হীপ বাংলাদেশ সোসাইটি নিয়োগ ২০২২

হীপ বাংলাদেশ সোসাইটি নিয়োগ ২০২২-Heep Bangladesh Society Job Circular 2022: জাতীয় পর্যায়ের একটি সমাজ সেবামূলক বেসরকারী সংস্থা হচ্ছে “হীপ বাংলাদেশ সোসাইটি”। এই সংস্থা বাংলাদেশের প্রতিটি পরিবার, হাসপাতাল/ক্লিনিক, অফিস-আদালত, শিক্ষা-প্রতিষ্ঠান, হোটেল-রেস্তোঁরা সহ আবাসিক ও জনসমাগম স্থানে নিরাপদ খাবার পানি নিশ্চিত করে থাকে।

হীপ বাংলাদেশ সোসাইটি নিয়োগ ২০২২

উক্ত কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশের জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে, নিম্নবর্ণিত পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে শর্তসাপেক্ষে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্থ আহবান করা যাচ্ছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকগন উক্ত পদসমূহে আবেদন করতে পারবেন। বিস্তারিত আরও জানতে হীপ বাংলাদেশ সোসাইটি নিয়োগ ২০২২ সার্কুলারটি দেখুন।

প্রতিষ্ঠানের নাম কী?হীপ বাংলাদেশ সোসাইটি
চাকরির ধরন কী?সরকারি চাকরি
কোন জেলা?সকল জেলা
ক্যাটাগরি কতটি?১১ টি
নিয়োগ সংখ্যা কত?৩৮৮ জন
বয়স কত?বিজ্ঞপ্তিতে উল্লেখিত
আবেদনের মাধ্যম কী?ডাকযোগ
আবেদনের শেষ তারিখ কবে?০৫ জানুয়ারী ২০২৩
ওয়েবসাইটwww.heepbangladesh.com

হীপ বাংলাদেশ সোসাইটি নিয়োগ ২০২২ সার্কুলার

এবারের আলোচনায় হীপ বাংলাদেশ সোসাইটি নিয়োগ ২০২২ সার্কুলারের সংক্ষিপ্ত বিবরন নিম্নে তুলে ধরা হলো। বিরণের আলোচ্য বিষয় হলো পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ সংখ্যা ইত্যাদি। আবেদনের পূর্বে আপনার পছন্দনীয় পদটি বাছাই করে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করুন।

১। রিজিওনাল ম্যানেজার

  • পদের নাম: রিজিওনাল ম্যানেজার
  • শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • নিয়োগ সংখ্যা: ১৬ টি

২। রিজিওনাল একাউন্ট

  • পদের নাম: রিজিওনাল একাউন্ট
  • শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • নিয়োগ সংখ্যা: ১৬ টি

৩। জেলা/ জোন ম্যানেজার

  • পদের নাম: জেলা/ জোন ম্যানেজার
  • শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • নিয়োগ সংখ্যা: ৮০ টি

৪। জেলা/ জোন একাউন্ট জেড

  • পদের নাম: জেলা/ জোন একাউন্ট জেড
  • শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • নিয়োগ সংখ্যা: ৮০ টি

৫। উপজেলা/ ইউনিট ম্যানেজার

  • পদের নাম: উপজেলা/ ইউনিট ম্যানেজার
  • শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • নিয়োগ সংখ্যা: ০১ টি

৬। ফিল্ড অফিসার

  • পদের নাম: ফিল্ড অফিসার
  • শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • নিয়োগ সংখ্যা: ০৮ টি

৭। সহকারী ফিল্ড অফিসার

  • পদের নাম: সহকারী ফিল্ড অফিসার
  • শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • নিয়োগ সংখ্যা: ০৮ টি

৮। রিসিপসনিষ্ট (মহিলা)

  • পদের নাম: রিসিপসনিষ্ট
  • শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • নিয়োগ সংখ্যা: ৮০ টি

৯। টেকনোশিয়ান (পুুরুষ)

  • পদের নাম: টেকনোশিয়ান
  • শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • নিয়োগ সংখ্যা: ০৩ টি

১০। অফিস সহায়ক

  • পদের নাম: অফিস সহায়ক
  • শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • নিয়োগ সংখ্যা: ৮০ টি

১১। গাড়ী চালক

  • পদের নাম: গাড়ী চালক
  • শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • নিয়োগ সংখ্যা: ১৬ টি
হীপ বাংলাদেশ সোসাইটি নিয়োগ ২০২২
হীপ বাংলাদেশ সোসাইটি নিয়োগ ২০২২
হীপ বাংলাদেশ সোসাইটি নিয়োগ ২০২২
হীপ বাংলাদেশ সোসাইটি নিয়োগ ২০২২

আবেদনের ঠিকানাঃ

চাকরী প্রত্যাশী প্রার্থীদেরকে আগামী ০৫ জানুয়ারী ২০২৩ ইং তারিখের মধ্যে সরাসরি ডাকযোগের মাধ্যমে ঢাকা অফিসের ঠিকানায় আবেদন পত্র পৌঁছাতে হবে। উল্লেখিত ওয়েবসাইডে রক্ষিত আবেদন ফরম ডাউনলোড করে অথবা “নির্বাহী পরিচালক, হীপ বাংলাদেশ সোসাইটি বাড়ি # ৫১৬/৩, (E-3) টাওয়ার-৭১, ইসিবি চত্তর দক্ষিন মানিকদী, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২১৬”- বরাবর প্রার্থীগন আবেদন করতে পারবেন।

হীপ বাংলাদেশ সোসাইটি নিয়োগ ২০২২

আবেদনের শর্তাবলীঃ

আবেদনে আগ্রহী বাংলাদেশের যে কোন জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেন। আগামী ০৫ জানুয়ারী ২০২৩ ইং তারিখের মধ্যে প্রার্থীর বয়সসীমা নূন্যতম ১৮ হতে সার্কুলারে উল্লেখিত বয়সসীমার মধ্যে থাকতে হবে। উল্লেখিত ১ নং পদের জন্য অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, সেনা অফিসার, সরকারী কর্মকর্তা ও এনজিও কর্মকর্তার বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথীলযোগ্য।

তাছাড়া ৮ ও ১০ নং পদ ছাড়া সকল পদের জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। তবে এক্ষেত্রে উপযুক্ত অভিজ্ঞতা সনদ অবশ্যই প্রদান করতে হবে। এক্ষেত্রে পদের নাম, প্রার্থীর জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, অভিজ্ঞতা, বৈবাহিক অবস্থা ও কোন বিভাগ/ জেলায় কাজ করতে ইচ্ছুক তা স্পষ্ট করে উল্লেখ করতে হবে।

প্রার্থীরকে আবেদনপত্রের সাথে সদ্য তোলা ৩ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি, পরীক্ষার ফি জমাদানের ব্যাংক রশিদের মূলকপি ও ১০/- টাকার ডাকটিকিট সম্বলিত ফেরত খাম সংযুক্ত করে দিতে হবে। খামের উপর প্রার্থীর নাম ও পদের নাম, বর্তমান ঠিকানা ও মোবাইল নাম্বার অবশ্যই লিখে দিতে হবে।

১ ও ২ নং পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকায় হেড অফিসে ও ৩-১১ নং প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নিজ নিজ জেলা শহরে অনুষ্ঠিত হবে। নির্বাচনী পরীক্ষার সময় সূচী এস.এম.এস অথবা চিঠির মাধ্যমে যথা সময়ে জানিয়ে দেওয়া হবে।

প্রার্থীদেরকে স্বাক্ষাৎকারের সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের মূলকপি অবশ্যই সাথে নিয়ে আসতে হবে। পাশাপাশি ১ সেট ফটোকপি জমা দিতে হবে। নির্বাচনী পরীক্ষা বা স্বাক্ষাৎকারের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Related searches): হীপ বাংলাদেশ সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, হীপ বাংলাদেশ সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি 2022, হীপ বাংলাদেশ সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি, হীপ বাংলাদেশ সোসাইটি নিয়োগ, হীপ বাংলাদেশ সোসাইটি, হীপ বাংলাদেশ সোসাইটি নিয়োগ ২০২২, হীপ বাংলাদেশ সোসাইটি নিয়োগ 2022

Related searches: Heep Bangladesh Society Job Circular 2022, Heep Bangladesh Society Job Circular, Heep Bangladesh Society Job, Heep Bangladesh Society, Heep Bangladesh Society Job 2022, Heep Bangladesh Society Circular 2022, Heep Bangladesh Society niyog biggopti 2022, Heep Bangladesh Society niyog

অন্যদের শেয়ার করুন

bdinbd.com