ডাচ বাংলা ব্যাংক নিয়োগ ২০২৪-Dutch Bangla Bank niyog biggopti 2024: ডাচ বাংলা ব্যাংক কর্তৃক প্রকাশিত নতুন নিয়োগ সার্কুলারে লোকবল নিয়োগ দেয়া হবে। ০২ ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হবে। শূণ্যপদ, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতাসহ সময়সীমা ও বিভিন্ন তথ্য বিস্তারিত নিচে দেওয়া আছে।
ডাচ বাংলা ব্যাংক নিয়োগ ২০২৪
কাজের প্রতি ইতিবাচক মনোভাব, পরিপাটি ও সুবক্তা হিসেবে প্রার্থী নিযুক্ত করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে নতুন নতুন মানুয়ের সাথে পরিচিত হয়ে নিজের বিশাল নেটওয়ার্ক তৈরীর ইচ্ছা থাকতে হবে। আবেদনে উৎসুক প্রার্থীদের নিকট হতে উক্ত পদের জন্য অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। বিজ্ঞপ্তি ও আবেদন এখানেই BDinBD.Com
প্রতিষ্ঠানের নাম কী? | ডাচ বাংলা ব্যাংক |
চাকরির ধরন কী? | ব্যাংক নিয়োগ |
কোন জেলা? | সকল জেলা |
ক্যাটাগরি কতটি? | ০২ টি |
নিয়োগ সংখ্যা কত? | ০৬ জন |
বয়স কত? | ১৮-৫৫ বছর |
আবেদনের মাধ্যম কী? | অনলাইন |
আবেদনের শেষ তারিখ কবে? | ২০, ২৫ মার্চ ২০২৪ |
ওয়েবসাইট | www.dutchbanglabank.com |
ডাচ বাংলা ব্যাংক নিয়োগ ২০২৪ সার্কুলার
নিচে তালিকায় উল্লেখিত ডাচ বাংলা ব্যাংক নিয়োগ ২০২৪ সার্কুলারের সংক্ষিপ্ত আকারে নিম্ন বর্ণিত পদসমূহের বিবরন তথা সৃজিত পদের নাম, নিয়োগ সংখ্যা, প্রার্থীর বয়স ও আবেদনের মাধ্যম ইত্যাদি সুশৃঙ্খলভাবে তুলে ধরা হলো।
দেখুন নতুন নিয়োগ সার্কুলার
- আজকের চাকরির খবর
- সাপ্তাহিক চাকরির খবর ২৭/০৯/২০২৪
- সমাজসেবা অধিদপ্তর নিয়োগ ২০২৪
- কর অঞ্চল ২৫ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- সাপ্তাহিক চাকরির খবর ২৭/০৯/২০২৪
- পুলিশ নিয়োগ ২০২৪ সার্কুলার
- বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- বিজিবি নিয়োগ ২০২৪ সার্কুলার
- নৌবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার
ডাচ বাংলা ব্যাংক নিয়োগ ২০২৪
প্রয়োজনীয়তা: সেলস এন্ড মার্কেটিং-এ যাদের ইতিপূর্বে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা আবেদনযোগ্য হিসেবে বিবেচিত হবেন। প্রার্থীদেরকে অবশ্যই বানিজ্য/অর্থনীতি বা এসম্পর্কিত বিষয়ে স্নাতক পাশ থাকতে হবে। শুধুমাত্র ঢাকায় বসবাসরত প্রার্থীগন আবেদন করতে পারবেন। প্রার্থীর নিজস্ব স্মার্ট ফোন এবং মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। তাছাড়া নিজস্ব ল্যাপটপ মোটরবাইক/স্কুটার থাকা বাধ্যতামূলক।
শর্তাবলী: ব্যাংকিং সার্ভিস তথা ক্রেডিট কার্ড, ডিজিটাল পেইমেন্ট সল্যুশনস ইত্যাদি সম্পর্কিত সকল তথ্য পরিপূর্ণভাবে জানা। গ্রাহকের ক্রেডিট কার্ড সম্পর্কে পরিপূর্ণ তথ্য দিয়ে সঠিকভাবে এ্যাপ্লিকেশন ফরম পূরণ করানো এবং প্রয়োজনীয় কাগজ পএাদি সঠিকভাবে সংগ্রহ করা। ডেইলি কমপক্ষে ২ টি ক্রেডিট কার্ড এ্যাপ্লিকেশন সংগ্রহ করা।
প্রতিদিন নূন্যতম ৩০ জন সম্ভাব্য গ্রাহকের সাথে দেখা করা এবং কমপক্ষে ৫০ জন গ্রাহককে ফোন করে- ক্রেডিট কার্ড এর গণাগুণ বোঝানো। বিভিন্ন তথ্যের উৎস থেকে সোসাইটি বা ক্লার এর সদস্য/কর্মকর্তা বা সুপরিচিত বহুজাতিক/দেশীয় প্রতিষ্ঠানের তালিকা/ নির্দেশিকা সংগ্রহ করে সম্ভাব্য গ্রাহকদের তালিকা তৈরি করা।
