আনন্দ স্কুল শিক্ষা প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২–Anand School Mass Education Project Job Circular 2022: সার্কুলারে ০৪টি পদে মোট ১১৭১ জন প্রার্থী নিযুক্ত করা হবে। আনন্দ স্কুল একটি এনজিও প্রতিষ্ঠান। আনন্দ স্কুল কার্যক্রমটি দুস্থ, গরিব, এতিম ও অসহায় শিশুদের মাঝে স্কুল স্থাপনের মাধ্যমে শিক্ষার আলাে পৌছে দেবার লক্ষ্যে এবং নিরক্ষতা মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যায়ে কাজ করে আসছে।
Table of Contents
আনন্দ স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
জেলার কার্যক্রম: বাংলাদেশের সকল জেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে স্কুল স্থাপনের মাধ্যমে শিক্ষাকার্যক্রম পরিচালনার লক্ষ্যে সকল জেলা/থানা/ইউনিয়নের প্রকৃত পুরুষ/মহিলাগণের নিকট থেকে ১৫ বছর স্থায়ী ভাবে মানবতার কল্যাণে কাজ করার নিমিত্তে দরখাস্ত আহবান করা যাচ্ছে। উক্ত পদসমূহে বাংলাদেশের প্রকৃত নাগরিকগন আবেদন করতে পারবেন।
মেইলের মাধ্যমে আবেদন করতে হবে: আগ্রহী প্রার্থীগন সরাসরি ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে পারবেন। ই-মেইল ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন পত্র গ্রহনযোগ্য নয়। বিস্তারিত আরও তথ্য জানতে আনন্দ স্কুল গণ শিক্ষা প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলারটি দেখুন। প্রতিদিনের নিত্য নতুন আবডেট চাকরির খবর পেতে ভিজিট করুন bdinbd.com
সরকারি চাকরির লিস্ট
প্রতিষ্ঠানের নাম কী? | আনন্দ স্কুল গণ শিক্ষা প্রকল্প |
চাকরির ধরন কী? | এনজিও চাকরি |
কোন জেলা? | সকল জেলা |
ক্যাটাগরি কতটি? | ০৪ টি |
নিয়োগ সংখ্যা কত? | ১১৭১ জন |
বয়স কত? | নির্ধারিত নয় |
আবেদনের মাধ্যম কী? | ই-মেইল |
আবেদনের শেষ তারিখ কবে? | ১৫ আগষ্ট ২০২২ |
জব সার্কুলার ২০২২
- সেনাবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার
- গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, শূন্যপদ ৩৯৭ টি
- আনন্দ স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, ১১৭১ জন নিয়োগ
- বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
আনন্দ স্কুল গণ শিক্ষা প্রকল্প নিয়োগ ২০২২
সরকার কর্তৃক অনুমতি: বাংলাদেশ সরকারের ”শিক্ষাঅধিদপ্তর” কর্তৃক অনুমতি সাপেক্ষে দাতা সংস্থা তারাহুম চ্যারিটি ফাউন্ডেশন, দুবাই ও আনন্দ স্কুল গণ শিক্ষা প্রকল্প এর উভয়ের যৌথ উদ্যোগে শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কাজ করে আসছে আনন্দ স্কুল।
প্রতিষ্ঠানিক কর্যক্রম: উক্ত কার্যক্রমটি দুস্থ, গরিব, এতিম ও অসহায় শিশুদের মাঝে স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার আলো সকল শিশুর মাঝে পৌছে দেবারলক্ষ্যে এবং নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যায়ে বর্তমান সরকারের সাথে একযোগে কাজ করে আসছে।
নিচের তালিকায় উল্লেখিত আনন্দ স্কুল গণ শিক্ষা প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সার্কুলারের সংক্ষিপ্ত আকারে নিম্ন বর্ণিত পদসমূহের বিবরন তথা শূণ্য পদের নাম, মোট নিয়োগ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল ইত্যাদি সুশৃঙ্খলভাবে তুলে ধরা হলো।
১। উপজেলা শিক্ষা পরিদর্শক
- শূণ্য পদের নাম: উপজেলা শিক্ষা পরিদর্শক
- মোট নিয়োগ সংখ্যা: ১৪৮ জন
- শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।
- বয়স: নির্ধারিত নয়
- বেতন: ২৭,৫০০/- টাকা
২। ইউনিয়ন শিক্ষা পরিদর্শক
- শূণ্য পদের নাম: ইউনিয়ন শিক্ষা পরিদর্শক
- মোট নিয়োগ সংখ্যা: ২১০ জন
- শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে এইচ.এস.সি/ সমমান পরীক্ষায় উৰ্ত্তীন
- বয়স: নির্ধারিত নয়
- বেতন: ১৯,৩০০/- টাকা
৩। স্কুল শিক্ষক/ শিক্ষিকা
- শূণ্য পদের নাম: স্কুল শিক্ষক/ শিক্ষিকা
- মোট নিয়োগ সংখ্যা: ৬৫৭ জন
- শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে এস. এস. সি/ সমমান পরীক্ষায় উৰ্ত্তীন
