পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ ২০২৪

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (PMK Job Circular 2024) প্রকাশিত হয়েছে। পিএমকে নিয়োগটি বিডিজবস.কম ও তাদের www.pmk-bd.org অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন পদে অসংখ্য জন লােক নিয়ােগ দেওয়া হবে। পিএমকে জব সার্কুলার ২০২৪ আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে/ডাকযোগে আবেদন করতে পারবেন।

এই পােস্টের মাধ্যমে আমরা পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) নিয়োগ ২০২৪ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Palli Mangal Program Job Circular 2024-এর আলােকে বিস্তারিত জেনে আসি।

আরও দেখুন

এক নজরে আজকের চাকরি
এক নজরে কোম্পানি চাকরি
প্রতিষ্ঠানের নাম: পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)
নিয়োগ প্রকাশের তারিখ: ০২, ০৯ জুলাই ২০২৪
চলমান নিয়োগ: ০২টি
পদের সংখ্যা: অসংখ্য জন
বয়সসীমা: ১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা: ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ
চাকরির ধরন: এনজিও চাকরি
অফিসিয়াল ওয়েব সাইট: www.pmk-bd.org
আবেদনের শুরু তারিখ: আবেদন শুরু হয়েছে
আবেদনের শেষ তারিখ: ১৮, ২২ জুলাই ২০২৪
আবেদনের মাধ্যম: অনলাইনে/ডাকযোগে
নিয়োগ প্রকাশের সূত্র: বিডিজবস.কম

পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ ২০২

একটি নেতৃস্থানীয় জাতীয় পর্যায়ের উন্নয়নমূলক সংস্থা হিসেবে সুপরিচিত পল্লী মঙ্গল কর্মসূচী। জিরাবো, আশুলিয়া, ঢাকায় এর সদর দপ্তর অবস্থিত। স্থানীয় নারী-পুরুষের একদল স্বেচ্ছাসেবী প্রচেষ্টায় এটির সূচনা হয়েছিল। এটি আনুষ্ঠানিকভাবে ১৯৮৮ সালে সমাজসেবা অধিদপ্তরের সাথে এবং পরে ১৯৯৩ সালে বিদেশী অনুদান পাওয়ার জন্য এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোতে নিবন্ধিত হয়েছিল।

পদের বিবরন:

পদের নামঃ উপ-পরিচালক (মাইক্রোফাইন্যান্স)
পদ সংখ্যাঃ ০৫টি।
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমান।
মাসিক বেতনঃ আলোচনা সাপেক্ষে।

পদের নামঃ প্রোগ্রাম ম্যানেজার
পদ সংখ্যাঃ ১০টি।
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমান।
মাসিক বেতনঃ আলোচনা সাপেক্ষে।

পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

আরও দেখুন

এক নজরে আজকের চাকরি
এক নজরে কোম্পানি চাকরি
পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ ২০২৪
পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ ২০২৪

পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ ২০২৪

পিএমকে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি এর সনদপ্রাপ্ত, পল্লী মঙ্গল কর্মসূচী একটি জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়নমূলক প্রতিষ্ঠান। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানে ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রমে কাজ করার জন্য নিম্ন উল্লেখিত পদসমূহে পরিশ্রমী জনবল নিযুক্ত করা হবে। আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে।

PMD Ngo Job Circular 2024

আবেদনের ঠিকানা: চাকরি প্রত্যাশি প্রার্থীদেরকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহনযোগ্য নয়। এখুনি আবেদনের জন্য নিচে প্রদত্ত আবেদন বাটনে ক্লিক করুন।

পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ ২০২

আবেদনের শর্তাবলী

চাকরিতে যােগদানের পূর্বে নির্বাচিত প্রার্থীদের ০৩ দিনের প্রশিক্ষণ প্রদান করা হবে। বাছাইকৃতদের প্রশিক্ষণ শেষে ১ বৎসরের জন্য শিক্ষানবিশ হিসেবে নিয়ােগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের শিক্ষানবিশকাল শেষে মূল্যায়ন সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামােভূক্ত করা হবে। তাছাড়া বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান, সাপ্তাহিক ছুটি ০২ দিন ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। প্রার্থীর পদের নাম ও মােবাইল নম্বর আবেদনপত্রে অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদনে প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে নিয়ােগ পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়ােগের যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল এবং বিসিক কর্তৃক গৃহীতব্য যে কোন নিয়ােগ পরীক্ষায় আবেদন করার অযােগ্য ঘােষণাসহ তার বিরুদ্ধে যে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পল্লী মঙ্গল কর্মসূচী

পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Related searches): পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ 2024, পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি 2024, পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি, পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ, পল্লী মঙ্গল কর্মসূচী, পল্লী মঙ্গল কর্মসূচী হেড অফিস, সব শাখা তালিকা pmk, পল্লী মঙ্গল ব্যাংক, পল্লী মঙ্গল এনজিও লোন, Pmk এনজিও বাংলাদেশে প্রতিষ্ঠিত।

অন্যদের শেয়ার করুন

Leave a Comment