পুলিশ সার্জেন্ট নিয়োগ ২০২২-Bangladesh police sergeant Job Circular 2022: বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদের প্রকৃত শূন্যপদের বিপরীতে জনবল নিযুক্ত করা হবে। প্রার্থী নিয়োগের লক্ষ্যে উপযুক্ত আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের নিকট হতে সরসারি অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলিসহ অন্যান্য তথ্যাদি নিম্নে উল্লেখ করা হলো।
পুলিশ সার্জেন্ট নিয়োগ ২০২২
সম্প্রতি পুলিশ সার্জেন্ট নিয়োগ ২০২২ সার্কুলার প্রকাশিত হয়েছে। বাংলাদেশের একমাত্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা হচ্ছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সংস্থাটি নিয়ন্ত্রিত। বাংলাদেশ পুলিশের প্রধান অধিকর্তাকে বলা হয় মহা পুলিশ পরিদর্শক। বিস্তারিত নিম্নে উল্লেখিত। সকল প্রকার চাকরির খবর পেতে নিয়মিত ভিজিট করুন bdinbd.com
- সমাজসেবা অধিদপ্তর নিয়োগ ২০২৪
- আজকের চাকরির খবর
- সাপ্তাহিক চাকরির খবর ১৪/০৬/২০২৪
- কর অঞ্চল ২৫ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
প্রতিষ্ঠানের নাম কী? | পুলিশ সার্জেন্ট |
চাকরির ধরন কী? | সরকারি চাকরি |
কোন জেলা? | সকল জেলা |
ক্যাটাগরি কতটি? | ০১ টি |
নিয়োগ সংখ্যা কত? | বিজ্ঞপ্তিতে উল্লেখিত |
বয়স কত? | সর্বোচ্চ ১৯-২৭ বছর |
আবেদনের মাধ্যম কী? | অনলাইন |
আবেদনের শেষ তারিখ কবে? | ২২ ডিসেম্বর ২০২২ |
ওয়েবসাইট | https://www.police.gov.bd/ |
- সমাজসেবা অধিদপ্তর নিয়োগ ২০২৪
- চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২৪
- রেলওয়ে নিয়োগ ২০২৪ সার্কুলার
- কর অঞ্চল ২৫ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
পুলিশ সার্জেন্ট নিয়োগ ২০২২ সার্কুলার
নিচে তালিকায় উল্লেখিত পুলিশ সার্জেন্ট নিয়োগ ২০২২ সার্কুলারের সংক্ষিপ্ত আকারে নিম্ন বর্ণিত পদসমূহের বিবরন তথা সৃজিত পদের নাম, নিয়োগ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, গ্রেড, উচ্চতা, বুকের মাপ, ওজন ও দৃষ্টিশক্তি ইত্যাদি সুশৃঙ্খলভাবে তুলে ধরা হলো।
১। পুলিশ সার্জেন্ট
- সৃজিত পদের নাম: পুলিশ সার্জেন্ট
- নিয়োগ সংখ্যা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি
- বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/-
- গ্রেড: ১০
- উচ্চতা: ৫ ফুট ৮ ইঞ্চি (পুরুষ) ও ৫ ফুট ৪ ইঞ্চি (মহিলা)
- বুকের মাপ: স্বাভাবিক ৩২ ইঞ্চি/ সম্প্রসারিত ৩৪ ইঞ্চি (পুরুষ)
- ওজন: বিএমআই অনুসারে
- দৃষ্টিশক্তি: ৬/৬
আবেদনের ঠিকানাঃ
আবেদনে আগ্রহী/চাকরি প্রত্যাশী প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আগামী ২২ ডিসেম্বর ২০২২ ইং তারিখের মধ্যে আবেদন করতে হবে। ডাকযোগ/কুরিয়ার বা অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহনযোগ্য নয়। সরাসরি অনলাইন আবেদনের জন্য নিচে দেওয়া আবেদন বাটনে ক্লিক করুন।
পুলিশ সার্জেন্ট নিয়োগ ২০২২
আবেদনের শর্তাবলীঃ
নিয়োগ কর্তৃপক্ষ সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস অথবা বৃদ্ধিকরণসহ পরীক্ষার সময়সূচি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করেন। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোনো প্রার্থীর নিয়োগ অথবা আবেদন ফরম বাতিলের অধিকার সংরক্ষণ করেন। প্রার্থী নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বাংলাদেশ পুলিশ বাহিনীর যে কোনো ইউনিটে যে কোনো সময় দায়িত্ব পালন করতে বাধ্য থাকবে।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক প্রদেয় তথ্যাদি সম্পর্কে তদন্তে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে চাকরিচ্যুত হতে বরখাস্তকরণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের প্রমাণক হিসেবে দাখিলকৃত দলিলাদি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে একবার জাল অথবা ভুয়া প্রমাণিত হলে তা পুনর্যাচাইয়ের কোনো আবেদন বিবেচিত হবে না।
সরকারি বা আধা-সরকারি অথবা স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র দাখিল করতে হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ অথবা বিলম্বে প্রাপ্ত কিংবা মিথ্যা তথ্য সম্বলিত আবেদন ফরম সরাসরি বাতিল বলে গণ্য হবে। কোনো প্রার্থী বাংলাদেশ পুলিশ, অন্য কোনো শৃঙ্খলা বাহিনী, কোনো সরকারি চাকরি হতে বহিষ্কৃত, চাকরিচ্যুত অথবা বরখাস্ত হয়ে থাকলে প্রার্থী বর্ণিত পদে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে।
প্রার্থীদের অনলাইন আবেদন ফরমে প্রার্থী কর্তৃক প্রদত্ত মোবাইল নম্বরে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। প্রার্থীর মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, পরীক্ষা সংশ্লিষ্ট এসএমএস পড়া ও প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে। প্রার্থীদের লিখিত, মনস্তত্ত্বসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।
পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Related searches): পুলিশ সার্জেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, পুলিশ সার্জেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি 2022, পুলিশ সার্জেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি, পুলিশ সার্জেন্ট নিয়োগ, পুলিশ সার্জেন্ট, পুলিশ সার্জেন্ট নিয়োগ ২০২২, পুলিশ সার্জেন্ট নিয়োগ 2022, পুলিশ সার্জেন্ট এর কাজ কি, পুলিশ সার্জেন্ট এর যোগ্যতা, পুলিশ সার্জেন্ট এর বেতন, পুলিশ সার্জেন্ট এর বেতন কত, পুলিশ সার্জেন্ট কত তম গ্রেড, পুলিশ সার্জেন্ট এর পদ মর্যাদা।
Related searches: Bangladesh police sergeant Job Circular 2022, Bangladesh police sergeant Job Circular, Bangladesh police sergeant Job, Bangladesh police sergeant, Bangladesh police sergeant Job 2022, Bangladesh police sergeant Circular 2022, Bangladesh police sergeant niyog biggopti 2022, Bangladesh police sergeant niyog biggopti, Bangladesh police sergeant niyog, Bangladesh police sergeant niyog 2022, Bangladesh police sergeant biggopti 2022.