ভূমি সংস্কার বোর্ড নিয়োগ ২০২২

৯টি পদের জন্য ভূমি অফিস মন্ত্রনালয় কর্তৃক ভূমি সংস্কার বোর্ড নিয়োগ ২০২২ সার্কুলার প্রকাশিত হয়েছে।(Land Reform Board Job Circular 2022): ১৯ জুন, প্রচারিত নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২-এ ভূমি সংস্কার বাের্ডের নিয়ােগবিধি ও সরকারের প্রচলিত সংশ্লিষ্ট নিয়ােগবিধি অনুসরণ করা হবে। ভূমি সংস্কার বাের্ড ও বাের্ডের আওতাধীন বিভাগীয় সকল উপ-ভূমি সংস্কার কমিশনারের কার্যালয়, শূন্য পদে সরাসরি নিয়ােগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক আবেদন করতে পারবেন।

ভূমি সংস্কার বোর্ড নিয়োগ ২০২২

প্রার্থীকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত সকল তথ্য নিচে উল্লেখ করা হয়েছে। প্রার্থী নিজ নিজ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুসারে আবেদন করুন। ভূমি মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ভূমি সংস্কার বোর্ড নিয়োগ ২০২২ নিয়োগ সার্কুলারে আবেদন সংক্রান্ত সকল তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিদিনের নিত্য নতুন সরকারি চাকরীর খবর পেতে আমাদের ওফিসিয়াল ওয়েবসািইট ভিজিট করুন bdinbd.com

দেখুন চাকরির লিস্ট

প্রতিষ্ঠানের নাম কী?ভূমি সংস্কার বোর্ড
চাকরির ধরন কী?সরকারি চাকরি
কোন জেলা?সকল জেলা
ক্যাটাগরি কতটি?০৫ টি
নিয়োগ সংখ্যা কত?০৯ জন
বয়স কত?বিজ্ঞপ্তিতে দেখুন
আবেদনের মাধ্যম কী?অনলাইন
আবেদনের শেষ তারিখ কবে?২১ জুলাই ২০২২
ওয়েবসাইটhttp://www.lrb.gov.bd/

দেখুন জনপ্রিয় সার্কুলার

ভূমি সংস্কার বোর্ড নিয়োগ ২০২২

১। কম্পিউটার অপারেটর

  1. পদের নাম: কম্পিউটার অপারেটর
  2. নিয়োগ সংখ্যা: ০২ টি
  3. শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী।
  4. বেতন: ১০,২০০ – ২৪,৬৮০/- টাকা
  5. গ্রেড: ১৪
  6. বয়স: ১৮-৩০ বৎসর।

২। কম্পিউটার অপারেটর (অফিস সহকারী)

  1. পদের নাম: কম্পিউটার অপারেটর (অফিস সহকারী)
  2. নিয়োগ সংখ্যা: ০১ টি
  3. শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি পাশ
  4. বেতন: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা
  5. গ্রেড: ১৬
  6. বয়স: ১৮-৩০ বৎসর।

৩। রেকর্ড কীপার

  1. পদের নাম: রেকর্ড কীপার
  2. নিয়োগ সংখ্যা: ০১ টি
  3. শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি পাশ
  4. বেতন: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা
  5. গ্রেড: ১৬
  6. বয়স: ১৮-৩০ বৎসর।

৪। গাড়িচালক (ড্রাইভার)

  1. পদের নাম: গাড়িচালক (ড্রাইভার)
  2. নিয়োগ সংখ্যা: ০৩ টি
  3. শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্র্রেণী পাশ
  4. বেতন: গাড়িচালক (ড্রাইভার)
  5. গ্রেড: ১৬
  6. বয়স: ১৮-৩০ বৎসর।

৫। অফিস সহায়ক

  1. পদের নাম: অফিস সহায়ক
  2. নিয়োগ সংখ্যা: ০২ টি
  3. শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ
  4. বেতন: ৮,২৫০ – ২০,০১০/- টাকা
  5. গ্রেড: ২০
  6. বয়স: ১৮-৩০ বৎসর।

আবেদনের শর্তসমূহ: ভূমি অফিসে নিয়ােগের জন্য সরকারের প্রচলিত বিধিবিধান/কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। সকল প্রার্থীদের ক্ষেত্রে ২৩ জুন, ২০২২ ইং তারিখ থেকে বয়স ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: কোনো প্রার্থী বয়সের ক্ষেত্রে এফিডেভিট সার্টিফিকেট/ সনদ প্রদান করলে তা গ্রহন করা হবে না।

Land Reform Board Job Circular 2022

সরকারি অথবা আধাসরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র দাখিলের সময় নিজ নিজ কর্তপক্ষের নিকট থেকে চাকরিতে আবেদন করার জন্য ছাড়পত্র গ্রহণ করতে হবে। প্রর্থীকে মৌখিক পরীক্ষার সময় সার্কুলারে উল্লেখিত সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। এখানে শর্ত থাকে যে, আবেদনকারী নিয়ােগ লাভের পর বাংলাদেশের যে কোন ভূমি অফিসে চাকরি করতে বাধ্য থাকিবে।

আবেদনের ঠিকানা: প্রার্থীকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে নিচে ক্লিক করুন।

অন্যদের শেয়ার করুন

bdinbd.com