- বয়স: নির্ধারিত নয়
- বেতন: ১৬,৫০০/- টাকা
৪। স্কুল সহকারী
- শূণ্য পদের নাম: স্কুল সহকারী
- মোট নিয়োগ সংখ্যা: ১৫৬ জন
- শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি (JSC)/ ৫ম শ্রেণি ( P.S.C)/ সমমান পরীক্ষায় উত্তীন
- বয়স: নির্ধারিত নয়
- বেতন: ১৪,৩০০/- টাকা
আবেদনের ঠিকানা: সার্কুলার দেখে নিচে ই-মেইল এড্রেসের মাধ্যমে আবেদন করুন
[email protected]
Anand School Job Circular 2022
Anand School Job Circular 2022-আনন্দ স্কুল গণ শিক্ষা প্রকল্প এর আবেদনের ঠিকানা, আবেদন করতে প্রার্থীদের সে সকল শর্তাবলী অনুসরন করতে হবে সে সব শর্তাবলীর বিস্তারিত আলোচনা, আনন্দ স্কুল গণ শিক্ষা প্রকল্প বিষয়ে গুগোল এ আরও যে সকল বিষয়ে সার্চ করা হয় সেই সার্চ রিলেটেড কিওয়ার্ডগুলো নিচে দেওয়া আছে।
আবেদনের ঠিকানাঃ
আবেদন পাঠানো ঠিকানা: আবেদনপত্র ই-মেইলের মাধ্যমে প্রেরণ করতে হবে। আগ্রহী প্রার্থীগণ সদ্যতােলা ১ কপি পাসপাের্ট সাইজ রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যােগ্যতার সার্টিফিকেট/ মার্কশিট, জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন এবং মােবাইল নাম্বার উল্লেখ পূর্বক আবেদন পত্রের সাথে ১টি বায়ােডাটা (CV) প্রদত্ত ইমেইলঃ ([email protected]) এ পাঠাতে হবে। আবেদন পত্রে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
শর্তাবলীঃ
আবেদনের শর্তাবলী: সার্কুলারে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস/ বৃদ্ধি হতে পারে। এক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। কর্তৃপক্ষ প্রয়ােজনে যে কোন দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষন করেন।
আবেদন ফি: নির্বাচিত প্রার্থীর প্রশিক্ষণ চলাকালীন সময়ে সকল শিক্ষাগত যােগ্যতার মূলকপি প্রদর্শন করতে হবে। গুপমাত্র নির্বাচিত প্রার্থীদের ব্যাংক ড্রাফট বাবদ অফেরত যােগ্য নগদ ৪৫০/- টাকা মােবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
সংস্থার কার্যক্রমঃ আনন্দ স্কুল মূলত বাংলাদেশ সরকারের “শিক্ষাঅধিদপ্তর” কর্তৃক অনুমতি সাপেক্ষে একটি দাতা সংস্থা তারাহম চ্যারিটি ফাউন্ডেশন। দুবাই ও আনন্দ স্কুল গণ শিক্ষা প্রকল্প হাউজ-৮৭, রােড-১৩/এ ধানমন্ডি, ঢাকা-১২০৯-এর যৌথ উদ্যোগে শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আনন্দ স্কুল কাজ করে আসছে।
আনন্দ স্কুল শিক্ষা প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Related searches): আনন্দ স্কুল গণ শিক্ষা প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি 2022, আনন্দ স্কুল গণ শিক্ষা প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি, আনন্দ স্কুল গণ শিক্ষা প্রকল্প নিয়োগ, আনন্দ স্কুল গণ শিক্ষা প্রকল্প।
আনন্দ স্কুল গণ শিক্ষা প্রকল্প নিয়োগ ২০২২, আনন্দ স্কুল গণ শিক্ষা প্রকল্প নিয়োগ 2022, আনন্দ স্কুল নিয়োগ ২০২২, গণ শিক্ষা প্রকল্প নিয়োগ ২০২২, গন শিক্ষা প্রকল্প ২০২২ নিয়োগ, আনন্দ স্কুল গণ শিক্ষা প্রকল্প ২০২২।
Related searches: Anand School Mass Education Project Job Circular 2022, Anand School Mass Education Project Job Circular, Anand School Mass Education Project Job, Anand School Mass Education Project, Anand School Mass Education Project Job 2022.
আমি চাকরিটা করতে চাই।আমি রংপুর বিভাগে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা বামনডাঙ্গা ইউনিয়নের নাগরিগ।অনার্স প্রথম বর্ষ।
স্যার
আমি আনন্দ স্কুলে চাকুরী করতে চাই।
আমার কি কি করনীয় এর জন্য দয়া করে আমাকে পরামর্শ দিবেন।
ধন্যবাদ
নির্বাচিত প্রার্থী কি নিজ উপজেলায় পদায়ন/পোস্টিং পাবেন।
সার্কুলার দেখুন
আমি শিক্ষক পদে চাকুরী করতে চাই। কারন গণসাহায্য সংস্থায় আমার 5 বছরের অভিজ্ঞতা আছে।
আবেদন ফি কি আবেদন এর আগে পরিশোধ করতে হবে না-কি নির্বাচিত হওয়ার পরে?
আবেদন ফি পরিশোধের নিয়ম বিস্তারিত জানাবেন।
ধন্যবাদ।
নির্বাচিত হওয়ার পরে ব্যাংক ড্রাফট এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। ধন্যবাদ!
ইমেইল এড্রেস সার্চ দিলে আসে না কেন?
ই-মেইল এ শুধু মেইল পাঠানো যায়। আপনি সার্চ দিবেন কেন।
প্রথম আবেদন যদি নিয়মটা বলে দিতেন,
(এখানে আবেদন করতে কোন টাকা লাগেনা)
(০১) প্রথমে বায়োডাটা বা সিভি কম্পিউটারে তৈরি করবেন সিভির সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নাম্বার থাকবে।
(০২) শিক্ষগত যোগ্যতার সার্টিফিকেট অথবা/বা মার্কশিট এর স্কান কপি।
(০৩) জাতীয় পরিচয়পত্র অথবা/বা জন্ম নিবন্ধন এর এর স্কান কপি
মেইলে পাঠাবেন (কোন দোকানে গেলে কম্পিউটার অপারেটর এটা সহজেই করতে পারবে)
(আপনি চাকরির জন্য নির্বাচিত হলে তখন ৪৫০ টাকা দিতে হবে) ধন্যবাদ
ভাইয়া এখানে আবেদন করতে আপনি যেগুলো বলছেন এগুলো ছাড়া নিজ হাতে অথবা কম্পিউটারে কোন আবেদন পত্র লিখতে হবে কি?
না।
স্যার, আনন্দ স্কুলের ২০২২ নিয়োগ সার্কুলার কোন পএিকার মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কত তারিখের পএিকায়, যদি জানাতেন তাহলে দরখাস্ত লেখতে সুবিধা হতো। ধন্যবাদ
দেখেছি সার্কুলার টি। কিন্তু ব্যাংক ড্রাফট বাবদ ৪৫০ টাকা কিভাবে পাঠাবো সেই বিষয়ে সুস্পষ্ট কিছু লেখা নাই তো
আমি করতে চাই
আসসালামুআলাইকুম স্যার। আমি শিক্ষিত এবং বর্তমানে বেকার। আমি আনন্দ স্কুলের চাকরিটা করতে চাই। আমি রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সুন্দরগঞ্জ পৌরসভার একজন স্থায়ী বাসি।
ভালোভাবে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে সার্কুলারে আপনার যোগ্যতা হিসাবে যে সকল তথ্য চেয়েছে তা দিয়ে ই-মেইল এর মাধ্যমে আবেদন করুন। ধন্যবাদ!
আমি চাকুরী টা করতে চাই
ভালোভাবে নিয়োগ সার্কুলার দেখে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে ই-মেইল এর মাধ্যমে আবেদন করুন। ধন্যবাদ!
সেলারি কতো?
(১) ই-মেইল এর মাধ্যমে আবেদন করতে হবে (২) সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন (৩) সকলেই ফ্রি আবেদন করতে পারবেন (৪) শুধু নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে আবেদন ফি বাবদ ৪৫০ টাকা নেওয়া হবে (৫) অন্য সকল তথ্য সার্কুলারে স্পস্টভাবে দেওয়া আছে।
ami H.S.C pass korci ami akhon ke ami job ta korte pari…..job ta paile amar khoub upoker hoito….
আমি ও চাকরি টা করতে চাই HSC পাশ করে BA তে পরা লেখা করি 01794662221 একটা চাকরি খুব দরকার
ভালোভাবে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে সার্কুলারে আপনার যোগ্যতা হিসাবে যে সকল তথ্য চেয়েছে তা দিয়ে ই-মেইল এর মাধ্যমে আবেদন করুন। ধন্যবাদ!
কি ভাবে আবেদন করবো,,নিয়ম টা যদি একটু বুঝিয়ে বলতেন।
(১) ই-মেইল এর মাধ্যমে আবেদন করতে হবে (২) সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন (৩) সকলেই ফ্রি আবেদন করতে পারবেন (৪) শুধু নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে আবেদন ফি বাবদ ৪৫০ টাকা নেওয়া হবে (৫) অন্য সকল তথ্য সার্কুলারে স্পস্টভাবে দেওয়া আছে।
৭৮৬
স্যার আচ্ছালামুআলাইকুম
আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসাইন রাজশাহীর বিভাগের
নওগাঁ জেলা, উপজেলা নিয়ামতপুর
ও ইউনিয়ন+গ্রাম নিয়ামতপুর
আমি শিক্ষক হিসাবে কাজ করতে চাই যদি সুযোগ দেন! আল্লাহ ভরসা।
(১) ই-মেইল এর মাধ্যমে আবেদন করুন, অন্য সকল তথ্য সার্কুলারে স্পস্টভাবে দেওয়া আছে।
(এখানে আবেদন করতে কোন টাকা লাগেনা)
(০১) প্রথমে বায়োডাটা বা সিভি কম্পিউটারে তৈরি করবেন সিভির সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নাম্বার থাকবে।
(০২) শিক্ষগত যোগ্যতার সার্টিফিকেট অথবা/বা মার্কশিট এর স্কান কপি।
(০৩) জাতীয় পরিচয়পত্র অথবা/বা জন্ম নিবন্ধন এর এর স্কান কপি
মেইলে পাঠাবেন (কোন দোকানে গেলে কম্পিউটার অপারেটর এটা সহজেই করতে পারবে)
(আপনি চাকরির জন্য নির্বাচিত হলে তখন ৪৫০ টাকা দিতে হবে) ধন্যবাদ
ভাইয়া চাকরি টা কি নিজ নিজ জেলায় পোস্টিং হবে
(এখানে আবেদন করতে কোন টাকা লাগেনা)
(০১) প্রথমে বায়োডাটা বা সিভি কম্পিউটারে তৈরি করবেন সিভির সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নাম্বার থাকবে।
(০২) শিক্ষগত যোগ্যতার সার্টিফিকেট অথবা/বা মার্কশিট এর স্কান কপি।
(০৩) জাতীয় পরিচয়পত্র অথবা/বা জন্ম নিবন্ধন এর এর স্কান কপি
মেইলে পাঠাবেন (কোন দোকানে গেলে কম্পিউটার অপারেটর এটা সহজেই করতে পারবে)
(আপনি চাকরির জন্য নির্বাচিত হলে তখন ৪৫০ টাকা দিতে হবে) ধন্যবাদ
পিডিএফ ফাইল পাঠাতে হবে নাকি ওয়ার্ড ফাইল পাঠাতে হবে
(মনে রাখবেন আবেদন করতে কোন টাকা লাগেনা)
(০১) প্রথমে বায়োডাটা বা সিভি কম্পিউটারে তৈরি করবেন সিভির সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নাম্বার থাকবে।
(০২) শিক্ষগত যোগ্যতার সার্টিফিকেট অথবা/বা মার্কশিট এর স্কান কপি।
(০৩) জাতীয় পরিচয়পত্র অথবা/বা জন্ম নিবন্ধন এর এর স্কান কপি
মেইলে পাঠাবেন (কোন দোকানে গেলে কম্পিউটার অপারেটর এটা সহজেই করতে পারবে)
(আপনি নির্বাচিত হলে তখন ৪৫০ টাকা দিতে হবে) ধন্যবাদ
ভাই আবেদন পএের সাথে না সি ভি দিতে বলছে। তার মানি কি দুইটা লাগবে।
ভাল নিয়োগ বিজ্ঞাপন
এই স্কুলের কার্যক্রম কি মোস্তফা জব্বার স্যারের আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের সায়থ কোন ভাবে সম্পর্কিত?
আমি একজন অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী।আমি আনন্দ স্কুলে শিক্ষকতা করতে চাই। আমি রংপুর সিটি করপোরেশনের ৩২ নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। আমি কি চাকরির জন্য আবেদন করতে পারবো?
ই-মেইল এর মাধ্যমে আবেদন করুন
আমাকে কি করতে হবে
(১) ই-মেইল এর মাধ্যমে আবেদন করতে হবে (২) সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন (৩) সকলেই ফ্রি আবেদন করতে পারবেন (৪) শুধু নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে আবেদন ফি বাবদ ৪৫০ টাকা নেওয়া হবে (৫) অন্য সকল তথ্য সার্কুলারে স্পস্টভাবে দেওয়া আছে।
একাধিক পদে আবেদন করা যাবে কি??
(মনে রাখবেন আবেদন করতে কোন টাকা লাগেনা)
(০১) প্রথমে বায়োডাটা বা সিভি কম্পিউটারে তৈরি করবেন সিভির সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নাম্বার থাকবে।
(০২) শিক্ষগত যোগ্যতার সার্টিফিকেট অথবা/বা মার্কশিট এর স্কান কপি।
(০৩) জাতীয় পরিচয়পত্র অথবা/বা জন্ম নিবন্ধন এর এর স্কান কপি
মেইলে পাঠাবেন (কোন দোকানে গেলে কম্পিউটার অপারেটর এটা সহজেই করতে পারবে)
(আপনি নির্বাচিত হলে তখন ৪৫০ টাকা দিতে হবে) ধন্যবাদ
সিঁড়ির সাথে কি হাতে লেখা দরখাস্ত দিতে হবে নাকি একটু বুঝিয়ে বলেন এখানে তো লেখা আছে আবেদনপত্রের সাথে সিভি দিতে বলছে
শুধু সিভি
আমি তো দরখাস্ত দিয়েছি.. ভাই আমার পরিচিত একজন আবেদন করেছিলেন তার ফোন দিয়ে টাকা নিয়েছে এপেমেন্টকাড দিয়েছে আবার টাকা নিয়েছে পুলিশ ভেরিফিকেশন আসবে তাই বুঝতে পারছি না কি হবে।।
কোন টাকা পয়সার লেনদেন করে প্রতারিত হবেন না।
আমার চাকরি টা খুবই প্রয়োজন যোগাযোগ কিভাবে করবো জানাবেন
ভাই ই-মেইল এর মাধ্যমে অবেদন করতে হবে।
আমি চাকরি করতে আগ্রহি
(১) ই-মেইল এর মাধ্যমে আবেদন করতে হবে (২) সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন (৩) সকলেই ফ্রি আবেদন করতে পারবেন (৪) শুধু নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে আবেদন ফি বাবদ ৪৫০ টাকা নেওয়া হবে (৫) অন্য সকল তথ্য সার্কুলারে স্পস্টভাবে দেওয়া আছে।
(১) ই-মেইল এর মাধ্যমে আবেদন করতে হবে (২) সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন (৩) সকলেই ফ্রি আবেদন করতে পারবেন (৪) শুধু নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে আবেদন ফি বাবদ ৪৫০ টাকা নেওয়া হবে (৫) অন্য সকল তথ্য সার্কুলারে স্পস্টভাবে দেওয়া আছে।
কোথায় যেতে হবে
(১) ই-মেইল এর মাধ্যমে আবেদন করতে হবে (২) সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন (৩) সকলেই ফ্রি আবেদন করতে পারবেন (৪) শুধু নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে আবেদন ফি বাবদ ৪৫০ টাকা নেওয়া হবে (৫) অন্য সকল তথ্য সার্কুলারে স্পস্টভাবে দেওয়া আছে।
(আপনাকে মনে রাখতে হবে আবেদন করতে কোন টাকা লাগেনা)
(০১) প্রথমে বায়োডাটা বা সিভি কম্পিউটারে তৈরি করবেন সিভির সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নাম্বার থাকবে।
(০২) শিক্ষগত যোগ্যতার সার্টিফিকেট অথবা/বা মার্কশিট এর স্কান কপি।
(০৩) জাতীয় পরিচয়পত্র অথবা/বা জন্ম নিবন্ধন এর এর স্কান কপি
মেইলে পাঠাবেন (কোন দোকানে গেলে কম্পিউটার অপারেটর এটা সহজেই করতে পারবে)
(আপনি নির্বাচিত হলে তখন ৪৫০ টাকা দিতে হবে) ধন্যবাদ
450 TK bank draft korar pore ki porobortite onnano Kono fee dite hobe?
নির্বাচিত হওয়ার পদের ফি জমা দিতে হবে। অন্য কোন ফি লাগবে না।
(আবেদন করতে কোন টাকা লাগেনা)
(০১) প্রথমে বায়োডাটা বা সিভি কম্পিউটারে তৈরি করবেন সিভির সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নাম্বার থাকবে।
(০২) শিক্ষগত যোগ্যতার সার্টিফিকেট অথবা/বা মার্কশিট এর স্কান কপি।
(০৩) জাতীয় পরিচয়পত্র অথবা/বা জন্ম নিবন্ধন এর এর স্কান কপি
মেইলে পাঠাবেন (কোন দোকানে গেলে কম্পিউটার অপারেটর এটা সহজেই করতে পারবে)
(আপনি নির্বাচিত হলে তখন ৪৫০ টাকা দিতে হবে) ধন্যবাদ
Vuya jobs taka diya mara khaw
যে যেই জেলার তার এক্সাম কি সেই জেলায় হবে নাকি অন্য জেলায়
আমি ২নং পদে করতে চাই।আমার এস এস সির মার্কসিটটা হারিয়ে গেছে তা বাদে বাকি সব কাগজ পত্র আছে।
মার্কসিটটা অথাবা সার্টিফিকেট থাকলেই হবে। বিস্তারিত দেখে আবেদন করুন।
কোথায় আবেদন করবো
(১) ই-মেইল এর মাধ্যমে আবেদন করতে হবে (২) সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন (৩) সকলেই ফ্রি আবেদন করতে পারবেন (৪) শুধু নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে আবেদন ফি বাবদ ৪৫০ টাকা নেওয়া হবে (৫) অন্য সকল তথ্য সার্কুলারে স্পস্টভাবে দেওয়া আছে।
যারা আবেদন করতে পারেন না যোগাযোগ করেন আবেদন করে দিতে পারবো,
Whatsapp 01645324643
হ্যা
vai marksheet othoba cartificate o civi er sobi ki add korte hobe
(আবেদনের জন্য কোন টাকা লাগেনা)
(০১) প্রথমে বায়োডাটা বা সিভি কম্পিউটারে তৈরি করবেন সিভির সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নাম্বার থাকবে।
(০২) শিক্ষগত যোগ্যতার সার্টিফিকেট অথবা/বা মার্কশিট এর স্কান কপি।
(০৩) জাতীয় পরিচয়পত্র অথবা/বা জন্ম নিবন্ধন এর এর স্কান কপি
মেইলে পাঠাবেন (কোন দোকানে গেলে কম্পিউটার অপারেটর এটা সহজেই করতে পারবে)
(নির্বাচিত হলে তখন ৪৫০ টাকা দিতে হবে এখন না) ধন্যবাদ
একাধিক পদে আবেদন করা যাবে কি??
