রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার নিয়োগ ২০২২–Resource Integration Center job 2022 circular: ২ জন নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার ”বিসিক” রাজস্বখাতের নিম্নবর্ণিত নবসৃজিত শূণ্যপদসমূহে প্রতিযােগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে ডাকযোগ আবেদনপত্র আহ্বান করা হলাে।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি বেসরকারী সংস্থা হিসাবে পরিচিত। এটি বাংলাদেশে জাতীয় উন্নয়ন প্রচেষ্টাকে সমর্থন করতে আগ্রহী বিশিষ্ট সমাজকর্মীদের একটি গ্রুপ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার-এ হাজার হাজার কর্মচারী রয়েছে এবং উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য আরও অনেক স্বেচ্ছাসেবককে একত্রিত করতে এটি সক্ষম।
- সমাজসেবা অধিদপ্তর নিয়োগ ২০২৪
- আজকের চাকরির খবর
- সাপ্তাহিক চাকরির খবর ১৪/০৬/২০২৪
- কর অঞ্চল ২৫ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
এক নজরে সকল তথ্য
(a) চাকরি দাতা প্রতিষ্ঠানের নাম কী? – রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার
(b) অফিসিয়াল সাইটঃ https://www.ric-bd.org/
(c) জেলাঃ সব জেলা
(d) যে ধরনের চাকরিঃ বেসরকারি স্থায়ী
(e) পদ সংখ্যাঃ ১ টি
(f) জনবল নিয়োগঃ ২ জন
(g) বয়সীমাঃ উল্লেখ নেই
(h) আবশ্যিক শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রি
(i) আবেদনের শেষ সময়ঃ ৩০-১০-২০২২ ইং
(j) আবেদনের করা যাবেঃ ডাকযোগে
সম্প্রতি প্রকাশিত রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার প্রকাশিত সার্কুলারে সমাজ উন্নয়ন কর্মকর্তা পদে একজন দক্ষ জনবল নিযুক্ত করা হবে। আবেদনযোগ্য প্রার্থীর যোগ্যতা স্নাতক পাশ হতে হবে। আবেদনে আগ্রহী প্রার্থীদের নিকট হতে আগামী ৩০-১০-২০২২ ইং তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণের জন্য আহ্বান জানানো যাচ্ছে।
পদের বিবরন
- শূণ্য পদ: সহকারী কর্মকর্তা
- নিয়োগ সংখ্যা কত?: ০১ জন
- শিক্ষাগত যোগ্যতা: হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি
- অভিজ্ঞতা: ৩-৫ বছরের
- বেতন: ১৫,৫০০/- টাকা
আবেদনের মাধ্যম
আবেদনের ঠিকানা: চাকরি প্রত্যাশিত প্রার্থীদের ডাকযোগের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদনপত্র পরিচালক, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার বরাবর “মানব সম্পদ বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার, বাড়ী-৮৮/এ/ক, সড়ক-৭/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯” ঠিকানায় প্রেরণ করতে হবে।
দেখুন নতুন নিয়োগ
- সমাজসেবা অধিদপ্তর নিয়োগ ২০২৪
- চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২৪
- রেলওয়ে নিয়োগ ২০২৪ সার্কুলার
- কর অঞ্চল ২৫ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২৪ সার্কুলার
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার নিয়োগ ২০২২
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারে আবেদন করতে যা প্রয়োজন
আবেদনের শর্তসমূহ
- শর্ত সমূহ:
- আবেদন পদ্ধতি:
- আবেদনপত্র বাতিলের কারন:
(1) আবেদনের শর্ত সমূহ: প্রার্থীদেরকে স্নাতক ডিগ্রীধারী হতে হবে। প্রার্থীদের উক্ত পদে কাজ করার ১ বছরের বাস্তাব অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদেরকে মুন্সিগঞ্জে কাজ করার মন-মানসিকতা থাকতে হবে। সহকর্মীদের সাথে সর্বদা সদাচরন করতে হবে।
(2) পরিক্ষার পদ্ধতি: প্রার্থীদেরকে সরাসরি ডাকযোগের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। ডাকযোগ ব্যতীত অন্য কোনো মাধ্যমে কোনো আবেদন প্রেরণ করলে তা বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র অবশ্যই স্ব-হস্তে লিখতে হবে। সাদা কাগজে টাইপকৃত আবেদনপত্র, অসম্পূণ্য আবেদনপত্র গ্রহনযোগ্য নয়।
(3) আবেদনপত্র বাতিলের কারন: আবেদনে প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে নিয়ােগ পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়ােগের যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল এবং বিসিক কর্তৃক গৃহীতব্য যে কোন নিয়ােগ পরীক্ষায় আবেদন করার অযােগ্য ঘােষণাসহ তার বিরুদ্ধে যে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার
পোস্ট রিলেটেড কিওয়ার্ড (Related searches): রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার নিয়োগ 2022, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি 2022, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার নিয়োগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার, রিক এনজিও শাখা তালিকা, রিক এনজিও সম্পর্কে বিস্তারিত, রিক এনজিও হেড অফিস, রিক এনজিও হেড অফিস নাম্বার, রিক জব সার্কুলার।
এই পোস্টটি ভিজিট করে সম্পূর্ন পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখনে সকল তথ্য পড়ার পরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার-এ চাকরি করতে আগ্রহী প্রার্থী হলে আপনি আবেদন করতে পারেন। এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান। অন্য সকল বেসরকারি চাকরির মত রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার-এ বেসরকারি সকল সুযোগ সুবিধা পাওয়া যাবে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার-এ নিয়োগের জন্য আবেদন করুন।