পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ ২০২২

পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ ২০২২PMK Ngo Job Circular 2022: পল্লী মঙ্গল কর্মসূচী প্রকাশিত নতুন নিয়োগ সার্কুলারে একাধিক পদে লোকবল নিয়োগ দেয়া হবে। মোট ৩ ক্যাটাগরিতে প্রথম ক্যাটাগরিতে ১০০ জন, দ্বিতীয় ক্যাটাগরিতে ১০০ জন ও তৃতীয় ক্যাটাগরিতে ৫০ জন, সর্বমোট ২৫০ জন নিয়োগ দেওয়া হবে। শূণ্যপদ, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতাসহ সময়সীমা ও বিভিন্ন তথ্য বিস্তারিত নিচে দেওয়া আছে।

পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ ২০২২

একটি নেতৃস্থানীয় জাতীয় পর্যায়ের উন্নয়নমূলক সংস্থা হিসেবে সুপরিচিত পল্লী মঙ্গল কর্মসূচী। জিরাবো, আশুলিয়া, ঢাকায় এর সদর দপ্তর অবস্থিত। স্থানীয় নারী-পুরুষের একদল স্বেচ্ছাসেবী প্রচেষ্টায় এটির সূচনা হয়েছিল। এটি আনুষ্ঠানিকভাবে ১৯৮৮ সালে সমাজসেবা অধিদপ্তরের সাথে এবং পরে ১৯৯৩ সালে বিদেশী অনুদান পাওয়ার জন্য এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোতে নিবন্ধিত হয়েছিল।

পল্লী মঙ্গল কর্মসূচী-তে নতুন নিয়োগ

(01) নিয়োগকারী প্রতিষ্ঠান- পল্লী মঙ্গল কর্মসূচী

(02) অফিসিয়াল সাইটঃ https://www.pmk-bd.org/

(03) জেলাঃ সকল জেলা

(04) চাকরির ধরনঃ এনজিও স্থায়ী

(05) মোট ক্যাটাগরিঃ ০৩ টি

(06) জনবল নিয়োগঃ ২৫০ জন

(07) বয়সীমাঃ ২৫-৩৩ বছর

(08) শিক্ষাগত যোগ্যতাঃ সার্কুলারে

(09) আবেদনের শেষ সময়ঃ ১২, ২২-০৯-২০২২ ইং

(10) আবেদনের মাধ্যমঃ অনলাইন

পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

  • পদের নাম কী? প্রেগ্রাম ম্যানেজার
  • নিয়োগ সংখ্যা কত? ০৫ জন
  • শিক্ষাগত যোগ্যতা কী? স্নাতকোত্তর/ সমমান
  • আবেদনের বয়স কত? সর্বোচ্চ ৪০ বছর
  • বেতন কত? আলোচনা সাপেক্ষে।
পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ ২০২২

পিএমকে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি এর সনদপ্রাপ্ত, পল্লী মঙ্গল কর্মসূচী একটি জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়নমূলক প্রতিষ্ঠান। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানে ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রমে কাজ করার জন্য নিম্ন উল্লেখিত পদসমূহে পরিশ্রমী জনবল নিযুক্ত করা হবে। আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে।

  • শূণ্য পদের নাম কী? ক্রেডিট অফিসার
  • নিয়োগ সংখ্যা কত? ১০০ জন
  • শিক্ষাগত যোগ্যতা কী? স্নাতকোত্তর/ সমমান
  • আবেদনের বয়স কত? সর্বোচ্চ ২৫-৩৩ বছর
  • বেতন কত? ২৮,৪১৩ টাকা
  • শূণ্য পদের নাম কী? ফিল্ড অফিসার
  • নিয়োগ সংখ্যা কত? ১০০ জন
  • শিক্ষাগত যোগ্যতা কী? স্নাতক/ সমমান
  • আবেদনের বয়স কত? সর্বোচ্চ ২৪-৩২ বছর
  • বেতন কত? ২৫,৩৯০ টাকা
  • শূণ্য পদের নাম কী? একাউন্টস অফিসার
  • নিয়োগ সংখ্যা কত? ৫০ জন
  • শিক্ষাগত যোগ্যতা কী? বিবিএ
  • আবেদনের বয়স কত? সর্বোচ্চ ২৫-৩৩ বছর
  • বেতন কত? ২৫,৩৯০ টাকা

PMD Ngo Job Circular 2022

আবেদনের ঠিকানা: চাকরি প্রত্যাশি প্রার্থীদেরকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহনযোগ্য নয়। এখুনি আবেদনের জন্য নিচে প্রদত্ত আবেদন বাটনে ক্লিক করুন।

জনপ্রিয় সার্কুলার

পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ ২০২২

আবেদনের শর্তাবলী

চাকরিতে যােগদানের পূর্বে নির্বাচিত প্রার্থীদের ০৩ দিনের প্রশিক্ষণ প্রদান করা হবে। বাছাইকৃতদের প্রশিক্ষণ শেষে ১ বৎসরের জন্য শিক্ষানবিশ হিসেবে নিয়ােগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের শিক্ষানবিশকাল শেষে মূল্যায়ন সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামােভূক্ত করা হবে। তাছাড়া বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান, সাপ্তাহিক ছুটি ০২ দিন ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। প্রার্থীর পদের নাম ও মােবাইল নম্বর আবেদনপত্রে অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদনে আগ্রহী প্রার্থীদেরকে নির্ধারিত সময়ে আবেদনপত্রসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরােধ করা হলাে। আগামী ০৫.০৯.২০২২ তারিখ “ক্রেডিট অফিসার“ ০৭.০৯.২০২২ তারিখ “ফিল্ড অফিসার” এবং ১২.০৯.২০২২ তারিখ “একাউন্টস্ অফিসার-II” পদের প্রার্থীদেরকে উপস্থিত থাকতে হবে।

আবেদনে প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে নিয়ােগ পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়ােগের যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল এবং বিসিক কর্তৃক গৃহীতব্য যে কোন নিয়ােগ পরীক্ষায় আবেদন করার অযােগ্য ঘােষণাসহ তার বিরুদ্ধে যে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পল্লী মঙ্গল কর্মসূচী

পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Related searches): পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ 2022, পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি 2022, পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি, পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ, পল্লী মঙ্গল কর্মসূচী, পল্লী মঙ্গল কর্মসূচী হেড অফিস, সব শাখা তালিকা pmk, পল্লী মঙ্গল ব্যাংক, পল্লী মঙ্গল এনজিও লোন, Pmk এনজিও বাংলাদেশে প্রতিষ্ঠিত।

আপনি কি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি খুজছেন? পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ সার্কুলার-টি দেখুন। এখানে ৩ টি ক্যাটাগরিতে ২৫০ জন দক্ষ জনবল নিয়োগ দেওয়া হবে। পল্লী মঙ্গল কর্মসূচী-তে আবেদনের সকল গুরুত্বপূর্ন তথ্য এই পোস্টে দেওয়া হয়েছে। আপনার যোগত্য ও দক্ষতা অনুযায়ী পল্লী মঙ্গল কর্মসূচী-তে আবেদন করুন।

অন্যদের শেয়ার করুন

bdinbd.com