গ্রামীণ শক্তি নিয়োগ ২০২২–Grammen Power Recruitment 2022: গ্রামীণ শক্তি প্রকাশিত জব সার্কুলারে ১৫ জন জনবল নিয়োগ দেওয়া হবে। গ্রামীণ শক্তি প্রতিষ্ঠানের নিম্নবর্ণিত নবসৃজিত শূণ্যপদসমূহে প্রতিযােগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
সুপরিচিত গ্রামীণ শক্তি হল বিশ্বের অন্যতম নেতৃস্থানীয় সামাজিক উদ্যোগ কর্মসূচী। নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস দ্বারা গ্রামীণ শক্তি প্রতিষ্ঠিত। বাংলাদেশের গ্রামীণ জনগণের “শক্তির অ্যাক্সেস” উন্নত করার লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি কাজ করছে। কার্যক্রমগুলো হলো- দরিদ্র মানুষদের আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সবুজ কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, এবং সুস্থ সম্প্রদায় গড়ে তোলা।
- সমাজসেবা অধিদপ্তর নিয়োগ ২০২৪
- আজকের চাকরির খবর
- সাপ্তাহিক চাকরির খবর ১৪/০৬/২০২৪
- কর অঞ্চল ২৫ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
গ্রামীণ শক্তির বিভিন্ন তথ্য
(ক) উক্ত প্রতিষ্ঠানের নাম- গ্রামীণ শক্তি
(খ) অফিসিয়াল সাইটঃ https://www.gshakti.org/
(গ) যে জেলার প্রার্থী আবেদন করতে পারবেনঃ সব জেলা
(ঘ) চাকরির প্রকারঃ এনজিও স্থায়ী
(ঙ) চাকরির বিভাগ সমূহঃ ১ টি
(চ) লোকবল নিয়োগঃ ১৫ জন
(ছ) বয়সের সীমাঃ ২৫-৩৫ বছর
(জ) আবশ্যিক শিক্ষাগত যোগ্যতাঃ মার্কেটিং বিষয়ে স্নাতক/ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার
(ঝ) আবেদনের শেষ সময়ঃ ১৫-০৯-২০২২ ইং
(ঞ) আবেদনের করা যাবেঃ অনলাইন
গ্রামীণ শক্তি নিয়োগ ২০২২
আবেদনে আগ্রহী নির্বাচিত প্রার্থীদের মূল দায়িত্ব ইভি, মিশুক, ইআর ব্যাটারি, সোলার, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক অ্যাপস-এ গ্রামীণ শক্তির বিপণন ও বিক্রয় করা। তাছাড়া নতুন সম্ভাব্য ব্যবসায়িক অংশীদার খোঁজা, পছন্দের স্থানে ডিলার সেট করা, সংগ্রহ ও বিতরণ লক্ষ্য অর্জন, শেষ স্তরের গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ ইত্যাদি আবশ্যক।
পদের বিবরন
- সাম্প্রতি প্রকাশিত শূণ্য পদের নাম কী?: টিএসও/ টিএসই
- উক্ত প্রতিষ্ঠানে মোট নিয়োগ সংখ্যা কত?: ১৫ জন
- আবেদনের শিক্ষাগত যোগ্যতা কী?: মার্কেটিং বিষয়ে স্নাতক/ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার
- আবেদনের বয়স কত?: সর্বোচ্চ ২৫-৩৫ বছর
- বেতন কত?: আলোচনা সাপেক্ষে
গ্রামীণ শক্তি নিয়োগ ২০২২
আবেদনপত্র পাঠাবার ঠিকানা:
আবেদনের ঠিকানা: চাকরি প্রত্যাশি প্রার্থীদেরকে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২২ইং তারিখের মধ্যে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহনযোগ্য নয়। এখুনি আবেদনের জন্য নিচে প্রদত্ত আবেদন বাটনে ক্লিক করুন।
দেখুন আজকের নিয়োগ
- সমাজসেবা অধিদপ্তর নিয়োগ ২০২৪
- চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২৪
- রেলওয়ে নিয়োগ ২০২৪ সার্কুলার
- কর অঞ্চল ২৫ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২৪ সার্কুলার
গ্রামীণ শক্তি নিয়োগ ২০২২
আবেদনের সকল শর্ত
- আবেদনের শর্তসমূহ
- দায়িত্বসমূহ
- পরিক্ষার পদ্ধতি
- আবেদনপত্র বাতিলের কারন
- শর্তাবলী:
(1) দায়িত্বসমূহ: প্রতিদিনের বিক্রয় লক্ষ্য নিশ্চিত করা। প্রয়োজন অনুযায়ী ডিস্ট্রিবিউটর ও ডিলার সেট আপ করা। রুট প্ল্যান অনুযায়ী ডিস্ট্রিবিউটর/ বিক্রেতাদের দৈনিক পরিদর্শন করা। নতুন ডিলারদের সাথে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা। নিয়মিত বিক্রয় লক্ষ্য অর্জন করা। দৈনিক বিক্রয় লক্ষ্য অর্জনের প্রতিবেদন তৈরী করা।
(2) পরিক্ষার পদ্ধতি: আবেদনকারী প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হবে। পরবর্তিতে ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ারন্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
(3)শর্তাবলী: আবেদনযোগ্য প্রার্থীর বয়স আগামী ১৫ সেপ্টেম্বর ২০২২ই তারিখের মধ্যে সর্বোচ্চ ২৫-৩৫ বছর হতে হবে। প্রার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত তারিখের পর আবেদন গ্রহনযোগ্য নয়।
(4) আবেদনপত্র বাতিলের কারন: আবেদনে প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে নিয়ােগ পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়ােগের যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল এবং বিসিক কর্তৃক গৃহীতব্য যে কোন নিয়ােগ পরীক্ষায় আবেদন করার অযােগ্য ঘােষণাসহ তার বিরুদ্ধে যে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গ্রামীণ শক্তি নিয়োগ
পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Related searches): গ্রামীণ শক্তি নিয়োগ 2022, গ্রামীণ শক্তি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, গ্রামীণ শক্তি নিয়োগ বিজ্ঞপ্তি 2022, গ্রামীণ শক্তি নিয়োগ বিজ্ঞপ্তি, গ্রামীণ শক্তি নিয়োগ, গ্রামীণ শক্তি, গ্রামীণ শক্তি সৌর বিদ্যুৎ, গ্রামীন শক্তি লোন, গ্রামীণ শক্তি অফিস, গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেড, গ্রামীণ শক্তি নিয়োগ, গ্রামীণ শক্তি বায়োগ্যাস, গ্রামীণ শক্তি সোলার, গ্রামীণ শক্তি ফাউন্ডেশন, গ্রামীণ শক্তি কাঠামো
Related searches: Grammen Power Recruitment 2022, Grammen Power Recruitment, Grammen Power, Grammen Power job circular 2022, Grammen Power job circular, Grammen Power job, Grammen Power job 2022, Grammen Power niyog biggopti 2022, Grammen Power niyog biggopti, Grammen Power niyog, Grammen Power niyog 2022, Grameen shakti solar
সাম্প্রতি গ্রামীণ শক্তি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে সকল প্রার্থী গ্রামীণ শক্তি-তে আবেদন করতে চান, তারা গ্রামীণ শক্তি কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত নিয়োগ সার্কুলারটি ভালো ভাবে পড়ে নিন। আবেদনের জন্য সকল কগজপত্র যাছাই করে নিন। আবেদনে সময় শেষ হওয়ার পূর্বেই আবেদন করুন।