আম্বালা ফাউন্ডেশন নিয়োগ ২০২৩ (Ambala Foundation Job Circular 2023): ২০৫ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আম্বালা ফাউন্ডেশন। আম্বালা ফাউন্ডেশন একটি স্বনামধন্য সংস্থা। এটি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বর্তমানে সমগ্র বাংলাদেশে সংস্থার বিভিন্ন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দক্ষ জনবল প্রয়ােজন।
আম্বালা ফাউন্ডেশন নিয়োগ ২০২৩
এই প্রেক্ষিতে আগ্রহী প্রার্থীদেরকে নিম্নে বর্ণিত পদসমূহে সরাসরি উপস্থিত হয়ে নিয়ােগ পরীক্ষায় অংশ গ্রহণের অনুরােধ করা যাচ্ছে। সার্কুলারে মোট ২টি পদে ২০৫ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে সরাসরি ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আম্বালা ফাউন্ডেশন-এর ওফিসিয়াল ওয়েব সাইট ভিজিট করুন। প্রতিদিনের নিত্য নতুন আবেডেট চাকরির খবর পেতে ভিজিট করুন bdinbd.com
প্রতিষ্ঠানের নাম কী? | আম্বালা ফাউন্ডেশন |
চাকরির ধরন কী? | বেসরকারি চাকরি |
কোন জেলা? | সকল জেলা |
ক্যাটাগরি কতটি? | ০২ টি |
নিয়োগ সংখ্যা কত? | ২০৫ জন |
বয়স কত? | বিজ্ঞপ্তি দেখুন |
আবেদনের মাধ্যম কী? | সরাসরি |
পরীক্ষার তারিখ? | ০৩ মার্চ ২০২৩ |
পরীক্ষার ফি কত টাকা? | ২০০/- |
ওয়েবসাইট | ambalafoundation.org |
আম্বালা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
নিচের দেওয়া তালিকায় উল্লেখিত আম্বালা ফাউন্ডেশন নিয়োগ ২০২৩ সার্কুলারের ক্ষুদ্র আকারে শাখা ব্যবস্থাপক, সহ: হিসাবরক্ষক ও ক্রেডিট অফিসার পদসমূহের বিবরন তথা পদের নাম, নিয়োগ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স ইত্যাদি সুনির্দিষ্টভাবে তুলে ধরা হলো।
১। ক্রেডিট অফিসার
- পদের নাম: ক্রেডিট অফিসার
- নিয়োগ সংখ্যা: ২০০ জন
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
- বেতন: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
- বয়স: সর্বোচ্চ ৩২ বছর

২। এলাকা ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ কার্যক্রম)
- পদের নাম: সহ: হিসাবরক্ষক
- নিয়োগ সংখ্যা: ০৫ জন
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর
- বেতন: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
- বয়স: সর্বোচ্চ ৪০ বছর

আম্বালা ফাউন্ডেশনঃ আম্বালা ফাউন্ডেশন MRA (স্বারক নং: ০০৩৫০-০১৩০৮-০০০৮৬) আম্বালা কর্তৃক একটি স্বনামধন্য MFI সংস্থা। যা PKSF এবং ব্যাংক ও বাংলাদেশের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে ঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
এই প্রতিষ্ঠানটি বর্তমানে সারা বাংলাদেশের বিভিন্ন কর্মএলাকার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দক্ষ জনবল প্রয়ােজন। অতএব উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থী আবেদন করতে চান সে সকল প্রার্থী সরাসরি উপস্থিত হয়ে নিয়ােগ পরীক্ষায় অংশ গ্রহণের অনুরােধ করা যাচ্ছে।
দেখুন নতুন সার্কুলার
- বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ নিয়োগ ২০২৩
- নৌবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার
- পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, পদ ২৭৫ টি
- কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
Ambala Foundation Job Circular 2023
আবেদনঃ আগ্রহী আবেদনকারীদের সারা বাংলাদেশের যে কোন স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মন-মানসিকতা থাকতে হবে। উল্লেখিত সকল পদের প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। অভিজ্ঞ প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মােটরসাইকেল চালনা বাধ্যতামূলক।
উৎসব বােনাসঃ সকল পদে শিক্ষানবীশকাল ০৬ মাস। প্রতি বছরে ৩টি উৎসব বােনাস, প্রভিডেন্ট ফান্ড, ০৩টি গ্রাচুইটি, কর্মী কল্যাণ ফান্ড, বাৎসরিক ইনক্রিমেন্ট, এলপিআর, সাপ্তাহিক ছুটি ০২ দিন, অর্জিত ছুটি এবং নির্দিষ্ট মেয়াদপূর্তিতে চাকুরীকাল শেষে পেনশন সুবিধা প্রদান করা হবে। মাঠ পর্যায়ে পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা ও নারী কর্মীদের ক্ষেত্রে বেতন অতিরিক্ত ১,০০০/- টাকা একক আবাসন ভাতা প্রদান করা হয়ে থাকে।
শর্তাবলী: নির্দিষ্ট তারিখে আবেদনকারী প্রার্থীদের সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূলকপি দেখাতে হবে (মূল সনদপত্র জমা রাখা হয় না)। নির্বাচিত প্রার্থীগন চাকুরীতে যােগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী “শাখা ব্যবস্থাপক” এবং “সহ: হিসাবরক্ষক এন্ড এমআইএস অফিসার পদে প্রার্থীদের ২০,০০০/- (বিশ হাজার) টাকা,
ক্রেডিট অফিসারঃ “ক্রেডিট অফিসার”-দের ১৫,০০০/- (পনের হাজার) টাকা জামানত (লভ্যাংশসহ ফেরৎযােগ্য) জমা দিতে হবে এবং জামিনদারের MICR ক্রস ব্যাংক চেক জমা দিতে হবে, সকল পদের জন্য। মূল পরীক্ষার রেজিষ্ট্রেশন ফি বাবদ ২০০/-(দুইশত) টাকা অফেরৎযােগ্য ব্যাংক ড্রাফট জমা দিয়ে রেজিষ্ট্রেশন করে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদেরকে ডাকযোগের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। আগ্রহী প্রার্থীগণকে নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, সংশ্লিষ্ট শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রসহ বর্তমান পদে কর্মরত যে কোন প্রমানপত্রের কপি, জাতীয় পরিচয় পত্রের কপি এবং ০১ কপি পাসপাের্ট সাইজের সদ্য তােলা ছবিসহ সরাসরি উপস্থিত হয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে নিম্ন তালিকা অনুযায়ী নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে।
পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Related searches): আম্বালা ফাউন্ডেশন লোন, আম্বালা ফাউন্ডেশন উইকিপিডিয়া, আম্বালা ফাউন্ডেশন ঠিকানা, আম্বালা ফাউন্ডেশন নিয়োগ ২০২২, আম্বালা ফাউন্ডেশন প্রতিষ্ঠা, সাজিদা ফাউন্ডেশন চাকরির বিজ্ঞপ্তি 2022, আম্বালা ফাউন্ডেশন কি, আম্বালা ফাউন্ডেশন হেড অফিস, আম্বালা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, আম্বালা ফাউন্ডেশন কুমিল্লা, আম্বালা ফাউন্ডেশন, আম্বালা ফাউন্ডেশন নিয়োগ