টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: TMSS job Circular 2023: ১৩ টি পদে ৭০ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টিএমএসএস। টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বৃহত্তম বেসরকারী উন্নয়ন সংস্থা। অত্র সংস্থার ICT ডোমেইনের আওতায় বাস্তবায়নের জন্য নিম্নে বর্ণিত পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থীদেরকে ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত নিচের বিবরণ থেকে দেখুন।
টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা টি এম এস এস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-এ অসংখ্য জনবল নিয়োগের নতুন সার্কুলার প্রকাশ করেছে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে ভিন্ন ভিন্ন পদে প্রার্থী নিয়োগ করা হবে। নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তসাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছে। প্রতিদিনের নিত্য নতুন আবডেট চাকরির খবর পেতে নিয়মিত ভিজিট করুন BDinBD.Com
প্রতিষ্ঠানের নাম কী? | টিএমএসএস |
চাকরির ধরন কী | বেসরকারি চাকরি |
কোন জেলা? | সকল জেলা |
শিক্ষাগত যোগ্যতা কী? | নিম্নে উল্লেখিত |
ক্যাটাগরি কত টি? | ১৩ টি |
নিয়োগ সংখ্যা কত? | ৭০ জন |
আবেদনের মাধ্যম | ডাকযোগ |
আবেদনের শেষ তারিখ | চলমান থাকবে, ১১ এপ্রিল ২০২৩ |
টি এম এস এস নিয়োগ ২০২৩ সার্কুলার
নিচে তালিকায় উল্লেখিত টিএমএসএস নিয়োগ ২০২৩ সার্কুলারের সংক্ষিপ্ত আকারে নিম্ন বর্ণিত পদসমূহের বিবরন তথা পদের নাম, নিয়োগ সংখ্যা, শিক্ষগত যোগ্যতা, বয়স ও বেতন ইত্যাদি সুশৃঙ্খলভাবে তুলে ধরা হলো।
- পদের নাম: সমৃদ্ধি কর্মসূচি সম্বয়নকারী
- নিয়োগ সংখ্যা: ০৩ জন
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রিধারী।
- অভিজ্ঞতা: ০৪ বছরের।
- বেতন: ৩২,৫০০/-
- পদের নাম: সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা
- নিয়োগ সংখ্যা: ০৩ জন
- শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা পাস।
- বেতন: ১৮,০০০/-
- পদের নাম: সমাজ উন্নয়ন কর্মকর্তা
- নিয়োগ সংখ্যা: ০৩ জন
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান পাস।
- বেতন: ১৬,০০০/-
- আবেদনের শেষ তারিখ: ১১ এপ্রিল ২০২৩

আবেদনের ঠিকানা: আবেদনপত্র অফিস চলাকালীন সময়ে টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া-৫৮০০ এই ঠিকানায় পৌছাতে হবে।
- পদ সংখ্যা: ১০টি
- নিয়োগ সংখ্যা: ৬১ জন
- শিক্ষাগত যোগ্যতা: বিএম এ্যান্ড ডিসি/এমবিবিএস/প্যারামেডিকেল/স্নাতক।
- আবেদনের শেষ তারিখ: ১১ এপ্রিল ২০২৩

- পদের নাম: সিকিউরিটি ইনচার্জ/মার্কেটিং অফিসার/সিকিউরিটি সুপারভাইজার/রিক্রুন্টিং অফিসার
- নিয়োগ সংখ্যা: ৪০ জন
- শিক্ষগত যোগ্যতা: স্নাতক/সমমান
- বয়স: ২৫-৫০ বছর
- অভিজ্ঞতা: নূন্যতম ১০ বছর
- বেতন: ১৫,০০০-৩০,০০০/-
- পদের নাম: সিকিউরিটি গার্ড
- নিয়োগ সংখ্যা: ১,৫০০ জন
- শিক্ষগত যোগ্যতা: পঞ্চম শ্রেণী পাশ।
- উচ্চতা: পুরুষ-৫’-৪’’, ৫’-২’’
- বয়স: ১৮-৫০ বছর
- বেতন: ১০,০০০-১৪,০০০/-
আবেদনপত্র গ্রহন চলমান থাকবে
ডাকযোগে আবেদনের ঠিকানা: আবেদনপত্র অফিস চলাকালীন সময়ে টিএমএসএস সিকিউরিটি এজেন্সী লিঃ, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া-৫৮০০ অথবা রূপনগর আবাসিক এলাকা, রোড- ১১, বাড়ী- ১৫, মিরপুর, | ঢাকা-১২১৬ অথবা টিএমএসএস এর যে কোন শাখা অফিসে পৌছাতে হবে।

