অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ নিয়োগ ২০২২, পদ ৩১০ টি

Rate this post

অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ নিয়োগ ২০২২-Alternative Development Initiative Job Circular 2022: অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রো ক্রেডিট রেগুলেটরী অথরিটি কর্তৃক অনুমােদিত ও পিকেএসএফ-এর আর্থিক সহযােগিতায় পরিচালিত। এই সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ নিয়োগ ২০২২

প্রার্থীদেরকে অবশ্যই সংস্থার কর্ম এলাকায় (ঢাকা, কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম, ফরিদপুর ও মাগুরা জেলায়) কাজ করতে আগ্রহী থাকতে হবে। ০৫ টি পদে সর্বমোট ৩১০ জন প্রার্থী নিযুক্ত করা হবে। আবেদনযোগ্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০-৪০ বছর। আগ্রহী প্রার্থীদেরকে সরাসরি ডাকযোগের মাধ্যমে আবেদনপত্র প্রেরন করতে হবে। আবেদনপত্র জামাদানের শেষ তারিখ আগামী ২৪/১১/২০২২ ইং। বিস্তারিত জানতে অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ নিয়োগ ২০২২ বিজ্ঞপ্তিটি দেখুন।

প্রতিষ্ঠানের নাম কী?অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ
চাকরির ধরন কী?এনজিও চাকরি
কোন জেলা?সকল জেলা
ক্যাটাগরি কতটি?০৫ টি
নিয়োগ সংখ্যা কত?৩১০ জন
বয়স কত?সর্বোচ্চ ৩০-৪০ বছর
আবেদনের মাধ্যম কী?ডাকযোগ
আবেদনের শেষ তারিখ কবে?২৪ নভেম্বর ২০২২
ওয়েবসাইটhttp://adibd.org/

অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ নিয়োগ ২০২২ সার্কুলার

নিচে তালিকায় উল্লেখিত অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ নিয়োগ ২০২২ সার্কুলারের সংক্ষিপ্ত আকারে নিম্ন বর্ণিত পদসমূহের বিবরন তথা সৃজিত পদের নাম, মোট নিয়োগ সংখ্যা, বয়স ও বেতন স্কেল ইত্যাদি সুশৃঙ্খলভাবে তুলে ধরা হলো।

১। ব্রাঞ্চ ম্যানেজার (ঋণ কার্যক্রম)

  • সৃজিত পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার
  • মোট নিয়োগ সংখ্যা: ৩০ জন
  • বয়স: সর্বোচ্চ ৪০ বছর
  • বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে

২। ব্রাঞ্চ হিসাব রক্ষক (ঋণ কার্যক্রম)

  • সৃজিত পদের নাম: ব্রাঞ্চ হিসাব রক্ষক
  • মোট নিয়োগ সংখ্যা: ৩০ জন
  • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
  • বেতন স্কেল: ২২,০০০-২৪,৯৩৪/- টাকা

৩। সিনিয়র কমিউনিটি অর্গানাইজার

  • সৃজিত পদের নাম: সিনিয়র কমিউনিটি অর্গানাইজার
  • মোট নিয়োগ সংখ্যা: ৫০ জন
  • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
  • বেতন স্কেল: ২২,০০০-২৩,৭৭৭/- টাকা

৪। কমিউনিটি অর্গানাইজার (ঋণ কার্যক্রম)

  • সৃজিত পদের নাম: কমিউনিটি অর্গানাইজার
  • মোট নিয়োগ সংখ্যা: ১০০ জন
  • বয়স: সর্বোচ্চ ৩০ বছর
  • বেতন স্কেল: ২০,০০০-২২,০২২/- টাকা

৫। ট্রেনি কমিউনিটি অর্গানাইজার (টিসিও), (ঋণ কার্যক্রম)

  • সৃজিত পদের নাম: ট্রেনি কমিউনিটি অর্গানাইজার
  • মোট নিয়োগ সংখ্যা: ১০০ জন
  • বয়স: সর্বোচ্চ ৩০ বছর
  • বেতন স্কেল: ১৬,০০০-২২,০২২/- টাকা
অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ নিয়োগ ২০২২
অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ নিয়োগ ২০২২

আবেদনের ঠিকানাঃ

আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২৪/১১/২০২২ ইং তারিখের মধ্যে ডাকযোগের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। প্রার্থীদেরকে নির্বাহী পরিচালক, বরাবর “এডিআই, মিয়াজী টাওয়ার, বাড়ী নং-৫৮৫ম তলা), রােড নং-০৩, ব্লক-বি, নিকেতন, গুলশান-০১, ঢাকা-১২১২”- ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে।

অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ নিয়োগ ২০২২

আবেদনের শর্তাবলীঃ

প্রার্থীদেরকে পূর্ণ জীবন বৃত্তান্ত ও সদ্য তােলা ছবি এবং প্রয়ােজনীয় কাগজ-পত্রাদী আবেদনপত্রে সংযুক্ত করতে হবে। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ন হইলে প্রাথমিক ভাবে অস্থায়ী ভিত্তিতে নিযুক্ত করা হবে। ১-৪ নং পদের জন্য শিক্ষানবিসকাল ৪ মাস। আবশ্যিকভাবে ১নং পদের প্রার্থীদের মােটর সাইকেল এর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরনের পর সংস্থার নির্ধারিত বেতন কাঠামাে অনুযায়ী বেতন ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, দুটি উৎসব ভাতা, সংস্থার নিয়ম অনুযায়ী লাঞ্চ ভাতা, দূরত্ব ভাতা, নগর ভাতা পিএফ ঋণ, উৎসাহ ভাতা ও দুর্যোগ প্রবন ভাতা ইত্যাদি সুবিধা প্রাপ্য হবে। ১নং পদে জন্য মােটর সাইকেল চালানাে বাধ্যতামূলক। প্রার্থীদেরকে খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

২, ৩, ৪ ও ৫ নং পদে নির্বাচিত প্রার্থীদের নিজস্ব মােটর সাইকেল থাকলে সংস্থার নিয়মানুযায়ী জ্বালানী খরচ দেয়া হবে। ১, ২, ৩ ও ৪ নং পদে আবেদনকারীর সর্বশেষ বেতনের পে-স্লিপ পরীক্ষার সময় অবশ্যই সাথে আনতে হবে। ১নং নির্বাচিত প্রার্থীদের ১৫,০০০/- এবং ২, ৩, ৪ ও ৫ নং প্রার্থীদের ১০,০০০/- টাকা জামানত প্রদান করতে হবে। জামানত ফেরৎযােগ্য। নির্বাচিত প্রার্থীদের সংস্থার যে কোন কর্ম এলাকায় কাজ করার মন মানসিকতা অবশ্যই থাকতে হবে।

পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Related searches): অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ নিয়োগ বিজ্ঞপ্তি 2022, অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ নিয়োগ বিজ্ঞপ্তি, অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ নিয়োগ, অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ, অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ নিয়োগ ২০২২, অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ নিয়োগ 2022।

অন্যদের শেয়ার করুন

bdinbd.com