বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট নিয়োগ ২০২২ (Bangladesh Disability Welfare Trust Job Circular 2022): ৭টি ক্যাটাগরীতে ১৯৪৪ টি পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট প্রতিষ্ঠান। উক্ত পদ সমূহে সরাসরি ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত সকল তথ্য নিচে উল্লেখ করা আছে।
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট নিয়োগ ২০২২
“জন্ম আমার ধন্য হবে মাগাে আমায় যদি তােমার বুকে রাখাে”- এ উক্তিটি সামনে রেখে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট বাংলাদেশের গ্রাম বাংলায় বঞ্চিত প্রতিবন্ধীদের সুস্থ্য ও সবল করার লক্ষ্যে বিশ্ব প্রতিবন্ধী দাতা সংস্থা ইউএসএ ও চীনের সহযােগীতায় ও অর্থায়নে ৫ বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবন্ধীদের মৌলিক চাহিদা পূরনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
দেখুন চাকরির লিস্ট
- আজকের চাকরির খবর
- সাপ্তাহিক চাকরির খবর ২৭/০৯/২০২৪
- সমাজসেবা অধিদপ্তর নিয়োগ ২০২৪
- কর অঞ্চল ২৫ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
প্রতিষ্ঠানের নাম কী? | বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট |
চাকরির ধরন কী? | এনজিও চাকরি |
কোন জেলা? | সকল জেলা |
ক্যাটাগরি কতটি? | ০৭ টি |
নিয়োগ সংখ্যা কত? | ১৯৪৪ জন |
বয়স কত? | বিজ্ঞপ্তিতে দেখুন |
আবেদনের মাধ্যম কী? | ডাকযোগ |
আবেদনের শেষ তারিখ কবে? | ১৪ জুলাই ২০২২ |
ওয়েবসাইট | https://bpktbd.org/ |
দেখুন জনপ্রিয় সার্কুলার
- সাপ্তাহিক চাকরির খবর ২৭/০৯/২০২৪
- পুলিশ নিয়োগ ২০২৪ সার্কুলার
- বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট নিয়োগ ২০২২
বিভাগীয় অফিস অথবা আঞ্চলিক অফিস বা জেলা অফিস উপজেলা অফিস ও ইউনিয়ন পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে নতুন জনবল নিয়োগ দিবে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট। উক্ত নিয়োগ প্রত্রিয়া বাস্তবায়ন জন্য বিভিন্ন প্রচার মিডিয়ায় বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট নিয়োগ ২০২২ সার্কুলার প্রচার করছে। এর পরিপ্রেক্ষিতে সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী দক্ষ/অদক্ষ বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত পদে নিয়ােগের জন্য দরখাস্ত আহবান করা হচ্ছে। প্রতিদিনের নিত্য নতুন আবেডেট চাকরির খবর পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন bdinbd.com
১. বিভাগীয় সমন্বয়ক
- সৃজিত পদের নাম: বিভাগীয় সমন্বয়ক
- মোট নিয়োগ সংখ্যা: ০৮ টি
- প্রাতিষ্ঠানিক যোগ্যতা: স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।
- বেতন স্কিল: ৩৫০০০ টাকা
- প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
২. জেলা এরিয়া ম্যানেজার
- সৃজিত পদের নাম: জেলা এরিয়া ম্যানেজার
- মোট নিয়োগ সংখ্যা: ২০ টি
- প্রাতিষ্ঠানিক যোগ্যতা: স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।
- বেতন স্কিল: ৩০০০০ টাকা
- প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
৩. উপজেলা অফিসার
- সৃজিত পদের নাম: উপজেলা অফিসার
- মোট নিয়োগ সংখ্যা: ৩০০ টি
- প্রাতিষ্ঠানিক যোগ্যতা: স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী।
- বেতন স্কিল: ২১০০০ টাকা
- প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪০ বছর
৪. মাঠকর্মী/ প্রতিনিধি
- সৃজিত পদের নাম: মাঠকর্মী/ প্রতিনিধি
- মোট নিয়োগ সংখ্যা: ৮০০ টি
- প্রাতিষ্ঠানিক যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।