দেখুন নতুন নিয়োগ
- বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- নৌবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার
টিএমএসএস নিয়োগে আবেদনের শর্তাবলী
আবেদেনের জন্য প্রয়োজনীয়: আগ্রহী প্রার্থীগণকে সদ্য তােলা ০৩ (তিন) কপি রঙিন পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি, মােবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ আবেদন পরিচালক (এইচআরএম এন্ড এডমিন) বরাবর প্রেরণ করতে হবে।
পরীক্ষার তারিখ, খামের উপরে কি লিখতে হবে, জামানত: সকল পদের নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS এ মােবাইল ফোনের মাধ্যমে প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে। ৩। খামের উপর পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে। ৪। নির্বাচিত প্রার্থীদেরকে যােগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত লভ্যাংশসহ ফেরতযােগ্য প্রদান করতে হবে।
নির্বাচনী পরীক্ষায় প্রয়েজনীয়: নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। ইতিপূর্বে যারা টিএমএসএস-এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে।
চাকরিচ্যুত কর্মী, টিএ/ডিএ, আবেদন বাতিল: তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মী আবেদন করতে পারবেন না। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোন কারণ বা ব্যাখ্যা ছাড়াই আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
টিএমএসএস নিয়োগ পরীক্ষার প্রশ্ন
১। টিএমএসএস কী ধরনের প্রতিষ্ঠান?
উত্তরঃ টিএমএসএস বাংলাদেশের একটি ক্ষুদ্রঋণ ভিত্তিক এনজিও।
২। টিএমএসএস কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৮০ সালে টিএমএসএস প্রতিষ্ঠিত হয়।
আমি এই নিয়োগে আবেদন করতে চাই।আবেদন করবো কিভাবে আবেদন। জানতে চাই
ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে। নিয়োগ সার্কুলারে এবং সার্কুলারের নিচে আবেদনের ঠিকানা দেওয়া আছে। অনুগ্রহ করে সার্কুলারটি ভালোভাবে পড়লেই বুঝতে পারবেন। ধন্যবাদ!
ভাই আমি আবেদন করতে চাই কিভাবে করবো
ডাকযোগে আবেদন করতে হবে। ঠিকানা অফিসিয়াল সার্কুলারে এবং সার্কুলারের উপরে দেওয়া আছে।
আমি তো একজন স্টুডেন্ট। আমার তো আইডি কার্ড নাই।তাহলে কি আমি আবেদন করতে পারবো ভাই।
টিএমএসএস অফিসে যোগাযোগ করুন। google chrome এ টিএমএসএস লিখে সার্চদিলে-ই টিএমএসএস অফিস পাবেন। ধন্যবাদ
স্যার ফিল্ডসুপারভাইজার পোষ্টে ভাইভা পরিক্ষা হয়েছিল যশোর ডোমিনঅফিসে। স্যার ভাইভার রেজাল্ট কি দিয়েছে স্যার?
ভাই আমি কি আজকে আবেদন করতে পারবো?
পারবেন।
ভাই আমার সিকিউরিটি গার্ড চাকুরিটি লাগবে। আমি কি ২-৩ দিনের ভেতর আবেদন করতে পারবো? উচ্চতা ৫ ফিট উপরে
হ্যা পারবেন।
ভাই আমি খুব গরিব ১ টা চাকুরি দিলে ভালো হত
আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করুন।
Sir,ami apnar NGO ta mat korme hesaba Chakre korta ci.SSC-2017.Great-4.00.HSC-2020.Great-4.25.Ishwargonj,Mymensingh, Dhaka.apna NGO ta Chakre korar sojog dela upokretoo hotam.
আবেদন করুন
আমি ফিল্ড সুপারভাইজার চাকরি করতে চাই, কিন্তু আমার অভিজ্ঞতা নাই, তাহলে আমি কি আবেদন করতে পারবো
হ্যা পারবেন। অভিজ্ঞতা খুব বেশি প্রয়োজন হবে না। অভিজ্ঞতা থাকলে সুযোগ সুবিধা বেশি পাবেন এই আর কিছুনা। ধন্যবাদ!
স্বাস্থ্য কর্মকর্তা পোস্ট এ আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করবো জানান প্লিজ
ভাই আবেদনের সময় শেষ।
ভাই এই টিএমএসএস এর নিয়োগ কি এখনো আছে আমি কি এখনো এপ্লাই করতে পারব
১ম সার্কুলারের দুট পদের আবেদন প্রকিয়া চলমান থাকবে। আপনি আবেদন করতে পারবেন।