মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার পদে অনির্দিষ্ট সংখ্যক জনবল (চুক্তিভিত্তিক) নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সর্বশেষ ১০ ফেব্রুয়ারি-২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি ও আবেদন ফরম এখানেই BDinBD.Com।
প্রতিষ্ঠানের নাম কী? | মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি |
প্রার্থীর ধরন কী? | নারী ও পুরুষ উভয় |
কী ধরনের চাকরি? | সরকারি চাকরি |
জেলা | সকল জেলার প্রার্থী |
পদ সংখ্যা কতটি? | ০১ টি |
নিয়োগ সংখ্যা কত জন? | অনির্দিষ্ট |
শিক্ষাগত যোগ্যতা কী? | দেয়া নাই |
প্রার্থীর বয়সীমা কত? | ৫২-৫৫ বছর |
আবেদন শেষ কত তারিখে? | ১০ ফেব্রুয়ারি ২০২২ |
আবেদনের মাধ্যম কী? | ডাকযোগে |
মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিম্নবর্ণিত শূন্য পদে জনবল লক্ষ্যে/প্যানেল প্রস্তুতের নিমিত্তে নিম্নবর্ণিত যোগ্যতা এবং সার্কুলারে উল্লেখিত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে আগ্রহী প্রার্থীদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। তাই এই নিয়োগের জন্য চাকরি প্রত্যাশী প্রার্থীদের কাছ থেকে ডাকযোগে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
- পদের নাম: মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার
- বিজ্ঞপ্তির ধরন: (চুক্তিভিত্তিক)
- পদ সংখ্যা: ১ টি।
- নিয়োগ সংখ্যা: অনির্দিষ্ট
- অভিজ্ঞতা: ৩/৬ অথবা ৯ বছরের ধারাবাহিক অভিজ্ঞতা।
- মাসিক বেতন: ১৪,৭০০-২৬৪৮০ টাকা
- বয়স: ৫২-৫৫ বছর সর্বোচ্চ

আবেদনের ঠিকানা: সিনিয়র জেনারেল ম্যানেজার, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, বাগাজান, মুলজান, মানিকগঞ্জ এর বরাবর ডাক যোগে/কুরিয়ারে প্রেরণ করতে হবে।
আমি সাতক্ষীরা জেলা থেকে আবেদন করতে পারবো কি জানাবেন
সার্কুলারেতো জেলা নির্দিষ্ট করে দেয়নি। তাহলে পারবেদন
ভাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে
ডাটা এন্ট্রি ও কম্পিউটার অপারেটর এ আবার কবে সার্কুলার দিবে
শিগ্রই হয়তো দেবে। সার্কুলার দিলে এখানে পাবেন। ধন্যবাদ!