- বেতন স্কিল: ১২৫০০ টাকা
- প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪০ বছর
৫. সহকারি মাঠকর্মী/ প্রতিনিধি
- সৃজিত পদের নাম: সহকারি মাঠকর্মী/ প্রতিনিধি
- মোট নিয়োগ সংখ্যা: ৭০০ টি
- প্রাতিষ্ঠানিক যোগ্যতা: মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।
- বেতন স্কিল: ১০০০০ টাকা
- প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
Bangladesh Disability Welfare Trust Job Circular 2022
৬. অফিস সহায়ক
- সৃজিত পদের নাম: অফিস সহায়ক
- মোট নিয়োগ সংখ্যা: ১০২ টি
- প্রাতিষ্ঠানিক যোগ্যতা: অষ্টম শ্রেণি/ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।
- বেতন স্কিল: ৯০০০ টাকা
- প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩০ বছর
৭. ড্রাইভার
- সৃজিত পদের নাম: ড্রাইভার
- মোট নিয়োগ সংখ্যা: ১৪ টি
- প্রাতিষ্ঠানিক যোগ্যতা: অষ্টম শ্রেণি/ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।
- বেতন স্কিল: ৯০০০ টাকা
- প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪০ বছর
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট আবেদন ফরম
আবেদনের ঠিকানা
পূরণকৃত আবেদনপত্র
ব্যবস্থাপনা পরিচালক
“বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট,
বাড়ী নং-১৪ (নীচ তলা), রােড নং-০৬,
সেনপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬”
নিজহাতে লিখিত দরখাস্ত উক্ত ঠিকানায় পৌছোতে হবে।
আবেদনের শর্তাবলীঃ
বাড়ি ভাড়া ও যাতায়াত সংক্রান্ত বেতন ছাড়া বিভাগীয় সমন্বয়ক পদের জন্য প্রাইভেট কার এবং জ্বালানী খরচ এনজিও বহন করিবে।
জেলা এরিয়া ম্যানেজার, উপজেলা অফিসার ও মাঠকর্মী/ প্রতিনিধি পদের জন্য ট্রাষ্ট এনজিও কর্তৃক মটর বাইক প্রদান করা হবে এবং জ্বালানী খরচ এনজিও/ট্রাষ্ট বহন করিবে।
আগামী ১৭ জুন, ২০২২ইং তারিখের উল্লেখিত বয়সসীমার মধ্যে থাকতে হবে ।
উপরে উল্লেখিত সকল পদের জন্য অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা শিথিল যােগ্য।
অফিস সহায়ক ও নৈশ্য প্রহরী ডিউটি পােষাক ট্রাষ্ট/প্রতিষ্ঠান থেকে প্রদান করা হবে।
চুড়ান্ত বাছাইকৃতদেরকে কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট মাগুরা, দিনাজপুর, কিশােরগঞ্জ, জামালপুর, বান্দরবান, খাগড়াছরি, কক্সবাজার উল্লেখিত জেলাগুলােতে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট নিয়োগ ২০২২
সহকারি মাঠকর্মী/ প্রতিনিধি পদের জন্য বাই সাইকেল এনজিও/ট্রাষ্ট হতে প্রদান করা হবে। অফিস সহায়ক ও নৈশ্য প্রহরী ডিউটি পােষাক এনজিও/ট্রাষ্ট থেকে প্রদান করা হবে। চুড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট,মাগুরা, দিনাজপুর, কিশােরগঞ্জ, জামালপুর, বান্দরবান, খাগড়াছরি, কক্সবাজার উল্লেখিত জেলাগুলােতে কাজ করার মন-মানুষিকতা অবশ্যই থাকতে হবে।
আবেদনের নিয়মাবলীঃ পদের নাম উল্লেথিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও শিক্ষাগত যােগ্যতার বিস্তারিত বর্ণনা যেমন: অভিজ্ঞতা, কোন জেলা বা বিভাগ কাজ করতে ইচ্ছুক তা স্পষ্টভাবে উল্লেখ করে দরখাস্ত দাখিল করতে হবে। উক্ত দরখাস্ত ব্যবস্থাপনা পরিচালক “বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট, বাড়ী নং-১৪ (নীচ তলা), রােড নং-০৬, সেনপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬” ঠিকানায় নিজহস্তে লিখিত দরখাস্ত প্রেরণ করতে হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদেরকে সরাসরি ডাকযোগের মাধ্যমে উপরে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে।