নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-Nasing Admission Notification 2022-2023: নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ সেশেনের নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নাসিং ও মিডওয়ািইফারি অধিদপ্তর। নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি 2023 এ আবেদনের সময়সীমা ১৭-০৮-২০২২ ইং পর্যন্ত। নার্সিং এ ভর্তি হতে আগ্রহী সকল প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য আহবান করা যাচ্ছে। নার্সিং এ ভর্তি বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য নিম্নে দেওয়া হলো। চাকরির খবর পেতে ভিজিট করুন BDinBD.Com
নার্সিং-এ সাধারণত ৩ ক্যাটাগরি হয়ে থাকে:
১ নং: বিএসসি নার্সিং
২ নং: ডিপ্লোমা নার্সিং
৩ নং: ডিপ্লোমা মিডওয়াইফার
যে সকল বিষয়গুলো সম্পর্কে সরকারি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তিতে আপনি যা যা জানতে পারবেন সেগুলো হলো:
১ নং: নার্সিং ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা।
২ নং: নার্সিং ভর্তি পরীক্ষার তারিখ।
৩ নং: নার্সিং ভর্তি পরীক্ষার আবেদন ফ্রি।
৪ নং: নার্সিং এর আসন সংখ্যা, নার্সিং এ আবেদন করার অনেক নিয়মবলী ও আরো কিছু তথ্য।
৫ নং: মেধা তালিকা তৈরি পদ্ধতি।
৬ নং: নার্সিং পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার মানবন্টন।
অনলাইনে সরকারি নার্সিং-এ আবেদন ফরম পূরণ করার নিয়মাবলী:
আগ্রহী প্রার্থীদেরকে (http://dgnm.teletalk.com.bd) নার্সিং-এর অফিসিয়াল ওয়েবসাইটের লিংকে প্রবেশ করতে হবে। পরবর্তীতে প্রার্থীর নির্ধারিত কোর্সটি বাছাই করতে হবে। তারপর একটি আবেদন ছক পূরণ করতে হবে। ভর্তি সাবমিট এর পূর্বে প্রার্থীর ছবি ও স্বাক্ষর অবশ্যই আপলোড করতে হবে। ছবিটি (সদ্য তোলা রঙিন) ৩০০*৩০০ এই সাইজের মাপে হতে হবে।
ভর্তির যোগ্যতা ২০২২–২০২৩:
আবেদনযোগ্য প্রার্থীদের ২০১৭ ও ২০১৮ সালে এসএসসি ও ২০১৯ ও ২০২০ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিএসসি ইন নার্সিং-এ বিজ্ঞান বিভাগের জন্য আবেদনকারীর এসএসসি ও এইচএসসি সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। সংশ্লিষ্ট কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০ এর কম গ্রহনযোগ্য নয়। তাছাড়া উভয় পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে জিপিএ ৩.০০ থাকতে হবে।
ভর্তিযোগ্য আসন সংখ্যা:
১ নং: বিএসসি ইন নার্সিং এর আসন সংখ্যা মোট ১২০০ টি।
২ নং: ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াফারী আসন সংখ্যা মোট ২৭৩০ টি।
৩ নং: ডিপ্লোমা ইন মিডওয়াফারী আসন সংখ্যা মোট ১০৫০ টি।
সারা বাংলাদেশের আসন সংখ্যা এখানে উল্লেখ নেই
ভর্তি পরীক্ষার আবেদন ফী:
১ নং: বিএসসি ইন নার্সিং- ৭০০ টাকা।
২ নং: ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াফারী- ৫০০ টাকা
৩ নং: ডিপ্লোমা ইন মিডওয়াফরী- ৫০০ টাকা
ভর্তি পরীক্ষার সময়সীমা ২০২২-২০২৩:
১ নং: ১৫ জুলাই সকাল ১০ টা থেকে আবেদন শুরু।
২ নং: ১৭ই আগস্ট ১২ টা পর্যন্ত আবেদন শেষ।
৩ নং: ১৮ই আগস্ট ১২ টার মধ্যে অনলাইনে টাকা জমা দিতে হবে।
৪ নং: পরবর্তী নোটিশে প্রবেশপত্র ডাউনলোডের তারিখ জানিয়ে দেওয়া হবে।
৫ নং: পরবর্তী আপডেটে ভর্তি পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হবে।
নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩





নার্সিং ভর্তি পরীক্ষা প্রবেশ পত্র ডাউলোড
অনলাইনে নাসিং ভর্তি পরীক্ষার আবেদন লিংক, আবেদনের নিয়মাবলী এবং প্রয়োজনীয় সকল তথ্য নসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এর ওয়েবসাইট (bnmc.teletalk.com.bd) এ পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পূর্বে প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত সার্কুলার এবং তাদের দেওয়া দিক নির্দেশনা অনুসরণ করার জন্য সকল প্রর্থীদের বলা হয়েছে।
২০২২ সালের নসিং ভর্তি বিজ্ঞপ্তির তথ্য সংক্ষিপ্তভাবে টেবিল আকারে উপস্থাপন করা হলো
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ নাসিং ও মিডওয়ািইফারি কাউন্সিল |
কোর্সের নাম | বিএসসি ইন নর্সিং ডিপ্লোমা ইন নাসিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ডিপ্লোমা ইন মিডওয়ািইফারি কোর্স |
শিক্ষাগত যোগ্যতা | ২০২০/২০২১ সালে এইচএসসি/সমমান এবং ২০১৮/২০১৯ সালে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ |
শিক্ষাবর্ষ | ২০২১-২০২২ |
আবেদন শুরু | ৩ এপ্রিল ২০২২ |
আবেদন শেষ | ২০ এপ্রিল ২০২২ |
প্রবেশপত্র ডাউলোড | ১২ মে ২০২২, সকাল ১০ টা |
ভর্তি পরীক্ষার তারিখ | ২০ মে ২০২২ (শুক্রবার) ১০টা-১১টা |
প্রশ্ন পত্রের মানবন্টন | MCQ- 100 SSC – 20 HSC – 20 Total= 150 Marks |
Nasing Admission 2022
Post Related searches: বি এস সি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২, ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২২, নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২, নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২, নার্সিং ভর্তি প্রশ্ন, নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে।