পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২২

2.8/5 - (5 votes)

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২২-Padakhep Manabik Unnayan Kendra Job Circular 2022: ০১ টি পদে ০২ জন নিয়োগের বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। বাংলাদেশের সকল জেলার আগ্রহী প্রার্থীগণ পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এনজিওর এই নিয়োগে আবেদন করতে পারবেন। আবেদন সম্পর্কিত বিস্তারিত বিবরণ নিম্নে দেওয়া হলো। সকল চাকরির খবর পেতে ভিজিট করুন BDinBD.com

সার সংক্ষেপ

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২২

Steps Humanitarian Development Center Job Circular 2022: পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ে একটি বেসরকারী সংস্থা (NGO) Since-1986 যা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) কর্তৃক লাইসেন্স প্রাপ্ত এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) এর শ্রেষ্ঠ সহযােগী সংস্থা হিসেবে পুরস্কারপ্রাপ্ত এছাড়া বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর নিয়োগ সম্পর্কিত সংক্ষিপ্ত সারণি।

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ প্রশ্ন ও উত্তর পোষ্টের নিচে দেখুন।

প্রতিষ্ঠানের নাম কী?পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র
কোন ধরনের চাকরির?এনজিও চাকরি
প্রার্থীর ধরন কী?নারী/পুরষ উভয়ই
কোন কোন জেলা?সকল জেলা
ক্যাটাগরি কত টি?০১ টি
নিয়োগ সংখ্যা কত?০২ জন
শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে?বিজ্ঞপ্তিতে উল্লেখিত
আবেদনের মধ্যম কি?ডাকযোগ
আবেদন প্রক্রিয়াচলছে
আবেদনের শেষ তারিখ?২৫ ডিসেম্বর ২০২২
ওয়েবসাইটhttps://www.padakhep.org/
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২২

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২২ সার্কুলার

নিচে তালিকায় উল্লেখিত পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২২ সার্কুলারের সংক্ষিপ্ত আকারে নিম্ন বর্ণিত পদসমূহের বিবরন তথা পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বেতন ইত্যাদি সুশৃঙ্খলভাবে তুলে ধরা হলো।

  • পদের নাম: সহকারী বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার
  • পদ সংখ্যা: ০২ টি
  • শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • অভিজ্ঞতা: উল্লেখ নেই
  • বেতন: আলোচনা সাপেক্ষে
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২২
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২২
  • পদের নাম: টেকনিক্যাল অফিসার
  • পদ সংখ্যা: ০১ টি
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি
  • অভিজ্ঞতা: নূন্যতম ০৩ বছর
  • বেতন: ৪২,০০০/- টাকা
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২২
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২২
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২২
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২২

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২২

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২২Padakhep Manabik Unnayan Kendra Job Circular: পদক্ষেপ তার অভীষ্ট জনগােষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনযাত্রার গুণগত মান উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে সমগ্র দেশব্যাপী ‘সমন্বিত উন্নয়ন কৌশল (HDA)’ অবলম্বন করে ক্ষুদ্রঅর্থায়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, পশুসম্পদ ও বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। থার ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচীর আওতায় ব্রাঞ্চ সম্প্রসারণের লক্ষ্যে ব্রাঞ্চ পর্যায়ে নিমােক্ত নিয়মিত পদে কর্মী নিয়ােগের লক্ষ্যে লোকবল নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত পদের বিবরণ নিচে দেখুন।

এক নজরে পদের বিবরণ

পদক্ষেপ এনজিও নিয়োগ 2022 সহকারী ভ্যালু টেইন ফ্যাসিলিটিটেটর পদের বিবরণ

  • পদের নাম: কমিউনিটি ম্যানেজার-১
  • পদ সংখ্যা: ৫৫০ টি
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর/সমমান।
  • বয়স: ২৪-৩২ বছর
  • বেতন: ২৫,৪৮০/-
  • পদের নাম: কমিউনিটি ম্যানেজার-২
  • পদ সংখ্যা: ২৫০ টি
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান।
  • বয়স: ২৪-৩২ বছর
  • বেতন: ২৩,৩০৯/-
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২২

পদক্ষেপ এনজিও নিয়োগ ২০২২ ভ্যালু টেইন ফ্যাসিলিটিটেটর পদের বিবরণ

  • পদের নাম: ভ্যালু টেইন ফ্যাসিলিটিটেটর
  • পদ সংখ্যা: ০১ টি
  • কর্মস্থল: গোপালগঞ্জ
  • বয়স: ৪৫ বছর
  • বেতন: ৪৫,০০০/-

শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিসারিজ বিষয়ে ৪ বছরের স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে।

আবেদনের ঠিকানা: ই-মেইল[email protected]

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি

  • পদের নাম: ব্রাঞ্জ ম্যানেজার
  • পদ সংখ্যা: ৫০ টি
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান পাশ।
  • বয়স: ২৮-৪০ বছর
  • বেতন: আলোচনা সাপেক্ষে
  • পদের নাম: কমিউনিটি ম্যানেজার
  • পদ সংখ্যা: ৬৫০ টি
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান পাশ।
  • বয়স: ২৪-৩২ বছর
  • বেতন: আলোচনা সাপেক্ষে
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
#পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আবেদনের ঠিকানা

দরখাস্ত পাঠাবার/আবেদনের ঠিকানা: পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে চাকরি করতে ইচ্ছুক সৎ, নিষ্ঠাবান, আন্তরিক, সময়ানুবর্তি ও কঠোর পরিশ্রমী এমন স্থায়ী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে নির্বাহী পরিচালক, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রধান কার্যালয়, বাড়ী নং ৫৪৮, রোড নং ১০, বায়তুল আমান হাইজিং সোসাইটি, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় সরসরি/ডাকযোগে দরখাস্ত প্রেরন করতে হবে।

আবেদরেন শর্তাবলীঃ

ক) আগ্রহী প্রার্থীদের A-4 সাইজের সাদা কাগজে স্বহস্তে লিখিত আবেদন (১নং পদের ক্ষেত্রে অভিজ্ঞতার বিস্তারিত বর্ণনাসহ) ও জীবনবৃত্তান্ত (আপনাকে চিনবেন এমন দুইজন বিশিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা ও মােবাইল নম্বর ইত্যাদি উল্লেখ পূর্বক), সদ্য তােলা পাসপাের্ট সাইজের ৩ কপি স্পষ্ট রঙিন ছবি। (ল্যাব প্রিন্ট), সকল শিক্ষাগত যােগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ/ছাড়পত্র, স্থায়ী ঠিকানার পক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আবশ্যিকভাবে সংযুক্তসহ আগামী ২৫/০৪/২০২২ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রধান কার্যালয়, বাড়ী নং ৫৪৮, রােড নং ১০, বায়তুল আমান হাউজিং সােসাইটি, আদাবর, মােহাম্মদপুর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় সরাসরি বা ডাকযােগের মাধ্যমে পৌছাতে হবে।

খ) খামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে। গ) শুধুমাত্র বাছাইকৃত যােগ্য প্রার্থীদেরকে নিয়ােগ পরীক্ষার সময়সূচী দরখান্তে প্রদত্ত মােবাইল নম্বরে অবহিত করা হবে। ঘ) লিখিত পরীক্ষায় অংশগ্রহণের দিন পরীক্ষার ফি বাবদ নগদ ২০০/- টাকা (অফেরতযােগ্য) জমা দিতে হবে। ঙ) চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে যােগদানের সময় সংস্থার অনুকুলে ‘স্টাফ সেভিংস ডিপােজিট” খাতে ১নং পদের জন্য ১২,০০০/- টাকা এবং ২নং পদের জন্য ৮,০০০/- টাকা নগদে জমা দিতে হবে যা চাকুরী শেষে (নিয়মিত/স্থায়ীকরণ হবার শর্তে) লভ্যাংশসহ ফেরতযােগ্য।

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২২ সার্কুলার

চ) চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর প্রধান অভিভাবক কর্তৃক ৩০০/- টাকার নন। জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা প্রদান করতে হবে। এছাড়া প্রার্থীর আপনজন/আত্মীয়দের মধ্য থেকে আরাে দুইজন ব্যক্তিকে (সরকারী/আধা সরকারী/বেসরকারী চাকুরীজীবী) সংস্থার নির্ধারিত ফরমে গ্যারান্টার হতে হবে। ছ) নিয়ােগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না। জ) যে কোন আবেদনপত্র গ্রহণ/বাতিল এবং নিয়ােগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংযােজন/শিথিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

ঝ) কোন প্রার্থী কোন ক্ষেত্রে ভুল তথ্য প্রদান অথবা সত্য গােপন করলে নিয়ােগ পাবার পরও যে কোন সময় তার নিয়ােগ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন। ঞ) যােগ্য মহিলা প্রার্থীদের আবেদন করার ব্যাপারে বিশেষভাবে উৎসাহিত করা যাচ্ছে। ট) নিয়মিতভাবে অধ্যয়নরতদের আবেদন করার প্রয়ােজন নেই। লক্ষণীয় পদক্ষেপ এর চাকরীতে নিয়ােগের ক্ষেত্রে উল্লেখিত নিয়ােগ পরীক্ষার ফি ও স্টাফ সেভিংস ডিপােজিট ব্যতিত আর কোন ধরনের অর্থ নেয়া হয় না। তাই কোথাও অন্য যে কোন ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরােধ করা হলাে। নিয়ােগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েব সাইটেও পাওয়া যাবে।

Padakhep Manabik Unnayan Kendra Job Circular 2022

Padakhep Manabik Unnayan Kendra ngo Job Circular 2022: The step-by-step human development center has published a huge notification for the recruitment of 600 people in 2 posts. Interested candidates from all districts of Bangladesh will be able to apply for this appointment in the step human development center NGO.

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ 2022

প্রকাশিত পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ 2022 এই নিয়োগের সুবিধা ও অসুবিধা সমূহ নিচে টেবিল আকারে তুলে ধরা হলো।

ক্রমিক নং/SL.সুবিধা সমূহ/Benefitsঅসুবিধা সমূহ/Difficulty
১.এখানে প্রাতিষ্ঠানিক বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে।পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কাজে বিভিন্ন বিষয়ে দায়িত্ব গ্রহনে যোগ্য হতে হয়।
২.এই এনজিও চাকরিতে ডিউটিরত অবস্থায় নিরাপত্তা পাওয়া যায়।পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের কাজে দায়িত্ব অনেক বেশি
৩.পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষ প্রতি বছর যোগ্যতা অনুযায়ি বেতন বৃদ্ধি করা হয়।নিজ প্রয়োজনে বেতন বৃদ্ধি করার জন্য আবেদন করা যায় না।
৪.এই প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে ছুটি পাওয়া যায়।তবে প্রাতিষ্ঠানিক ভাবে ছুটি পেতে হলে বিভিন্ন নিয়মকানুন পালন করতে হয়।
৫.উক্ত চাকরির সুযোগ-সুবিধা অনেক বেশি।চাকরির মেয়াদ পরিপূর্ন না করলে চাকরি থেকে অব্যাহতি পাওয়া যায় না।

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২২, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ 2022, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২২ সার্কুলার, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ।

পদক্ষেপ এনজিও সম্পর্কে বিস্তারিত?

১৯৮৬ সালে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এনজিওটি প্রচেষ্টা শুরু হয়। বরিশাল জেলার একটি ছোট প্রত্যন্ত গ্রামে নিজস্ব সম্পদ নিয়ে এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি একটি জাতীয় এনজিও হিসেবে বিবেচিত হয়েছে। সংগঠনটি সুবিধাবঞ্চিত এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষ বিশেষ করে গ্রামীণ ও শহরাঞ্চলের নারী ও শিশুদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করা নিয়ে কাজ করছে।

জেনে নিন প্রতিষ্ঠান রিলেটিভ সকল তথ্য

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ পরীক্ষার প্রশ্ন

১। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কত সালে যাত্রা শুরু করে?
উত্তরঃ ১৯৮৬ সালে।

২। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কী ধরনের প্রতিষ্ঠান?
উত্তরঃ এটি একটি ব্যাক্তি মালিকাধিন প্রতিষ্ঠান।

অন্যদের শেয়ার করুন

3 thoughts on “পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২২”

Leave a Comment

bdinbd.com