২০২৪
দেশবন্ধু গ্রুপ নিয়োগ ২০২৪ (Deshbandhu Group Job Circular 2024): ১টি পদে একজন দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে সার্কুলা প্রকাশ করেছে দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সাহেরা অটো রাইস মিলস লিঃ এর ফ্যাক্টরীত। নিম্নোক্ত শূণ্য পদ পূরণের নিমিত্তে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। মূলত বাংলাদেশের প্রকৃত নাগরীকরাই উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। দেশবন্ধু গ্রুপ প্রতিষ্ঠানটি খুবই বড় প্রতিষ্ঠান।
ঢাকায় অবস্থিত একটি বাংলাদেশী বহুজাতিক সংগঠন হচ্ছে দেশবন্ধু গ্রুপ। বৈশ্বিক উদ্যোক্তা জনাব গোলাম মোস্তফা কোম্পানির চেয়ারপারসন এবং জনাব গোলাম রহমান দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। দেশবন্ধু গ্রুপের সদর দপ্তর ঢাকার অন্যতম কূটনৈতিক এলাকা বনানীর মোস্তফা সেন্টারে অবস্থিত।
প্রতিষ্ঠানের নাম কী? | দেশবন্ধু গ্রুপ |
চাকরির ধরন কী? | কোম্পানি চাকরি |
কোন জেলা? | সকল জেলা |
ক্যাটাগরি কতটি? | ০১ টি |
নিয়োগ সংখ্যা কত? | ০১ জন |
বয়স কত? | ৪৫-৫০ বছর |
আবেদনের মাধ্যম কী? | ডাকযোগে |
আবেদনের শেষ তারিখ কবে? | ২০ এপ্রিল ২০২৪ |
ওয়েবসাইট | https://www.dbg.com.bd/ |
- সৃজিত পদের নাম: জেনারেল ম্যানেজার/সিনিয়র মহাব্যবস্থাপক
- নিয়োগ সংখ্যা: ০১ জন
- শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে মাস্টার্স
- অভিজ্ঞতা: ১৮ বছর
- বেতন: আলোচনা সাপেক্ষে
দেশবন্ধু গ্রুপ নিয়োগ ২০২৪
রিসেন্ট প্রকাশিত দেশবন্ধু গ্রুপ নিয়োগ সার্কুলারে আবেদনের জন্য আপনার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি এবং ০২ (দুই) কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি সহ আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের ঠিকানা: ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে। মানব সম্পদ বিভাগ, দেশবন্ধু গ্রুপ, মোস্তফা সেন্টার, বাড়ী-৫৯, রোড-২৭, ব্লক- কে, বনানী, ঢাকা-১২১৩ ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে। ফোন: ০২-৪১০৮১৪৯৫; ই-মেইল: hrd_ [email protected]
পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Related searches): দেশবন্ধু গ্রুপে নিয়োগ, দেশবন্ধু গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, দেশবন্ধু গ্রুপ বাংলাদেশ লিমিটেড, দেশবন্ধু গ্রুপ ইতিহাস, দেশ বন্ধু গ্রুপ নিয়োগ ২০২৪, দেশবন্ধু গ্রুপে নিয়োগ 2024