মিরপুর সেনাসিবাস নিয়োগ ২০২২: মিলিটারি ইনস্টিটিউব অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) মিরপুর সেনাসিবাস ০৬ টি পদে ১১ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সশস্ত্র বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্থ আহ্বান করা যাচ্ছে। সেনাবাহিনিতে চাকরি প্রত্যাশিত প্রার্থীগন সার্কুলারে উল্লেখিত তারিখের মধ্যে ডাকযোগে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম | মিরপুর সেনাসিবাস |
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | সার্কুলারে উল্লেখিত জেলা |
ক্যাটাগরি | ০৬ টি |
নিয়োগ সংখ্যা | ১১ জন |
শিক্ষাগত যোগ্যতা | এস.এস.সি-স্নাতক |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
আবেদনের শেষ তারিখ | ২০ ফেব্রুয়ারি ২০২২ |
মিরপুর সেনাসিবাস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেন ফরম পূরণ করে ২০ ফেব্রুয়ারি ২০২২ তারিখের মধ্যে এমআইএসটি, মিরপুর সেনানিবাস, ঢাকা-১২১৬ বরাবর আবেদনপত্র অফিস চলাকলীন সময়ের মধ্যে পৌঁছাতের হবে। প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ সোনালী ব্যাংকের যে কোন শাখায় ক্রমিক নং ১ ও ৪ নং পদের জন্য ১০০/- টাকা এবং ৫ ও ৬ নং পদের জন্য ৫০/- টাকা জমা দিয়ে চালানের মূল কপি আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনের বিস্তারিত বিবরন নিম্নে উল্লেখ করা হল যেমন: পদের নাম, বেতন, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, ইত্যাদি।
- পদের নাম: কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যা: ০২ টি
- বেতন: ১১০০০-২৬৫৯০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক/সমমান।
- অভিজ্ঞতা: কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ২৫ শব্দ ও ইংরেজী ৩০ শব্দ গতি।
- পদের নাম: শপ টেকনিসিয়ান
- পদ সংখ্যা: ০১ টি
- বেতন: ৯৭০০-২৩৪৯০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি/সমমান।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ০২ বছরের অভিজ্ঞতা।
- পদের নাম: এমটি ড্রাইভার
- পদ সংখ্যা: ০৪ টি
- বেতন: ৯৩০০-২২৪৯০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি/সমমান।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ০৩ বছরের অভিজ্ঞতা।
- পদের নাম: ল্যাবরেটরী সহকারী
- পদ সংখ্যা: ০১ টি
- বেতন: ৯০০০-২১৮০০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি/সমমান।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ০২ বছরের অভিজ্ঞতা।
- পদের নাম: অফিস সহায়ক
- পদ সংখ্যা: ০২ টি
- বেতন: ৯০০০-২১৮০০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি/সমমান।
- পদের নাম: মেসওয়েটার
- পদ সংখ্যা: ০১ টি
- বেতন: ৮২৫০-২০০১০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি/সমমান।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা।

দেখুন নতুন নিয়োগ সার্কুলার
স্যার আমি এসএসসি পাস আমাকে কি চাকরি দেওয়া যায়
এসএসসি পাশে জন্য পদ আছে, অবেদন করুন।
স্যার মিরপুর সেনানিবাস নিয়োগ২০২৩ কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে…?
পদ খালি হলে প্রকাশিত হবে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিলে এই পোস্টে পাবেন ধন্যবাদ।