একটি পদ নির্ধারন করে দেয় নি।
এই স্কুল এবং শিক্ষাক্রম সম্পর্কে জানতে চাই, গুগলে যথেষ্ট information পেলাম না।
এখানে আবেদনে জন্য কোন প্রকার টাকা লাগেনা। ধন্যবাদ
সিলেট জেলায় কি করা যাবে
(১) ই-মেইল এর মাধ্যমে আবেদন করতে হবে (২) সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন (৩) সকলেই ফ্রি আবেদন করতে পারবেন (৪) শুধু নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে আবেদন ফি বাবদ ৪৫০ টাকা নেওয়া হবে (৫) অন্য সকল তথ্য সার্কুলারে স্পস্টভাবে দেওয়া আছে।
হ্যা জাবে
বরিশাল বিভাগের কোন জেলার কোন উপজেলায় এই প্রকল্প চালু আছে জানালে খুব উপকৃত হবো। বিশেষ করে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় এই প্রকল্প চালু আছে
না নাই
ভাইয়া আমি চাকরিটা করতে চাই।ভাইয়া চাকরির বিজ্ঞাপন টা কি সঠিক একটু জানালে ভালো হতো।প্লিজ
সঠিক কিন্তু এখানে আবেদনের জন্য কোন টাকা লাগেনা
স্যার নিবাচিত হওয়ার জন্য কি পরীক্ষা দিতে হবে না, আপনারা অফিস থেকে নির্বাচন করবেন?
পরীক্ষার জন্য কল করা হতে পারে
আমি চাকরিটা করতে চাই। আমি ডিগ্ৰী দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিছি। আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমি শিক্ষক হিসেবে অংশগ্রহণ করতে চাই। আমি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রৌমারী থানার জিগ্নিকান্দী গ্ৰামের বাসিন্দা
(১) ই-মেইল এর মাধ্যমে আবেদন করতে হবে (২) সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন (৩) সকলেই ফ্রি আবেদন করতে পারবেন (৪) শুধু নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে আবেদন ফি বাবদ ৪৫০ টাকা নেওয়া হবে (৫) অন্য সকল তথ্য সার্কুলারে স্পস্টভাবে দেওয়া আছে।
আবদেন করুন টাকা দিবেন না
পদের নাম কোথায় লিখবো?
নীলফামারি জেলায় এই প্রকল্প চালু আছে কি?
না নাই।
আমি চাকরিটা করতে চাই। আমি ডিগ্ৰী দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিছি। আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রৌমারী থানার জিগ্নিকান্দী গ্ৰামের বাসিন্দা।
(১) ই-মেইল এর মাধ্যমে আবেদন করতে হবে (২) সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন (৩) সকলেই ফ্রি আবেদন করতে পারবেন (৪) শুধু নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে আবেদন ফি বাবদ ৪৫০ টাকা নেওয়া হবে (৫) অন্য সকল তথ্য সার্কুলারে স্পস্টভাবে দেওয়া আছে।
ভাই সিভি এর একটা নমুনা কপি দেওয়া যাবে?
(এখানে আবেদন করতে কোন টাকা লাগেনা)
(০১) প্রথমে বায়োডাটা বা সিভি কম্পিউটারে তৈরি করবেন সিভির সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নাম্বার থাকবে।
(০২) শিক্ষগত যোগ্যতার সার্টিফিকেট অথবা/বা মার্কশিট এর স্কান কপি।
(০৩) জাতীয় পরিচয়পত্র অথবা/বা জন্ম নিবন্ধন এর এর স্কান কপি
মেইলে পাঠাবেন (কোন দোকানে গেলে কম্পিউটার অপারেটর এটা সহজেই করতে পারবে)
(আপনি চাকরির জন্য নির্বাচিত হলে তখন ৪৫০ টাকা দিতে হবে) ধন্যবাদ
Ami ei job ti korte chai,,honours complete koreo kono job paini,tai ei job ti pele ami korbo 100%.
(১) ই-মেইল এর মাধ্যমে আবেদন করতে হবে (২) সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন (৩) সকলেই ফ্রি আবেদন করতে পারবেন (৪) শুধু নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে আবেদন ফি বাবদ ৪৫০ টাকা নেওয়া হবে (৫) অন্য সকল তথ্য সার্কুলারে স্পস্টভাবে দেওয়া আছে।
দেখুন
কত দিনের মধ্যে নিয়োগ পাওয়া যাবে? আর চাকুরির সময় কোনো জামানত প্রদান করতে হবে কি?
(১) ই-মেইল এর মাধ্যমে আবেদন করতে হবে (২) সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন (৩) সকলেই ফ্রি আবেদন করতে পারবেন (৪) শুধু নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে আবেদন ফি বাবদ ৪৫০ টাকা নেওয়া হবে (৫) অন্য সকল তথ্য সার্কুলারে স্পস্টভাবে দেওয়া আছে।
এখন বলা যায় না
না জামানত লাগবে না। সুধু ইন্টার ভিউ
vaiya dorkhasto kon niyome likhbo plzzzz aktu bole din…
(১) ই-মেইল এর মাধ্যমে আবেদন করতে হবে (২) সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন (৩) সকলেই ফ্রি আবেদন করতে পারবেন (৪) শুধু নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে আবেদন ফি বাবদ ৪৫০ টাকা নেওয়া হবে (৫) অন্য সকল তথ্য সার্কুলারে স্পস্টভাবে দেওয়া আছে।
cumilla te kon thanai ei school er karjokrom ase?
(১) ই-মেইল এর মাধ্যমে আবেদন করতে হবে (২) সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন (৩) সকলেই ফ্রি আবেদন করতে পারবেন (৪) শুধু নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে আবেদন ফি বাবদ ৪৫০ টাকা নেওয়া হবে (৫) অন্য সকল তথ্য সার্কুলারে স্পস্টভাবে দেওয়া আছে।
বান্দরবান পার্বত্য জেলায় কি অবস্থা ? নিজের জেলায় ,উপজেলা মধ্যে নিয়োগ পোস্টিং দেয়া হবে কিনা ?
(১) ই-মেইল এর মাধ্যমে আবেদন করতে হবে (২) সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন (৩) সকলেই ফ্রি আবেদন করতে পারবেন (৪) শুধু নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে আবেদন ফি বাবদ ৪৫০ টাকা নেওয়া হবে (৫) অন্য সকল তথ্য সার্কুলারে স্পস্টভাবে দেওয়া আছে।
আমি চাকরিটা করতে চাই🧡
(১) ই-মেইল এর মাধ্যমে আবেদন করতে হবে (২) সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন (৩) সকলেই ফ্রি আবেদন করতে পারবেন (৪) শুধু নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে আবেদন ফি বাবদ ৪৫০ টাকা নেওয়া হবে (৫) অন্য সকল তথ্য সার্কুলারে স্পস্টভাবে দেওয়া আছে।
(১) ই-মেইল এর মাধ্যমে আবেদন করতে হবে (২) সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন (৩) সকলেই ফ্রি আবেদন করতে পারবেন (৪) শুধু নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে আবেদন ফি বাবদ ৪৫০ টাকা নেওয়া হবে (৫) অন্য সকল তথ্য সার্কুলারে স্পস্টভাবে দেওয়া আছে।
আমি মোঃ ওবাইদুর রহমান। রাজবাড়ী জেলার অন্তর্গত পাংশা উপজেলায় অবস্থান করছি। আনন্দ স্কুলের শিক্ষা কার্যক্রম সম্পর্কে দীর্ঘদিন থেকে খুব আগ্রহী। তবে যদি সুযোগ পাই তাহলে ভালোবাসা দিয়ে আমি আমার সকল দায়-দায়িত্ব পালন করবো।
(১) ই-মেইল এর মাধ্যমে আবেদন করতে হবে (২) সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন (৩) সকলেই ফ্রি আবেদন করতে পারবেন (৪) শুধু নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে আবেদন ফি বাবদ ৪৫০ টাকা নেওয়া হবে (৫) অন্য সকল তথ্য সার্কুলারে স্পস্টভাবে দেওয়া আছে।
জামালপুর জেলা থেকে কি করা যাবে
যাবে
কম্পিউটারের দোকান থেকে সিভি তৈরি করে সেটাই কি সার্কুলারে উল্লেখিত ইমেইল ঠিকানায় পাঠাতে হবে??? নাকি আলাদা কোন আবেদন ফর্ম আছে?? আর থাকলেও তো সেটা দেখলাম না??
(এখানে আবেদন করতে কোন টাকা লাগেনা)
(০১) প্রথমে বায়োডাটা বা সিভি কম্পিউটারে তৈরি করবেন সিভির সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নাম্বার থাকবে।
(০২) শিক্ষগত যোগ্যতার সার্টিফিকেট অথবা/বা মার্কশিট এর স্কান কপি।
(০৩) জাতীয় পরিচয়পত্র অথবা/বা জন্ম নিবন্ধন এর এর স্কান কপি
মেইলে পাঠাবেন (কোন দোকানে গেলে কম্পিউটার অপারেটর এটা সহজেই করতে পারবে)
(আপনি চাকরির জন্য নির্বাচিত হলে তখন ৪৫০ টাকা দিতে হবে) ধন্যবাদ
এই নামের কোন স্কুল তো আমাদের আশেপাশে দেখলাম না। তাহলে কি নতুন করে স্কুল প্রতিষ্ঠা করে তারপর নিয়োগ দিবে?
(এখানে আবেদন করতে কোন টাকা লাগেনা)
(০১) প্রথমে বায়োডাটা বা সিভি কম্পিউটারে তৈরি করবেন সিভির সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নাম্বার থাকবে।
(০২) শিক্ষগত যোগ্যতার সার্টিফিকেট অথবা/বা মার্কশিট এর স্কান কপি।
(০৩) জাতীয় পরিচয়পত্র অথবা/বা জন্ম নিবন্ধন এর এর স্কান কপি
মেইলে পাঠাবেন (কোন দোকানে গেলে কম্পিউটার অপারেটর এটা সহজেই করতে পারবে)
(আপনি চাকরির জন্য নির্বাচিত হলে তখন ৪৫০ টাকা দিতে হবে) ধন্যবাদ
কেউ আমাকে আনন্দ স্কুলের ওয়েবসাইট লিংক টা দিতে পারবেন??
(এখানে আবেদন করতে কোন টাকা লাগেনা)
(০১) প্রথমে বায়োডাটা বা সিভি কম্পিউটারে তৈরি করবেন সিভির সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নাম্বার থাকবে।
(০২) শিক্ষগত যোগ্যতার সার্টিফিকেট অথবা/বা মার্কশিট এর স্কান কপি।
(০৩) জাতীয় পরিচয়পত্র অথবা/বা জন্ম নিবন্ধন এর এর স্কান কপি
মেইলে পাঠাবেন (কোন দোকানে গেলে কম্পিউটার অপারেটর এটা সহজেই করতে পারবে)
(আপনি চাকরির জন্য নির্বাচিত হলে তখন ৪৫০ টাকা দিতে হবে) ধন্যবাদ
বেতনর জন্য যে টাকা নির্ধারন করা হয়েছে, সেটা কি প্রতি মাসে না প্রতি তিন মাসের জন্য।
গত প্রজেক্টের প্রতি ৩ মাসে ১২ হাজার টাকা বেতন প্রদান করতো।
(এখানে আবেদন করতে কোন টাকা লাগেনা)
(০১) প্রথমে বায়োডাটা বা সিভি কম্পিউটারে তৈরি করবেন সিভির সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নাম্বার থাকবে।
(০২) শিক্ষগত যোগ্যতার সার্টিফিকেট অথবা/বা মার্কশিট এর স্কান কপি।
(০৩) জাতীয় পরিচয়পত্র অথবা/বা জন্ম নিবন্ধন এর এর স্কান কপি
মেইলে পাঠাবেন (কোন দোকানে গেলে কম্পিউটার অপারেটর এটা সহজেই করতে পারবে)
(আপনি চাকরির জন্য নির্বাচিত হলে তখন ৪৫০ টাকা দিতে হবে) ধন্যবাদ
ভাই সিভি এর একটা নমুনা কপি দেওয়া যাবে?
এই টার জন্য কি আলাদা কোন ফর্ম আছে যা পুরন করে ইমেইল করতে হবে না সরাসরি ইমেইল এ মারকশিট ও অনান্য তথ্য দিতে হবে
একদম উপরে দেখুন আবেদনের নমুনা দেয়া আচে। সিভি টাইপ করে পাঠাবেন। মার্কসিট ও অন্যান্য কাগজ স্কান করে পাঠাবেন। ধ্যনবাদ
ভাই নিয়োগ কি স্ব স্ব ইউনিয়নে দিবে plz
আমার খুব জানা দরকার
কেউ আমাকে হেল্প করেন
সে বিষয়ে এখন কিছু তথ্য পাওয়া যায়নি।
আনন্দ স্কুল এ চাকরির সর্বচ্চ বয়স কত ?
আমি এই চাকরিটা করবো যদি পাই।
আবেদন করুন
স্যার আমি ইউনিয়ন ০৭ নং মোহাম্মদপুর উপজেলা বীরগঞ্জ জেলা দিনাজপুর থেকে আমি আপনাদের এই চাকরির টা যদি দেন আমি খুবই আগ্রহি দয়া করে দিবেন শিক্ষক হিসেবে আবেদন কারি হিসেবে নিয়োগ দিয়ে বাধিত করবেন
ই-মেইল এর মাধ্যমে আবেদন করুন
যে পদে আবেদন করবো সে পদের নাম কোথায় লিখবো?
সিভিতে পদের নাম লিখতে হবে
জনাব চাকরির খবর, দয়া করে আনন্দ স্কুলের ‘ওয়েব সাইট’ টি জানাবেন কি? জানালে উপকৃত হতাম।
একজনে কি একের অধিক আবেদন করতে পারবে।
ভাই একজনে কি দুইট পদে চাকরি করতে পারবে। চাকরি হলে তো একটি পদেই করতে হবে। অতএব অন্যজনের পদটি নষ্ট না করে একটি পদেই আবেদন করুন। ধন্যবাদ!
বরিশাল বিভাগের পিরোজপুর জেলার কোন উপজেলায় এই প্রকল্প চালু আছে? জানালে উপকৃত হবো।
এই প্রকল্প অন্য কোথাও চালু আছে বলে জানা নাই।
সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা।
Amin
কোন পত্রিকায় আনন্দ স্কুল নিয়োগের সার্কুলারটা প্রকাশিত হয়েছে।