বিজ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২–Bees NGO Job Circular 2022:- ৮০০ জনের বিশাল জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ এনজিও। বিজ এনজিও একটি বেসরকারি সংস্থা। যে সকল প্রার্থীগন এনজিও অথাবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে আগ্রহী তাদের চাকরির সুবর্ন সুযোগ নিয়ে এসেছে বিজ এনজিও। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কার্যক্রম চলবে ২৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিম্নরুপ। আমাদের সাথে থাকতে ভিজিট করুন BDinBD.Com
বিজ এনজিও নিয়োগ ২০২২
Bees NGO দেশের উন্নয়নে অবদান রাখতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দাতা সংস্থার আর্থিক সহযােগিতায় ক্ষুদ্রঅর্থায়ন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড সফলতার সঙ্গে বাস্তবায়ন করে আসছে। বিজ সংস্থা দেশের সকল বিভাগে যেমন: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল সিলেট, রংপুর, ও ময়মনসিংহ বিভাগ সমূহে সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করেছে। বিজ-এর ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম অক্ষুন্ন নিমােক্ত পদ সমূহে জরুরীভাবে জনবল নিয়ােগ করা হবে।
প্রতিষ্ঠানের নাম কী? | বিজ এনজিও |
চাকরির ধরন কী? | এনজিও চাকরি |
প্রার্থীর ধরন কী? | নারী ও পুরুষ উভয় |
কোন জেলা? | সকল জেলা |
শূন্য পদ কতটি? | ০২ টি |
নিয়োগ সংখ্যা কত জন? | ৮০০ জন |
শিক্ষাগত যোগ্যতা কী? | এইএসসি/স্নাতক পাশ |
আবেদনের মাধ্যম কী? | ডাকযোগে |
আবেদনের শেষ তারিখ কবে? | ২৬ সেপ্টেম্বর ২০২২ |
ওয়েবসাইট | ngosrajshahi.com/ngos/rajshahi/bees |
- নৌবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার
- পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, পদ ২৭৫ টি
- বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- আম্বালা ফাউন্ডেশন নিয়োগ ২০২৩
বিজ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বিজ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের সুবিধা বঞ্চিত জনগনের উন্নয়নে, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সেবাদান কার্যক্রম অব্যহত রাখতে হলে বিজ টিম এ যােগদান করুন। বিজ এনজিও ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের একটি বেসরকারি, অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা।
এই সংস্থাটি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের আওতাধীন Microcredit Regulatory Authority (MRA) কতুক সনদ প্রাপ্ত। (This content of বিজ এনজিও নিয়োগ ২০২২, has been published by bdinbd.com through the link “ https://bdinbd.com/biz-ngo-job-circular-2022/ ”. Copying this post and using it on other websites is a punishable offence.)
- পদে নাম: মাঠ কর্মকর্তা গ্রেড-১
- নিয়োগ সংখ্যা: ৫০০ জন
- শিক্ষাগত যোগ্যতা: ন্যুনতম স্নাতক পাশ
- প্রার্থীর বয়স: ২২-৩২
- মাসিক বেতন: ২০,০০০-২৪,০০০/-
বেতন ভাতা ও প্রারম্ভিক সুবিধা সমূহ: বাড়ি-ভাড়া, চিকিৎসা-ভাতা এবং অন্যান্য ভাতাসহ এ পদের জন্য মাসিক বেতন ভাতা স্থায়ী করনের পর স্থান ভেদে প্রায় ২৫,০০০-৩০,০০০ টাকা
- পদে নাম: কর্মকর্তা গ্রেড-২
- নিয়োগ সংখ্যা: ৩০০ জন
