এসএসসি রেজাল্ট ট২২

এসএসসি রেজাল্ট ট২২-ssc result 2022: বাংলাদেশে চলতি বছরের অর্থ্যাৎ ২০২২ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ ২৮ নভেম্বর ২০২২ তারিখে হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। ২১ নভেম্বর ২০২২ তারিখে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ফলাফল প্রকাশ সংক্রান্ত প্রস্তাবনাও ইতোমধ্যে পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। এসএসসি রেজাল্ট ২০২২ কবে দিবে, মার্কশীটসহ রেজাল্ট দেখার নিয়ম বিস্তারিত নিচে দেওয়া হলো।

এসএসসি রেজাল্ট ট২২, এসএসসি রেজাল্ট ট২২ উইথ মার্কশীট, এসএসসি ট২২ রেসাল্ট, ওওও এডুকেশনবোর্ড গভ বড় এসএসসি রেজাল্ট ট২২, বোর্ড রেসাল্ট ট২২, এসএসসি রেজাল্ট চেক 2022, এসএসসি রেজাল্ট, ওওও এডুকেশন বোর্ড গভ বড় এসএসসি রেজাল্ট ট২২, এডুকেশন বোর্ড রেসাল্ট ট২২ এসএসসি, এসএসসি ট২২, এসএসসি রেজাল্ট বড় ট২২, এসএসসি রেজাল্ট চেক, রেজাল্ট দেখার ওয়েবসাইট, এসএসসি রেজাল্ট ট২২ বাংলাদেশ, এসএসসি রেজাল্ট ট২২ বড়, এসএসসি রেজাল্ট ট২২ ঢাকা, এসএসসি পরীক্ষা রেসাল্ট ট২২, এসএসসি রেজাল্ট ট২২ মার্কশীট উইথ নম্বর।

নাম্বারসহ এসএসসি মার্কশীট দেখার লিংক ও উদাহরন

উদাহরন

নাম্বারসহ এসএসসি মার্কশীট
নাম্বারসহ এসএসসি মার্কশীট ২০২২
এসএসসি রেজাল্ট চেক 2022

জেনারেল এসএসসি/ভোকেশনাল/দাখিল রেজাল্ট দেখতে নিচের বাটনে ক্লিক করুন

এসএসসি রেজাল্ট ২০২২ এ পাসের হার ৮৭.৪৪ শতাংশ

২০২২ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল আজ ২৮ নভেম্বর বেলা ১টা প্রকাশ করা হয়, এবারের এসএসসি রেজাল্ট ২০২২ এ পাসের হার ৮৭.৪৪ শতাংশ। দেশের বিভিন্ন বিভাগে ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। এবারের এসএসসি রেজাল্ট গত বছরের তুলনায় ৬ দশমিক ১৪ শতাংশ কম। গত বছর অর্থাৎ ২০২১ সালে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৯৩.৫৮ শতাংশ।

এবারে দাখিল/মাদরাসা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ, ৯ (নয়)টি শিক্ষা বোর্ডে ৮৮ দশমিক ১০ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ০৭ শতাংশ। ২৮-১১-২০২২ ( রোজ সোমবার) সকাল ১১:৩০ মিনিটের দিকে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসএসসি/সমমানের ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এডুকেশন বোর্ড রেসাল্ট ট২২ এসএসসি প্রাপ্ত জিপিএ-৫,২,৬৯,৬০২ জন

২০২২ সালের এসএসসি/সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ৫,২,৬৯,৬০২ জন শিক্ষার্থী

  • সাধারণ শিক্ষা বোর্ডে প্রাপ্ত জিপিএ-৫ = ২ লাখ ৩৩ হাজার ৭৬৩ জন
  • কারীগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডে প্রাপ্ত জিপিএ-৫ = ৫০ লক্ষ ৩৫ হাজার ৮৩৯ জন