কর্পোরেট অফিসার বা বিভিন্ন বহুজাতিক/ দেশীয় প্রতিষ্ঠানে প্রোডাক্ট প্রেসেন্টেশন করা এবং এর গুণগান/ প্রয়োজনীয়তা/ বেনিফিট ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা। অনুমতি নিয়ে সম্ভাব্য গ্রাহকদের কাছ থেকে তাদের ভিজিটিং কার্ড এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা। প্রার্থীদেরকে গ্রাহক সেবা নিশ্চিত বাধ্যতামূলক।
আবেদনের পদ্ধতি: চাকরি আগ্রহী প্রার্থীগন সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করলে তা গ্রহনযোগ্য হবে না। এখুনি আবেদনের জন্য নিচে প্রদত্ত আবেদন বাটনে ক্লিক করুন।
আবেদনপত্র বাতিলের কারন: আবেদনে প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে নিয়ােগ পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়ােগের যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল এবং বিসিক কর্তৃক গৃহীতব্য যে কোন নিয়ােগ পরীক্ষায় আবেদন করার অযােগ্য ঘােষণাসহ তার বিরুদ্ধে যে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনি কি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি খুজছেন? ডাচ বাংলা ব্যাংক নিয়োগ সার্কুলার-টি দেখুন। এখানে ০২ টি ক্যাটাগরিতে অসংখ্য দক্ষ জনবল নিয়োগ দেওয়া হবে। ডাচ বাংলা ব্যাংক-এ আবেদনের সকল গুরুত্বপূর্ন তথ্য এই পোস্টে দেওয়া হয়েছে। আপনার যোগত্য ও দক্ষতা অনুযায়ী ডাচ বাংলা ব্যাংক-এ আবেদন করুন।
বর্তমানে ডিবিবিএল বাংলাদেশের বড় ব্যাংকের ভিতর একটি লাভজনক ব্যাংক উক্ত ব্যাংক তাদের অফিসে জনবল নিয়োগের লক্ষ্যে ডাচ বাংলা ব্যাংক নিয়োগ ২০২৪ সার্কুলার প্রাকাশ করেছে। এটি বাংলদেশে ব্যাংকিং সেবা দেয়ার উদ্দেশ্যে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ দ্বারা পরিচালিত হয়।
ডিবিবিএল বা ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড যা বাংলাদেশ ও নেদারল্যান্ডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি বেসরকারি ব্যাংক। বাংলাদেশের নাগরীক এটি এম. সাহাবুদ্দিন আহমদ এ ব্যাংকে বাংলাদেশের হয়ে কাজ করেন। মূলত ডাচ্ ফিনান্সিং সংস্থা নামক নেদারল্যান্ডের একটি বড় কোম্পানির যৌথ উদ্যোগে-ই ডিবিবিএল প্রতিষ্ঠিত হয়।
নিচের টেবিলে/On the table below ডাচ বাংলা ব্যাংক নিয়োগ সম্পর্কৃত তথ্য, এবং আবেদনের জন্য কিছু তথ্য টেবিল আকারে তুলেধরা হলো। বিস্তারিত জানার জন্য নীচের বিবরণ দেখুন (See details below for details) অথবা অফিসিয়াল সার্কুলার দেখুন। আমরা প্রতিদিনের আপডেট নতুন নতুন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করি।
এই পোষ্টে উল্লেখিত সকল তথ্য উপাত্তা দেখে-নিন এবং আপনার কাঙ্ক্ষিত পদে নিয়োগ পেতে ব্যাংক নিয়োগ ২০২৪ সার্কুলারে আবেদন করুন। এবং নির্ধারিত সময় শেষ হওয়ার পূর্বেই ডাচ বাংলা ব্যাংকে অনলাইনে আবেদন করুন। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড বাংলাদেশের বিশ্বস্ত এবং বড় কম্পানি।