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ
- প্রার্থীর বয়স: ২২-৩২ বছর
- মাসিক বেতন: ১৯,০০০-২৩,০০০/-
বেতন ভাতা ও প্রারম্ভিক সুবিধা সমূহ: বাড়ি-ভাড়া, চিকিৎসা-ভাতা এবং অন্যান্য ভাতাসহ এ পদের জন্য মাসিক বেতন ভাতা স্থায়ী করনের পর স্থান ভেদে প্রায় ২৪,০০০-২৯,০০০ টাকা।

আবেদনের ঠিকানা ও নিয়মাবলী
আবেদনের ঠিকানা: আবেদন করতে হবে বরাবর পরিচালক (প্রশিক্ষণ ও মানবসম্পদ),বাংলাদেশ। এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ).প্রধান কার্যালয়,বাড়ী নং-৮/বি,রােড নং-২৯,গুলশান-১, ঢাকা-১২১২।
আবেদনপত্রের খামের উপর উল্লেখ করতে হবে: আবেদনের নিজ নাম, পিতা/স্বামীর নাম, স্থায়ী ও পত্র যােগাযােগের ঠিকানা, শিক্ষাগত যােগ্যতা এনআইডি/ম্মাট কার্ড/জন্ম নিবন্ধন নং রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ করতে হবে।
আবেদনে সংযুক্ত করতে হবে: আবেদনকারীর রঙ্গিন ছবি, শিক্ষাগত যােগ্যতার সনদ এর ফটোকপি, প্রশিক্ষণ থাকলে তার সনদ, এনআইডি/স্মাট কার্ড/জন্ম নিবন্ধন সনদ,অভিজ্ঞতা সনদ প্রথম শ্রেনীর সরকারি গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করতে হবে। আবেদন থামের উপর আবেদনকৃত পদের নাম এবং যে বিভাগে নিয়ােজিত হতে চান তা উল্লেখ করতে হবে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ১৮-০৬-২০১২।
পরীক্ষার স্থান ও পরীক্ষার ফি: নির্বাচনী পরীক্ষা বিভাগীয় পর্যায়ে বিজ এর অফিসে অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান, তারিখ,দিন ও সময় মােবাইলে জানানাে হবে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিতির সময় পরীক্ষা ফি বাবদ ২০০/-টাকা জমা দিতে হবে। সচেতনকরন: বিজ এর সংশ্লিষ্ট অফিস ব্যতীত অন্য কোন ব্যক্তি, প্রতিষ্ঠানের সঙ্গে উল্লেখিত কাজের জন্য কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সচেতন থাকতে পরামর্শ দেয়া হলাে।
Related searches: বিজ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, বিজ এনজিও নিয়োগ ২০২২, বিজ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022, বিজ এনজিও নিয়োগ 2022, বিজ এনজিও নিয়োগ, বিজ এনজিও সম্পর্কে তথ্য, বিজ এনজিও শাখা তালিকা, বিজ এনজিও, বিজ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নিয়োগ ২০২২ শিরোনামের এই কন্টেন্ট bdinbd.com কর্তৃক “ https://bdinbd.com/biz-ngo-job-circular-2022/ ” লিংক দ্বারা পাবলিস্ট করা হইছে। এই পোস্ট কাপি করা বা অন্যকোন ওয়েবসাইটে ব্যবহার কারা শাস্তিমূলক অপরাধ। বিজ এনজিও নিয়োগ ২০২1।
I am interested . So, what can I do now
I Have 11 years experience in NGO sector. There are as: Admin Officer, Accounts Officer, Data entry Officer.
আমি বিজে একজন সিলেক্টেড আর আপনারা সবাই দোয়া করবেন,
আমি যেন সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি,ঈনশাল্লাহ
আল্লাহুম্মা আমিন, আল্লাহ আপনাকে কবুল করুক।
মাঠ কর্মকর্তা গ্রেট-২
২০২২ এর ফলাফল কি দিছে ভাই।
আলহামদুলিল্লাহ আমার চাকরি হয়ে গেছে গত ৬/০১/২৩
খুব ভালো। আলহামদুলিল্লা!
সাবধান চাকরি হয়ে গেছে বলে টাকা পয়সা আবদার করে, টাকা পয়সার লেনদেন থেকে দূরে থাকুন।
ভাই এই এনজিও তে সিলেক্ট হওয়ার পরে কি কোন টাকা দিতে হয়? আপনি কি কোন টাকা জামানত দিছেন?