বোর্ড ভিত্তিক এসএসসি পরীক্ষার পাসের হার

শিক্ষা বোর্ডের নামপাসের হার
যশোর বোর্ডপাসের হার ৯৫.০৩ শতাংশ
এসএসসি রেজাল্ট ট২২ কুমিল্লা বোর্ডপাসের হার ৯১.২৮ শতাংশ
এসএসসি রেজাল্ট ট২২ ঢাকা বোর্ডপাসের হার ৯০ শতাংশ
বরিশাল বোর্ডপাসের হার ৮৯.৬১ শতাংশ
এসএসসি রেজাল্ট ট২২ চিটাগাং/চট্টগ্রাম বোর্ডপাসের হার ৮৭.৫৩ শতাংশ
ময়মনসিংহ বোর্ডপাসের হার ৮৬.০৭ শতাংশ
এসএসসি রেজাল্ট ট২২ রাজশাহী বোর্ডপাসের হার ৮৫.৮৮ শতাংশ
দিনাজপুর বোর্ডপাসের হার ৮১.১৪ শতাংশ
সিলেট বোর্ডপাসের হার ৭৮.৮২ শতাংশ

এসএসসি রেজাল্ট ট২২

এর আগে, আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ২৫-১০-২০২২ তারিখে গণমাধ্যমকে বলেছিলেন, এসএসসির উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে, নভেম্বরের মাঝামাঝি সময়ে এই কাজ শেষ হবে। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য ২৭ থেকে ৩০ নভেম্বর অথবা ১ ডিসেম্বর সম্ভাব্য সময় উল্লেখ করে নভেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হবে।

এসএসসি রেজাল্ট ২০২২ কবে দিবে

পরবর্তিতে ২৮ নভেম্বর ২০২২ তারিখটি ফলাফল প্রকাশের জন্য কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন পাওয়ায় ২৮ নভেম্বরেই এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হবে জানানো হয়। উল্লেখ যোগ্য বিষয় হলো, এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ১৫ অক্টোবর ২০২২ তারিখে শেষ হয়। এরিমধ্যে অনেক পরীক্ষক উত্তরপত্র মূল্যায়ন করে শিক্ষা বোর্ডে পাঠাতে শুরু করেছেন। আবার কোথাও কোথাও উত্তরপত্র মূল্যায়ন যাচাই শেষ পর্যায়ে রয়েছে।

এসএসসি রেজাল্ট চেক 2022

পরীক্ষার নাম কী?সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি)/সমমান পরীক্ষা
কত সালের পরীক্ষা?২০২২ সালের
পরীক্ষার্থীর সংখ্যা কত?২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন
পরীক্ষার তারিখ কবে?১৫ সেপ্টেম্বর -১ অক্টোবর ২০২২
ফলাফল প্রকাশের তারিখ কবে?২৮ নভেম্বর ২০২২
রেজাল্ট দেখার ওয়েবসাইট:www.educationboardresults.gov.bd
এসএসসি রেজাল্ট ২০২২

এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ প্রশঙ্গে সকলকে জানানো যাচ্ছে যে, আগামী ২৮ নভেম্বর ২০২২ তারিখ দুপুর ১২.০০ টায় এসএসসি/সমমানের পরীক্ষা ২০২২ এর ফলাফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। নিম্নে রোল নাম্বার/এসএমএস যে কোন পদ্ধতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের Result sheet download করা যাবে।

এসএসসি রেজাল্ট ২০২২

রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট

রোল নাম্বার দিয়ে এসএসসি পরীক্ষার্থীরা যেভাবে তাদের রেজাল্ট দেখতে পারবেন তার বর্ননা নিচে দেওয়া হলো।

  • ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd এ প্রবেশ করে Result কর্ণার- এ ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক এসএসসি Result sheet download করা যাবে।
  • www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল নম্বর এবং রেজিষ্ট্রেশন নম্বরের মাধ্যমে Result Sheet download করতে পারবে। বিস্তারিত নিচে ছবিতে দেখুন।
রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট

এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম

এসএমএস এর মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীরা যেভাবে তাদের রেজাল্ট দেখতে পারবেন তার বিস্তারিত বর্ননা এবং উদাহরণ স্বরুপ ইমেজ নিচে দেওয়া হলো।

SSC পরীক্ষার ফল প্রকাশের পর SMS (এসএমএস) এর মাধ্যমে নিম্নোক্ত উপায়ে শিক্ষার্থীরা ফলাফল সংগ্রহ করতে পারবে।
SSC Board name ( first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।

উদাহরণঃ
SSC Dha 123456 2021 Send to 16222

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের Result কর্ণার এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেয়া হলো।

এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম

পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন

এবারে ২০২২ সালের এসএসসি এবং সমমানের পরীক্ষায় ১১টি বোর্ডের অধীনে মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ গ্রহন করেছিল। সারা বাংলাদেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসের কারণে শ্রেণিক্ষে পাঠদান বাধাগ্রস্ত হওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসে এবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসএসসি রেজাল্ট এর গ্রেডিং সিস্টেম দেখেনিন

MarksGrade PointLetter Grade
0 to 320.00F
33 to 391.00D
40 to 492.00C
50 to 593.00B
60 to 693.50A-
70 to 794.00A
80 to 1005.00A+
এসএসসি রেজাল্ট ২০২২

বাংলাদেশের শিক্ষা বোর্ডের তালিকা

শিক্ষা বোর্ডের নামবোর্ডসমূহের ওয়েবসাইট লিংক
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডhttp://www.bteb.gov.bd/
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডhttp://www.bmeb.gov.bd/
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাhttps://dhakaeducationboard.gov.bd/
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামhttps://web.bise-ctg.gov.bd/bisectg
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লাhttps://web.comillaboard.gov.bd/bisecb
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীhttp://www.rajshahieducationboard.gov.bd/
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরhttps://www.jessoreboard.gov.bd/
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালhttp://www.barisalboard.gov.bd/
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটhttps://sylhetboard.gov.bd/
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরhttp://www.dinajpureducationboard.gov.bd/
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহhttps://www.mymensingheducationboard.gov.bd/
এসএসসি রেজাল্ট ২০২২

ওওও এডুকেশনবোর্ড গভ বড় এসএসসি রেজাল্ট ট২২

Related searches: ssc রেজাল্ট, এসএসসি ভোকেশনাল রেসাল্ট ট২২, এসএসসি রেজাল্ট ট২২ সমস, এসএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট, রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট, রেজাল্ট এসএসসি ট২২, এসএসসি রেজাল্ট ট২২ চট্টগ্রাম বোর্ড, এসএসসি ট২২ রেসাল্ট বড়, এসএসসি রেজাল্ট টোটো, ট২২ এসএসসি রেজাল্ট, এসএসসি ট২২ রেসাল্ট চেক, ওওও এসএসসি রেজাল্ট ট২২, এসএসসি ট২২ রেসাল্ট লিংক, এডুকেশন বোর্ড রেসাল্ট এসএসসি ট২২, এসএসসি এডুকেশন বোর্ড রেসাল্ট ট২২।

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম, এসএসসি রেজাল্ট চেক, রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট, এসএসসি রেজাল্ট ২০২২ কবে, এসএসসি রেজাল্ট ২০২২, এসএসসি রেজাল্ট 2022, এসএসসি রেজাল্ট 2022 কবে দিবে, এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২, এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ কবে দিবে, বাউবি এসএসসি রেজাল্ট ২০২২, এসএসসি পরীক্ষার রেজাল্ট 2022।

বাউবি এসএসসি রেজাল্ট 2022, এসএসসি রেজাল্ট চেক, এসএসসি রেজাল্ট ট২২, এসএসসি রেজাল্ট 2022, এসএসসি রেজাল্ট কবে দিবে, এসএসসি রেজাল্ট টোটো, নাম্বার সহ রেজাল্ট ssc, ssc result, web based result, education board, ssc result 2022.

অন্যদের শেয়ার করুন

bdinbd.com