হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২Habiganj Palli Bidyut Samiti Job Circular 2022: হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি প্রকাশিত জব সার্কুলারে ৪ জন জনবল নিয়োগ দেওয়া হবে। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি রাজস্বখাতের নিম্নবর্ণিত নবসৃজিত সহকারী ক্যাশিয়ার শূণ্যপদে প্রতিযােগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে ডাকযোগে আবেদনপত্র আহ্বান করা হলাে।

(ক) উক্ত প্রতিষ্ঠানের নাম- হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি

(খ) অফিসিয়াল সাইটঃ http://pbs.habiganj.gov.bd/

(গ) যে জেলার প্রার্থী আবেদন করতে পারবেনঃ বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলা

(ঘ) চাকরির প্রকারঃ সরকারি স্থায়ী

(ঙ) চাকরির বিভাগ সমূহঃ ১ টি

(চ) লোকবল নিয়োগঃ ৪ জন

(ছ) বয়সের সীমাঃ অনূর্ধ্ব ৩০ বছর

(জ) আবশ্যিক শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তিতে উল্লেখিত

(ঝ) আবেদনের শেষ সময়ঃ ০৫-০৯-২০২২ ইং

(ঞ) আবেদনের করা যাবেঃ ডাকযোগ

পদের বিবরন

  • সাম্প্রতি প্রকাশিত শূণ্য পদের নাম কী?: সহকারী ক্যাশিয়ার
  • উক্ত প্রতিষ্ঠানে মোট নিয়োগ সংখ্যা কত?: ০৪ জন
  • জেন্ডার: মহিলা
  • আবেদনের বয়স কত?: অনূর্ধ্ব ৩০ বছর
  • বেতন কত?: ১৮৩০০-৪৬২৪০/- টাকা

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২

আবেদনের শর্তাবলী

  • আবেদনের বিবরন
    1. আবেদনের শর্ত সমূহ
    2. আবেদন পদ্ধতি
    3. আবেদনপত্র বাতিলের কারন:

(1) আবেদনের শর্ত সমূহ: যে কোন পদের জন্য তদবির প্রার্থীর অযােগ্যতা হিসেবে গণ্য করা হবে। আবেদনপত্র খামের উপর বড় অক্ষরে পদের নাম ও নিজ জেলার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। প্রার্থীদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যােগ্যতা ও অন্যান্য সনদপত্রের মূল কপি দাখিল করতে হবে। চাকুরীতে নিয়ােজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রার্থীদেরকে লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। যদি কোন প্রার্থী পল্লী বিদ্যুৎ সমিতি হতে বরখাস্ত বা স্বেচ্ছায় পদত্যাগ করে থাকেন, তাহলে সেই প্রার্থীদের উক্ত পদে আবেদন করার প্রয়ােজন নাই। উত্তীর্ণ প্রার্থীকে প্রাথমিক অবস্থায় ০১ বছরের জন্য “অন-প্ৰবেশনে নিয়ােগ প্রদান করা হবে।

আবেদনপত্রে ভুল তথ্য বা অসম্পূর্ণ আবেদনপত্র প্রদান করা হলে বাছাই প্রক্রিয়া অর্থাৎ লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে। প্রার্থীদেরকে যেকোন ব্যাংক হতে ১০০/- টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে। নিয়ােগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। সাদা কাগজে লিখিত বা টাইপকৃত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

(2) আবেদন পদ্ধতি: আবেদনে আগ্রহী প্রার্থীদেরকে আগামী ০৫/০৯/২০২২খ্রিঃ তারিখে “সিনিয়র জেনারেল ম্যানেজার, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ” ঠিকানায় ডাকযােগে আবেদনপত্র প্রেরণ করতে হবে। নির্ধারিত আবেদন ফরমে স্ব-হস্তে লিখিত আবেদনপত্র তৈরি করতে হবে। A4 সাইজের কাগজে আবেদন ফরম ডাউনলােড করতে হবে। সরাসরি কোন আবেদন গ্রহণযােগ্য হবেনা। আবেদন ফরম নিচ থেকে ডাউনলোড করুন।

(3) আবেদনপত্র বাতিলের কারন: আবেদনপত্রে প্রদত্ত কোনো তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে নিয়ােগ পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়ােগের যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল এবং বিসিক কর্তৃক গৃহীতব্য যে কোন নিয়ােগ পরীক্ষায় আবেদন করার অযােগ্য ঘােষণাসহ তার বিরুদ্ধে যে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

৩ টি পদে ০৯ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। সার্কুলারে উল্লেখিত জেলা ব্যতিত ছাড়া বাকী সব জেলার চাকরি প্রত্যাশি প্রার্থীগন এই নিয়োগে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিচের বিবরণ এবং অফিসিয়াল সার্কুলারে দেখুন।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নবর্ণিত শূন্য পদে লােকবল নিয়ােগ অথাবা প্যানেল তৈরীর নিমিত্তে আগ্রহী বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে সার্কুলারে উল্লেখিত শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। নিয়মিত চাকরির খবর পেতে ভিজিট করুন bdinbd.com

  • শূন্য দের নাম ডাটা এন্ট্রি আপারেটর
  • পদ সংখ্যা ১ টি
  • নিয়োগ সংখ্যা ৪ জন
  • বয়সীমা ১৮-৩০ বছর
  • বেতন স্কেল ১৮,৩০০-৪৬,২৪০/-
  • শূন্য দের নাম ড্রাইভার
  • পদ সংখ্যা ১ টি
  • নিয়োগ সংখ্যা ২ জন
  • বয়সীমা ১৮-৪৫ বছর
  • বেতন স্কেল ১৬,৬০০-৪১,৯৫০/-
  • শূন্য পদের নাম অফিস সহায়ক
  • পদ সংখ্যা ১ টি
  • নিয়োগ সংখ্যা ৩ জন
  • বয়সীমা ১৮-৩০ বছর
  • বেতন স্কেল ১৫,৫০০-৩৯,১৭০/-
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
#হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Habiganj Palli Bidyut Samiti Job Circular 2022

উল্লেখ্য, আবেদনপত্র জমা প্রদানের শেষ তারিখ ০৯/০৬/২০২২খ্রিঃ পর্যন্ত। বিস্তারিত তথ্য হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে (www.pbs.habiganj.gov.bd) প্রকাশিত হয়েছে। ফোন: অফিস: ০৮৩৩২-৫৬৬৪২ ই-মেইলঃ [email protected], ওয়েবসাইট: www.pbs.habiganj.gov.bd, সিনিয়র জেনারেল ম্যানেজার: হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।

অন্যদের শেয়ার করুন

bdinbd.com